H পৃষ্ঠা ২০
- English Word house 2 Bengali definition [হাউজ্] (verb transitive) (১) আশ্রয় বা বাসস্থান দান করা। (২) (পণ্য ইত্যাদি) তুলে রাখা; সংরক্ষণ করা।
- English Word housing Bengali definition [হাউজিঙ্] (noun) [uncountable noun] গৃহসংস্থান; গৃহায়ণ; বাসস্থান। housing association (noun) গৃহনির্মাণ ও সংস্থানের জন্য অলাভভিত্তিক সমিতি; গৃহায়ণ সমিতি, গৃহসংস্থান সমিতি। housing estate (noun) কোনো স্থানীয় কর্তৃপক্ষ বা অন্য সংস্থা কর্তৃক ভাড়া বা বিক্রয়ের জন্য পরিকল্পিত বা নির্মিত বাড়ির এলাকা, গৃহায়ণ এলাকা।
- English Word hove Bengali definition [হোউভ্] heave-এর past tense, past participle
- English Word hovel Bengali definition [হভ্ল্ America(n) হাভ্ল্] (noun) বাসের অনুপযোগী ছোট বাড়ি বা কুঁড়েঘর; জীর্ণ কুটির।
- English Word hover Bengali definition [হভা(র্) America(n) হাভা্(র্)] (verb intransitive) (পাখি) বাতাসে স্থির হয়ে বা ভেসে থাকা: a hawk hovering overhead; a helicopter hovering over the house. hovercraft (noun) জেট ইনজিনের দ্বারা সৃষ্ট বায়ুপূরিত গদির উপর ভর করে জলে বা স্থলে চলনক্ষম যানবিশেষ। (২) (ব্যক্তি) অপেক্ষমাণ/দোদুল্যমান থাকা: (লাক্ষণিক) hover between life and death.
- English Word how Bengali definition [হাউ] (adverb) (১) কীভাবে; কেমনে; কেমন করে; কী করে: Tell me how you got rid of your rivals ? (২) (প্রশ্নে এবং হর্ষবিষাদ ইত্যাদি প্রকাশে) কত; কী; কেমন: How old are you? How beautiful the poem is! How peacefully he sleeps? And how? (দৃঢ়তাসূচক) = yes! নিশ্চয়ই! (৩) (স্বাস্থ্যসম্পর্কিত) কেমন: How are you? How do you do? (প্রচলনির্ভর মামুলি সম্ভাষণ, কেবল ‘you’ –এর সঙ্গে ব্যবহৃত হয়)। how-d’ye-do [হাউ ডিয়া ডু] (noun) (কথ্য) বিব্রতকর পরিস্থিতি: a pretty how-d’ye-do. (৪) (পরোক্ষ উক্তির সূচনায়) যে; কীভাবে: You told me how you met your would-be wife in a strange situation. (মতামত, ব্যাখ্যা ইত্যাদি জানার উদ্দেশ্যে) কেমন: How about visiting our old freind? How come ... (কথ্য) কী ব্যাপার …, How come you look so embarrassed? How’s that? (ক) এর ব্যাখ্যা কী? (খ) আপনার কী মত?(গ) (ক্রিকেটে আম্পায়ারের উদ্দেশ্যে) ব্যাটসম্যান আউট হয়েছে, না হয়নি? How so? তা কী করে হয়? Howbeit [হউবীইট্] (conjunction) (পুরাতনী) তথাপি। however [হাউএভা(র্)] (adverb) ১ (আনুষ্ঠানিক) যত; যতই: He will never succeed, how hard he tries. (২) (অপিচ conjunction) তবে; অবশ্য: How, the authorities were duly informed.
- English Word howdah Bengali definition [হাউডা] (noun) হাওদা।
- English Word howitzer Bengali definition [হাউইট্সা(র্)] (noun) উচ্চ কোণে স্বল্প পাল্লায় গোলাবর্ষণের জন্য খাটো কামানবিশেষ; হাউইট্সার।
- English Word howl Bengali definition [হাউল্] (noun) [countable noun] বিশেষত নেকড়ের একটানা হুঙ্কার; (মানুষের) আর্তনাদ; (অবজ্ঞা, কৌতুক ইত্যাদির) চিৎকার: howls of derision. □ (verb transitive), (verb intransitive) (১) গর্জন/হুঙ্কার/চিৎকার করা: howling winds/wolves. (২) howl (down) (কারো উদ্দেশ্যে) হুঙ্কার/গর্জন করা; চিৎকার/হৈ হৈ করে থামিয়ে দেওয়া: howl defiance at the enemy; howl down a speaker. howler (noun) (কথ্য) হাস্যকর বোকামি। howling (adjective) (অপশব্দ) চরম; উৎকট: a howling shame.
- English Word hoyden Bengali definition [হয়ড্ন্] (noun) হুজুগে/দস্যি মেয়ে। hoydenish [হয়ড্নিশ্] (adjective) দস্যি মেয়ের মতো; দস্যিসুলভ।
- English Word hub Bengali definition [হাব্] (noun) চাকার কেন্দ্রস্থল; নাভিগোলক; চক্রনাভি; (লাক্ষণিক) কেন্দ্রবিন্দু; কেন্দ্রস্থল: a hub of industry/ commerce.
- English Word hub-bub Bengali definition [হাবাব্] (noun) [uncountable noun] কোলাহল; হৈচৈ; কলরব; হাঙ্গামা।
- English Word hubble-bubble Bengali definition [হাব্ল্ বাব্ল্] (noun) আলবোলা; গড়গড়া।
- English Word hubby Bengali definition [হাবি] (noun) (British/Britain) (কথ্য) স্বামী; কর্তা।
- English Word hubris Bengali definition [হিউব্রিস্] (noun) [uncountable noun] (গ্রিক) প্রগল্ভ অহংকার; দম্ভ; দর্প; আত্মাভিমান; অভিমানিতা; অহমিকা।
- English Word hucka-back Bengali definition [হাকা ব্যাক্] (noun) [uncountable noun] তোয়ালে ইত্যাদির জন্য মোটা মজবুত কাপড়বিশেষ।
- English Word huckleberry Bengali definition [হাক্ল্বারি America(n) হাক্ল্বেরি] (noun) (plural huckleberries) উত্তর আমেরিকার সহজলভ্য অনুচ্চ গুল্মবিশেষ এবং এই গুল্মের ছোট ছোট গাঢ়-নীল ফল; হাক্লবেরি।
- English Word huckster Bengali definition [হাক্স্টা্(র্)] (noun) ফেরিওয়ালা।
- English Word huddle Bengali definition [হাড্ল্] (verb transitive), (verb intransitive) (১) ঘেঁষাঘেঁষি/গাদাগাদি করে থাকা: Sleep huddling together for warmth. (২) huddle up (against) কারো গা ঘেঁষে কুণ্ডলী পাকিয়ে থাকা: The boy huddled up against his mother in bed. (৩) ঠাসাঠাসি করে রাখা; এলোমেলোভাবে জড়ো করা: huddle things up/ together/into something. □ (noun) বস্তু বা মানুষের বিশৃঙ্খল সমাহার। be in/go into a huddle (কথ্য) শলাপরামর্শের জন্য জড়ো হওয়া।
- English Word hue 1 Bengali definition [হিউ] (noun) [countable noun] রং; রঙের সূক্ষ্ম তারতম্য: the hues of the rainbow. hued [হিউড্] (adjective) (যৌগশব্দ) উল্লিখিত বর্ণযুক্ত; dark-hued, কৃষ্ণবর্ণ; many-hued, নানাবর্ণ।
- English Word hue 2 Bengali definition [হিউ] (noun) (কেবল) hue and cry [হিউআন্ ক্রাই] হৈচৈ; শোরগোল: raise a hue and cry against the new bill.
- English Word huff 1 Bengali definition [হাফ্] (noun) ক্রোধাবেশ; রোষাবেশ। be in/get into a huff ক্রোধান্বিত হওয়া; তেলেবেগুনে জলে ওঠা। huffish [হাফ্ফিশ্], huffy (adjective(s) ক্রোধান্বিত; কোপনস্বভাব; বদরাগী; রগচাটা; বদমেজাজ। huffily [হাফিলি্] (adverb) ক্রোধাবেশে।
- English Word huff 2 Bengali definition [হাফ্] (verb intransitive) ফুঁ/ফুৎকার করা/দেওয়া; ফোঁকা।
- English Word hug Bengali definition [হা্গ্] (verb transitive) (hugged, hugging, hugs) (১) আলিঙ্গন/বাহুবেষ্টিত করা, জড়িয়ে ধরা। (২) আঁকড়ে থাকা: hug cherished beliefs. (৩) hug oneself (with pleasure/delight) over something আহলাদে আটখানা/খুশিতে ডগমগ হওয়া। □ (noun) আলিঙ্গন; আশ্লেষ; বাহুবেষ্টন।
- English Word huge Bengali definition [হিঊজ্] (adjective) বিশাল; বিপুল। hugely (adverb) বিপুলভাবে; অত্যন্ত।
- English Word huggermugger Bengali definition [হাগা মাগা(র্)] (noun), (adjective), (adverb) গোপনতা; বিশৃঙ্খলা; গোলমাল; গোলমেলে; বিশৃঙ্খলভাবে।
- English Word hulk Bengali definition [হাল্ক্] (noun) (১) পুরনো পরিত্যক্ত জাহাজ বা গুদামরূপে ব্যবহৃত জাহাজ, গুদামজাহাজ; (আগেকার দিনে) কারাগাররূপে ব্যবহৃত জাহাজ; জেলজাহাজ। (২) বৃহদাকার বেঢপ বস্তু; মানুষ বা জাহাজ; জরদ্গব। hulking (adjective) আনাড়ি; বেঢপ; হাঁদারাম: a hulking idiot.
- English Word hull 1 Bengali definition [হাল্] (noun) (কোনো কোনো ফল, শিম ইত্যাদির) খোসা; খোলা। □ (verb transitive) খোসা ছাড়ানো।
- English Word hull 2 Bengali definition [হাল্] (noun) জাহাজের স্থূলভাগ বা কাঠামো; নৌশরীর। hull down (ক) (দূরে দিগন্তরেখার প্রায় অধঃস্থিত জাহাজ) কেবল মাস্তুল, চোঙা ইত্যাদি দেখা যায় এমন; অধঃশরীর। (খ) (ট্যাংক) কেবল মিনার বা চূড়া (turret) দেখা যায় এমন; অধঃশরীর।
- English Word hullabaloo Bengali definition [হালাবালূ] (noun) হৈচৈ; শোরগোল।