Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word covert 1 Bengali definition [কাভাট্] (adjective) লুক্কায়িত; চাপা: covert glances/threats. covertly (adverb) লুকিয়ে লুকিয়। দ্রষ্টব্য overt.
  • English Word covert 2 Bengali definition [কাভা(র্‌)] (noun) ঝোপঝাড়draw a covert (শিয়ালজাতীয় প্রাণীর ক্ষেত্রে) খুঁজে বের করা।
  • English Word covet Bengali definition [কাভিট্] (verb transitive) প্রবলভাবে কামনা করা; লোভ-লালসা করা (বিশেষ করে পরধনে)।
  • English Word covetous Bengali definition [কাভিটাস্] (adjective) covetous of পরধন লোলুপcovetously (adverb) লালসার সঙ্গে। covetousness (noun) লোলুপতা।
  • English Word covey Bengali definition [কাভি] (noun) (plural coveys) তিতির পাখির ছানার ঝাঁক
  • English Word cow 1 Bengali definition [কাউ] (noun) গাভী, গরু, হস্তিনী, স্ত্রী রাইনোসেরাস, স্ত্রী তিমি ইত্যাদি। দ্রষ্টব্য bull 1 (১), দ্রষ্টব্য calf 1, দ্রষ্টব্য heifer, দ্রষ্টব্য steer 1. cow-catcher (noun) রেললাইন থেকে কোনো বাধা অপসারণে রেলইনজিনের সামনে ব্যবহৃত ধাতুনির্মিত ফ্রেম। cowherd (noun) রাখাল। cowhide (noun) গোচর্ম; গরুর চামড়ার চাবুক। cowhouse, cowshed (noun(s)গোয়ালঘর; গোশালা। cowman [কাউমান্‌] (plural cowmen) দোহাল। cowskin (noun) গোচর্ম।
  • English Word cow 2 Bengali definition [কাউ] (verb transitive) (কাউকে) আতঙ্কগ্রস্ত করানো; ভয় পাওয়ানো
  • English Word cow dung cake Bengali definition [কাউ ডাঙ্ কেইক্‌] (noun) (সাধারণত plural) পাতলা করে শুকানো গো-মহিষের মল, যা জ্বালানিরূপে ব্যবহৃত হয়
  • English Word coward Bengali definition [কাওআড্‌] (noun) ভীরু; কাপুরুষturn coward ভীরুতে পরিণত হওয়া। cowardly (adverb) (১) ভীরু স্বভাবের(২) কাপুরুষোচিত
  • English Word cowardice Bengali definition [কাওআডিস্‌] (noun) [uncountable noun] ভীরুতা; কাপুরুষতা
  • English Word cower Bengali definition [কাওআ(র্‌)] (verb intransitive) দুঃখে, ভয়ে, লজ্জায়, ঠাণ্ডায় জড়সড় হয়ে দাঁড়ানো বা বসা; গুটিসুটি মারা
  • English Word cowl Bengali definition [কাউল্] (noun) (১) (সাধারণত খ্রিষ্টান) সন্ন্যাসী ব্যবহৃত টুপিযুক্ত আলখাল্লা; মস্তকাবরণ(২) চিমনির ঢাকনিcowling বিমানইনজিনের ঢাকনি।
  • English Word cowpox Bengali definition [কাউপক্‌স্‌] (noun) গোবসন্ত; একজাতীয় ভাইরাসের কারণে সংক্রমিত গবাদিপশুর রোগ। ভাইরাসটি বিচ্ছিন্ন করলে গুটিবসন্তের টিকায় পরিণত হয়।
  • English Word cowrie Bengali definition [কাউরি] (noun) (plural cowries) কড়ি (অতীতে এশিয়া-আফ্রিকার কোনো কোনো দেশে মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো)।
  • English Word cowslip Bengali definition [কাউস্লিপ্‌] (noun) হলুদ-ফুলের ছোট গাছবিশেষ
  • English Word cox Bengali definition [কক্‌স্‌] (noun) (cox-swain শব্দের সংক্ষেপিত ও কথ্যরূপ)। □ (verb transitive), (verb intransitive) হাল ধরা: The boat was coxed by...
  • English Word coxcomb Bengali definition [কক্‌সকোউম্‌] (noun) ভাঁড়; বোকা লোক; ফুলবাবু
  • English Word coxswain Bengali definition [কক্‌সন্‌] (noun) নৌকাবাইচের কর্ণধার
  • English Word coy Bengali definition [কয়] (adjective) [coyer, coyest] লাজুক; অতিবিনয়ী; কপটবিনয়ীcoyly (adverb) লাজ-নম্র হয়ে। coyness লজ্জা; শরম।
  • English Word coyote Bengali definition [কয়ওউট্ America(n) কাইওউট্] (noun) পশ্চিম-উত্তর আমেরিকার নেকড়েবিশেষ
  • English Word coypu Bengali definition [কয়পূ] (noun) ইঁদুর অথবা কাঠবিড়ালজাতীয় আমেরিকার লোমশ প্রাণী
  • English Word cozen Bengali definition [কাজ্‌ন্] (verb transitive) cozen somebody (out) of something (সাহিত্যিক) বঞ্চিত করা; প্রতারণা করা
  • English Word cozy Bengali definition [কোউজি] (adjective) উষ্ণ ও আরামদায়ক; America(n)= cosy.
  • English Word crab 1 Bengali definition [ক্র্যাব্‌] (noun) কাঁকড়া; কাঁকড়ার মাংসcatch a crab ভুলভাবে দাঁড় টানা।
  • English Word crab 2 Bengali definition [ক্র্যাব্‌] (noun) (অপিচ crab-apple) বুনো আপেল গাছ; বুনো টক আপেল
  • English Word crab 3 Bengali definition [ক্র্যাব্‌] (verb transitive), (verb intransitive) (কথ্য) অভিযোগ করা; সমালোচনা করা; খিটিমিটি করা
  • English Word crack 1 Bengali definition [ক্র্যাক্] (noun) (১) ফাটল; সামান্য ফাঁকopen something a crack একটু ফাঁক করা; অতি সামান্যভাবে খোলা। the crack of dawn (কথ্য) দিনের সূচনা; প্রভাত। (২) (রাইফেল অথবা চাবুকের) আকস্মিক তীক্ষ্ণ আওয়াজthe crack of doom শেষ বিচারের দিনের বজ্রের শব্দ। (৩) মুষ্ট্যাঘাত(৪) চুটকি; কৌতুক(৫) উদ্যোগhave a crack at something কঠিন কাজে উদ্যোগী হও। (৬) (attributive(ly)) প্রথম শ্রেণির; সুচতুর; অভিজ্ঞ(৭) crack brained (adjective) পাগলাটে; হাবা
  • English Word crack 2 Bengali definition [ক্র্যাক্‌] (verb transitive), (verb intransitive) (১) ফাটল ধরানো; চিড় খাওয়ানো(২) (বয়ঃসন্ধিকালে) কণ্ঠস্বর কর্কশ হওয়া(৩) তাপ এবং চাপের মাধ্যমে পেট্রোলিয়মজাতীয় পুরু পদার্থকে হালকা করাcrackplant এ কাজের জন্য কারখানাবিশেষ। (৪) (কথ্য)crack down on somebody/something কারো বিরুদ্ধে শৃঙ্খলামূলক শাস্তির ব্যবস্থা করাcrack up (বার্ধক্যে) শক্তি হারানো; মানসিক ভারসাম্য হারানো; ভেঙে পড়া। (খ) (যানবাহনের ক্ষেত্রে) ক্ষতিগ্রস্ত হওয়া। crack a bottle বোতল খোলা এবং বোতলের সম্পূর্ণ পানীয় পান করা। crack a joke কৌতুক করা; ঠাট্টা করা। get cracking (আশু কর্মে) ব্যস্ত হও।
  • English Word cracker Bengali definition [ক্র্যাকা(র্‌)] (noun) (১) পাতলা মচমচে বিস্কুট(২) পটকাChristmas cracker রঙিন পটকা। (৩) nut crackers সুপারি কাটার বা বাদাম ভাঙার যন্ত্রবিশেষ
  • English Word crackers Bengali definition [ক্র্যাকাজ্‌] (predicatively adjective) (British/Britain) পাগল; বাতিকগ্রস্ত