Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word crate Bengali definition [ক্রেইট্] (noun) (১) ঝুড়ি(২) বহুব্যবহৃত বাতিল মোটরকার।  (verb transitive) বাতিল করা।
  • English Word crater Bengali definition [ক্রেইটা(র্‌)] (noun) অগ্নিগিরির জ্বালামুখ; বোমার আঘাতে সৃষ্ট গতcrater lake সুপ্ত অগ্নিগিরির মুখে অবস্থিত হ্রদ।
  • English Word cravat Bengali definition [ক্র্যাভ্যাট্‌] (noun) গলাবন্ধ; নেকটাইয়ের বদলে ব্যবহৃত রুমাল
  • English Word crave Bengali definition [ক্রেইভ্‌] (verb transitive), (verb intransitive) crave (for) ব্যাকুলভাবে কামনা করা; ব্যাকুল ইচ্ছে জাগাcraving [ক্রেইভিং] (noun) [countable noun] ব্যগ্রকামনা; ব্যগ্রতা।
  • English Word craven Bengali definition [ক্রেইভ্‌ন্‌] (noun), (adjective) কাপুরুষ; ভীর
  • English Word crawfish Bengali definition [ক্রোফিশ্‌] স্বাদু পানির চিংড়িজাতীয় প্রাণী
  • English Word crawl Bengali definition [ক্রোল্] (verb intransitive) (১) (কীটপতঙ্গের ক্ষেত্রে) বুকে ভর দিয়ে চলা; (মানুষের ক্ষেত্রে) হামাগুড়ি দিয়ে চলা: The soldier crawled. crawl to somebody (কথ্য) অনুগ্রহলাভের চেষ্টা করা। (২) অতি ধীরে চলা(৩) পূর্ণ হওয়া; ঢেকে যাওয়া(৪) গায়ে পোকামাকড় হেঁটে চলার চিন্তায় শিরশির অনুভূতি হওয়া। □ (noun) (১) a crawling movement শম্বুকগতিpub-crawl (verb intransitive), (noun) একের পর এক বিভিন্ন ‘পাব’- এ ঘুরে ঘুরে মদ পান (করা): go on a pub crawl. (২) (the) crawl হাত-পা নেড়ে দ্রুত সাঁতার (কাটা)। crawler (noun) এ রকম সাঁতারু।
  • English Word crayfish Bengali definition [ক্রেইফিশ্‌] (noun) বাগদা চিংড়ি; (তুলনীয়: গলদা চিংড়ি)।
  • English Word crayon Bengali definition [ক্রেইআন্‌] (noun) হালকা রঙের চকখড়ি।  (verb transitive) হালকা রঙের চকখড়ি দিয়ে লেখা।
  • English Word craze Bengali definition [ক্রেইজ্‌] (noun) ক্ষণস্থায়ী উৎসাহ; হুজুগ
  • English Word crazed Bengali definition [ক্রেইজ্‌ড্‌] (adjective) (অপিচ half-crazed) খ্যাপা; আধ-পাগলা
  • English Word crazy Bengali definition [ক্রেইজি] (adjective) (crazier, craziest) (১) crazy (about) বাতিকগ্রস্ত; অত্যুৎসাহী (কথ্য)। (২) দিশেহারা(৩) (দালানকোঠার ক্ষেত্রে) অনিরাপদ; পড়ো পড়োcrazily (adverb) অত্যুৎসাহে। craziness (noun) অত্যুৎসাহ; বাতিক; খেপামি।
  • English Word creak Bengali definition [ক্রীক্] (noun), (verb intransitive) ক্যাঁচক্যাঁচ শব্দ; ক্যাঁচক্যাঁচ শব্দ করাcreaky (adjective) (creakier, creakiest) ক্যাঁচক্যাঁচ শব্দ করে এমন। creakily (adverb)
  • English Word cream Bengali definition [ক্রীম্] (noun) [uncountable noun] (১) দুধের সর; মাখন(২) মাখনজাতীয় পদার্থ: cream cheese; ice cream. (৩) প্রসাধন হিসেবে অথবা জুতার পালিশ হিসেবে ব্যবহৃত ক্রিম: face-cream; vanishing cream; shoe-cream. (৪) শ্রেষ্ঠাংশ; সেরা: The cream of society. □(verb transitive) take cream from (milk) মাখন তোলা। make cream তেলতেলে করা। creamy (adjective) মসৃণ; তেলতেলে। creamery (noun) (plural creameries) (১) দুধ মাখনের দোকান(২) মাখন ও পনির তৈরির কারখানা
  • English Word crease Bengali definition [ক্রীস্‌] (noun) (১) কাপড় বা কাগজের ভাঁজ-পড়া দাগ(২) (ক্রিকেটে) ব্যাটসম্যান ও বোলারের অবস্থান বোঝাতে মাঠের সাদা দাগ।  (verb transitive), (verb intransitive) make a crease ভাঁজ পড়ানো; কোঁচকানো; কুঁচকে যাওয়া।
  • English Word create Bengali definition [ক্রীএইট্] (verb transitive) (১) সৃষ্টি করা(২) (সাহিত্যিক) মৌলিক কিছু সৃষ্টি করাcreate a part (অভিনেতা প্রসঙ্গে) চরিত্রে রূপদান করা। (৩) জন্ম দেওয়া; সূচনা করা: He tried to create a sensation; Don’t create a scene. (৪) নতুন পদ সৃষ্টি করা; পদে নিযুক্ত করা: A new post was created; The king created him a poet laureate.
  • English Word creation Bengali definition [ক্রীএইশ্‌ন্‌] (noun) (১) [uncountable noun] সৃষ্টি; সৃষ্টিজগৎ: The creation of god. (২) সৃষ্টি; সৃষ্টিকর্ম: The creation of a new post is not at all necessary. His literature will be treated as a great creation.
  • English Word creative Bengali definition [ক্রীএইটিভ্‌] (adjective) সৃজনশীল: creative artist. creatively (adverb) সৃজনশীলতার সঙ্গে। creativeness (noun) সৃজনশীলতা।
  • English Word creator Bengali definition [ক্রীএইটা(র্‌)] (noun) স্রষ্টা
  • English Word creature Bengali definition [ক্রীচা(র্‌)] (noun) (১) প্রাণী(২) সৃষ্টি: a lovely creature; a poor creature. creature comforts (খাদ্য-পানীয়সংক্রান্ত) পার্থিব সুখসুবিধা। (৩) অন্যের আদেশ-পালনকারী ব্যক্তি; আজ্ঞাবহ: a mere creature of the King.
  • English Word creche Bengali definition [ক্রেইশ্‌ America(n) ক্রেশ্‌] (noun) (১) (British/Britain) কর্মজীবী মহিলাদের সন্তান-পালনকারী প্রতিষ্ঠান
  • English Word credence Bengali definition [ক্রীড্‌ন্‌স্‌] (noun) [uncountable noun] বিশ্বাস; আস্থাgive/attach credence to (আনুষ্ঠানিক) গালগল্পে বিশ্বাস স্থাপন করা। letter of credence পরিচয়পত্র।
  • English Word credentials Bengali definition [ক্রিডেন্‌শ্‌ল্‌জ্‌] (noun) প্রমাণপত্র; প্রশংসাপত্র: He produced his credentials before the interview board.
  • English Word credible Bengali definition [ক্রেডাব্‌ল্] (adjective) বিশ্বাসযোগ্যcredibly (adverb) বিশ্বাসের সঙ্গে; প্রত্যয়ের সঙ্গে। credibility [ক্রডাবিলাটি] (noun) [uncountable noun] বিশ্বাসযোগ্যতা। credibility gap কথায় ও কাজে ফারাক।
  • English Word credit 1 Bengali definition [ক্রেডিট্‌] (noun) (১) [uncountable noun] ঋণের টাকা ফেরত পেতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর আস্থা: He will not be given any credit. by/sell on credit ধারে মাল কেনা/বেচা। credit account (America(n))= charge account কোনো দোকান অথবা স্টোরের সঙ্গে নির্দিষ্ট সময়ের ঋণের টাকা পরিশোধের চুক্তি। credit card (noun) ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক কোনো ব্যক্তিকে বাকিতে মালসংগ্রহের জন্য ইস্যুকৃত কার্ড। creditnote অতিরিক্ত মূল্য-ধার্যকৃত মাল অথবা ফেরত দেওয়া মালের জন্য বিক্রেতা-কর্তৃক ঋণের স্বীকৃতি। creditsales ধারে মাল বিক্রির চুক্তি। letter of credit ঋণপত্র। credit-worthy (adjective) ঋণযোগ্য; (ঋণগ্রহীতা সম্বন্ধে) বিশ্বাসী। (২) [uncountable noun] ব্যাংকের হিসাবে জমার ঘরের টাকা: I do not have money to my credit. (৩) [countable noun] (কোনো অর্থলগ্নি প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত) অগ্রিম ঋণcreditsqueeze মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সরকারের ঋণসংকোচন নীতি। (৪) (বুককিপিং) লেনদেনসংক্রান্ত নথিcredit-side অর্থপ্রাপ্তির হিসাব রাখতে লেনদেন খাতার ডান দিকের অংশ। (৫) [countable noun] (America(n)) শিক্ষাকার্যক্রম সমাপ্তিসূচক তালিকায় অন্তর্ভুক্তি: credits in Bengali and English. (৬) সম্মান; কৃতিত্ব; সুনাম; স্বীকৃতি: The highest goes to the organizer. get/take credit (for something) স্বীকৃতি/সম্মান অর্জন করা। give credit (to somebody) (for something) স্বীকৃতি প্রদান করা। (৭) do somebody credit; do credit to somebody; be/stand to somebody’s credit; reflect credit on somebody সুনামবৃদ্ধিbe a credit to somebody/something কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের সুনামবৃদ্ধির কারণ। credititles সিনেমা-টিভির পরদায় প্রদর্শিত শিল্পী-কুশলীদের নামের তালিকা। (৮) [uncountable noun] আস্থা অর্জন: The false statement is gaining credit. lend credit to আস্থাবৃদ্ধি।
  • English Word credit 2 Bengali definition [ক্রেডিট্‌] (verb transitive) credit somebody/something (with something); credit something (to somebody/something) (১) কোনো কিছুতে আস্থা স্থাপন করা(২) হিসাবনিকাশের জমার ঘরে শামিল হওয়া
  • English Word creditable Bengali definition [ক্রেডিটাব্‌ল্] (adjective) creditable to প্রশংসনীয়creditably [ক্রেডিটাব্‌লি] (adverb) প্রশংসনীয়ভাবে।
  • English Word creditor Bengali definition [ক্রেডিটা(র্‌)] ঋণদাতা; উত্তমর্ণ
  • English Word credo Bengali definition [ক্রীডোউ] (noun) (plural credos) [ক্রীডোউজ] (ধর্মীয়) মতবাদ; মতবিশ্বাস
  • English Word credulity Bengali definition [ক্রিড্‌য়ূলাটি America(n) ক্রিডূয়ূলাটি] (noun) (plural credulities) [uncountable noun, countable noun] বিশ্বাসপ্রবণতা