Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word couchant Bengali definition [কাউচান্‌ট্‌] (adjective) (প্রাণী) পায়ের উপর শরীর রেখে মাথা উঁচু করে শোয়া
  • English Word couchette Bengali definition [কু:শেট্‌](noun) (ফরাসি) (রেলগাড়িতে) যাত্রীদের ঘুমানোর স্থান
  • English Word cougar Bengali definition [কু:গা(র্‌)](noun)বনবিড়ালবিশেষ; পুমা
  • English Word cough 1 Bengali definition [কফ্ America(n)ক:ফ্‌] (verb intransitive), (verb transitive) জোরে কাশা। (to)cough down কাশার ভঙ্গিতে চুপ করানো। (to)cough up একান্ত অনিচ্ছায় কিছু বলা বা করা।
  • English Word cough 2 Bengali definition [কফ্‌ America(n) ক:ফ্] (noun) কাশিcough-drop,cough lozenge কাশি উপশমের ড্রপ বা লজেন্স।
  • English Word could Bengali definition [কুড্‌] can- এর past tense এবং past participle; (নাবাচক- কুডন্‌ট্) দ্রষ্টব্য can.
  • English Word coulter Bengali definition (America(n)= cotter) [কোউলটা(র্‌)] (noun) লাঙলের ফাল
  • English Word council Bengali definition [কাউন্‌স্‌ল্‌] (noun) আইন প্রণয়ন; পরামর্শদান ও পরিকল্পনা বাস্তবায়নে সরকার মনোনীত অথবা নির্বাচিত ব্যক্তিবর্গ; পরিষদমণ্ডলীcouncil-chamber (noun) সভাকক্ষ। councilhouse (noun) সভাগৃহ।
  • English Word councillor Bengali definition (America(n) councilor) [কাউনসালা(র্‌)] (noun) পরিষদের সদস্য; উপদেষ্টা
  • English Word counsel 1 Bengali definition [কাউন্‌স্‌ল্‌] (noun) উপদেশ; মন্ত্রণা; ব্যারিস্টারa counsel of perfection চমৎকার কিন্তু অবাস্তব উপদেশ। keep one’s own counsel মনোভাব গোপন রাখা। King’s/Queen’s Counsel রাষ্ট্রনিযুক্ত ব্যারিস্টার।
  • English Word counsel 2 Bengali definition [কাউন্‌স্‌ল্‌] (verb transitive) উপদেশ দান করা। (to) counsel (one) aganist সাবধান করা।
  • English Word counselling Bengali definition [কাউন্‌সলিং] (noun) কারো চিকিৎসা বা নিরাময় পদ্ধতি নির্দেশ; বিশেষত আলোচনা ও সাক্ষাৎকারের মাধ্যমে ব্যক্তিগত, সামাজিক বা মনস্তাত্ত্বিক সমস্যার সমাধান নির্ণয়ে পেশাদারি আচরণের মাধ্যমে করণীয় নির্দেশ; কাউন্সেলিং: counselling for abused girl begins.
  • English Word counsellor Bengali definition (America(n) counselor) [কাউনসালা(র্‌)] (noun) উপদেষ্টা; (আয়ারল্যান্ড ও America(n)) আইনজীবী।
  • English Word count 1 Bengali definition [কাউন্‌ট্‌] (verb transitive), (verb intransitive) গোনা; হিসাব করা; বিবেচনা করা: He counts himself fortunate. countable (adjective) গণনাযোগ্য। countless (adjective) অসংখ্য। counting-house (noun) ব্যাংকের হিসাবনিকাশ কক্ষ। (adverbial particle এবং preposition(al) সহযোগে বিশেষ ব্যবহার) count something against somebody কারো পক্ষে বিরুদ্ধ কিছু বিবেচনা করা; বিরুদ্ধে। count among somebody/something গণ্য করা: He does not count me among his friends. count down উলটো গোনা অর্থাৎ ১০, ৯, ৮...১ করে গোনাnot count for anything হিসাবের বাইরে। count on/upon নির্ভর করা। count out (মুষ্টিযুদ্ধে) ভূপাতিত করার পর দশ সেকেন্ড বা দশ গোনার মধ্যে উঠতে না-পারা: The boxer was counted out in the second round. count up মোট যোগফল বের করা।
  • English Word count 2 Bengali definition [কাউন্‌ট্] (noun) গণনাকর্ম: He was declared elected after three count.
  • English Word count 3 Bengali definition [কাউন্‌ট্] (noun) কয়েকটি ইউরোপীয় দেশের অভিজাত ব্যক্তিবর্গের পদবি। দ্রষ্টব্য countess.
  • English Word countenance 1 Bengali definition [কাউন্‌টিনান্‌স্] (noun) প্রসন্ন/অপ্রসন্ন মুখভাব; (আনুষ্ঠানিক) সমর্থন। stare somebody out of countenance একদৃষ্টিতে তাকিয়ে কাউকে অস্বস্তিতে ফেলা।
  • English Word countenance 2 Bengali definition [কাউন্‌টিনান্‌স্‌] (verb transitive) সমর্থন দান করা
  • English Word counter 1 Bengali definition [কাউনাটা(র্‌)] (noun) ব্যাংক, দোকান অথবা কোনো প্রতিষ্ঠানের কাউন্টার- যে টেবিলে অথবা যে স্থানে লেনদেন চলেunder the counter খদ্দেরের আড়ালে।
  • English Word counter 2 Bengali definition [কাউন্‌টার্‌] (noun) খেলার হিসাব রাখার ধাতুখন্ড; মেশিনারির হিসাবসম্পর্কিত যন্ত্রবিশেষspeed counter গতিনির্ণায়ক।
  • English Word counter 3 Bengali definition [কাউন্‌টা(র্‌)] (adverb) counter to বিপরীতে; বিরুদ্ধে
  • English Word counter 4 Bengali definition [কাউন্‌টা(র্‌)] (verb transitive), (verb intransitive) counter (with) বিরুদ্ধাচরণ করা; পাল্টা জবাব দেওয়া
  • English Word counter- Bengali definition [কাউন্‌টা(র্‌)] (prefix) প্রতি-; পালটা-
  • English Word counter-attack Bengali definition [কাউন্‌টারআট্যাক] (noun) পাল্টা আক্রমণ
  • English Word counter-attraction Bengali definition [কাউন্‌টার আট্র্যাক্‌শ্‌ন্‌] (noun) [countable noun] বিকর্ষণ; প্রতি-আকর্ষণ; বিপরীত আকর্ষণ
  • English Word counter-balance Bengali definition [কাউন্‌টাব্যালান্‌স্‌] (noun) [countable noun] ভারসাম্য; ভারসাম্যরক্ষাকারী বিপরীত প্রান্তের ওজন অথবা বল।  (verb transitive) [কাউন্‌টাব্যালান্‌স্‌] ভারসাম্যরক্ষাকারী হিসেবে কাজ করা।
  • English Word counter-charge Bengali definition [কাউন্‌টার চার্জ্‌] (noun) পাল্টা অভিযোগ
  • English Word counter-clockwise Bengali definition [কাউন্‌টা ক্লক্‌ওয়াইজ্‌] (adverb) বাঁয়ে ঘুরে; ঘড়ির কাঁটার বিপরীতে
  • English Word counter-espionage Bengali definition [কাউন্‌টার এসপিআনা:জ্‌] (noun) [uncountable noun] শত্রুপক্ষের গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে পরিচালিত গুপ্তচরবৃত্তি
  • English Word counter-intelligence Bengali definition [কাউন্‌টার ইন্‌টেলিজান্‌স্] (noun) [uncountable noun] শত্রুপক্ষের গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে পরিচালিত গুপ্তচরবৃত্তি