Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word couple 2 Bengali definition [কাপ্‌ল্] (verb transitive), (verb intransitive) (১) বাঁধা; একত্র জুড়ে দেওয়া(২) বিয়ে করা; (জন্তুর ক্ষেত্রে) যৌনসম্পর্কে আবদ্ধ হওয়া
  • English Word couplet Bengali definition [কাপ্‌লিট্‌] (Noun) দ্বিপদী; শ্লোক; কবিতার অন্ত্যমিল বিশিষ্ট ও সমান মাপের দুটি চরণ: a heroic couplet.
  • English Word coupling Bengali definition [কাপ্‌লিং] (noun) [uncountable noun] সংযোজনকর্ম; কোনো বস্তুর বিশেষত যানবাহনের দুটি অংশের সংযোজক
  • English Word coupon Bengali definition [কূপন] (noun) কুপন; টিকিট; প্রমাণপত্র
  • English Word courage Bengali definition [কারিজ্‌] (noun) সাহস; মনোবলhave the courage of one’s convictions আত্মবিশ্বাসে বলীয়ান হওয়া। not have the courage (to do something) (কোনো কাজে) অতিসাহসী না-হওয়া। lose courage মনোবল হারানো। take/pluck up/muster up/summon up courage মনে সাহস আনা; মনোবল সঞ্চয় করা। take one’s courage in both hands কর্তব্যকাজে এগিয়ে যাওয়ার জন্য সাহস সঞ্চয় করা।
  • English Word courageous Bengali definition [কারেইজাস্‌] (adjective) সাহসী; নির্ভয়; বীরত্বপূর্ণcourageously (adverb)
  • English Word courgette Bengali definition [কুআজেট্‌] (noun) (America(n)= zucchini) কুমড়া
  • English Word courier Bengali definition [কুরিআ(র্‌)] (noun) (১) কুরিয়ার; অর্থের বিনিময়ে ভ্রমণে সহায়তাকারী ব্যক্তি(২) সরকারের গুরুত্বপূর্ণ কাগজপত্র অথবা সংবাদবহনকারী ব্যক্তি
  • English Word course 1 Bengali definition [কোস্‌] (noun) (১) [uncountable noun] গতি; গতিপথ: the course of a river. in course of প্রক্রিয়ায়। in due course যথাসময়ে; স্বাভাবিক নিয়মে: Sow the seed now and in due course you will have the flowers. in the course of চলাকালে: in the course of the discussion. in the (ordinary) course of nature/events/things স্বভাবত প্রকৃতি/ঘটনা/বস্তুর স্বাভাবিক নিয়মে। in (the) course of time অবশেষে; শেষ পর্যন্ত। run/take its course স্বাভাবিক পরিণামের দিকে এগিয়ে যাওয়া। (as) a matter of course যথানিয়মে: Don’t call him, he will come as a matter of course. of course অবশ্যই; নিশ্চিতভাবে। on/off course সঠিক/ভুল পথে। (২) খেলার মাঠ: a golf course; a race course. stay the course হাল ছেড়ো না। (৩) বক্তৃতামালা; কথামালা; চিকিৎসাক্রম: a course in modern Linguistics; a course of pills. (৪) খাবার তালিকার অন্যতম পদ: the main course. (৫) (নৌচালনবিদ্যা) মাস্তুলের সর্বনিম্ন প্রান্তের পাল
  • English Word course 2 Bengali definition [কোস্‌] (verb transitive), (verb intransitive) (১) (কুকুর নিয়ে) ধাওয়া করা(২) (তরল পদার্থ) দ্রুত সঞ্চালিত হওয়া অথবা গড়িয়ে যাওয়াcoursing [কোসিং] (noun) শিকারি নিয়ে খরগোশের পিছনে ধাওয়া করা (আমোদবিশেষ)।
  • English Word court 1 Bengali definition [কোট্‌] (noun) (১) বিচারালয়; আদালত; বিচারকমণ্ডলী; কোর্ট: a court-room আদালত কক্ষ। a military court সামরিক আদালত। be ruled/put out of court; put oneself/out of court বিশেষ কিছু বলা বা করতে আদালতের অধিকার হারানো। court of assize; court of quarter sessions ইংল্যান্ড ও ওয়েলশের ১৯৭১- পূর্ব আদালত বিশেষCrown Court (১৯৭১ -পরবর্তী ইংল্যান্ড ও ওয়েলশে) ম্যাজিস্ট্রেট কোর্টের চেয়ে উচ্চপর্যায়ের কোর্ট(২) রাজপ্রাসাদbe presented at court রাষ্ট্রীয় অভ্যর্থনায় প্রথম রাজদরবারে উপস্থিত হওয়া। hold court, দ্রষ্টব্য hold 1. court-card (noun) সাহেব-বিবি-গোলাম নিয়ে তাস খেলা। (৩) কোনো কোনো খেলার নির্ধারিত স্থান: a tennis court. (৪) courtyard (noun) প্রাচীরবেষ্টিত ছাদবিহীন অঙ্গন(৫) courtyard বাড়ির উঠান(৬) [uncountable noun] pay court to (a woman) (কোনো নারীর) কৃপালাভ বা মনজয়ের চেষ্টা করা (আনুষ্ঠানিক)।
  • English Word court 2 Bengali definition [কোট্] (verb transitive), (verb intransitive) (১) প্রণয়প্রার্থনা করা; বিয়ের উদ্দেশ্যে মনজয়ের চেষ্টা করা: He had been courting her for eight months. (২) কোনো কিছু জয় বা আদায়ের চেষ্টা করা(৩) খারাপ পরিণতি হতে পারে এমন কাজ করা
  • English Word court-martial Bengali definition [কোট্‌মা:শ্‌ল্] (noun) (plural courts-martial) সামরিক আদালত
  • English Word courteous Bengali definition [কোটিআস্‌] (adjective) ভদ্র; নম্র; সজ্জনসুলভcourteously (adverb) ভদ্রতার সঙ্গে; বিনয়ের সঙ্গে।
  • English Word courtesan Bengali definition [কোটিজ্যান্‌ America(n) কোটিজ্‌ন্‌] (noun) (প্রাচীন প্রয়োগ) রাজগণিকা; বারবনিতা (তুলনীয় বাইজি)।
  • English Word courtesy Bengali definition [কাটাসি] (noun) (১) [uncountable noun] শিষ্টাচার(২) courtesytitle (British/Britain) আভিজাত্যসূচক কোনো পদবি যা আইনসিদ্ধ নয়by courtesy of সৌজন্যে।
  • English Word courtier Bengali definition [কোটিআ(র্‌)] (noun) সভাসদ; অমাত্য
  • English Word courtly Bengali definition [কোটলি] (adjective) (courtlier, courtliest) ভদ্র; বিনয়ীcourtliness (noun) ভদ্রতা।
  • English Word courtship Bengali definition [কোট্‌শিপ্‌] (noun) পূর্বরাগ; প্রাকবৈবাহিক প্রেম
  • English Word courtyard Bengali definition [কোট্‌ইয়া:ড্‌] (noun)= court 1 (৪).
  • English Word cousin Bengali definition [কাজ্‌ন্‌] (noun) মামাতো/খালাতো/চাচাতো/ফুফাতো ভাই অথবা বোনfirst cousin আপন মামা/খালা/চাচা/ফুফুর ছেলে/মেয়ে। second cousin বাবা-মার মামাতো/ ফুফাতো/চাচাতো/খালাতো ভাই/বোনের ছেলে/মেয়ে। cousinly (adjective) মামাতো/ফুফাতো/খালাতো/চাচাতো ভাই/বোনসুলভ: cousinly affection.
  • English Word couture Bengali definition [কূটুআ(র্‌)] (noun) (ফরাসি) (নারীর) উন্নতমানের ও ফ্যাশনসম্মত পোশাক-পরিচ্ছদের নকশা তৈরি এবং প্রস্তুতকরণcouturier [কূটুআরিআই] (noun) ফ্যাশনসম্মত পোশাক-পরিচ্ছদের নকশাকারী।
  • English Word cove Bengali definition [কৌভ্‌] (noun) ছোট উপসাগর; খাঁড়ি
  • English Word coven Bengali definition [কাভ্‌ন্‌] (noun) ডাইনিসভা; ডাইনিসমাবেশ
  • English Word covenant Bengali definition [কাভানান্‌ট্‌] (noun) (১) (আইন সম্বন্ধীয়) আইনসম্মত চুক্তিপত্রdeed of covenant সম্পত্তিসম্পর্কিত চুক্তিপত্র। (২) কোনো ট্রাস্টে অর্থপ্রদানসংক্রান্ত মুচলেকা/অঙ্গীকার।  (verb transitive), (verb intransitive) covenant (with somebody) (for something) চুক্তিপত্র সম্পাদন করা।
  • English Word Coventry Bengali definition [কভান্‌ট্রি] (noun) ওয়ারবির্কশায়ারের একটি শহরsend a person to Coventry সঙ্গ ত্যাগ করা বা একঘরে করা।
  • English Word cover 1 Bengali definition [কাভা(র্‌)] (verb transitive) (১) ঢেকে দেওয়া; ঢেকে ফেলা; আড়াল করা; লুকিয়ে ফেলা; প্রসারিত করা: cover the chair. The floods cover large areas of Bangladesh; She covered her face with her hands (to hide nervousness). cover in ভরাট করা: The hole was covered in. cover over ছিদ্র বন্ধ করার জন্য উপরে কিছু ছড়িয়ে দেওয়া: to cover over a hole in a roof. cover up আচ্ছাদিত করা। cover-up (noun) (লাক্ষণিক, কথ্য) মনোভাব গোপন করা: a cover-up for her sorrow. covered wagon (noun) (America(n)) প্রথম ভ্রমণকারীদল ব্যবহৃত (বিস্তীর্ণ তৃণভূমি দিয়ে) ক্যানভাসে ঢাকা বাঁকা ছাদবিশিষ্ট গাড়ি। (২) be covered with (ক) ছেয়ে যাওয়া: trees covered with fruit.(খ) জন্মগতভাবেই আচ্ছাদিত থাকা: The sheep is covered with fur. (৩) ছিটানো: The car went by and covered us with mud. (৪) রক্ষা করা(৫) (দূরত্ব) অতিক্রম করা(৬) যুদ্ধক্ষেত্রে অবস্থান নেওয়া(৭) ওত পেতে থাকা(৮) খরচ মিটানো(৯) পূর্ণতা দান করা; সর্বাঙ্গীনতা দানকরা: His lectures covered the subject completely. (১০) ক্রিকেট ইত্যাদি খেলায় প্রতিপক্ষের খেলোয়াড়ের পেছনে দাঁড়ানো(১১) (সাংবাদিকতা) প্রতিবেদন তৈরি করা: cover the political conference. covering (noun) প্রতিবেদন। covering letter প্রেরিত দলিলপত্রের বর্ণনাসংবলিত চিঠি।
  • English Word cover 2 Bengali definition [কাভা(র্‌)] (noun) (১) ঢাকনা; ঢাকনি(২) প্রচ্ছদ; মলাটfrom cover to cover প্রথম থেকে শেষ পর্যন্ত। covergirl প্রচ্ছদনায়িকা; প্রচ্ছদনারী। (৩) under separate cover পৃথক মোড়কে; পৃথক পারসেলে(৪) আশ্রয়স্থান; আশ্রয়শিবিরtake cover নিরাপদ আশ্রয় গ্রহণ করা। under cover আশ্রিত। (৫) under cover of ছলনার মাধ্যমে; ছলনার আবরণে: under cover of patriotism. (৬) খাবার টেবিলের সাজানো স্থানcovercharge (রেস্তোরাঁয়) পানাহারের অতিরিক্ত খরচ। (৭) সম্ভাব্য ক্ষতিপূরণের/ জন্য গচ্ছিত টাকা(৮) ক্ষতিপূরণের উদ্দেশ্যে কৃত বিমাcover note সাময়িকভাবে পরিশোধের জন্য বিমা কোম্পানি কর্তৃক প্রদত্ত কাগজপত্র।
  • English Word coverage Bengali definition [কাভারিজ্‌] (noun) [uncountable noun] প্রতিবেদন প্রচার: TV coverage, দ্রষ্টব্য cover 1 (১১).
  • English Word coverlet Bengali definition [কাভালিট্‌] (noun) বিছানার চাদর; শুজনি