C পৃষ্ঠা ৭৪
- English Word cyclopaedia Bengali definition [সাইকলাপীডিআ] (noun)= encyclopaedia.
- English Word Cyclopean Bengali definition [সাইক্লোউপিআন্] (adjective) একচক্ষু দৈত্য সাইকলাপসসংক্রান্ত; বৃহদাকার।
- English Word cyclostyle Bengali definition [সাইক্লাস্টাইল্] (noun) সাইক্লোস্টাইল যন্ত্র। (verb transitive) সাইক্লোস্টাইল করা।
- English Word cyclotron Bengali definition [সাইক্লাট্রান্] (noun) পারমাণবিক গবেষণাগারে ব্যবহৃত ধনাত্মক চার্জবিশিষ্ট কণা ত্বরণকারী যন্ত্রবিশেষ।
- English Word cyder Bengali definition [সাইডা(র্)] (noun)= cider.
- English Word cygnet Bengali definition [সিগ্নিট্] (noun) মরালশাবক।
- English Word cylinder Bengali definition [সিলিন্ডা(র্)] (noun) (১) সিলিন্ডার। (২) ইনজিনে ব্যবহৃত সিলিন্ডার আকৃতির পাত্রবিশেষ: a six-cylinder engine. (working) on all cylinders (কথ্য) সর্বশক্তি প্রয়োগ করে। cylindrical [সিলিনড্রিক্ল্] (adjective) সিলিন্ডারের আকৃতিবিশিষ্ট।
- English Word cymbal Bengali definition [সিম্ব্ল্] (noun) মন্দিরা; করতাল।
- English Word cynic Bengali definition [সিনিক্] (noun) হতাশাবাদী; চিরবিষণ্ণ; দোষদর্শী ব্যক্তি। cynicism [সিনিসিজাম] (noun) [uncountable noun] হতাশাবাদ; নৈরাশ্যবাদ।
- English Word cynical Bengali definition [সিনিক্ল্] (adjective) নৈরাশ্যবাদীর আচরণসম্পন্ন। cynically (সিনিক্লি) (adverb) নিরাশাজনক আচরণের সঙ্গে।
- English Word cynosure Bengali definition [সিনাজিউ(র্) America(n) সাইনাশুআর] (noun) দৃষ্টি আকর্ষণে দক্ষ ব্যক্তি; আকর্ষণীয় ব্যক্তিত্ব।
- English Word cypher Bengali definition [সাইফা(র্)] (noun)= cipher.
- English Word cypress Bengali definition [সাইপ্রেস্] (noun) সাইপ্রেস বৃক্ষ।
- English Word Cyrillic Bengali definition [সিরিলিক্] (adjective) the Cyrillic alphabet স্লাভ ভাষাগোষ্ঠীর ব্যবহৃত বর্ণমালাসংক্রান্ত।
- English Word cyst Bengali definition [সিস্ট্] (noun) প্রাণিদেহের মলকোষ বা পুঁজকোষ।
- English Word cystitis Bengali definition [সিস্টাইটিস্] (noun) (কেবল singular) (চিকিৎসাশাস্ত্র) মূত্রাশয়ের বৃদ্ধি।
- English Word Czar Bengali definition [জা:(র্)] (noun) (অপিচ Tsar) (১৯৭১ সাল-পূর্ব) রাশিয়ার জার (সম্রাট)| Czarina [জারীনা] (noun) জার-পত্নী। Czarina= Tsarina.
- English Word Czech Bengali definition [চেক্] (noun) চেকজাতি; চেকোস্লোভাকিয়ার অধিবাসী; চেক (জাতির) ভাষা।