C পৃষ্ঠা ৬০
- English Word couple 2 Bengali definition [কাপ্ল্] (verb transitive), (verb intransitive) (১) বাঁধা; একত্র জুড়ে দেওয়া। (২) বিয়ে করা; (জন্তুর ক্ষেত্রে) যৌনসম্পর্কে আবদ্ধ হওয়া।
- English Word couplet Bengali definition [কাপ্লিট্] (Noun) দ্বিপদী; শ্লোক; কবিতার অন্ত্যমিল বিশিষ্ট ও সমান মাপের দুটি চরণ: a heroic couplet.
- English Word coupling Bengali definition [কাপ্লিং] (noun) [uncountable noun] সংযোজনকর্ম; কোনো বস্তুর বিশেষত যানবাহনের দুটি অংশের সংযোজক।
- English Word coupon Bengali definition [কূপন] (noun) কুপন; টিকিট; প্রমাণপত্র।
- English Word courage Bengali definition [কারিজ্] (noun) সাহস; মনোবল। have the courage of one’s convictions আত্মবিশ্বাসে বলীয়ান হওয়া। not have the courage (to do something) (কোনো কাজে) অতিসাহসী না-হওয়া। lose courage মনোবল হারানো। take/pluck up/muster up/summon up courage মনে সাহস আনা; মনোবল সঞ্চয় করা। take one’s courage in both hands কর্তব্যকাজে এগিয়ে যাওয়ার জন্য সাহস সঞ্চয় করা।
- English Word courageous Bengali definition [কারেইজাস্] (adjective) সাহসী; নির্ভয়; বীরত্বপূর্ণ। courageously (adverb)
- English Word courgette Bengali definition [কুআজেট্] (noun) (America(n)= zucchini) কুমড়া।
- English Word courier Bengali definition [কুরিআ(র্)] (noun) (১) কুরিয়ার; অর্থের বিনিময়ে ভ্রমণে সহায়তাকারী ব্যক্তি। (২) সরকারের গুরুত্বপূর্ণ কাগজপত্র অথবা সংবাদবহনকারী ব্যক্তি।
- English Word course 1 Bengali definition [কোস্] (noun) (১) [uncountable noun] গতি; গতিপথ: the course of a river. in course of প্রক্রিয়ায়। in due course যথাসময়ে; স্বাভাবিক নিয়মে: Sow the seed now and in due course you will have the flowers. in the course of চলাকালে: in the course of the discussion. in the (ordinary) course of nature/events/things স্বভাবত প্রকৃতি/ঘটনা/বস্তুর স্বাভাবিক নিয়মে। in (the) course of time অবশেষে; শেষ পর্যন্ত। run/take its course স্বাভাবিক পরিণামের দিকে এগিয়ে যাওয়া। (as) a matter of course যথানিয়মে: Don’t call him, he will come as a matter of course. of course অবশ্যই; নিশ্চিতভাবে। on/off course সঠিক/ভুল পথে। (২) খেলার মাঠ: a golf course; a race course. stay the course হাল ছেড়ো না। (৩) বক্তৃতামালা; কথামালা; চিকিৎসাক্রম: a course in modern Linguistics; a course of pills. (৪) খাবার তালিকার অন্যতম পদ: the main course. (৫) (নৌচালনবিদ্যা) মাস্তুলের সর্বনিম্ন প্রান্তের পাল।
- English Word course 2 Bengali definition [কোস্] (verb transitive), (verb intransitive) (১) (কুকুর নিয়ে) ধাওয়া করা। (২) (তরল পদার্থ) দ্রুত সঞ্চালিত হওয়া অথবা গড়িয়ে যাওয়া। coursing [কোসিং] (noun) শিকারি নিয়ে খরগোশের পিছনে ধাওয়া করা (আমোদবিশেষ)।
- English Word court 1 Bengali definition [কোট্] (noun) (১) বিচারালয়; আদালত; বিচারকমণ্ডলী; কোর্ট: a court-room আদালত কক্ষ। a military court সামরিক আদালত। be ruled/put out of court; put oneself/out of court বিশেষ কিছু বলা বা করতে আদালতের অধিকার হারানো। court of assize; court of quarter sessions ইংল্যান্ড ও ওয়েলশের ১৯৭১- পূর্ব আদালত বিশেষ। Crown Court (১৯৭১ -পরবর্তী ইংল্যান্ড ও ওয়েলশে) ম্যাজিস্ট্রেট কোর্টের চেয়ে উচ্চপর্যায়ের কোর্ট। (২) রাজপ্রাসাদ। be presented at court রাষ্ট্রীয় অভ্যর্থনায় প্রথম রাজদরবারে উপস্থিত হওয়া। hold court, দ্রষ্টব্য hold 1. court-card (noun) সাহেব-বিবি-গোলাম নিয়ে তাস খেলা। (৩) কোনো কোনো খেলার নির্ধারিত স্থান: a tennis court. (৪) courtyard (noun) প্রাচীরবেষ্টিত ছাদবিহীন অঙ্গন। (৫) courtyard বাড়ির উঠান। (৬) [uncountable noun] pay court to (a woman) (কোনো নারীর) কৃপালাভ বা মনজয়ের চেষ্টা করা (আনুষ্ঠানিক)।
- English Word court 2 Bengali definition [কোট্] (verb transitive), (verb intransitive) (১) প্রণয়প্রার্থনা করা; বিয়ের উদ্দেশ্যে মনজয়ের চেষ্টা করা: He had been courting her for eight months. (২) কোনো কিছু জয় বা আদায়ের চেষ্টা করা। (৩) খারাপ পরিণতি হতে পারে এমন কাজ করা।
- English Word court-martial Bengali definition [কোট্মা:শ্ল্] (noun) (plural courts-martial) সামরিক আদালত।
- English Word courteous Bengali definition [কোটিআস্] (adjective) ভদ্র; নম্র; সজ্জনসুলভ। courteously (adverb) ভদ্রতার সঙ্গে; বিনয়ের সঙ্গে।
- English Word courtesan Bengali definition [কোটিজ্যান্ America(n) কোটিজ্ন্] (noun) (প্রাচীন প্রয়োগ) রাজগণিকা; বারবনিতা (তুলনীয় বাইজি)।
- English Word courtesy Bengali definition [কাটাসি] (noun) (১) [uncountable noun] শিষ্টাচার। (২) courtesytitle (British/Britain) আভিজাত্যসূচক কোনো পদবি যা আইনসিদ্ধ নয়। by courtesy of সৌজন্যে।
- English Word courtier Bengali definition [কোটিআ(র্)] (noun) সভাসদ; অমাত্য।
- English Word courtly Bengali definition [কোটলি] (adjective) (courtlier, courtliest) ভদ্র; বিনয়ী। courtliness (noun) ভদ্রতা।
- English Word courtship Bengali definition [কোট্শিপ্] (noun) পূর্বরাগ; প্রাকবৈবাহিক প্রেম।
- English Word courtyard Bengali definition [কোট্ইয়া:ড্] (noun)= court 1 (৪).
- English Word cousin Bengali definition [কাজ্ন্] (noun) মামাতো/খালাতো/চাচাতো/ফুফাতো ভাই অথবা বোন। first cousin আপন মামা/খালা/চাচা/ফুফুর ছেলে/মেয়ে। second cousin বাবা-মার মামাতো/ ফুফাতো/চাচাতো/খালাতো ভাই/বোনের ছেলে/মেয়ে। cousinly (adjective) মামাতো/ফুফাতো/খালাতো/চাচাতো ভাই/বোনসুলভ: cousinly affection.
- English Word couture Bengali definition [কূটুআ(র্)] (noun) (ফরাসি) (নারীর) উন্নতমানের ও ফ্যাশনসম্মত পোশাক-পরিচ্ছদের নকশা তৈরি এবং প্রস্তুতকরণ। couturier [কূটুআরিআই] (noun) ফ্যাশনসম্মত পোশাক-পরিচ্ছদের নকশাকারী।
- English Word cove Bengali definition [কৌভ্] (noun) ছোট উপসাগর; খাঁড়ি।
- English Word coven Bengali definition [কাভ্ন্] (noun) ডাইনিসভা; ডাইনিসমাবেশ।
- English Word covenant Bengali definition [কাভানান্ট্] (noun) (১) (আইন সম্বন্ধীয়) আইনসম্মত চুক্তিপত্র। deed of covenant সম্পত্তিসম্পর্কিত চুক্তিপত্র। (২) কোনো ট্রাস্টে অর্থপ্রদানসংক্রান্ত মুচলেকা/অঙ্গীকার। (verb transitive), (verb intransitive) covenant (with somebody) (for something) চুক্তিপত্র সম্পাদন করা।
- English Word Coventry Bengali definition [কভান্ট্রি] (noun) ওয়ারবির্কশায়ারের একটি শহর। send a person to Coventry সঙ্গ ত্যাগ করা বা একঘরে করা।
- English Word cover 1 Bengali definition [কাভা(র্)] (verb transitive) (১) ঢেকে দেওয়া; ঢেকে ফেলা; আড়াল করা; লুকিয়ে ফেলা; প্রসারিত করা: cover the chair. The floods cover large areas of Bangladesh; She covered her face with her hands (to hide nervousness). cover in ভরাট করা: The hole was covered in. cover over ছিদ্র বন্ধ করার জন্য উপরে কিছু ছড়িয়ে দেওয়া: to cover over a hole in a roof. cover up আচ্ছাদিত করা। cover-up (noun) (লাক্ষণিক, কথ্য) মনোভাব গোপন করা: a cover-up for her sorrow. covered wagon (noun) (America(n)) প্রথম ভ্রমণকারীদল ব্যবহৃত (বিস্তীর্ণ তৃণভূমি দিয়ে) ক্যানভাসে ঢাকা বাঁকা ছাদবিশিষ্ট গাড়ি। (২) be covered with (ক) ছেয়ে যাওয়া: trees covered with fruit.(খ) জন্মগতভাবেই আচ্ছাদিত থাকা: The sheep is covered with fur. (৩) ছিটানো: The car went by and covered us with mud. (৪) রক্ষা করা। (৫) (দূরত্ব) অতিক্রম করা। (৬) যুদ্ধক্ষেত্রে অবস্থান নেওয়া। (৭) ওত পেতে থাকা। (৮) খরচ মিটানো। (৯) পূর্ণতা দান করা; সর্বাঙ্গীনতা দানকরা: His lectures covered the subject completely. (১০) ক্রিকেট ইত্যাদি খেলায় প্রতিপক্ষের খেলোয়াড়ের পেছনে দাঁড়ানো। (১১) (সাংবাদিকতা) প্রতিবেদন তৈরি করা: cover the political conference. covering (noun) প্রতিবেদন। covering letter প্রেরিত দলিলপত্রের বর্ণনাসংবলিত চিঠি।
- English Word cover 2 Bengali definition [কাভা(র্)] (noun) (১) ঢাকনা; ঢাকনি। (২) প্রচ্ছদ; মলাট। from cover to cover প্রথম থেকে শেষ পর্যন্ত। covergirl প্রচ্ছদনায়িকা; প্রচ্ছদনারী। (৩) under separate cover পৃথক মোড়কে; পৃথক পারসেলে। (৪) আশ্রয়স্থান; আশ্রয়শিবির। take cover নিরাপদ আশ্রয় গ্রহণ করা। under cover আশ্রিত। (৫) under cover of ছলনার মাধ্যমে; ছলনার আবরণে: under cover of patriotism. (৬) খাবার টেবিলের সাজানো স্থান। covercharge (রেস্তোরাঁয়) পানাহারের অতিরিক্ত খরচ। (৭) সম্ভাব্য ক্ষতিপূরণের/ জন্য গচ্ছিত টাকা। (৮) ক্ষতিপূরণের উদ্দেশ্যে কৃত বিমা। cover note সাময়িকভাবে পরিশোধের জন্য বিমা কোম্পানি কর্তৃক প্রদত্ত কাগজপত্র।
- English Word coverage Bengali definition [কাভারিজ্] (noun) [uncountable noun] প্রতিবেদন প্রচার: TV coverage, দ্রষ্টব্য cover 1 (১১).
- English Word coverlet Bengali definition [কাভালিট্] (noun) বিছানার চাদর; শুজনি।