H পৃষ্ঠা ২১
- English Word hullo Bengali definition (অপিচ hallo, hello) [হালোউ] (interjection) সম্ভাষণে; দৃষ্টি আকর্ষণে; বিস্ময়সূচনে এবং আহ্বানের প্রত্যুত্তরে (যেমন টেলিফোন ধরার সময়) ব্যবহৃত অন্তর্ভাবমূলক অব্যয়; এই যে; হ্যালো।
- English Word hum Bengali definition [হাম্] (verb intransitive), (verb transitive) (hummed, humming, hums) (১) গুঞ্জন/গুন গুন করা; গুনগুনানো। hummingbird (noun) সাধারণত ছোট আকারের উজ্জ্বল রঙের কয়েক প্রজাতির পাখি, যাদের পাখার কম্পনে গুনগুন ধ্বনি উত্থিত হয়; গুঞ্জন পাখি। humming-top (noun) এক ধরনের ল্যাটিম, যা ঘোরার সময় বোঁ বোঁ শব্দ করে। (২) কর্মচঞ্চল থাকা: a factory humming with activity. (৩) সাধারণত and haw/ha (কথ্য) (দ্বিধা বা সংশয়সূচক) হুঁ হাঁ করা। □ (noun) গুঞ্জন; গুঞ্জরন; কূজন; কলরব।
- English Word human Bengali definition [হিঊমান্] (adjective) (১) মানুষ বা মনুষ্যজাতি সম্বন্ধীয়; মানবীয়; মানবিক; মানুষি: a human being, মানুষ; human nature, মনুষ্যপ্রকৃতি; human affairs, মানুষি ব্যাপার। (২) মনুষ্যোচিত গুণাবলিবিশিষ্ট; মানবোচিত; মনুষ্যজাতীয়। humanly (adverb) মানবীয়ভাবে; মানুষের পক্ষে। humankind (noun) [uncountable noun] মানবজাতি; মনুষ্যজাতি।
- English Word humane Bengali definition [হিঊমেইন্] (adjective) (১) সহৃদয়; পরদুঃখকাতর; কোমলহৃদয়; দয়ালু; মানবিক: a man of humane character. humane killer পশুকে ক্লেশ না-দিয়ে হত্যা করার জন্য যন্ত্রবিশেষ; দরদি ঘাতক। (২) (জ্ঞানবিজ্ঞানের শাখা) পরিমার্জিত সংস্কৃতির অনুকূল; মার্জিত; শিষ্ট; দ্রষ্টব্য humanity (৪). humanely (adverb) সদয়ভাবে।
- English Word humanism Bengali definition [হিঊমানিজাম্] (noun) [uncountable noun] (১) মানবিক বিষয়াদির প্রতি আগ্রহ; (ধর্মতত্ত্বকে বাদ দিয়ে) শ্রেয়োনীতিক মান এবং মনুষ্যজাতির পর্যেষণাকেন্দ্রিক দার্শনিক মতবাদ; মানবতন্ত্র; মানবতাবাদ। (২) (আনুমানিক ১৪ থেকে ১৬ শতক পর্যন্ত) গ্রিক ও রোমান বিদ্যাভিত্তিক সাহিত্য-সংস্কৃতি মানবতন্ত্র।
- English Word humanist Bengali definition [ইিঊমানিস্ট্] (noun) (১) (ধর্মীয় বিষয়াদির সঙ্গে বৈপরীত্যক্রমে) মানবচরিত্র ও মনুষ্যব্যাপারে নিমগ্ন ব্যক্তি; মানবতান্ত্রিক। (২) মানবতাবাদের সমর্থক; মানবতান্ত্রিক। (৩) (বিশেষত ১৪ থেকে ১৬ শতকে) গ্রিক ও রোমান সাহিত্য ও প্রাচীন ইতিহাসের চর্চাকারী; মানবতান্ত্রিক।
- English Word humanitarian Bengali definition [হিঊম্যানিটেআরিআন্] (adjective), (noun) মানুষের ক্লেশলাঘব, দণ্ডনীতির সংস্কারসাধন ইত্যাদি উপায়ে যে ব্যক্তি সব মানুষের কল্যাণের জন্য কাজ করেন; ঐরূপ ব্যক্তিবিষয়ক কিংবা ঐরূপ ব্যক্তি মতাবলম্বী; লোকহিতব্রতী; মানবহিতৈষী; লোকহিতকর; জনহিতকর। humanitarianism [হিঊম্যানিটেআরিআনিজাম্] (noun) লোকহিতৈষণা; মানবহিতৈষণা।
- English Word humanity Bengali definition [হিঊম্যানাটি] (noun) [uncountable noun] (১) মানবজাতি; মনুষ্যজাতি; মানবতা: crimes against humanity. (২) মানবপ্রকৃতি; মনুষ্যত্ব; মানুষতা। (৩) সহৃদয়তা; সানুকম্প; মানবতা: treat people and animals with humanity. (৪) (plural) the humanities প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতিবিষয়ক বিবিধ বিদ্যাশাখা; কলাবিদ্যা; বিশেষত সাহিত্য, ইতিহাস ও দর্শন; মানববিদ্যা।
- English Word humanize, humanise Bengali definition [হিঊমানাইজ্] (verb transitive), (verb intransitive) মনুষ্যোচিত/হৃদয়বান হওয়া বা করা; মনুষ্যগুণারোপ করা/হওয়া। humanization, humanisation (noun) মানবিকীকরণ।
- English Word humble Bengali definition [হাম্ব্ল্] (adjective) (humbler, humblest) (১) বিনয়ী; নম্র; বিনম্র; বিনীত; নিরভিমান; বিনয়নম্র: I like his humble manners. eat humble pie ক্ষমা ভিক্ষা করা; নাকে খত দেওয়া। (২) (ব্যক্তি) হীন পদমর্যাদাসম্পন্ন; নগণ্য; সামান্য; অখ্যাত; অবজ্ঞাত; অধম; (বস্তু) সামান্য তুচ্ছ; অকিঞ্চিৎকর: men of humble birth, হীন কুলোদ্ভব ব্যক্তি; অপজাত; ছোটলোক; a humble home; a humble occupation, হীনবৃত্তি। □ (verb transitive) হতগর্ব/নতজানু করা; দর্পচূর্ণ করা: humble one’s enemies; humble somebody’s pride. humbly (adverb) সবিনয়ে; বিনীতভাবে: beg humbly for forgiveness; humbly born, অখ্যাত/নগণ্য মাতাপিতার সন্তান।
- English Word humbug Bengali definition [হাম্বাগ্] (noun) [countable noun, uncountable noun] দমবাজি; ধোঁকাবাজি; কৈতব; [countable noun] দমবাজ; ধোঁকাবাজ। (২) (British/Britain) পেপারমেন্টের সুগন্ধযুক্ত কড়াপাকের মিষ্টান্নবিশেষ। □ (verb transitive) (humbugged, humbugging, humbugs) ধোঁকা দেওয়া; চালাকি করা; He tried to humbug me. □ (interjection) ঘোড়ার ডিম! যত সব!
- English Word humdrum Bengali definition [হাম্ড্রাম্] (adjective) নীরস; একঘেয়ে; গতানুগতিক: live a humdrum life; engaged in humdrum tasks.
- English Word humerus Bengali definition [হিঊমারাস্] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) কনুই থেকে স্কন্ধসন্ধি পর্যন্ত বাহুর অস্থি; প্রগণ্ডাস্থি।
- English Word humid Bengali definition [হিঊমিড্] (adjective) (বিশেষত বাতাস ও জলবায়ু) আর্দ্র; স্যাঁতসেঁতে; জলো। humidify [হিঊমিডিফা্ই] (verb transitive) (past tense, past participle humidified) আর্দ্র/সিক্ত করা। humidity [হিঊমিডাটি] (noun) [uncountable noun] আর্দ্রতা।
- English Word humiliate Bengali definition [হিঊমিলিএইট্] (verb transitive) লজ্জিত/অপমানিত করা; লজ্জা দেওয়া: a nation that was humiliated by defeat . humiliating [হিঊমিলিএইটিঙ্] (adjective) অবমাননাকর: humiliating peace terms. humiliation [হিঊমিলিএইশ্ন্] (noun) [countable noun, uncountable noun] অবমাননা; অভিভব: the humiliation of having to surrender.
- English Word humility Bengali definition [হিঊমিলাটি] (noun) [uncountable noun] বিনয়; বিনম্রতা; দীনতা; হীনাবস্থা।
- English Word hummingbird Bengali definition [হামিঙ্বাড্] (noun) দ্রষ্টব্য hum (১).
- English Word hummock Bengali definition [হামাক্] (noun) ছোট পাহাড়; টিলা; ঢিবি।
- English Word humorist Bengali definition [হিঊমারিস্ট্] (noun) হাস্যরসিক; বৈহাসিক; রসিক; রসিক লেখক বা কথক; সুরসিক।
- English Word humorous Bengali definition [হিঊমারাস্] (adjective) রসাত্মক; সরস; হাস্যরসাত্মক; রসিকতাপূর্ণ; সকৌতুক: a humorous writer; humorousremarks. humorously (adverb) রসিকতাচ্ছলে; সকৌতুকে।
- English Word humour Bengali definition (America(n) = hurmor) [হিঊমা(র্)] (noun) (১) [uncountable noun] হাস্যরস; রস; রসিকতা; রসবোধ; হাস্যকৌতুক: a story full of humour; sense of humour. (২) [uncountable noun] মানসিক অবস্থা; মেজাজ: in good/bad humour; when the humour takes him, মন চাইলে। out of humour নাখোশ; বিকল মেজাজ। (৩) [countable noun] (প্রাচীন প্রয়োগ) মানুষের দৈহিক ও মানসিক গুণাবলির নিয়ামক বলে কথিত রসচতুষ্টয়ের (বায়ু, পিত্ত, কফ, রক্ত) যেকোনো একটি; ধাতু। □ (verb transitive) মনোরঞ্জন/তুষ্ট করা; খোশমেজাজে রাখা; মন জুগিয়ে চলা; প্রশ্রয় দেওয়া: He has brought this beautiful gift to humour his wife.
- English Word hump Bengali definition [হাম্প্] (noun) (১) কুঁজ। humpback (noun) কুঁজো। humpbacked (adjective) বক্রপৃষ্ঠ; কুঁজো। (২) have/give somebody the hump (অপশব্দ) মেজাজ বিগড়ানো/খিচড়ানো। □(verb transitive) hump (up) কাঁধ উঁচু করা; পিঠ বাঁকানো।
- English Word humph Bengali definition [হাম্প্ফ কিংবা বদ্ধ ওষ্ঠদ্বয় ফুত্কার শব্দে উন্মুক্ত করে স্বতঃস্ফূর্তভাবে উচ্চারিত ঘরঘর ধ্বনি] (interjection) সন্দেহ বা অসন্তোষসূচক অন্তর্ভাবমূলক অব্যয়; হুম্।
- English Word humpty-dumpty Bengali definition [হাম্টি ডাম্টি] (noun) রূপকথায় বর্ণিত বেঁটে, নাদুসনুদুস, ডিম্বাকার মানুষ; কুমড়োপটাশ।
- English Word humus Bengali definition [হিঊমাস্] (noun) [uncountable noun] গাছ, লতাপাতা ইত্যাদির পচনের দ্বারা সৃষ্ট মাটি; উদ্ভিজ্জমৃত্তিকা।
- English Word hunch Bengali definition [হান্চ্] (noun) (১) পুরু টুকরা; প্রস্থ; চাপড়া; কুঁজ। hunchback(ed) = humpback(ed). (২) have a hunch that...(কথ্য) কেন যেন মনে হচ্ছে… …, মন বলছে...। □ (verb transitive) hunch (up) কুঁজো হওয়া: sitting with one’s shoulders hunched up.
- English Word hundred Bengali definition [হানড্রাড্] (noun), (adjective) শত; শ। দ্রষ্টব্য পরি. ৪। hundredweight (noun) (প্রায়ই cwt-রূপে লেখা হয়) এক টনের বিশ ভাগের এক ভাগ; হন্দর। hundredfold, (America(n)) hundred fold (adverb) শতগুণ। hundredth [হানড্রাড্থ্] (noun), (adjective) শততম; শতাংশ।
- English Word hung Bengali definition [হাঙ্] hang–এর past tense, past participle
- English Word hunger Bengali definition [হাঙ্গা(র্)] (noun) (১) [uncountable noun] ক্ষুধা; খিদা; বুভুক্ষা। be/go on (a) hunger-strike অনশনধর্মঘট করা। hunger-march (noun) ভুখমিছিল। hunger-marcher (noun) ভুখমিছিলকারী। (২) (লাক্ষণিক) প্রবল আকাঙ্ক্ষা; ক্ষুধা; বুভুক্ষা: a hunger for fame/adventure. □ (verb intransitive) hunger for/to do something ক্ষুধার্ত; ক্ষুধা বোধ করা: hunger for news.
- English Word hungry Bengali definition [হাঙ্গ্রি] (adjective) (hungrier, hungriest) ক্ষুধার্ত; ক্ষুধিত; বুভুক্ষু; ক্ষুধাতুর; ক্ষুধা-উদ্রেককর: Rickshaw-pulling is hungry work. hungrily [হাঙ্গ্রালি] (adverb) ক্ষুধার্তভাবে; গোগ্রাসে।