Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word slut Bengali definition [স্লাট্] (noun) নোংরা; অগোছালো মেয়েমানুষsluttish [স্লাট্ইশ্] (adjective)
  • English Word sly Bengali definition [স্লাই্‌] (adjective) (১) প্রতারণাপূর্ণ; গোপন রাখে বা গোপনে করে এমন; গোপন কথা জানে বা জানার ভাব দেখায় এমন: a sly look. a sly dog গোপন স্বভাবী ব্যক্তি। on the sly গোপনে। (২) রঙ্গিলা; রঙ্গময়; কৌতুকপূর্ণsly (adverb) slyness (noun)
  • English Word smack 1 Bengali definition [স্ম্যাক্] (noun) [countable noun] (১) হাত খুলে সমান কোনো কিছুর উপর করাঘাত; এ রকম আঘাতের শব্দ; হঠাৎ এবং জোরের সঙ্গে দুই ঠোঁট আলাদা করার শব্দ; ঠোঁট দিয়ে করা চুক চুক শব্দ; চাবুকের ক্ষিপ্রগতি আঘাতের শব্দ: with a smack of the lips, খাদ্য বা পানীয়ের রসাস্বাদনের চুক চুক শব্দ; give somebody a smack on the lips, সশব্দ চুম্বন দান করা; the smack of a whip. (২) চপেটাঘাত; চড়; আঘাতget a smack in the eye (কথ্য) বিপত্তির মুখোমুখি হওয়া; অসুবিধায় পড়া; প্রচণ্ড হতাশ হওয়া। have a smack at something (কথ্য) কিছু করার চেষ্টা করা। □ (verb transitive) (১) চপেটাঘাত করা; চড় মারা: smack a naughty child. (২) smack one’s lips ঠোঁট দিয়ে (তৃপ্তি বা আগ্রহসূচক) চুকচুক শব্দ করা। □ (adverb) হঠাৎ ও প্রচণ্ডভাবে: The lorry ran smack into the brick wall.smacker (noun) (কথ্য) (১) সশব্দ চুম্বন। (২) পাউন্ড বা ডলারsmacking (noun) চড়থাপ্পড়: give somebody a good smacking.
  • English Word smack 2 Bengali definition [স্ম্যাক্] (noun) মাছ ধরার ছোট পালের নৌকা
  • English Word smack 3 Bengali definition [স্ম্যাক্] (verb transitive) ঈষৎ স্বাদ বা গন্ধ, ইঙ্গিত বা আভাস; ঈষৎ স্বাদ বা গন্ধযুক্ত হওয়া, ঈষৎ আভাস বা ইঙ্গিত বহন করা: soup that smacks of garlic. His words smack of fundamentalism.
  • English Word small Bengali definition [স্মোল্] (adjective) (big বা' large- এর বিপরীতে) (১) ক্ষুদ্র; ছোট; অল্প: a small town; a small animal; a small sum of money. (২) বড় মাপে করছে না এমন: a small farmer; a small businessman. (৩) নগণ্য; তুচ্ছbe thankful for small mercies নেহাৎ ছোটখাটো প্রাপ্তির জন্য কৃতজ্ঞ হওয়া বা কৃতজ্ঞ থাকা। small talk সামাজিক ব্যাপার নিয়ে মামুলি আলাপ। (৪) (শুধু attributive(ly)): a small eater, স্বল্পাহারী(৫) সংকীর্ণমনা; ক্ষুদ্রচেতা; অনুদার: only a small man/a man with a small mind would refuse cooperatgion at such a time of national calamity. এর থেকে, small-minded (adjective) সমাজের নিচতলাকার; নিম্নশ্রেণির; হীন: great and small, উচ্চনিচ; ধনীদরিদ্র সবাই; সর্বশ্রেণির লোক। (৭) in a small way ক্ষুদ্রাকারে; অনাড়ম্বরভাবে: In a small way, I too have done something for the school. He lives in quite a small way. (৮) সামান্যই কিংবা একেবারেই না: Small wonder that we never won the Asia cup, অবাক হওয়ার কিছু নেই যে ...। (যৌগ ও বিশিষ্ট প্রয়োগসমূহ) smallarms (noun) (plural) হালকা অস্ত্র। small change (noun) (ক) খুচরা পয়সা। (খ) (লাক্ষণিক) তুচ্ছ মন্তব্য; হালকা আলাপ। smallfry (noun) দ্রষ্টব্য fry 2. smallholding (noun) ছোট আকারের চাষের জমি (British/Britain-ck ৫০ একরের কম)। smallholder (noun) এ রকম আবাদি জমির মালিক বা বর্গাদার। the smallhours (noun) (plural) দ্রষ্টব্য hour (১). small letters (noun) (plural) ইংরেজি ছোট হাতের অক্ষর। smallpox (noun) [uncountable noun] গুটিবসন্ত। smalltime (adjective) (কথ্য) তুচ্ছ, তৃতীয় শ্রেণির বা নিকৃষ্ট মানের। the still, small voice বিবেকের কণ্ঠ। on the small side বড় বেশি ছোট। look/feel অপদস্থ হওয়া বা অপদস্থ বোধ করা। □ (adverb) (singular) small, দ্রষ্টব্য . sing (১) □ (noun) the small of সবচেয়ে হালকা বা সরু অংশ; the small of the back. smalls (কথ্য) (কেচে ইস্তিরি করার জন্য) ছোটখাটো পোশাক। smallness (noun)
  • English Word smarmy Bengali definition [স্মা:মি] (adjective) (British/Britain কথ্য) অনুগ্রহচোরা; তোষামুদে
  • English Word smart 1 Bengali definition [স্মা:ট্] (adjective) (১) উজ্জ্বল; নবীনদর্শন; পরিচ্ছন্ন; সুবেশ: a smart suit. She looked very smart in her light blue sari. (২) কেতাদুরস্ত: the smart set; smart people. (৩) চালাক; দক্ষ; পটু; তীক্ষ্ণধী; বুদ্ধিমান: a smart officer; a smart retort. (৪) ক্ষিপ্র; চটপটে: They started out at a smart pace. look smart! জলদি! (৫) কঠোর: smart punishment. smartly (adverb) smartness (noun) smarten [স্মা:ট্‌ন্] (verb transitive), (verb intransitive) smarten (oneself) (up) সেজেগুজে ফিটফাট হওয়া; চটপটে হওয়া: She smartened herself up to receive the guests. He has smartened up a lot since he entered the civil service.
  • English Word smart 2 Bengali definition [স্মা:ট্] (verb transitive) (দেহে বা মনে) তীব্র ব্যথা অনুভব করা বা তীব্র ব্যথা দেওয়া: The teargas bombs made our eyes smart. He was smarting under the injustice done to him by his family. smart for পরিণাম ভোগ করা: I will make you smart for this impudence. □ (noun) [uncountable noun] দেহ বা মনের তীব্রব্যথা: The smart of my wound kept me awake.
  • English Word smart money Bengali definition [স্মা:ট্ মানি] (noun) অভিজ্ঞ লগ্নিকারকের লগ্নিকৃত অর্থ; স্মার্ট মানি; The smart money is investing in honestly clean technology.
  • English Word smash Bengali definition [শ্ম্যাশ্‌] (verb transitive), (verb intransitive) (১) ভেঙে টুকরা টুকরা করা বা টুকরা টুকরা হওয়া: smash a window. smash-and-grab raid জানালা ভেঙে হাত গলিয়ে মূল্যবান সামগ্রী চুরি করা। (২) ভেঙেচুরে ঢুকে পড়া বা ঢুকে যাওয়া: The truck smashed into a wall. (৩) প্রচণ্ড আঘাত করা; হারিয়ে দেওয়া: smash an enemy; give somebody a smashing blow; smash a record, (খেলাধুলা ইত্যাদিতে পূর্বে সৃষ্ট) রেকর্ড ভাঙা। (৪) (টেনিস খেলায়) জালের উপর দিয়ে উপর থেকে নিচের দিকে তির্যক রেখায় সজোরে বল আঘাত করা(৫) (ব্যবসাপ্রতিষ্ঠান) দেউলে হওয়া। □(noun) [countable noun] (১) ভাগ; ভেঙে টুকরা টুকরা হওয়া: The jar fell with an awful smash; দেউলে অবস্থা: The bank failed and the businesses that drew on it were ruined in the smash that followed. smash (-up) সংঘর্ষ: There were reports of a terrible smash (- up) on the Dhaka-Chittagong railway. go smash ধ্বংস হওয়া। (২) (টেনিস) উপর থেকে নিচের দিকে ক্ষিপ্রগতির মার(৩) a smash hit (কথ্য) তাৎক্ষণিকভাবে সফল বা জনপ্রিয়তা অর্জনকারী কোনোকিছু (বিশেষত কোনো নতুন নাটক, গান, সিনেমা ইত্যাদি)। □ (adverb) ভেঙেচুরে: run smashinto a wall. smasher (noun) (অপশব্দ) (ক) প্রচণ্ড আঘাত। (খ) অত্যন্ত চমৎকার বা আকর্ষণীয় বিবেচিত কোনো ব্যক্তি বা বস্তু। smashing (adjective) (অপশব্দ) অত্যন্ত চমৎকার, আকর্ষণীয় ইত্যাদি: She is smashing!
  • English Word smattering Bengali definition [স্ম্যাটারিঙ্] (noun) (সাধারণত) a smattering (of) (কোনো বিষয়) সামান্য বা ভাষা ভাষা জ্ঞান
  • English Word smear Bengali definition [স্মিআ(র্)] (verb transitive), (verb intransitive) (১) smear something on/over/with তৈলাক্ত বা আঠালো পদার্থ দ্বারা প্রলেপ দেওয়া; তৈলাক্ত বা আঠালো পদার্থ মাখানো: smear one’s hand with grease. His hands were smeared with blood. (২) (কোনোকিছুর উপর) নোংরা, তৈলাক্ত দাগ ভরানো; কারো নামে কলঙ্ক লেপন করাa smear(ing) campaign (গুজব ইত্যাদি রটিয়ে) কারো সুনাম নষ্ট করার অভিযান; অপপ্রচার। (৩) দাগ দেওয়া; ঝাপসা বা অস্পষ্ট করা: smear a word. (৪) দাগযুক্ত হওয়া। □ (noun) [Countable noun] দাগ: a smear of paint; smears of blood. smear-word কারো নাম কলঙ্কিত করার জন্য ব্যবহৃত শব্দ।
  • English Word smell 1 Bengali definition [স্মেল্‌] (noun) (১) [uncountable noun] ঘ্রাণেন্দ্রিয়; ঘ্রাণশক্তি: Taste and smell are closely connected. (২) [countable noun, uncountable noun] ঘ্রাণ; গন্ধ: What a sweet smell! (৩) [countable noun] (adjective ছাড়া) দুর্গন্ধ: What a smell! কী বাজে গন্ধ! (৪) [countable noun] (সাধারণত a smell) ঘ্রাণগ্রহণ; শোঁকা: Have/Take a smell of this bread and tell me if it has gone stale.
  • English Word smell 2 Bengali definition [স্মেল্] (verb transitive), (verb intransitive) গন্ধ পাওয়া: I can smell burning tar. smell a rat, দ্রষ্টব্য rat. (২) শুঁকে দেখা; গন্ধ নেওয়া: Smell the butter and tell me if it is rancid. smell round/about গন্ধ শুঁকে বেড়ানো; খবর সংগ্রহের জন্য এখানে সেখানে ঘোরাঘুরি করা (আক্ষরিক অর্থ ও লাক্ষণিক)। smell something out গন্ধ শুঁকে অথবা (লাক্ষণিক) অন্তর্দৃষ্টি দ্বারা আবিষ্কার করা বা খুঁজে বের করা। (৩) ঘ্রাণশক্তি থাকা: Can fishes smell? মাছের ঘ্রাণশক্তি আছে? Smell (of something) (adjective বা adverb দ্বারা নির্দেশিত) গন্ধ দান করা বা গন্ধ ছড়ানো: The rose smells sweet. His breath smelt of alcohol. (লক্ষণীয় যে, কোন adjective না- থাকলে সাধারণত অপ্রীতিকর গন্ধ বোঝাবে: Fish soon smells in summer, গরমের দিনে মাছে তাড়াতাড়ি গন্ধ হয়, অর্থাৎ, তাড়াতাড়ি পচে ওঠে। smell of the lamp (রচনাদি) সলতে পুড়িয়ে, অর্থাৎ, রাত জেগে, রচিত হওয়ার ইঙ্গিত বহন করা। smelling-salts (noun) (plural) মূর্ছা ইত্যাদি নিবারণে শোঁকার জন্য তীব্র গন্ধযুদ্ধ পদার্থ। smelling-bottle (noun) এ রকম পদার্থপূর্ণ বোতল। smelly (adjective) (কথ্য) কটুগন্ধযুক্ত।
  • English Word smelt 1 Bengali definition [স্মেল্‌ট্] (verb transitive) (আকরিক) গলানো; আকরিক গলিয়ে (ধাতু) পৃথক করা: a copper smelting works.
  • English Word smelt 2 Bengali definition [স্মেল্‌ট্] (noun) এক জাতের সুস্বাদু ছোট মাছ
  • English Word smelt 3 Bengali definition [স্মেল্‌ট্] smell 2 – এর past tense, past participle
  • English Word smile Bengali definition [স্মাইল্‌] (noun) [Countable noun] মৃদুহাসি: She was all smiles, তাকে খুব খুশি দেখাচ্ছিল; There was an amused smile on his face. □ (verb intransitive), (verb transitive) (১) smile (at/on/upon) মৃদু হাসি দেওয়া; হাসা: He never smiles. She smiled at me. Fortune smiled upon him, ভাগ্য তার প্রতি প্রসন্ন হলো। (২) হেসে প্রকাশ করা: He smiled his approval, হেসে সম্মতি প্রকাশ করলো। (৩) উল্লিখিতরূপ হাসি দেওয়া: smile a bitter smile, তিক্ত হাসি হাসা। smilingly (adverb) সহাস্যে।
  • English Word smirch Bengali definition [স্মাচ্] (verb transitive) নোংরা করা; (লাক্ষণিক) অসম্মানিত করা; কলঙ্কিত করা। □ (noun) [countable noun] (লাক্ষণিক) কলঙ্ক বা দাগ।
  • English Word smirk Bengali definition [স্মাক্] (verb intransitive), (noun) নির্বোধ; আত্মতৃপ্ত হাসি (দেওয়া)।
  • English Word smirt Bengali definition [স্মাট্] (noun) ('smoke' আর 'flirt' মিলে তৈরি) [countable noun, অনানুষ্ঠানিক] অফিস, পাব, রেস্তোরাঁর বাইরে গিয়ে ধূমপান করাকালে আলাপচারিতা বা ভাববিনিময়, (যা এক ধরনের সামাজিক বিনোদন); অফিস বা পাবের বাইরে ধূমপান করতে করতে ডেটিং: It s a good start for a enjoyable smirt. □ iv (ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে) পাবের বাইরে ধূমপান করার; ফাঁকে ডেটিং সেরে নেওয়া: Are you smirting with me? □ (noun) smirting [uncountable noun] smirter (noun)
  • English Word smite Bengali definition [স্মাইট্] (verb transitive), (verb intransitive) (পুরাতনী বা আধুনিক প্রয়োগে, রসাত্মক বা সাহিত্যিক) (১) আঘাত করা; সজোরে আঘাত করা: He smote the ball into the grandstand. His conscience smote him, be smitten with remorse/with a pretty girl. (২) সম্পূর্ণ পরাজিত করা; Allah will smite the wrong-doers. (৩) হঠাৎ সজোরে আঘাত করা; আচমকা এসে পড়া: A shrill cry smote upon my ears.
  • English Word smith Bengali definition [স্মিথ্] (noun) কর্মকার; কামার: black smith, দ্রষ্টব্য black, দ্রষ্টব্য gold, দ্রষ্টব্য silver, দ্রষ্টব্য tin. smith [স্মিদি্] (noun) কামারশালা।
  • English Word smithereens Bengali definition [স্মিদারীন্‌জ্‌] (noun) (plural) ছোট ছোট টুকরা: smash something to/into smithereens.
  • English Word smitten Bengali definition [স্মিট্‌ন্] smite- এর past participle
  • English Word smock Bengali definition [স্মক্] (noun) ওভারলজাতীয় ঢিলা পোশাকsmocking (noun) [uncountable noun] পোশাকের উপর করা এক ধরনের সূচিকর্ম।
  • English Word smog Bengali definition [স্মগ্‌] (noun) [uncountable noun] কুয়াশা ও ধোঁয়ার মিশ্রণ
  • English Word smoke Bengali definition [স্মোক্] (noun) (১) [uncountable noun] ধোঁয়াend up in smoke নিষ্ফল হওয়া; ব্যর্থতায় পর্যবসিত হওয়া। go up in smoke পুড়ে ছাই হওয়া; (লাক্ষণিক) নিষ্ফল হওয়া। There is no smoke without fire, (প্রবাদ) দ্রষ্টব্য fire 1 (১). smokebomb (noun) (সামরিক আয়োজন, অভিযান ইত্যাদি আড়াল করতে) ধূম্রজাল সৃষ্টিকারী ধূম্রবোমা। smoke-cured/dried (adjective) (শূকরের মাংস, কতিপয় মাছ) লবণ ইত্যাদি মাখিয়ে কাঠের ধোঁয়ায় শুকানো হয়েছে এমন। smoke-screen (noun) সামরিক বা নৌবাহিনীর তৎপরতা আড়াল করতে সৃষ্ট ধূম্রজাল; (লাক্ষণিক) নিজের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে লোকজনকে বিভ্রান্ত করার জন্য প্রদত্ত ব্যাখ্যা, বিশ্লেষণ ইত্যাদি। smoke-stack (noun) (ক) বাষ্পচালিত জাহাজ (America(n) বাষ্পচালিত রেলইনজিন) থেকে ধোঁয়া বা বাষ্প নির্গমনের পথ, জাহাজের (যুক্তরাষ্ট্রে রেলইনজিনের) চিমনি। (খ) উঁচু চিমনি। (২) [countable noun] ধূমপান: have a smoke; (কথ্য) চুরুট বা সিগারেট: pass the smokes round. smokeless (adjective) (১) ধোঁয়াহীন: smokeless fuel. (২) ধূম্রমুক্ত: a smokeless zone, যেখানে ধূমপান নিষিদ্ধ; The smokeless air of the countryside, গ্রামের ধূম্রমুক্ত বাতাস। smoky (adjective) (১) প্রচুর পরিমাণে ধোঁয়া দেয় বা ধোঁয়া উদ্গিরণ করে এমন; ধোঁয়াময়: a smoke fire; the smoke atmosphere of an industrial town. (২) স্বাদে-গন্ধে-রূপে ধোঁয়ার মতো; ধোঁয়াটে
  • English Word smoke 2 Bengali definition [স্মোক্] (verb intransitive), (verb transitive) (১) ধোঁয়া বা ধোঁয়াসদৃশ কোনোকিছু (যেমন, বাষ্প) নির্গত করা; ধূম্র উদ্গিরণ করা: a smoking volcano. (২) (শীতপ্রধান দেশে ঘর উষ্ণ রাখার আগুন বা উনুন) (চিমনি দিয়ে নির্গত না করে) ঘরের ভিতর ধোঁয়া ছড়ানো: This fireplace smokes badly. (৩) ধূমপান করা: smoke a cigarette, সিগারেট ফোঁকা; I don’t smoke, ধূমপান করি না। (৪) তামাক সেবন করে, অর্থাৎ ধূমপান করে নিজেকে কোনো বিশেষ অবস্থায় পতিত করা: He smoked himself sick. (৫) (পাইপ, চুরুট): This cigar smokes (= টানা যায়) for about half an hour. (৬) ধোঁয়া দিয়ে শুকিয়ে (মাছ, মাংস ইত্যাদি) সংরক্ষণ করা: smoked fish. (৭) ধোঁয়া দিয়ে কালো করা: smoked glass, সূর্যের দিকে তাকাতে ধোঁয়া দিয়ে কালো-করা কাচ। (৮) (গাছের চারা, কীটপতঙ্গ প্রভৃতিতে) ধোঁয়া দেওয়া: smoke the plants in a greenhouse; কীটপতঙ্গ মারতে গাছে ধোঁয়া দেওয়া। smoke something out ধোঁয়া প্রয়োগ করে বের হতে বাধ্য করা: smoke out a snake from a hole. smoking (noun) [uncountable noun] (gerund,(যৌগশব্দে): smoking-carriage/-car/-compartment (noun(s)) রেলগাড়িতে ধূমপায়ীদের জন্য নির্দিষ্ট কামরা। smoke-mixture (noun) পাইপযোগে সেবন করতে মিশ্রণ করা তামাক। smoke-room (noun) (হোটেল প্রভৃতির) ধূমপানকক্ষ। smoker (noun) (১) ধূমপায়ী। (২) রেলগাড়িতে ধূমপানের জন্য নির্দিষ্ট কামরা