Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word counter-irritant Bengali definition [কাউন্‌টার ইরিটান্‌ট্] (noun) প্রতি-উত্তেজক; রোগযন্ত্রণা প্রশমনে ব্যবহৃত উত্তেজক ওষুধ
  • English Word counter-revolution Bengali definition [কাউন্‌টা রেভালু:শ্‌ন্] (noun) [uncountable noun, countable noun] প্রতিবিপ্লব; পাল্টা বিপ্লবcounter-revolutionary [কাউন্‌টারেভালু:শানারি America(n) কাউন্‌টারেভালু:শানেরি] (adjective) প্রতিবিপ্লবী।
  • English Word counteract Bengali definition [কাউন্‌টারঅ্যাক্ট] (verb transitive) ব্যর্থ করে দেওয়া; পাল্টা ব্যবস্থা নেওয়া
  • English Word counterblast Bengali definition [কাউনটাব্লা:স্‌ট্ America(n)কাউনটাব্ল্যাস্‌ট্‌] (noun)[countable noun] তীব্র প্রতিবাদ; (প্রতিপক্ষের) বিস্ফোরণ।
  • English Word countercheck Bengali definition [কাউন্‌টা(র্‌)চেক্] (noun) কোনো কাজ সম্পন্ন হওয়ার পর তৃতীয় পক্ষের মাধ্যমে সম্পাদিত কাজটির নির্ভুলতা, নিরাপত্তা নিশ্চিত করতে দ্বিতীয়বার পরীক্ষা; কাউন্টারচেক: manifold checks and counterchecks. কোনো প্রক্রিয়াকে বাধা দেওয়া বা দেয় এমন: There is no countercheck to its emotions.
  • English Word counterclaim Bengali definition [কাউন্‌টাক্লেইম্‌] (noun) পালটা দাবি
  • English Word counterfeit Bengali definition [কাউন্‌টাফিট্‌] (noun), (adjective) জাল; নকল; কৃত্রিম; জাল টাকা; নকল হীরা; কৃত্রিম শোক।  (verb transitive) জাল করা; নকল করা; ভান করা। counterfeiter (noun) জালকারী; নকলকারী; প্রতারক।
  • English Word counterfoil Bengali definition [কাউন্‌টাফইল্] (noun) জমাকারী কর্তৃক প্রমাণ হিসেবে রক্ষিত চেক বা রসিদের অংশবিশেষ; প্রতিপত্র; চেকমুড়ি; প্রমাণচেক
  • English Word countermand Bengali definition [কাউন্‌টামা:ন্‌ড্ America(n) কাউন্‌টাম্যান্‌ড্‌] (verb transitive) আদেশ প্রত্যাহার করা; পূর্বঘোষণা বাতিল করা
  • English Word countermeasure Bengali definition [কাউন্‌টামেজা(র্‌)] (প্রায়ই plural) বিকল্পব্যবস্থা; বিপদ প্রতিরোধে পাল্টা ব্যবস্থা
  • English Word counteroffer Bengali definition [কাউন্‌টারঅফা(র্‌)] (noun) পাল্টা প্রস্তাব; বিকল্প প্রস্তাব
  • English Word counterpane Bengali definition [কাউন্‌টাপেইন্‌] (noun) শুজনি; বেডকভার; শয্যাচ্ছাদনী
  • English Word counterpart Bengali definition [কাউন্‌টাপা:ট্] (noun) প্রতিমূর্তি; ব্যক্তি অথবা জিনিসের সঙ্গে হুবহু মিল আছে এমন অন্য ব্যক্তি বা জিনিস
  • English Word counterplot Bengali definition [কাউন্‌টাপ্লট্] (noun) পাল্টা ষড়যন্ত্র; পাল্টা চক্রান্ত।  (verb transitive), (verb intransitive) পাল্টা ষড়যন্ত্র করা; পাল্টা চক্রান্ত করা।
  • English Word counterpoint Bengali definition [কাউন্‌টাপইন্‌ট্] (noun) (সংগীতে) শ্রুতিমধুর সুরের মিশ্রণ; শ্রুতিমধুর সুরের সঙ্গে অন্য কোনো শ্রুতিমধুর সুরের মিশ্রণপ্রণালি
  • English Word counterpoise Bengali definition [কাউন্‌টাপইজ্‌] (noun) (১) ভারসাম্য স্থাপনকারী ওজন অথবা শক্তি(২) ভারসাম্য রক্ষিত আছে এমন অবস্থা।  (verb transitive) ভারসাম্য স্থাপন করা।
  • English Word countersign Bengali definition [কাউন্‌টাসাইন্‌] (noun) [countable noun] প্রহরীকে প্রদত্ত গোপনসংকেত; প্রতিস্বাক্ষর।  (verb transitive) প্রতিস্বাক্ষর করা।
  • English Word countersink Bengali definition [কাউন্‌টাসিঙ্ক] (verb transitive) (past tense কাউন্‌টাসাঙ্ক/কাউন্‌টাস্যাঙ্ক) স্ক্রু ঢোকানোর উপযোগীরূপে ছিদ্র বড় করা
  • English Word countertenor Bengali definition [কাউন্‌টাটেনা(র্‌)] (noun) (সংগীতে) কোনো পুরুষের চড়া সুরের চেয়ে বেশি চড়া সুর
  • English Word countervail Bengali definition [কাউন্‌টাভেইল্] (verb transitive), (verb intransitive) ভারসাম্য আনাcountervailing duties যে পণ্যের উপরে রপ্তানিকারক দেশে ভর্তুকি দেওয়া হয় সেই পণ্যের উপরে আমদানিকারক দেশে প্রদত্ত শুল্কের অংশবিশেষ।
  • English Word countess Bengali definition [কাউন্টিস্‌] (noun) কাউন্ট/আর্লের স্ত্রী/বিধবা; আর্লের দায়িত্বপ্রাপ্ত মহিলা; আর্ল-পদমর্যাদা অর্জনকারী মহিলা
  • English Word countless Bengali definition [কাউন্‌টলিস্‌] (adjective) অসংখ্য
  • English Word countrified Bengali definition [কান্ট্রিফাইড্‌] (adjective) গেঁয়ো; পাড়াগাঁয়ে বসবাসকারী অমার্জিত স্বভাবের
  • English Word country Bengali definition [কান্‌ট্রি] (noun) (plural countries) দেশ; রাষ্ট্র; জন্মভূমি; স্বদেশ; কোনো জাতি-অধিকৃত ভূখণ্ড; পৃথিবীর বিশেষ কোনো অংশ (যেমন বাংলাদেশ); পাড়া গাঁ। go to the country (British/Britain) সরকার গঠনের অধিকার লাভের উদ্দেশ্যে নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে যাওয়া; জনগণের রায় চাওয়া। country cousin শহুরে জীবনে অনভ্যস্ত ব্যক্তি; গেঁয়ো ব্যক্তি। country dance লোকনৃত্য। country-house, country-seat (noun(s)) পল্লির সম্ভ্রান্ত ব্যক্তির বাসগৃহ। country life (attributive(ly)) পাড়াগাঁর (সরল/মধুর) জীবন। countryparty কৃষিখাতে অত্যুৎসাহী রাজনৈতিক দল।
  • English Word countryman Bengali definition [কান্ট্রিমান্‌] (noun) (plural countrymen) দেশবাসী; দেশের জনগণ; স্বদেশবাসী
  • English Word countryside Bengali definition [কান্ট্রিসাইড্‌] (noun) পল্লি এলাকা; গ্রামাঞ্চল
  • English Word county Bengali definition [কাউন্‌টি] (noun) যুক্তরাজ্যের প্রশাসনিক বিভাগ/জেলা; কাউন্টিcounty cricket যুক্তরাজ্যের বিভিন্ন বিভাগ/জেলার মধ্যে প্রচলিত ক্রিকেট প্রতিযোগিতা। county family কোনো কাউন্টিতে বহু প্রজন্ম ধরে বসবাসকারী পরিবার।
  • English Word coup Bengali definition [কূ] (noun) (plural coup s [কূজ্‌]) (ফরাসি) অভ্যুত্থান; ক্ষমতা দখলের উদ্দেশ্যে আকস্মিক পদক্ষেপ গ্রহণcoup ď état [কূদেইতা:] সহিংস অথবা অসাংবিধানিক পদ্ধতিতে সরকার পরিবর্তন (যেমন সামরিক অভ্যুত্থান)। coup de grâce [কূদা গ্রা:স্‌ America(n) কূদাগ্র্যাস্] (চিত্রে) শেষ টান বা পোঁচ।
  • English Word coupé Bengali definition [কূপেই America(n) কূপেই] (noun) (plural coupés [কূপেইজ্‌]) (১) ভিতরে দুজনের জন্য ও বাইরে চালকের জন্য এক আসনবিশিষ্ট পরদাঘেরা ঘোড়ার গাড়ি(২) [America(n) কু: প] দুজনের জন্য নির্মিত দুই দরজার মোটরগাড়ি।
  • English Word couple 1 Bengali definition [কাপ্‌ল্] (noun) যুগল; দম্পতি; জোড়াজোড়া: They are married couples. They came back with a couple of birds.