• Bengali Word court 1 English definition [কোট্‌] (noun) ১ বিচারালয়; আদালত; বিচারকমণ্ডলী; কোর্ট: a court-room আদালত কক্ষ।
    a military court সামরিক আদালত। be ruled/put out of court; put oneself/out of court বিশেষ কিছু বলা বা করতে আদালতের অধিকার হারানো। court of assize; court of quarter sessions ইংল্যান্ড ও ওয়েলশের ১৯৭১- পূর্ব আদালত বিশেষ। Crown Court (১৯৭১ -পরবর্তী ইংল্যান্ড ও ওয়েলশে) ম্যাজিস্ট্রেট কোর্টের চেয়ে উচ্চপর্যায়ের কোর্ট। (২) রাজপ্রাসাদ। be presented at court রাষ্ট্রীয় অভ্যর্থনায় প্রথম রাজদরবারে উপস্থিত হওয়া। hold court, দ্রষ্টব্য hold 1. court-card (noun) সাহেব-বিবি-গোলাম নিয়ে তাস খেলা। (৩) কোনো কোনো খেলার নির্ধারিত স্থান: a tennis court. (৪) courtyard (noun) প্রাচীরবেষ্টিত ছাদবিহীন অঙ্গন। (৫) courtyard বাড়ির উঠান। (৬) [uncountable noun] pay court to (a woman) (কোনো নারীর) কৃপালাভ বা মনজয়ের চেষ্টা করা (আনুষ্ঠানিক)।