C পৃষ্ঠা ৭২
- English Word curl 2 Bengali definition [কাল্] (verb transitive), (verb intransitive) curl (up) কুঞ্চিত করা; (চুল) কোঁকড়ানো; গোলাকার করা: He will curl his hair; The smoke of his cigarette curled upwards. curl (somebody) up পড়ে যাওয়া; ফেলে দেওয়া। curler (noun) চুল কোঁকড়ানোর যন্ত্রবিশেষ। curling-tongs/-irons (noun(s)) চুল কোঁকড়ানো অথবা বাঁকা চুল সোজা করার যন্ত্রবিশেষ। curling-pins (noun) চুল কোঁকড়ানোর ক্লিপ।
- English Word curlew Bengali definition [কালিয়ূ] (noun) জলাভূমির লম্বা-ঠোঁটের পাখিবিশেষ।
- English Word curling Bengali definition [কালিং] (noun) [uncountable noun] ভারী চ্যাপটা পাথর দিয়ে বরফের উপর অনুষ্ঠেয় স্কটল্যান্ডীয় খেলাবিশেষ।
- English Word curly Bengali definition [কালি] (adjective) (curlier, curliest) কুঞ্চিত; কোঁকড়ানো চুলবিশিষ্ট: curly hair.
- English Word curmudgeon Bengali definition [কামাজান্] (noun) (কথ্য) বদরাগী বা কৃপণ।
- English Word currant Bengali definition [কারান্ট্] (noun) (১) কিশমিশ। (২) কালো, লাল অথবা সাদা রঙের রসালো ফলবিশেষ।
- English Word currency Bengali definition [করান্সি] (noun) (১) [uncountable noun] প্রচলন; প্রচার: The publicity gained currency. Give currency to প্রচার করা; ছড়িয়ে দেওয়া। (২) [countable noun, uncountable noun] (plural currencies) মুদ্রাব্যবস্থা: paper currency; foreign currency.
- English Word current 1 Bengali definition [কারান্ট্] (adjective) (১) প্রচলিত; সর্বজনস্বীকৃত; current coin; current beliefs. (২) সাম্প্রতিক: current affairs. (৩) current account (ব্যাংকের) চলতি হিসাব। current assets চলতি মূলধন। currently (adverb) সাম্প্রতিক।
- English Word current 2 Bengali definition [কারান্ট্] (noun) (১) জলস্রোত; বায়ুস্রোত: The currents in the Bay of Bengal. (২) বিদ্যুৎপ্রবাহ। (৩) চিন্তাধারা; মতবাদ: the current of thought.
- English Word curriculum Bengali definition [কারিকিয়ুলাম্] (noun) (plural curriculums or curricula]) পাঠ্যসূচি; পাঠক্রম। curriculum vitae [কারিকিয়ুলাম্ ভীটাই] (লাতিন) জীবনতথ্য; জীবনবৃত্তান্ত: (America(n): résumé),Bio-data.
- English Word currish Bengali definition [কারিশ্] (adjective) খেঁকিকুকুর স্বভাবের; কাপুরুষোচিত। currishly (adverb) কাপুরুষের মতো; ঘেউ ঘেউ করে এমন কুকুরের মতো।
- English Word curry 1 Bengali definition [কারি] (noun) (plural curries) [countable noun, uncountable noun] তরকারি; ঝোল। curry-powder (noun) মসলা। □ (verb transitive) ঝাল রান্না করা: curried mutton.
- English Word curry 2 Bengali definition [কারি] (verb transitive) (ঘোড়ার) গায়ে হাত বুলিয়ে সাফ করা; চামড়া ট্যান করা। curry favour (with somebody) (তোষামোদ করে) অনুগ্রহ লাভের চেষ্টা করা।
- English Word curse 1 Bengali definition [কাস্] (noun) (১) অভিশাপ। be under a curse অভিশাপের ফলে শাস্তি ভোগ করা। call down curses (from Heaven) upon somebody অভিশাপ দেওয়া। lay somebody under a curse অভিশাপগ্রস্ত করা। (২) দুর্ভাগ্যের কারণ: The wealth of Debdas proved a curse to him. (৩) কঠোর ভাষায় গালাগাল। (৪) the curse (কথ্য) ঋতুস্রাব।
- English Word curse 2 Bengali definition [কাস্] (verb transitive), (verb intransitive) (১) অভিশাপ দেওয়া; কঠোর ভাষায় গালাগাল করা। (২) curse (at) শাপ দেওয়া: to curse at fate. (৩) be cursed with অভিশপ্ত হওয়া।
- English Word cursed Bengali definition [কাসিড্] (adjective) অভিশপ্ত; ঘৃণ্য।
- English Word cursive Bengali definition [কাসিভ্] (adjective) গোটা গোটা হাতের লেখাবিশিষ্ট।
- English Word cursory Bengali definition [কাসারি] (adjective) তড়িঘড়িতে করা (কাজ), দায়সারা গোছের (কাজ)। cursorily [কাসারালি] (adverb) দায়সারাভাবে; তড়িঘড়ি করে।
- English Word curst Bengali definition [কাস্ট্] (adjective)= cursed.
- English Word curt Bengali definition [কাট্] (adjective) স্বল্পভাষী; কাটখোট্টা ধরনের: a curt reply; a curt way of talking. curtly (adverb) কাটখোট্টা ভাবে। curtness (noun) কাটখোট্টা ভাব।
- English Word curtail Bengali definition [কাটেইল্] (verb transitive) কাটছাঁট করা: to curtail the plan; to curtail the salary. curtailment (noun) কাটছাঁট কর্ম; কাটছাঁটের ফল।
- English Word curtain Bengali definition [কাট্ন্] (noun) (১) (দরজা-জানালার) পরদা। draw a curtain over something (লাক্ষণিক) (প্রসঙ্গের) যবনিকা টেনে দাও। curtain-lecture (প্রাচীন প্রয়োগ) কোনো স্ত্রী কর্তৃক তার স্বামীকে ভর্ৎসনা। (২) (মঞ্চের) যবনিকা; পরদা: The curtain falls. curtain-call (noun) অভিনয়ের প্রশংসা গ্রহণের উদ্দেশ্যে পরদার সামনে অভিনেতা ও অভিনেত্রীদের উপস্থিতি। curtain-raiser (noun) মূল নাটকের আগে মঞ্চায়িত ক্ষুদ্র কোনো অংশ। safety-curtain অগ্নিনিরোধক পরদা। (৩) আবরণ: A curtain of wist hid the view. □ (verb transitive) (১) পয়সা দিয়ে ঢেকে দেওয়া। (২) curtain off পরদা দিয়ে বিভক্ত করা: to curtain off a room.
- English Word curtsey, curtsy Bengali definition [কাট্সি] (noun) (plural curtseys, curtsies) সৌজন্য; মেয়েদের শ্রদ্ধাপ্রদর্শনের ভঙ্গি। (verb intransitive) (past tense, past participle curtseyed) সৌজন্য প্রদর্শন করা।
- English Word curvature Bengali definition [কাভাচা(র্) America(n) কাভাচুআর্] (noun) [uncountable noun] বক্রতা; বেঁকে যাওয়া অবস্থা।
- English Word cushion Bengali definition [কুশ্ন্] (noun) (১) গদি; তাকিয়া। (২) বিলিয়ার্ড টেবিলের ভিতরে চারদিকের তুলতুলে অংশ। (verb transitive) গদি-আঁটা: cushioned seats; (লাক্ষণিক) ক্ষতিকর পরিবর্তন থেকে রক্ষা করা: He was cushioned against falls in prices.
- English Word cushy Bengali definition [কুশি] (adjective) (cushier, cushiest) (অপশব্দ) (চাকরি অথবা কাজকাম প্রসঙ্গে) কম খাটুনি; আরামপ্রদ।
- English Word cusp Bengali definition [কাস্প্] (noun) (পাতার) তীক্ষ্ণ ডগা।
- English Word cuss Bengali definition [কাস্] (noun) (অপশব্দ) (১) অভিশাপ। not give/care a cuss পাত্তা না-দেওয়া; মাথা না-ঘামানো।
- English Word cussed Bengali definition [কাসিড্] (adjective) (কথ্য) গোঁয়ার। cussedly (adverb) গোঁয়ারের মতো। cussedness (noun) একগুঁয়েমি।
- English Word custard Bengali definition [কাস্টাড্] (noun) [countable noun, uncountable noun] (egg-custard) custard দুধ ও ডিমের সমন্বয়ে রান্না করা মিষ্টান্ন; পুডিং।