C পৃষ্ঠা ২
- English Word caesium Bengali definition [সীজিআম্] (noun) [uncountable noun] রুপালি রঙের ক্ষারধাতুবিশেষ। (প্রতীক Cs); সিজিয়ম।
- English Word caesura Bengali definition [সিজিউ্যআরা America(n) সিজুআরা] (noun) কবিতার পঙ্ক্তিতে (সাধারণত) মাঝখানে যতি; ছন্দোযতি।
- English Word cafeteria Bengali definition [ক্যাফিটিআরিআ] (noun) (সাধারণত কারখানা বা কলেজের ক্ষেত্রে) যে রেস্তোরাঁয় খদ্দেররা খাদ্যসামগ্রী কাউন্টার থেকে ট্রেতে নিয়ে টেবিলে বসে খান; ক্যাফেটিরিয়া।
- English Word caffeine Bengali definition [ক্যাফীন্] (noun) [uncountable noun] চায়ের পাতা এবং কফিবীজে বিদ্যমান জৈব যৌগ; ক্যাফিন।
- English Word caftan Bengali definition [ক্যাফ্ট্যান্] (noun) মধ্যপ্রাচ্যে পুরুষের পরিধেয় কটিবন্ধযুক্ত প্রশস্ত পরিচ্ছদবিশেষ; স্ত্রীলোকদের শিথিলবদ্ধ প্রলম্বিত দীর্ঘ বসনবিশেষ; কাফতান।
- English Word cage Bengali definition [কেইজ্] (noun) (১) খাঁচা; পিঞ্জর। (২) (যুদ্ধে) বন্দিশিবির। (৩) খনিকূপে ধারণপাত্র ওঠানো-নামানোর কাঠামোবিশেষ; পিঞ্জর। □ (verb transitive) খাঁচায় রাখা; খাঁচাবদ্ধ করা।
- English Word cagey Bengali definition [কেইজি] (adjective) (কথ্য) মনোভাব প্রকাশে অতিসর্তক/অনীহ; চাপা; বাগ্যত; হুঁশিয়ার। cagily (adverb)
- English Word cagoule Bengali definition [কাগূল্] (noun) বৃষ্টি থেকে আত্মরক্ষায় কাপড়ের উপর পরিধেয় মস্তকাবরণ ও দীর্ঘ আস্তিনযুক্ত হালকা, জল অভেদ্য বস্ত্রবিশেষ; বর্ষাতি।
- English Word cahoots Bengali definition [কাহূট্স্] (noun) be in cahoots (with) কোনো ব্যক্তি বা দলের সঙ্গে গোপন কাজে বিশেষত অসৎ কাজে লিপ্ত হওয়া: Perhaps Mr Rahim was in cahoots with the smugglers.
- English Word caiman, cayman Bengali definition [কেইমান্] (noun) দক্ষিণ আমেরিকায় দৃষ্ট কুমিরসদৃশ সরীসৃপ।
- English Word cairn Bengali definition [কেআন্] (noun) সীমানানির্দেশ কিংবা স্মৃতিরক্ষার্থে স্থাপিত (পিরামিড আকৃতির) শিলাস্তূপ।
- English Word caison Bengali definition [কেইস্ন্] (noun) (১) সাধারণত চক্রবাহিত কামানের সঙ্গে যুক্ত গোলাবারুদের পেটি বা গাড়ি; রসদপেটি। (২) জলের নিচে কাজ করার (সেতু ইত্যাদির ভিত্তিস্থাপনকালে) জলনিবারক বৃহৎ বাক্স বা প্রকোষ্ঠ: caison disease, দ্রষ্টব্য bend 2 (৩)।
- English Word caitift Bengali definition [কেইটিফ্] (noun) (প্রাচীন প্রয়োগ) হীন কাপুরুষ।
- English Word cajole Bengali definition [কাজোউল্] (verb intransitive) cajole somebody (into/out of doing something) মিষ্টি কথায় ভুলিয়ে কাউকে দিয়ে কিছু করানো বা কিছু করা থেকে কাউকে বিরত রাখা। cajolery (noun) স্তোকবাক্য।
- English Word cake Bengali definition [কেইক্] (noun) (১) [countable noun, uncountable noun] কেক; পিঠা। a piece of cake (অপশব্দ) অত্যন্ত সহজ ও আরামপ্রদ বস্তু; ডালভাত। both have one’s cake and eat it অবাস্তব বস্তু/সোনার পাথর বাটি চাওয়া; কাউকে বলা যে, কোনো কিছুর অসুবিধাগুলো বাদ দিয়ে কেবল সুবিধাগুলো ভোগ করা বা পাওয়া যায় না। cakes and ale আমোদ-ফুর্তি। (selling) like hot cakes অতি দ্রুত; গরম পিঠার মতো। take the cake (কথ্য) কোনো কিছুর চরম দৃষ্টান্ত হওয়া। দ্রষ্টব্য biscuit (১)| ২ [countable noun] সাধারণত গোলাকৃতি বা অলঙ্কৃত ভিন্ন জাতীয় খাদ্য; বড়া: fish-cakes; oat- cakes. (৩) অন্য দ্রব্য বা বস্তুর সাকার পিণ্ড: a cake of soap/tobacco. সাবানের খণ্ড; তামাকের টিকে। □ (verb transitive), (verb intransitive) (শুকালে শক্ত হয় এমন কিছু দিয়ে) লিপ্ত করা/হওয়া; পিণ্ডিভূত হওয়া: My trousers are caked with mud.
- English Word calabash Bengali definition [ক্যালাব্যাশ্] (noun) লাউ, লাউয়ের গাছ বা খোল।
- English Word calamity Bengali definition [কাল্যামাটি] (noun) (plural calamities) দুর্দৈব; বিপর্যয়, চরম দুর্দশা। calamitious [কাল্যামিটাস্] (adjective) দুর্দশাজনক; বিপর্যয়জনক; বিপন্নময়।
- English Word calcify Bengali definition [ক্যাল্সিফাই] (verb transitive), (verb intransitive) চুনে পরিণত করা/হওয়া; চূর্ণীভূত হওয়া/করা; চুন জমে শক্ত হয়ে যাওয়া।
- English Word calcine Bengali definition [ক্যাল্সাইন্] (verb transitive), (verb intransitive) ভস্মীভূত করা; তাপ প্রয়োগে কলিচুনে পরিণত করা বা হওয়া। calcination [ক্যালসিনেইশ্ন্] (noun) পুড়িয়ে ধাতুকে তার অক্সাইডে পরিণত করা; ভস্মীকরণ।
- English Word calcium Bengali definition [ক্যাল্সিআম্] (noun) কোমল, সাদা ধাতুবিশেষ (প্রতীক Ca); জীবনের পক্ষে অপরিহার্য বহু যৌগের রাসায়নিক ভিত্তি; ক্যালসিয়াম। calcium carbide (noun) ক্যালসিয়াম ও কার্বনের যৌগ (CaC 2); এসিটিলিন গ্যাস (C 2H 2) তৈরি করার জন্য পানির সঙ্গে ব্যবহৃত হয়। calciumhydroxide [ক্যাল্সিআম্হাইড্রক্সাইড্] (noun) কলিচুন।
- English Word calculable Bengali definition [ক্যাল্কিউলোব্ল্] (adjective) গণনীয়; পরিমেয়; নির্ভরযোগ্য।
- English Word calculate Bengali definition [ক্যাল্কিউলেইট্] (verb transitive), (verb intransitive) (১) গণনা/হিসাব/সংখ্যা করা। calculating machine (noun) গণনযন্ত্র। (২) be calculated to অভিপ্রায়ে পরিকল্পিত: The move was calculated to hoodwink the enemy. a calculated insult উদ্দেশ্যমূলক (-ভাবে কৃত) অপমান। (৩) calculate on (America(n)) নির্ভর/ভরসা করা (British/Britain depend/count on). (৪) (America(n)) suppose, believe; মনে করা; বিশ্বাস করা। (৫) বিচার-বিবেচনা করে (কিছু ঘটবে বলে) নিশ্চিত হওয়া; calculating (adjective) ধূর্ত; সুচতুর; শঠ। calculation [ক্যাল্কিউলেইশ্ন্] (noun) [uncountable noun] গণনা; সংখ্যান; সতর্কবিচার; [countable noun] গণনা ইত্যাদির ফল; হিসাব: The decision was taken after much calculation. calculator [ক্যাল্কিউলেই টা(র্)] (noun) গণনাকারী; গণনযন্ত্র।
- English Word calculus Bengali definition [ক্যাল্কিউ্যলাস্] (noun) (plural calculi) [ক্যাল্কিউ্যলাই] অথবা calculuses [ক্যাল্কিউ্যলাসিজ্], ১ গণিতের দুই ভাগে বিভক্ত শাখাবিশেষ (differential calculus, অন্তরকলন ও integral calculus, সমাকলন); ক্যালকুলাস। (২) (চিকিৎসাশাস্ত্র) পাথুরি রোগ।
- English Word caldron Bengali definition [কোল্ড্রান্] (noun)= cauldron.
- English Word calendar Bengali definition [ক্যালিন্ডা(র্)] (noun) (১) বর্ষপঞ্জি, গোষ্ঠীবিশেষের পক্ষে গুরুত্বপূর্ণ তারিখের তালিকা: the academic calendar; the Christian calendar. (২) কালগণনার পদ্ধতি: the Bangla calendar; the Gregorian calendar. calendarmonth (noun) (২৮ দিনের চান্দ্রমাসের সঙ্গে বৈপরীত্যক্রমে) বর্ষপঞ্জিতে চিহ্নিত মাস।
- English Word calender Bengali definition [ক্যালিন্ডা(র্)] (noun) ইস্ত্রি; □ (verb transitive), (verb intransitive) ইস্ত্রি করা।
- English Word calf 1 Bengali definition [কা:ফ্ America(n) ক্যাফ্] (noun) (১) (plural calves [কা:ভ্জ্ America(n) ক্যাভ্জ্]) বাছুর; এক বছর বয়স পর্যন্ত তিমি, হাতি, সিল প্রভৃতি জন্তুর শাবক। তুলনীয় bull, cow, heifer, ox, steer. cow in/with calf গর্ভবতী গাভী। calflove (noun) কৈশোরপ্রেম; বাল্যলীলা। (২) [uncountable noun] (অপিচ calfskin) বাছুরের চামড়া।
- English Word calf 2 Bengali definition [কা:ফ্ America(n) ক্যাফ্] (noun) (plural calves [কা:ভ্জ্ America(n) ক্যাভ্জ্]) পায়ের ডিম বা গুল।
- English Word calibrate Bengali definition [ক্যালিব্রেইট্] (verb transitive) (তাপমানযন্ত্র, মাপনযন্ত্র প্রভৃতি ক্রমাঙ্কিত যন্ত্রের) ক্রমাঙ্ক নির্ণয় বা সংশোধন করা। calibration [ক্যালিব্রেইশ্ন্] (noun) ক্রমাঙ্কন।
- English Word calibre Bengali definition (America(n)= caliber) [ক্যালিবা(র্)] (noun) (১) [countable noun] (বন্দুক, নাল,চোঙ ইত্যাদির) অন্তর্ব্যাস; ছিদ্রব্যাস। (২) [uncountable noun] ধীশক্তি চারিত্র্যশক্তি; (ব্যক্তির) মর্যাদা; a man of high calibre.