Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word halt 2 Bengali definition [হোল্‌ট্] (verb intransitive) ইতস্তত করা; অনিশ্চিত ভঙ্গিতে হাঁটা: halt between two views, in a halting manner. haltingly (adverb) ইতস্ততভাবে; অনিশ্চিত ভঙ্গিতে।
  • English Word halter Bengali definition [হোলটা(র্‌)] (noun) (১) ঘোড়ার গলার দড়ি(২) ফাঁসির দড়ি
  • English Word halve Bengali definition [হা:ভ্ America(n) হ্যাভ্‌] (verb transitive) (১) দুই ভাগে ভাগ করা; দুই ভাগ করা: halve a banana. (২) অর্ধেক কমানো: The new ferry-boat has halved the time needed for crossing the Jamuna.
  • English Word halves Bengali definition [হা:ভ্‌জ্ America(n) হ্যাভ্‌জ্‌] দ্রষ্টব্য half.
  • English Word halyard Bengali definition [হ্যাল্ইআড্‌] (noun) পাল বা পতাকা টাঙানো বা নামানো দড়ি
  • English Word ham Bengali definition [হ্যাম্] (noun) [countable noun] লবণ মাখিয়ে শুকানো বা আগুনে ঝলসানো শূকরের রান; [uncountable noun] শূকরের মাংস: a slice of ham. (২) [countable noun] (প্রধানত জীবজন্তু সম্বন্ধে) ঊরুর পশ্চাদ্ভাগ বা পিছনের দিক(৩) (অপশব্দ) কমদামি বা নিম্নমানের অভিনেতা; যে ব্যক্তি শখের বশে বা অপেশাদারি ভিত্তিতে বেতার সংকেত প্রেরণ ও গ্রহণ করে: (attributive(ly)) ham actors/acting/radio. Ham-handed/Ham-fisted (adjective) হস্তচালনায় অপটু। □ (verb transitive), (verb intransitive) ham (up) (কথ্য) ইচ্ছা করে কৃত্রিম, অতিরঞ্জিতভাবে আচরণ করাবা অভিনয় করা।
  • English Word hamadryad Bengali definition [হ্যামাড্রাইআড্] (noun) যে গাছে বাস করে সেই গাছের সঙ্গেই একত্রে মারা যায় এমন বনপরী; বিষধর ভারতীয় সাপ
  • English Word hamburger Bengali definition [হ্যাম্‌বাগা(র্)] (noun) (১) গোল পিঠার আকারে ভাজা গোমাংসের কিমা/কুচি(২) এমন গোমাংস ভিতরে দিয়ে তৈরি স্যান্ডউইচ বা পাউরুটি
  • English Word hamlet Bengali definition [হ্যাম্‌লিট্] (noun) (বিশেষত মসজিদ, মন্দির বা গির্জা নেই এমন) ছোট গ্রাম
  • English Word hammer Bengali definition [হ্যামা(র্)] (noun) (১) হাতুড়িbe/go at it hammer and tongs সশব্দে ও সর্বশক্তি নিয়ে মারামারি বা তর্কাতর্কি করা। throwing the hammer ক্রীড়ায় হাতুড়ি নিক্ষেপ প্রতিযোগিতা। (২) (পিয়ানো ইত্যাদি বাদ্যযন্ত্রে) হাতুড়িসদৃশ যে যন্ত্রাংশগুলো তারে আঘাতপ্রাপ্ত হয়ে সুর সৃষ্টি করে(৩) বন্দুক ইত্যাদির ঘোড়া(৪) নিলামদারের ব্যবহৃত কাঠের ছোট হাতুড়িbe/come under the hammer নিলামে বিক্রি হওয়া। (৫) (ব্যবচ্ছেদবিদ্যা) কানের হাড়; কর্ণাস্থি (verb transitive), (verb intransitive) (১) hammer (in/out/down); hammer (at) (যেন) হাতুড়ি দিয়ে আঘাত করা; হাতুড়ি মারা: hammer in a nail, হাতুড়ি মেরে পেরেক ঢোকানো; hammer down the lid of a box, হাতুড়ি দিয়ে বাক্সের ঢাকনা লাগানো; hammer something out, হাতুড়ি পিটিয়ে কোনো কিছু সমান বা মসৃণ করা; hammer at the door, দরজায় সজোরে করাঘাত করা; hammer at the Keys, অনুভূতির সংস্রব নেই এমনভাবে জোরে-জোরে পিয়ানো বাজানো। (২) (লাক্ষণিক) hammer out কঠোর পরিশ্রম করে তৈরি করা: hammer out a programme of action. hammer at কোনো কিছু নিয়ে কঠোর পরিশ্রম করা: hammer away at a problem; জোর করে ( কোনো কিছু) কারো মাথায় ঢোকানো: hammer an idea into somebody’s head. (৩) (কথা) যুদ্ধে বা খেলায় (কাউকে) নিদারুণভাবে হারিয়ে দেওয়া
  • English Word hammock Bengali definition [হ্যামাক্] (noun) জাহাজে বা বাগানে ব্যবহৃত চট বা দড়ির তৈরি দোলনা-বিছানা
  • English Word hamper 1 Bengali definition [হ্যাম্‌পা(র্‌)] (noun) প্যাকিং বাক্স বা বিশেষত খাবার পাঠানোর জন্য ব্যবহৃত ঢাকনা লাগানো ঝুড়ি: a Christmas hamper, খ্রিস্টমাস উপহার হিসেবে পাঠানো খাবার, পানীয় ইত্যাদি ভরা ঝুড়ি।
  • English Word hamper 2 Bengali definition [হ্যাম্‌পা(র্‌)] (verb transitive) বাধা দেওয়া; ব্যাহত করা: Her movement was hampered by her heavy Banarasee saree.
  • English Word hamster Bengali definition [হ্যামস্‌টা(র্)] (noun) ধেড়ে ইঁদুরের মতো প্রাণী
  • English Word hamstring Bengali definition [হ্যাম্‌স্‌ট্রিঙ্] (verb transitive) (ব্যক্তি বা প্রাণীর) হাঁটুর পিছন দিকের পেশিতন্তু কেটে খোঁড়া করে দেওয়া; (লাক্ষণিক) (কারো) দক্ষতা বা কর্মক্ষমতা নষ্ট করে দেওয়া।
  • English Word hand 1 Bengali definition [হ্যান্‌ড্] (noun) (১) হাতat hand কাছাকাছি: She lives close at hand, কাছাকাছি বাস করে। at somebody’s hands কারো কাছ থেকে: I never expected such harsh treatment from his hands. bind somebody hand and foot (আক্ষরিক অর্থ লাক্ষণিক) কারো হাত-পা বাঁধা; কাউকে সম্পূর্ণ অসহায় করা। serve/wait on somebody hand and foot কারো সর্বপ্রকার হুকুম তামিল করা; সর্বপ্রকারে কারো সেবা করা। by hand (ক) হাতে তৈরি: made by hand. (খ) (ডাকযোগে নয়) হাতে-হাতে: a note delivered by hand. bring up a baby/a calf etc by hand বোতলের দুধ খাইয়ে/হাতে ধরে বড় করা। eat/feed out of one’s hand (ক) (পাখি সম্বন্ধে) কারো হাত থেকে খাওয়া; কারো পোষ মানা। (খ) (লাক্ষণিক) কারো অনুগত হওয়া। from hand to hand একজন থেকে আরেক জনে; হাতে হাতে। fight hand to hand হাতাহাতি/সামনাসামনি যুদ্ধ করা। এর থেকে, hand-to-hand fighting. give/lend (somebody) a hand (with something) (কাউকে কোনো কাজে) সাহায্য করা; কোনো কাজে অংশ নেওয়া: She gave (me) a hand with the washing up. give one’s hand on a bargain কোনো চুক্তি বা লেনদেন সম্পন্ন করার জন্য হাত মেলানো। be hand in glove (with somebody), দ্রষ্টব্য glove. Have one’s hands full হাতে প্রচুর কাজ থাকা; পুরোপুরি ব্যস্ত থাকা। have/get the upper hand (of somebody), দ্রষ্টব্য upper. have a free hand; give/allow somebody a free hand, দ্রষ্টব্য free 1 (৩). hand in hand পরস্পর হাত ধরাধরি করে; একত্রে; এক সঙ্গে: They walked away hand in hand hand. (লাক্ষণিক) Poverty and disease go hand in hand, একসঙ্গে চলে। Hands off! খবরদার! ছোঁবে না। খবরদার! নাক গলাতে এসো না। Hands up! হাত উপরে তোলো। আত্মসমর্পণ করো! hand over hand ( কোনো কিছুতে চড়তে গিয়ে) এক হাতের পর আর এক হাত ব্যবহার করে; (লাক্ষণিক) দ্রুত ও অবিচলভাবে। in hand (ক) হাতে থাকা; তহবিলে থাকা: I have no money in hand, হাতে কোনো টাকা নেই; cash in hand Tk. 500. তহবিলে বর্তমান টাকা ৫০০। (খ) দৃষ্টি দেওয়া হচ্ছে এমন; সম্পন্ন হওয়ার পথে আছে এমন: The work is in hand, কাজটি চলছে/সম্পন্ন হওয়ার পথে; The authorities have the situation well in hand, কর্তৃপক্ষ পরিস্থিতি ভালোভাবে আয়ত্তে রেখেছে; পরিস্থিতির দিকে ভালোভাবে দৃষ্টি দিচ্ছে। in the hands of কারো হাতে (কোনো কিছুর দেখাশোনা বা ব্যবস্থাপনার ভার) ন্যস্ত থাকা। in good hands সযত্ন রক্ষণাবেক্ষণে বা উত্তম হেফাজতে আছে এমন; (কথ্য) ভালো হাতে পড়েছে এমন। lay (one’s) hands on something/somebody, দ্রষ্টব্য lay 1 (২). lend a hand উপরে দ্রষ্টব্য give a hand. not lift a hand; not do a hand’s turn হাত না-নড়ানো; সাহায্যের জন্য ন্যূনতম চেষ্টাও না-করা। lift/raise a hand /one’s hand কাউকে শাসানো বা আক্রমণ করা। live from hand to mouth দিন এনে দিন খাওয়া। এর থেকে a hand-to-mouth existence, দিন-এনে-দিন-খাওয়া জীবন। (get something) off one’s hands হাত থেকে ঝেড়ে ফেলা; দায়িত্ব থেকে রেহাই পাওয়া: He was glad to get it off his hands. on hand পাওয়া যায় এমন; সুলভ: They have some Kashmiree shawls on hand; দোকানে আছে। on one’s hands কারো দায়িত্বে আছে এমন; কারো করণীয়: I have the packing of the books on my hands. Time hangs heavy on her hands, সময়কে বোঝার মতো মনে হয়, সময় কাটতে চায় না। out of hand. (ক) আয়ত্তের বা নাগালের বাইরে; শৃঙ্খলাহীন: The movement for democracy is slowly getting out of hand. (খ) অবিলম্বে; গড়িমসি না-করে: The situation must be dealt with out of hand. shake hands with somebody; shake somebody’s hand করমর্দন করা। take a hand (in) (কোনোকিছুতে) হাত লাগানো; সাহায্য করা; ভূমিকা গ্রহণ করা। take something/somebody in hand কারো/কোনো কিছুর ভার নেওয়া। be to hand হাতে পাওয়া; হস্তগত হওয়া: Your letter is to hand, তোমার চিঠি হাতে পেয়েছি। wash one’s hands of দায়ভার ছেড়ে দেওয়া; আমি আর এর/এসবের মধ্যে নেই-এই কথা বলা। win hands down সহজে জয়লাভ করা। (rule) with a heavy hand নিপীড়নসহকারে; কঠোর হাতে (শাসন করা)। win a lady’s hand বিয়েতে কোনো মহিলার সম্মতি লাভ করা। (২) (plural) ক্ষমতা; অধিকার; দায়িত্বin somebody’s hands: The matter is no longer in my hands, বিষয়টি আর আমার হাতে নেই; Her entire property is in the hands of her step-brother. change hands অন্যের হাতে বা মালিকানায় যাওয়া; হাত বদল করা: The house has recently changed hands, সম্প্রতি বিক্রি হয়েছে। (৩) (শুধু singular) প্রভাব; ক্রিয়া; প্রতিনিধিত্ব(৪) (শুধু singular) যে ব্যক্তির কাছ থেকে খবর ইত্যাদি আসে; (একমাত্র প্রয়োগ) at first hand সরাসরি: I got the news at first hand. at second hand পরোক্ষভাবে। (৫) (শুধু singular) হাতের কাজে বা ব্যবহারে দক্ষতা: She has a light hand at embroidery. I never tried my hand at copy-writing. get one’s hand in অনুশীলন দ্বারা নিজের স্বাভাবিক কর্মদক্ষতা অর্জন করা বা ফিরে পাওয়া। keep one’s hand in অনুশীলন দ্বারা কোনো দক্ষতাকে জিইয়ে রাখা: He practices the sitar everyday to keep his hand in. (৬) [countable noun] যে ব্যক্তি পরিবেশ-পরিস্থিতির প্রয়োজন অনুসারে কাজ করে, দক্ষ, কর্মনিপুণ ব্যক্তি: a good hand at fencing, দক্ষ অসিচালক: He is an old hand at this sort of work, এ ধরনের কাজে দীর্ঘ অভিজ্ঞতা আছে। (৭) কর্মী; (কারখানা প্রভৃতির) মজুর; নাবিক: All hands on deck! সব নাবিকের ডেকে থাকা প্রয়োজন; The factory has engaged some hundred extra hands. (৮) কাজের পালা; কাজের ভাগhave a hand (in something) (কোনো কিছুতে) ভাগ বা অংশ নেওয়া; (কোনো কিছুতে) হাত বা অংশ থাকা: Let me have a hand now, এবার আমাকে কাজের ভাগ নিতে দাও; I don't think he had a hand in it, আমার মনে হয় না এতে তার হাত ছিল। (৯) [countable noun] ঘড়ি প্রভৃতির নির্দেশক কাঁটা: the hour hand of a watch. ঘণ্টার কাঁটা, ১০ দিক; পাশon every/either hand; on all hands সব দিকে বা সব দিক থেকে। on the one hand ... on the other hand একদিকে... আর এক/অন্য দিকে যুক্তিতর্ক, মতামত, ইত্যাদির বৈপরীত্য বোঝানোর জন্য ব্যবহৃত)। (১১) (শুধু singular) হাতের লেখা: She writes an excellent hand, চমৎকার হাতের লেখা। (১২) (আনুষ্ঠানিক) নাম সই; স্বাক্ষর: set one’s hand to a document. Given under my hand and seal, আমার স্বাক্ষর ও সিলমোহর দ্বারা যথার্থ প্রমাণিত। (১৩) (তাস খেলায়) (ক) কোনো খেলোয়াড় একবারে যত তাস পেয়েছে বা তার হাতে যত তাস আছেhave a good/bad/poor hand ভালো/খারাপ/বাজে তাস পাওয়া। play a good/bad hand ভালো/খারাপ খেলা। take a hand at something কোনোকিছুতে অংশ নেওয়া। play into somebody’s hands এমন কিছু করা যাতে (অন্য) কারো সুবিধা হয়। (খ) তাসের খেলোয়াড়। (গ) তাস খেলায় এক দান: We still have time to play one more hand. (১৪) ঘোড়ার উচ্চতা নির্ণয়ের জন্য ব্যবহৃত হাতের (প্রস্থের সমপরিমাণ) মাপ, প্রায় চার ইঞ্চির সমান(১৫) (কথ্য) তালি বাজিয়ে প্রশংসা জানানোgive somebody/get a good hand প্রচুর হাততালি দেওয়া/পাওয়া। (১৬) (যৌগশব্দে) hand-bag (noun) মহিলাদের হাতব্যাগ ( America(n) = purse). hand-barrow (noun) দুই চাকার ঠেলাগাড়ি। handbill (noun) ইশতাহার। handbook (noun) প্রয়োজনীয় তথ্যপূর্ণ ছোট বই; পুস্তিকা; হাতবই; পথপঞ্জি ; গাইডবুক। handbrake (noun) হাত ব্রেক। handcart (noun) ঠেলাগাড়ি। hand clap (noun) হাততালি: a slow hand, দর্শক-শ্রোতার অধৈর্য প্রকাশক মন্থর ছন্দোবদ্ধ হাততালি। handcuff (noun) (সাধারণত plural) হাতকড়া। handful (noun) (ক) একমুঠো। (খ) স্বল্প সংখ্যা: Only a handful of students attended the class. (গ) (কথ্য) বাগ মানানো যায় না এমন ব্যক্তি বা প্রাণী: I was quite a handful in my own days. hand grenade (noun) হাতবোমা। handhold (noun) (বিশেষত) কোনো আরোহী হাত দিয়ে ধরতে পারে এমন যেকোনোকিছু। hand luggage (noun) ভ্রমণকালে হাতে বহন করা যায় এমন হালকা মালপত্র। hand made (adjective) হাতে তৈরি; হস্তনির্মিত। hand me-down (noun) অন্যের হাতে পার করে দেওয়া (বিশেষত ব্যবহৃত ও পরিত্যক্ত) বস্তু। hand note (noun) ঋণ স্বীকারের দলিল বা খত; হ্যান্ডনোট। hand picked (adjective) সযত্নে নির্বাচিত বা বাছাই করা। hand-rail (noun) সিঁড়ির রেলিং। handsaw (noun) একহাতে ব্যবহার করা ছোট করাত; হাত করাত। handshake (noun) করমর্দন। handstand (noun) হাতের উপর দাঁড়ানোর ব্যায়াম: Do a hand stand. handwork (noun) [uncountable noun] হাতের কাজ (মেশিনের নয়)। handwriting (noun) [uncountable noun] হাতের লেখা: Is this your hand writing? off-hand (adjective) দ্রষ্টব্য off-hand.
  • English Word hand 2 Bengali definition [হ্যান্‌ড্‌] (verb transitive) (কাউকে) দেওয়া বা (কারো) হাতে এগিয়ে দেওয়া; হাত বাড়িয়ে সাহায্য করা: Will you hand me that book, please? He handed his old father down the stairs. hand something down (to somebody) ঐতিহ্য, উত্তরাধিকার ইত্যাদি রেখে যাওয়া বা হস্তান্তরিত করা: In every culture, there are stories that are handed down from generation to generation. hand something on (to somebody) আর একজনকে কিছু পাঠানো বা দেওয়া: Please hand on the paper to the guests who are attending the seminar. hand something out (to somebody) বিতরণ করা; (কথ্য) ভিক্ষা দেওয়া। এর থেকে, hand-out (noun) (ক) সংবাদপত্রে প্রদত্ত (রাজনীতিবিদ প্রভৃতির) লিখিত বিবৃতি; বিনামূল্যে বিতরণ করা ইশতেহার। (খ) ভিক্ষা। hand somebody over (to somebody) (কাউকে) কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া: The criminal was handed over to the police. hand something over (to somebody) (অন্যকে) দিয়ে দেওয়া বা ছেড়ে দেওয়া; হস্তান্তরিত করা: He has been holding the office for too long- it’s time he handed it over to someone else. hand it to somebody (কথ্য) কাউকে তার প্রাপ্য কৃতিত্ব দেওয়া: She has done exceedingly well! We have got to hand it to her.
  • English Word hand kerchief Bengali definition [হ্যাঙ্‌কাচিফ্] (noun) রুমাল
  • English Word handicap Bengali definition [হ্যান্‌ডিক্যাপ্] (noun) [countable noun] (১) ( কোনো প্রতিযোগিতায়) শক্তিসাম্য রক্ষার জন্য প্রতিযোগীর উপর আরোপিত প্রতিবন্ধক বা বাধা, যথা হাত-বাঁধা দৌড়(২) যেকোনো ধরনের বাধা বা অন্তরায়: Not speaking the language is a real handicap. □ (verb) অন্তরায়গ্রস্ত করা বা হওয়া: handicapped by ill health; a handicapped child, প্রতিবন্ধীশিশু।
  • English Word handicraft Bengali definition [হ্যান্‌ডিক্রা:ফ্‌ট্ America(n) ক্রাফ্‌ট্] (noun) [countable noun] হস্তশিল্প
  • English Word handiwork Bengali definition [হ্যানডিওআক্‌] (noun) [Uncountable noun] হাতের কাজ [countable noun] হাতে-করা জিনিস; কোনো বিশেষ নামের ব্যক্তির কর্ম: That’s some of Reza’s handiwork.
  • English Word handle Bengali definition [হ্যান্‌ড্‌ল্‌] (noun) (১) হাতল; হ্যান্ডেলhandlebar (noun) (সাধারণত plural) বাইসাইকেল, রিকশা প্রভৃতির হ্যান্ডেল বার; হাতলদণ্ড। fly off the handle রাগে বেসামাল হয়ে পড়া। give a handle (to somebody) (against somebody) (কাউকে) (কারো বিরুদ্ধে) অসুবিধা সৃষ্টির সুযোগ দেওয়া। (২) (অপশব্দ) উপাধি; খেতাব: have a handle to one’s name, নামের সঙ্গে (রায়বাহাদুর, খানবাহাদুর, ইত্যাকার) খেতাব থাকা। □ (verb transitive) (১) হাত দিয়ে স্পর্শ করা; হাতে নেওয়া: Only an expert should handle explosives like dynamite and gun-cotton. (২) পরিচালনা করা; মোকাবিলা করা; (অধীনস্থ লোকদের) নিয়ন্ত্রণ করা: He knows how to handle his men. I just don’t know how to handle the situation. (৩) আচরণ করা: The referee was roughly handled by the supporters of the losing team. (৪) (বাণিজ্য) কেনাবেচা করা: This shop does not handle stationery. handler [হ্যান্‌ড্‌লা(র্‌)] (noun) যে ব্যক্তি কোনো পশুকে (যথা পুলিশি কুকুর) বিশেষ প্রশিক্ষণ দেয়।
  • English Word handloom Bengali definition [হ্যান্‌ড্‌লূম্] (noun) হাতে চালিয়ে কাপড় বোনা যায় এমন যন্ত্র; তাঁত: a handloom sari, তাঁতে বোনা শাড়ি।
  • English Word handsome Bengali definition [হ্যান্‌সাম্] (Adjective) (১) সুশ্রী; (পুরুষ) সুদর্শন; সুপুরুষ; (নারী) সুগঠিত দেহ; প্রাণশক্তি ও মর্যাদার অধিকারিণী: a handsome building; a handsome horse; a handsome man/woman. (২) (উপহার দান, আচরণ সম্বন্ধে) উদার; হাতভরা: He had quite a few handsome things to say about you; a handsome birthday present. handsome is as/that handsome does (প্রবাদ) যিনি কাজে উদার তিনিই সুন্দর। handsomely (adverb) উদারভাবে।
  • English Word handy Bengali definition [হ্যান্‌ডি] (adjective) (১) (ব্যক্তি) হাতের কাজে পটু; কুশলীhandyman [হ্যান্ডিম্যান্‌] (noun) টুকিটাকি নানা কাজে পটু ব্যক্তি। (২) (বস্তু, স্থান) সুবিধাজনক; দরকারি: A first aid kit is a handy thing to have in the house. come in handy কোন একসময় কাজে লাগা: Don’t throw the gunny bag away, it may come in handy. (৩) বেশি দূরে নয়; হাতের কাছে; ব্যবহারের জন্য মেলে এমন: Keep something handy. handily [হ্যান্‌ডিইলি] (adverb) handiness (noun)
  • English Word hang 1 Bengali definition [হ্যাঙ্] (noun) (কেবল singular) (১) ঝোলার ধরন: the hang of a shirt. (২) get the hang of something (কথ্য) (ক) কোনোকিছু (যথা কোনো মেশিন) কেমন করে কাজ করে বা কেমনভাবে চলে তা দেখা: She is trying to get the hang of her new sewing-machine. (খ) কথিত বা লিখিত কোনোকিছুর অর্থ বা তাৎপর্য বুঝতে পারা: I am not sure I get the hang of your argument. (৩) not give/care a hang (কথ্য) (damn - এর অনুরঞ্জিত রূপ) একেবারে পাত্তা না-দেওয়া
  • English Word hang 2 Bengali definition [হ্যাঙ্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle hung [হাঙ]) (১) ঝোলা; ঝুলে থাকা; ঝোলানো; ঝুলিয়ে রাখা: hang something from the ceiling; a picture hanging on the wall; windows hung with curtains. (২) (past tense, past participle hanged) ফাঁসি দেওয়া; ফাঁসি হওয়া; ফাঁসি নেওয়া: He was hanged for murder, খুনের দায়ে ফাঁসি হয়েছে; He hanged himself, ফাঁস নিয়ে মরেছে। (৩) (সেকেলে অপশব্দ; damn- এর মৃদু বিকল্প) hang it! ধুত্তোর, নিকুচি করি(৪) (বিবিধ ব্যবহার) hang wallpaper, আঠা দিয়ে দেওয়ালে দেওয়ালকাগজ লাগানো; hang bells, ঘণ্টা লাগানো বা পরানো; hang a door, দরোজায় কবজা লাগানোhang by a hair/a single thread (কোনো ব্যক্তির ভাগ্য ইত্যাদি সম্বন্ধে) সুতায় ঝোলা; অত্যন্ত নাজুক অবস্থায় থাকা; অত্যন্ত ঠুনকো কোনোকিছুর উপর নির্ভর করা। hang one’s head (লজ্জায়) মাথা নিচু করা। hang fire (ক) (বন্দুক সম্বন্ধে) চট করে গুলি বের না-হওয়া। (খ) (ঘটনা সম্বন্ধে) ধীরে ধীরে ঘটা; চট করে না ঘটা। let things go hang (কথ্য) চুলোয় যাক; আমার তাতে কী! (কোনোকিছুর প্রতি) অনীহা প্রদর্শন করা; উদাসীন থাকা। hang in the balance (ফলাফল, সিদ্ধান্ত ইত্যাদি) অনিশ্চিত অবস্থায় থাকা। (৫) খাবার উপযোগী না-হওয়া পর্যন্ত ঝুলিয়ে বা টাঙিয়ে রাখা: Some meat needs to be well hung. (৬) (যৌগশব্দ) hang man [হ্যাঙ্ মান্] (noun) যে ব্যক্তি ফাঁসি দেয়; জল্লাদhangdog (attributive(ly)) (adjective) (কারো চেহারা) চাপা ও লজ্জিত। hangover (noun) (ক) অতিরিক্ত মদ্যপানের পরবর্তী অপ্রীতিকর প্রতিক্রিয়া; খোয়ারি। (খ) (লাক্ষণিক) সেকেলে নিয়মকানুন, বাসি খবরাখবর ইত্যাদির অবশেষ। (৭) (adverbial particle ও preps- সহ) hang about/(a) round লক্ষ্যহীনভাবে দাঁড়িয়ে থাকা বা ইতস্তত ঘোরাফেরা করা: men hanging about at street corners. hang back ইতস্তত করা; অনিচ্ছা প্রদর্শন করা: When I asked her to give me a hand with the washing-up, she hung back. hang on (ক) আঁট করে ধরা: We all hang on as the bus swang around a sharp bend. (খ) (কোনোকিছুতে) লেগে থাকা; নিরলস চেষ্টা করে যাওয়া: I know you’re tired, but try to hang on a bit longer. Hang on (a minute)! (কথ্য) (এক মিনিট) সবুর করো। hang on/upon somebody’s words কারো কথা গেলা; মনোযোগসহকারে কারো কথা শোনা। hang on to something কোনোকিছু শক্ত করে ধরে থাকা। hang out (অপশব্দ) বাস করা; থাকা: Where is he hanging out now? আজকাল কোথায় থাকে? hang something out (ক) (ভেজা কাপড়চোপড় ইত্যাদি) শুকাতে দেওয়া: hang out the washing. (খ) প্রদর্শন করা; টাঙানো: hang out flags for the President’s visit. hang together (ক) (ব্যক্তি) পরস্পরকে সহায়তা দান করা; ঐক্যবদ্ধভাবে কাজকরা; If you all hang together, you will come out successful; (খ) পরস্পর মিল পড়া: The case for the defence just doesn’t hang together, দুর্বলভাবে মামলা সাজানো হয়েছে, ঢিকবে না। hang up টেলিফোন ছেড়ে দেওয়া: He hung up on me, (কথ্য) আমার কথা শেষ হওয়ার আগেই সে টেলিফোন ছেড়ে দিল। be hung up (কথ্য) (ক) বিলম্বিত বা ব্যর্থ মনোরথ হওয়া। (খ) মানসিকভাবে বাধাগ্রস্ত বা অশান্ত হওয়া। এর থেকে hangup (noun) (ক) বাধা; দুঃসাধ্যতা। (খ) মানসিক বাধাগ্রস্ততা; অবদমন; মোহাচ্ছন্নতা; মোহাবিষ্টতা; স্নায়বিক পীড়া।
  • English Word hangar Bengali definition [হ্যাঙা(র্)] (noun) বিমানছাউনি; বিমানঘর
  • English Word hanger Bengali definition [হ্যাঙা(র্)] (noun) যে বস্তুতে কোনোকিছু টাঙিয়ে রাখা হয়; ঝুলনা; (যৌগশব্দে):dress/clothes-/coat-hanger কাপড়চোপড় টাঙিয়ে রাখার ঝুলনা। hanger-on [হ্যাঙ্গার অন্‌] (noun) যে ব্যক্তি লাভের আশায় কোনো ধনী প্রভাবশালী ব্যক্তির পেছনে পেছনে ঘোরে। paper-hanger (noun) যে ব্যক্তি দেওয়ালে দেওয়ালকাগজ লাগানোর কাজ করে।
  • English Word hanging Bengali definition [হ্যাঙ্গিঙ্] (noun) (১) [uncountable noun, countable noun] ফাঁসিতে মৃত্যু: There were as many as a dozen hangings after the abortive coup d’état . (২) (সাধারণত plural) দেওয়ালে টাঙানোর পরদা, ঝালর ইত্যাদি