C পৃষ্ঠা ৬২
- English Word crackle Bengali definition [ক্র্যাক্ল্] (verb intransitive) ক্রমাগত পটপট আওয়াজ হতে থাকা। □ (noun) (১) ক্রমনির্গত পটপট আওয়াজ। (২) (অপিচ crackle-china/ crackle-ware) হ ফাটলসদৃশ শিংকর্মবিশিষ্ট চীনা মাটির বাসন।
- English Word crackling Bengali definition [ক্র্যাক্লিং] (noun) [uncountable noun] দ্রষ্টব্য crackle (১); শূকরের সুসিদ্ধ মচমচে চামড়া।
- English Word crackpot Bengali definition [ক্র্যাক্পট্] (noun) বাতিকগ্রস্ত ব্যক্তি; তুঘলকি চিন্তাধারার ব্যক্তি।
- English Word cracksman Bengali definition [ক্র্যাক্স্মান্] (noun) (plural men) সিঁধেল চোর।
- English Word cradle Bengali definition [ক্রেইড্ল্] (noun) (১) দোলনা। from the cradle আশৈশব। from the cradle to the grave জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। (২) (লাক্ষণিক) সূতিকাগার: Greece, the cradle of Western culture. (৩) জাহাজ তৈরি অথবা মেরামতে ব্যবহৃত দোলনাকার কাঠামো; টেলিফোনের অংশবিশেষ যেখানে রিসিভার রাখা হয়। (verb transitive) রাখা; স্থাপন করা।
- English Word craft Bengali definition [ক্রা:ফ্ট্ America(n) ক্র্যা:ফ্ট্] (noun) (১) দক্ষতানির্ভর পেশা; শিল্প-কৌশল। wood craft (noun) কাঠশিল্প। handicraft (noun) হস্তশিল্প। stage-craft (noun) মঞ্চকল। (২) (plural অপরিবর্তিত) নৌযান, জাহাজ ইত্যাদি। দ্রষ্টব্য air (৭). (৩) [uncountable noun] ধূর্ত; প্রবঞ্চক। crafty (adjective) (craftier, craftiest) কুশলী; শঠ। craftily (adverb) শঠতার সঙ্গে। craftiness (noun) শঠতা ।
- English Word craftsman Bengali definition [ক্রা:ফ্ট্স্মান্ America(n) ক্যাফ্ট্স্মান্] (noun) (plural craftsmen) কারিগর। craftsmanship [ক্রা:ফ্ট্স্শিপ্] (noun) কারিগরিদক্ষতা; শিল্পনৈপুণ্য।
- English Word crag Bengali definition [ক্র্যাগ্] (noun) [countable noun] উঁচু, খাড়া পাহাড় অথবা পর্বতচূড়া। cragged [ক্র্যাগিড্] (কবিতায়) craggy (craggier, craggiest) (adjective) শৃঙ্গময়। cragsman[ক্র্যাগ্মান্] (noun) (plural cragmen) কুশলী পর্বতারোহী।
- English Word crake Bengali definition [ক্রেইক্] (noun) একজাতীয় পাখি। দ্রষ্টব্য corncrake. com 1 (১).
- English Word cram Bengali definition [ক্র্যাম্] (verb transitive), (verb intransitive) (১) cram (into); cram (up) (with) ঠেসে ঠেসে ভরা; কানায় কানায় ভরা। (২) না-বুঝে মুখস্থ করা বা করানো। cramfull (adjective), (adverb) পেট ঠাসা ঠাসা অবস্থা। crammer (noun) মুখস্থবিদ্যার স্কুল; মুখস্থবিদ্যার অধিকারী।
- English Word cramp 1 Bengali definition [ক্র্যাম্প্] (noun) [uncountable noun] (ঠাণ্ডায় অথবা অতিরিক্ত পরিশ্রমে) পেশিসংকোচন।
- English Word cramp 2 Bengali definition [ক্র্যাম্প্] (verb transitive) (১) ব্যাহত করা; রুদ্ধ করা; অপ্রশস্ত স্থানে রাখা। be cramped for room/space etc অপ্রশস্ত/সংকীর্ণ ঘরে আবদ্ধ হওয়া। cramp one’s style (কথ্য) অগ্রগতির পথ রুদ্ধ করে দেওয়া; কাউকে স্বাধীনভাবে কিছু করতে বাধা দেওয়া। (২) পেশিসংকোচন হওয়া। (৩) সাঁড়াশি দিয়ে বেঁধে দেওয়া। cramped (participial adjective) (হস্তাক্ষর প্রসঙ্গে) দুর্বোধ্য।
- English Word cramp 3 Bengali definition [ক্র্যাম্প্] (noun) (১) (অপিচ cramp-iron) রাজমিস্ত্রিদের ব্যবহৃত সাঁড়াশি। (২) দ্রষ্টব্য clamp 1.
- English Word crampon Bengali definition [ক্র্যাম্পন্] (সাধারণত plural) বরফের উপর হাঁটার অথবা পর্বতারোহণে ব্যবহৃত জুতার উপর পরার জন্য বিশেষ ধরনের তীক্ষ্ণমুখ লোহার পাত।
- English Word cranberry Bengali definition [ক্র্যানবারি America(n) ক্র্যানবেবি] (noun) (plural cranberries) সুস্বাদু লাল ছোটফলবিশেষ যা জেলি ও সস তৈরিতে ব্যবহৃত হয়।
- English Word crane 1 Bengali definition [ক্রেইন্] (noun) (১) সারস। (২) ক্রেন।
- English Word crane 2 Bengali definition [ক্রেইন্] (verb transitive), (verb intransitive) ঘাড় বাঁকানো; (সারসের মতো) গলা টেনে।
- English Word crane-fly Bengali definition [ক্রেইন্ফ্লাই] (noun) (plural crane-files) লম্বা পাবিশিষ্ট মাছি।
- English Word cranial Bengali definition [ক্রেইনিআল্] (adjective) (ব্যবচ্ছেদবিদ্যা) হাড়সংক্রান্ত; করোটিবিষয়ক।
- English Word cranium Bengali definition [ক্রেইনিআম্] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) মাথার খুলি; করোটি; মস্তিষ্কের চারপাশের মাংসল অংশ।
- English Word crank 1 Bengali definition [ক্র্যাঙ্ক্] সামনে-পেছনে কোনো যন্ত্র ঘোরাতে ইংরেজি ‘এল’ আকৃতির হাতলবিশেষ; ক্র্যাংক। crankshaft ঘূর্ণায়মান দণ্ড। (verb transitive) crank up (যন্ত্রের ক্ষেত্রে) ক্র্যাংক ঘুরিয়ে স্টার্ট নেওয়া।
- English Word crank 2 Bengali definition [ক্র্যাঙ্ক্] (noun) সিদ্ধান্তে অনড় বাতিকগ্রস্ত ব্যক্তি। cranky (adjective) খেয়ালি।
- English Word cranny Bengali definition [ক্র্যানি] (noun) (plural crannies) ছোট ছোট ফাটল। crannied (adjective) অসংখ্য ফাটলবিশিষ্ট।
- English Word crap Bengali definition [ক্র্যাপ্] (verb intransitive) পায়খানা হওয়া। □ (noun) (১) পায়খানা। (২) মলত্যাগকর্ম। (৩) বাজে বস্তু; অমার্জিত বা অশোভন উক্তি। crappy (adjective) বাজে; অশোভন।
- English Word crape Bengali definition [ক্রেইপ্] (noun) [uncountable noun] (বিশেষত শোক প্রকাশে অতীতে ব্যবহৃত) ভাঁজবিশিষ্ট কালো কাপড়। দ্রষ্টব্য crépe.
- English Word craps Bengali definition [ক্র্যাপ্স্] (noun) (অপিচ crap-shooting) [uncountable noun] (America(n)) জুয়াখেলাবিশেষ। shoot craps ক্র্যাপস খেলা।
- English Word crash 1 Bengali definition [ক্র্যাশ্] (noun) (noun) (১) ভয়ানক পতন; বিধ্বস্ত হওয়ার শব্দ: Air crash. crash barrier বিপজ্জনক রাস্তার ধারের দেওয়ান অথবা বেড়া। crash-dive (আক্রমণ এড়াতে) সাবমেরিনের আকস্মিক ডুব। □ (verb intransitive) সাবমেরিনের আকস্মিক ডুব দেওয়া। crash-land (verb intransitive), (verb transitive) নিয়ন্ত্রণবহির্ভূত বিমানের অবতরণ করা। crash-landing (noun) বিমানের জরুরি অবতরণ। crash-helmet দুর্ঘটনায় মাথা বাঁচাতে মোটরসাইকেল চালক বা অন্যদের ব্যবহৃত হেলমেট। crash programme ত্বরিত ফল পেতে নেওয়া জরুরি কর্মসূচি। (২) ব্যবসায় লালবাতি জ্বলা। □ (adverb) পতনের শব্দসহ।
- English Word crash 2 Bengali definition [ক্র্যাশ্] (verb transitive), (verb intransitive) (১) মড়মড় করে ভেঙে পড়া; প্রচণ্ড শব্দে বিধ্বস্ত হওয়া। (২) ভেঙেচুরে এগিয়ে যাওয়া। (৩) ব্যবসায় লালবাতি জ্বলে যাওয়া।
- English Word crash 3 Bengali definition [ক্র্যাশ্] (noun) [uncountable noun] তোয়ালে তৈরিতে ব্যবহৃত মোটা কাপড়বিশেষ।
- English Word crass Bengali definition [ক্র্যাস্] (adjective) স্থূল; ডাহা; হাঁদা।