Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word cosh Bengali definition [কশ্‌] (verb transitive), (noun) সিসার তৈরি পাইপ, দণ্ড বা মুগুর; এসব দ্বারা আঘাত করা
  • English Word cosine Bengali definition [কোউসাইন্‌] (noun) (ত্রিকোণ) (সংক্ষেপে cos) সমকোণী ত্রিভুজে ভূমি ও অতিভুজের অনুপাত; ভূমি: অতিভুজ
  • English Word cosmetic Bengali definition [কজ্‌মেটিক্] (adjective) সৌন্দর্যবর্ধক (বিশেষত ত্বক এবং চুলের)। (noun) প্রসাধন দ্রব্য; যেমন face-powder, lipstick ইত্যাদি। cosmetic surgery মুখের চেহারার ত্রুটি সারানোর শল্যচিকিৎসা। cosmetician (noun) প্রসাধনদ্রব্য প্রস্ততকারক বা বিক্রেতা।
  • English Word cosmic Bengali definition [কজ্‌মিক্‌] (adjective) বিশ্বব্রহ্মাণ্ডসম্পর্কিত; cosmos সম্পর্কিত; মহাজাগতিক। cosmic rays মহাজাগতিক রশ্মি।
  • English Word cosmogony Bengali definition [কজ্‌মগানি] (noun) পৃথিবীর উৎপত্তি, সৃষ্টি এবং বিবর্তন; এ সম্পর্কিত তত্ত্ব
  • English Word cosmology Bengali definition [কজ্‌মলাজি] (noun) মহাবিশ্ব সম্পর্কিত বিজ্ঞান
  • English Word cosmonaut Bengali definition [কজ্‌মনোট্‌] (noun) নভশ্চারী
  • English Word cosmopolitan Bengali definition [কজ্‌মাপলিটান] (adjective) (১) বিশ্বের সব বা বহু অঞ্চল থেকে আগত: the cosmopolitan crowds of London. (২) উদার দৃষ্টিভঙ্গিসম্পন্ন; স্বাদেশিকতার সংকীর্ণতা থেকে মুক্ত: He is a politician with a cosmopolitan outlook.  (noun) সংকীর্ণজাতীয় চিন্তা থেকে মুক্ত বিশ্বজনীনতার উদার আদর্শে উদ্বুদ্ধ ব্যক্তি, যিনি সব দেশকেই নিজের দেশ মনে করেন: He is a cosmopolitan.
  • English Word cosmos Bengali definition [কজ্‌মস্‌] (noun) বিশ্বব্রহ্মাণ্ড; শৃঙ্খলাবদ্ধ মহাজগৎ যার বিপরীতে আছে অসীম শৃঙ্খলাহীনতা; নৈরাজ্য
  • English Word cosset Bengali definition [কসিট্‌] (noun) পোষা মেষশাবক।  (verb transitive) আদর করা; প্রশ্রয় দেওয়া।
  • English Word cost 1 Bengali definition [কস্‌ট্ America(n) কোস্‌ট্] (verb intransitive) (১) দাম হওয়া: The watch cost me three hundred Taka. (২) কোনো কিছু হারাতে বাধ্য করা: Rash driving cost him his life. (৩) দুর্ভোগ ঘটানো: The boy’s truancy cost his father many sleepless nights. (৪) (বাণিজ্য) উৎপাদন খরচের পরিপ্রেক্ষিতে দ্রব্যের দাম নির্ধারণ করাcosting (noun) দাম নির্ধারণ।
  • English Word cost 2 Bengali definition [কস্‌ট্ America(n) কোস্‌ট্] (noun) মূল্য; দামthe cost of living জীবনযাপনের খরচ; ব্যয়। the cost price কোনো দ্রব্যের উৎপাদনখরচ বা ক্রয়মূল্য। cost accountant যে ব্যক্তি ব্যবসার সকল খরচের হিসাব রাখে। running costs নির্বাহী খরচ; কোনো যন্ত্রকে চালু রাখার খরচ। at all costs যেকোনো মূল্যে। at the cost of কোনো লোকসান বা খরচের বিনিময়ে: Independence was won at the cost of three million lives. count the cost ঝুঁকি বিবেচনা করা। to one’s cost কারো ক্ষতি বা অসুবিধা ঘটিয়ে। cost-effective (adjective) ব্যয়সাশ্রয়ী।
  • English Word costermonger Bengali definition [কস্টামাঙ্‌গা(র্‌)] (noun) রাস্তায় ঠেলাগাড়ি থেকে ফল, শাকসবজি বিক্রি করে এমন ব্যক্তি
  • English Word costly Bengali definition [কস্‌ট্‌লি America(n) কোস্‌ট্‌লি] (adjective) মূল্যবান; দামি; প্রচুর ক্ষতি বা উৎসর্গ দাবি করে এমনcostliness (noun)
  • English Word costume Bengali definition [কসথূম্‌ America(n) কস্‌টূম্‌] (noun) (১) পোশাক; পোশাক পরার ধরনcostume jewellary নকল অলংকার। (২) (প্রাচীন প্রয়োগ) নারীদের পোশাক। দ্রষ্টব্য bathing. costumier [কস্‌টিউমিআ(র্‌)] (noun) পোশাকপ্রস্তুতকারী; পোশাকবিক্রেতা।
  • English Word cosy 1 Bengali definition [কোউজি] (adjective) আরামদায়ক; উষ্ণ: a cosy room. cosily (adverb) cosiness (noun)
  • English Word cosy 2 Bengali definition [কোউজি] (noun) চায়ের পাত্রকে গরম রাখার ঢাকনা
  • English Word cot Bengali definition [কট্] (noun) (America(n) crib) (১) ছোট; অপ্রশস্ত; সহজে সরানো যায় এমন খাট; বাচ্চাদের খাট(২) ক্যাম্প খাট; জাহাজের বাঙ্কcot death ঘুমন্ত শিশুর রহস্যজনকভাবে মৃত্যু। cot potato [কট্ পটেইটোউ] (noun) (কথ্য) যে শিশু অধিকাংশ সময় টিভি দেখে কাটায়; বিছানা বা সোফা বাবু: But are toddlers really in danger of becoming cots?
  • English Word cote Bengali definition [কোউট্] (noun) গৃহপালিত পশু বা পাখির বাসা; ঘের বা খোঁয়াড়
  • English Word coterie Bengali definition [কোউটারি] (noun) অভিন্ন স্বার্থসম্পন্ন ব্যক্তিদের গোষ্ঠী;(রাজনৈতিক, সামাজিক বা সাহিত্যিক) উপদল: Politicians always look after their coterie interests.
  • English Word coterminous Bengali definition [কোউটোমিনাস্‌] (adjective) একই সীমানাযুক্ত
  • English Word cottage Bengali definition [কটিজ্‌](noun) কুটির; ছোট বাড়ি (বিশেষত গ্রামাঞ্চলে); গ্রীষ্মকালীন আবাস। cottage industry কুটিরশিল্প।
  • English Word cottar, cotter Bengali definition [কটা(র্‌)](noun) কুটিরবাসী লোক; খামারে কর্মরত লোক
  • English Word cotton Bengali definition [কট্‌ন্‌] (noun) (১) কার্পাস তুলা: a soft fibrous substance round the seeds of the cotton plant. cotton yarn তুলা থেকে প্রাপ্ত সুতাcotton cloth সুতি কাপড়। (২) সুতা।  (verb intransitive) একমত হওয়া; আসক্ত হওয়া। cottonseed oil কার্পাস তুলাবীজ থেকে প্রাপ্ত তেল। cotton wool (British/Britain) পরিষ্কার তুলা যা ব্যান্ডেজে ব্যবহৃত হয়।
  • English Word cotyledon Bengali definition [কটিলীড্‌ন্‌] (noun) (উদ্ভিদ) বীজপত্র; বীজে গজানো প্রথম পাতা
  • English Word couch 1 Bengali definition [কাউচ্] (noun) দিনের বেলায় বসা অথবা শোয়ার জন্য গদি-আঁটা আসন
  • English Word couch 2 Bengali definition [কাউচ্] (verb transitive), (verb intransitive) শোয়া অথবা শোয়ানো; (বর্শা ইত্যাদি) তাক করা; (প্রাণী) ওত পেতে শুয়ে থাকা। couch (in) (চিন্তা, বক্তব্য) শব্দে প্রকাশ করা: couched in elegant terms.
  • English Word couch 3, couch-grass Bengali definition [কাউচ্,-(গ্রা:স্‌ America(n) গ্র্যাস্‌)] (noun) তৃণলতাবিশেষ
  • English Word couch commerce Bengali definition [কাউচ্‌ কমাস] (noun) গৃহবাণিজ্য; ঘরে বসেই অনলাইনে পণ্য কেনা: An example of couch is someone shopping for a birthday gift on an iPad while they watch television.
  • English Word couch potato Bengali definition [কাউচ্ পটেইটোউ] (noun) টিভির সামনেই শুয়ে-বসেই যার বেশির ভাগ সময় কাটে: But even the laziest couch potato may soon notice some changes to his television set.