C পৃষ্ঠা ৩
- English Word calico Bengali definition [ক্যালিকোউ] (noun) [countable noun] বিছানার চাদর বা পোশাকের জন্য সাদা বা রঙিন নকশা করা ভারতবর্ষীয় বস্ত্রবিশেষ; কেলিকো।
- English Word californium Bengali definition [ক্যালিফোনিআম্] (noun) [uncountable noun] কিউরিয়ম থেকে কৃত্রিম উপায়ে তৈরি ধাতব মৌলবিশেষ (প্রতীক Cf); ক্যালিফোর্নিয়ম।
- English Word caliph, calif Bengali definition [কেইলিফ্] (noun) হজরত মুহম্মদের (স.) বংশধর অথবা উত্তরসূরি শাসকদের উপাধি; বিশ্বমুসলিম সমাজের স্বীকৃত জাগতিক ও ধর্মীয় নেতা (১৯২৪ খ্রিস্টাব্দ থেকে অবলুপ্ত); খলিফা।
- English Word calk 1 Bengali definition [কোক্] (verb transitive), (noun) অশ্বখুর বা জুতার তলায় নাল পরানো।
- English Word calk 2 Bengali definition [কোক্] (verb transitive)= Caulk.
- English Word call 1 Bengali definition [কোল্] (১) আহ্বান; ডাক; চিৎকার: a call for help. within call কাছাকাছি; ডাকের নাগালে। (২) পাখির ডাক; (ভেরি ইত্যাদির সাহায্যে) সামরিক সঙ্কেত। (৩) (কারো বাড়ি ইত্যাদিতে) স্বল্পকালীন অভ্যাগমন; তশরিফ; (কোনো স্থানে) সংক্ষিপ্ত অবস্থান: I paid a call on him. He did not return my call. port of call যে বন্দরে কোনো জাহাজ সংক্ষিপ্ত সময়ের জন্য যাত্রাভঙ্গ করে; বিরতি-বন্দর। (৪) বার্তা; আহ্বান; আমন্ত্রণ telephone calls; He gave me a paid a call; The call of the sea, নাবিক হওয়ার ডাক; callbox (noun) ছোট প্রকোষ্ঠ (ব্রিটেনে telephone kiosk নামে অধিকতর পরিচিত), যেখানে সাধারণ্যের ব্যবহারের জন্য টেলিফোন রাখা হয়; টেলিফোন-প্রকোষ্ঠ। call girl (noun) টেলিফোনযোগে ডাকা যায় এমন পতিতা/বারবনিতা। (৫) অর্থের দাবি (বিশেষত কোম্পানির অংশগ্রাহীদের কাছ থেকে অপরিশোধিত পুঁজির); যেকোনো ধরনের দাবি; He has many calls on his time. call-loan; call-money; money on, call; money payable at/on call যাচঞামাত্র প্রত্যর্পণযোগ্য ঋণ/অর্থ। (৬) [uncountable noun] (প্রধানত interrogative ও negative(ly) প্রয়োজন; উপলক্ষ্য: There’s no call for him to be suspicious. (৭) (ব্রিজ খেলায়) ডাক।
- English Word call 2 Bengali definition [কোল্] (verb transitive), (verb intransitive) (adverbial particle ও' preposition(al)- সহ বিশিষ্ট প্রয়োগের জন্য (নিচে) দ্রষ্টব্য (৯)। (১) ডাকা; চিৎকার করা; চিৎকার করে কিছু বলা: Did you hear me calling? The child called to his mother for help. callout সাহায্যের জন্য কিংবা ভয়, বিস্ময়, যন্ত্রণা ইত্যাদির কারণে চিৎকার করা। (নিচে) দ্রষ্টব্য (৯)। (২) call on somebody/at a place যাওয়া; আসা; গিয়ে সাক্ষাৎ করা: He called on Mr Burhan. The gentleman called when I was out. call for কিছু নেওয়ার জন্য কারো বাড়িতে যাওয়া কিংবা কাউকে সঙ্গে নিয়ে কোথাও যাওয়ার জন্য তার নিকট যাওয়া: The man called for old clothes. caller (noun) দর্শনার্থী; অভ্যাগত। (৩) (নামে) ডাকা; নাম দেওয়া; বর্ণনা করা: We called the baby Tom. অপিচ, দ্রষ্টব্য spade 1. call somebody names গালমন্দ/অপমান করা। call something ones own নিজের বলে দাবি করা। call into being সৃষ্টি করা। call it a day, দ্রষ্টব্য day (verb) call into play, দ্রষ্টব্য play 2 (৮)। (৪) বিবেচনা/মনে করা: I call that deception. Shall we call it five quid? (কথ্য) পাঁচ টাকায় (মূল্য ইত্যাদি) রফা করা। (৫) ডাকা; জাগানো; খবর পাঠানো: We called a doctor immediately; Please call me early in the morning; This is London call; (কথ্য) Would you call me a porter please? be/feel called to do something কর্তব্য বলে অনুভব করা: called to be a teacher/to teach. calling (noun) বিশেষ কর্তব্য; পেশা; বৃত্তি। (৬) (noun -এর সঙ্গে বিশেষ প্রয়োগ) call somebody’s bluff, দ্রষ্টব্য bluff 2. call a halt (to) বন্ধ করতে বলা: call a halt to corruption. call a meeting সভা ডাকা/আহ্বান করা। call the roll, দ্রষ্টব্য roll 2 (৪)। call a strike ধর্মঘট আহ্বান করা। (৭) (তাস খেলায়) ডাকা। দ্রষ্টব্য roll 1 (৯)। (৮) (বাক্যাংশ) call (somebody) to account, দ্রষ্টব্য account 1 (৪)। call attention to মনোযোগ আকর্ষণ করা। call the banns, দ্রষ্টব্য banns. be called to the bar, দ্রষ্টব্য bar 1 (১২)। call something in/into question কোনো কিছু সম্বন্ধে সন্দেহ ব্যক্ত করা/প্রশ্ন তোলা। call somebody/a meeting to order কাউকে/সভার সদস্যদেরকে শৃঙ্খলা বজায় রাখতে বলা। (৯) (adverbial particle ও preposition(al)-সহ বিশিষ্ট প্রয়োগ) call by (কথ্য) (সাধারণত কারো বাসস্থান ইত্যাদির সামনে দিয়ে যাওয়ার সময়)অল্প সময়ের জন্য সাক্ষাৎ করা; (বাড়ি ইত্যাদি) হয়ে যাওয়া। call somebody down (America(n) অপশব্দ) (তীব্র ভাষায়) ভর্ৎসনা/তিরস্কার করা। call something down আবাহন করা; (অভিসম্পাত ইত্যাদি) নেমে আসার জন্য প্রার্থনা করা। call for প্রয়োজনীয়/আবশ্যক হওয়া: The situation calls for immediate measures. call something forth (ক) কারণ হওয়া: His statement called forth much controversy.(খ) উৎপাদন ও প্রয়োগ করা; খাটানো: He has to call forth his own resources. call something in ফেরত চাওয়া: The librarian called in all books for physical verification. call something off (ক) সরিয়ে/ফিরিয়ে নেওয়া/ডেকে পাঠানো: I asked him to call his dog off. (খ) প্রত্যাহার/বাতিল ঘোষণা করা: The meeting has been called off. call on/upon (somebody) (ক) কারো সঙ্গে সাক্ষাৎ করা। উপরে দ্রষ্টব্য (২)। (খ) call on/upon somebody (to do something) আবেদন/আমন্ত্রণ/আহ্বান করা; কর্তব্য বলে বিবেচনা করা: I call upon the secretary to present his report. He felt called upon to give his views. call somebody out (ক) (সাধারণত আপৎকালে) তলব করা: Militiamen were called out to fight the insurgents. (খ) (শ্রমিক) ধর্মঘটের ডাক দেওয়া: The dockers were called out by the labour leaders. call something over উপস্থিতি জানার জন্য নাম ডাকা। call over (noun) (অপিচ roll-call) নাম ডাকা। call somebody/something up (ক) টেলিফোন করা: He called me up this morning. (খ) মনে করিয়ে দেওয়া; স্মরণ করানো; মনে জাগানো: call up the image. (গ) (সামরিক ইত্যাদি) দায়িত্ব পালনে তলব করা: Reservists were called up at the outbreak of hostilities. call-up জরুরি তলব।
- English Word calligraphy Bengali definition [কালিগ্রাফি] (noun) [uncountable noun] (ক) সুন্দর লিখনবিষয়ক বিদ্যা; লিপিকলা; চারুলিপি। caligrapher (noun) চারুলিপিকর।
- English Word callipers Bengali definition [ক্যালিপাস্] (noun) (plural) (pair of) (১) গোলাকার বস্তুর ব্যাস কিংবা নল ইত্যাদির ছিদ্রব্যাস মাপার যন্ত্রবিশেষ; ব্যাসমাপক যন্ত্রবিশেষ; ক্যালিপার্স। (২) পঙ্গু, অশক্ত ব্যক্তিদের চলাফেরায় সাহায্য করতে পায়ের সঙ্গে সংযুক্ত ধাতব অবলম্বনবিশেষ।
- English Word callisthenics Bengali definition [ক্যালিস্থেনিক্স্] (noun) (plural০ (সাধারণত singular verb-সহ) বলিষ্ঠ সুঠাম শরীর গঠনে উদ্ভাবিত ব্যায়াম-পদ্ধতি; তেজস্কান্তিক ব্যায়াম।
- English Word callosity Bengali definition [ক্যালসাটি] (noun) (plural callosities) কঠিনীভূত মোটা ত্বক; কড়া; কিণাঙ্ক।
- English Word callous Bengali definition [ক্যালাস্] (adjective) (১) (ত্বক) কিণাঙ্কিত; কড়া পড়া। (২) callous (to) (লাক্ষণিক) বিচেতন; নিশ্চেতন; উদাসীন: callous to his family/criticism/suffering of others. callousness (noun) নিশ্চেতনা; ঔদাসীন্য।
- English Word callow Bengali definition [ক্যালোউ] (adjective) অজাতপক্ষ; অর্বাচীন; অনভিজ্ঞ: a callow youth. callowness (noun) অর্বাচীনতা; অনভিজ্ঞতা।
- English Word callus Bengali definition [ক্যালাস্] (noun) মোটা কঠিন ত্বক; কিণাঙ্ক; কড়া।
- English Word calm Bengali definition [কা:ম্] (adjective) (calmer, calmest) (১) (আবহাওয়া) শান্ত; নির্বাত; (সাগর) স্থির; শান্ত; নিস্তরঙ্গ। (২) অনুত্তেজিত; প্রশান্ত; প্রসন্ন: keep calm. □ (noun) a calm যখন সবকিছু শান্ত থাকে; প্রশান্তি। □ (verb transitive), (verb intransitive) (down) শান্ত হওয়া/করা: The patient calmed down. calmly (adverb) শান্তভাবে। calmness (noun) শান্ততা, বিশ্রান্ততা।
- English Word calomel Bengali definition [ক্যালামেল্] (noun) [uncountable noun] (সাদা, অদ্রাব্য, স্বাদহীন) পারদঘটিত রেচক ওষুধবিশেষ; ক্যালোমেল।
- English Word Calor gas Bengali definition [ক্যালা গ্যাস্] (noun) [uncountable noun] বুটেন গ্যাস।
- English Word calorie Bengali definition [ক্যালারি] (noun) তাপের একক; খাদ্য থেকে প্রাপ্ত কর্মশক্তির একক; ক্যালরি। calorific [ক্যালারিফিক্] (adjective) তাপকর; calorific value, (খাদ্য ও জ্বালানি) (একটি নির্দিষ্ট পরিমাণ থেকে প্রাপ্ত) তাপ/শক্তি; তাপমূল্য।
- English Word calque Bengali definition [ক্যাল্ক্] (noun) বিদেশি শব্দের অনুকরণে গঠিত নতুন শব্দ; কৃতঋণ অনুবাদ: French ‘I’homane de la rue’ is a calque on English ‘man of the street’.
- English Word calumny Bengali definition [ক্যালাম্নি] (noun) (plural calumnes) (আনুষ্ঠানিক) [countable noun] কারো চরিত্র হননের জন্য প্রদত্ত মিথ্যা বিবৃতি; পরিবাদ; অভিশংসন; [uncountable noun] অপবাদ; কলঙ্ক। calumniate [কালাম্নিএইট্] (verb transitive) কুৎসা/কলঙ্ক রটনা করা। calumniatory, calumnious (adjective) অপবাদমূলক।
- English Word Calvary Bengali definition [ক্যাল্ভারি] (noun) জেরুজালেমের উপকণ্ঠে যে পাহাড়ে যিশুখ্রিষ্ট ক্রুশারোপিত হয়েছিলেন; খ্রিস্টের ক্রুশারোপণের খোদাই করা বিগ্রহ; ক্যালভারি।
- English Word calve Bengali definition [কা:ভ America(n) ক্যাভ্] (verb intransitive) বাছুর প্রসব করা।
- English Word Calvinism Bengali definition [ক্যাল্ভিনিজাম্] (noun) ফরাসি প্রটেস্ট্যান্ট ধর্মতাত্ত্বিকে জঁ কালভ্যাঁর (১৫০৯-১৫৬৪) ধর্মীয় মতবাদ; কালভ্যাঁবাদ। calvinist (noun) কালভিনীয়।
- English Word Calypso Bengali definition [কালিপ্সোউ] (noun) (plural Calypsos [কালিপ্সোউজ্]) (ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জে বসবাসকারীদের মধ্যে প্রচলিত) চলতি বিষয়ে তাৎক্ষণিকভাবে রচিত বিশেষ শ্রেণির গান; এক ধরনের কবিগান।
- English Word calyx Bengali definition [কেইলিক্স্] (noun) (plural 'calyxes' কিংবা 'calyces' [কেইলিসীজ]) পুষ্পকোরকের বহিরাবরণ; বৃতি।
- English Word cam Bengali definition [ক্যাম্] (noun) চক্রগতিকে ঊর্ধ্ব ও অধঃ কিংবা সম্মুখ-পশ্চাৎ গতিতে রূপান্তরিত করতে চাকা বা ঈষার অভিক্ষিপ্ত অংশ; দন্তক; ক্যাম। camshaft [ক্যাম্শা:ফ্ট্ America(n) ক্যাম্শ্যাফ্ট্] (noun) (গাড়িতে) যে ঈষার সঙ্গে দন্তক সংযুক্ত থাকে; দন্তক ঈষা।
- English Word camaraderie Bengali definition [ক্যামারা:ডারি America(n) ক্যামার্যাডারি] (noun) (ফরাসি) [uncountable noun] সহকর্মী/সতীর্থদের মধ্যে বন্ধুত্ব ও পারষ্পরিক আস্থা; সহমর্মিতা; সৌহার্দ।
- English Word camber Bengali definition [ক্যাম্বা(র্)] (noun) কোনো বক্ররেখার (যেমন কোনো রাস্তার উপরিভাগের) ঊর্ধ্বগামী ঢাল; উত্তল বক্রিমা। □ (verb transitive), (verb intransitive) (কোনো তল সম্বন্ধে) বক্রিমা থাকা/সৃষ্টি করা।
- English Word cambric Bengali definition [কেইম্ব্রিক] (noun) [uncountable noun] উৎকৃষ্ট মিহি কার্পাস বা ক্ষৌম বস্ত্রবিশেষ; নয়নসুখ।
- English Word came Bengali definition come -এর past tense