s পৃষ্ঠা ৩৮
- English Word sniff Bengali definition [স্নিফ্] (verb intransitive), (verb transitive) (১) নাক দিয়ে সশব্দে শ্বাস নেওয়া: He had a cold and was sniffing and sneezing. (২) sniff (at) নাক সিঁটকানো; অবজ্ঞা বা আপত্তি দেখানো: The invitation to join his party is not to be sniffed at. (৩) sniff (at) something; sniff something up শোঁকা; শুঁকে দেখা: sniff the sea-air; sniff (at) a rose. □ (noun) নাক দিয়ে সশব্দে শ্বাস টানা বা এ রকম শ্বাস টানার শব্দ; নিঃশ্বাস: Get a sniff of sea air. sniffy (adjective) (কথ্য) (১) অবজ্ঞাপূর্ণ। (২) (গন্ধ থাকার কথা নয় এমন বস্তু) কটুগন্ধময়।
- English Word sniffle Bengali definition [স্নিফ্ল্] (verb intransitive)= snuffle.
- English Word snigger Bengali definition [স্নিগা(র্)] (noun) [countable noun] (বিশেষত অশোভন কিছুর প্রতি বা বিদ্রূপাত্মক ভঙ্গিতে) চাপা হাসি। □ (verb intransitive) snigger (at/over) এভাবে চেপে হাসা।
- English Word snip Bengali definition [স্নিপ্] (verb transitive), (verb intransitive) snip (at) something; snip something off কাঁচি দিয়ে ক্যাচক্যাচ করে কাটা: snip cloth; snip off the ends of something. □ (noun) (১) কাঁচির পৌঁচ; যা কাঁচি দিয়ে কাটা হয়েছে; কাঁচির ছাঁট। (২) (কথ্য) লাভের বেচাকেনা; লাভের কারবার: Only 10 taka! It’s a snip! sniping (noun) বড় টুকরা থেকে কাঁচি দিয়ে কেটে নেওয়া বা কেটে ফেলা ছোট টুকরা।
- English Word snipe 1 Bengali definition [স্নাইপ্] (noun) (plural অপরিবর্তিত) জলাভূমিতে বিচরণকারী লম্বা ঠোঁটওয়ালা পাখি; কাদাখোঁচা।
- English Word snipe 2 Bengali definition [স্নাইপ্] (verb intransitive), (verb transitive) আড়াল এবং সাধারণত দূর থেকে গুলি করা; এভাবে (দূরে আড়াল থেকে) খুন করা বা আঘাত করা। sniper (noun) যে ব্যক্তি এভাবে গুলি করে বা গুলিতে খুন করে।
- English Word snippet Bengali definition [স্নিপিট্] (noun) (কাঁচি দিয়ে) কেটে নেওয়া ছোট টুকরা; (plural) (খবরাখবর ইত্যাদির) টুকিটাকি।
- English Word snitch Bengali definition [স্নিচ্] (verb transitive), (verb intransitive) (১) (অপশব্দ) (সাধারণত তুচ্ছ বা একেবারে মূল্যহীন জিনিস) চুরি করা। (২) snitch (on somebody) চোরের মতো চলা; (কারো উপর) গোয়েন্দাগিরি করা।
- English Word snivel Bengali definition [স্নিভ্ল্] (verb intransitive) নাকিকান্না করা; নাকে কাঁদা; ঘ্যানঘ্যান করে কাঁদা: a harassed mother with eight sniveling children. sniveler (America(n)= sniveler) (noun) যে ব্যক্তি নাকিকান্না কাঁদে; যে ব্যক্তি সর্বদা ঘ্যানঘ্যান করে।
- English Word snob Bengali definition [স্নব্] (noun) যে ব্যক্তি সামাজিক মর্যাদা বা বিত্তের মুখোমুখি হলে শ্রদ্ধায় আপ্লুত হয়ে পড়ে কিংবা যে ব্যক্তি নিম্নতর সামাজিক অবস্থানের মানুষকে অবজ্ঞার চোখে দেখে: snob appeal, এমন ব্যক্তিদেরকে আকর্ষণের ক্ষমতা। snobish [স্নব্ইশ্] (adjective) এমন ব্যক্তিসম্পর্কিত বা এমন ব্যক্তির মতো। snobishly (adverb) snobishness, snobery [স্নবারি] (noun(s) বিত্ত, সামাজিক মর্যাদার প্রতি শ্রদ্ধার কিংবা বিত্ত ও সামাজিক মর্যাদাহীনতার প্রতি অবজ্ঞার মানসিকতা; (plural) এমন মানসিকতাপ্রসূত কথা বা কাজ।
- English Word snood Bengali definition [স্নুড্] (noun) মহিলাদের বিচিত্র কাজ-করা খোঁপায় পরার জাল।
- English Word snook Bengali definition [স্নুক্] (noun) (কেবল) cock a snook (at somebody) বুড়া আঙুল নাকে লাগিয়ে বাকি আঙুলগুলো কারো দিকে ছড়িয়ে দিয়ে তার প্রতি ধৃষ্টতাপূর্ণ অবজ্ঞা প্রদর্শন করা।
- English Word snooker Bengali definition [স্নুকা(র্)](noun) বিলিয়ার্ডজাতীয় খেলা। be snookered(কথ্য) বেকায়দায় পড়া।
- English Word snoop Bengali definition [স্নুপ্] (verb intransitive) (কথ্য) snoop (about/around) গোপনে ছিদ্রান্বেষণ করা। snoop into নিজের সঙ্গে যথার্থ যোগসূত্র নেই এমন ব্যাপারে নাক গলানো। snooper (noun) যে ব্যক্তি গোপনে ছিদ্রান্বেষণ করে কিংবা অন্যের ব্যাপারে নাক গলায়।
- English Word snooty Bengali definition [স্নুটি] (adjective) (কথ্য) উন্নাসিক। snootily [স্নুটিইলি] (adverb)
- English Word snooze Bengali definition [স্নুজ্] (verb intransitive), (noun) (অপশব্দ) (বিশেষত দিনে) স্বল্পস্থায়ী ঘুম (দেওয়া): have a snooze after lunch.
- English Word snore Bengali definition [স্নো(র্)] (verb intransitive) ঘুমের মধ্যে নাক ডাকা: He snores. □ (noun) নাক ডাকার শব্দ: Your snores woke me up . snorer (noun) ঘুমের মধ্যে যার নাক ডাকে।
- English Word snorkel, schnorkel Bengali definition [স্নোক্ল্, শ্নোক্ল্] (noun(s)) যে টিউব বা চোঙের সাহায্যে সাবমেরিন ডুবন্ত অবস্থায় বাতাস নিতে পারে; যে যান্ত্রিক কৌশলের সাহায্যে ডুবুরি ডুবন্ত অবস্থায় বাতাস গ্রহণ করতে পারে।
- English Word snort Bengali definition [স্নোট্] (verb intransitive), (verb transitive) (১) নাক দিয়ে সজোরে নিশ্বাস ফেলা; অধৈর্য; ঘৃণা, রাগ ইত্যাদি দেখানোর জন্য এভাবে নিশ্বাস ফেলা অর্থাৎ ফোঁস ফোঁস করা: snort with rage, রাগে ফোঁসা; (কথ্য) হো হো করে হেসে কৌতুক প্রকাশ করা। (২) ফোঁস ফোঁস শব্দ করে প্রকাশ করা বা বোঝানো: snort defiance at somebody; snort out a reply. □ (noun) (১) ফোঁসানি: give a snort of contempt. (২) সাবমেরিনের বাতাসবাহী টিউব বা চোঙ। snorty (adjective) (কথ্য) বদমেজাজি; খিটখিটে। snorter (noun) (কথ্য) (১) প্রচণ্ড কিংবা কোনো-না-কোনোভাবে বিশিষ্ট ব্যক্তি বা বস্তু: This problem/man is a real snorter. (২) ঝড়ো হাওয়া।
- English Word snot Bengali definition [স্নট্] (noun) [uncountable noun] (অশিষ্ট) নাকের শ্লেষ্মা; শিকনি; পোঁটা। snotty (adjective) (১) (অশিষ্ট) শ্লেষ্মা বা পোঁটা ঝরছে এমন। (২) snot(-nosed) (অপশব্দ) ধৃষ্ট; অহংকারী; উন্নাসিক।
- English Word snout Bengali definition [স্নাউট্] (noun) (বিশেষত শূকরের) নাক (এবং কখনো কখনো মুখ বা চোয়াল); শূকরের নাকের মতো মনে হয় এমন কোনোকিছুর সুচালো অগ্রভাগ।
- English Word snow 1 Bengali definition [স্নো] (noun) (১) তুষার; বরফ: a light fall of snow; (plural) তুষারস্তূপ। (২) (যৌগশব্দ) snowball (noun) (ক) তুষার চেপে তৈরি করা বল; তুষারবল। (খ) যে বস্তু এগিয়ে যেতে যেতে দ্রুত আয়তনে বাড়ে। □ (verb transitive), (verb intransitive) (ক) তুষারবল ছুড়ে মারা। (খ) আকারে, ওজনে দ্রুত বেড়ে যাওয়া: Hostility to the expatriates snow balled. snow-berry (noun) সাদা বৈঁচিজাতীয় ফলবিশিষ্ট উদ্যানগুল্ম। snowblind (adjective) তুষারের উপর প্রতিফলিত সূর্যকিরণে চোখ ধাঁধিয়ে যাওয়ার ফলে (সাময়িকভাবে) দেখতে অক্ষম। এর একে, snow blindness (noun) snowbound প্রচুর তুষারপাতের ফলে ভ্রমণের বা পথচলায় অক্ষম। snow-capped/-clad/-covered (adjective) তুষারাবৃত: snow-capped mountains; snow-covered trees; বাতাস সৃষ্ট তুষারের ঢিবি; তুষারঢাল; তুষারবাঁধ: The car ran into a snow drift. snowdrop (noun) শীতের শেষে বা বসন্তের শুরুতে ফোটা তুষারশুভ্র ফুলবিশেষ বা তার গাছ। snowfall (noun) [countable noun] একবারে বা কোনো নির্দিষ্ট সময়ে, যথা, এক শীতে বা এক বছরে, সংঘটিত তুষারপাতের পরিমাণ। snow-field (noun) (উঁচু পর্বতে) বারো মাস তুষারাবৃত থাকে এমন বিস্তীর্ণ স্থান; তুষারক্ষেত্র। snowflake (noun) তুষারকণা দ্বারা গঠিত পাখির পালকের মতো কোমল ফলক; তুষারফলক। snowline (noun) যে উচ্চতায় স্থায়ীভাবে তুষার জমে থাকে; হিমরেখা। snow-man [স্নোম্যান্] (noun) খেলাচ্ছলে ছোটদের তৈরি করা তুষারের মানবমূর্তি। snow-plough (America(n) snow-plow) (noun) সড়ক ও রেলপথ থেকে তুষার সরানোর যন্ত্র। snow-shoes (noun) গভীর তুষারের উপর দিয়ে চলতে বিশেষভাবে নির্মিত পাদুকা; তুষারপাদুকা। snow-storm (noun) তুষারঝড়। snow-white (adjective) পবিত্র; নিষ্কলুষ; তুষারের মতো উজ্জ্বল সাদা; তুষারশুভ্র।
- English Word snow 2 Bengali definition [স্নো] (verb intransitive), (verb transitive) (১) তুষারপাত হওয়া; তুষার পড়া: It snowed all day. (২) snow in বিপুল সংখ্যায় বা পরিমাণে আসা: gifts snowed in on her wedding day. be snowed in/up ভারী তুষারপাতের ফলে ঘর থেকে বেরোতে না- পারা। be snowed under (with) (লাক্ষণিক) আচ্ছন্ন, আবৃত বা অভিভূত হওয়া: snowed under with work, কাজের নিচে চাপা পড়া; কাজের চাপে আচ্ছন্ন হওয়া। snowy (adjective) (১) তুষারাবৃত: snowy roofs. (২) তুষারময়; তুষারক্লিষ্ট: snowy weather. (৩) সদ্যপতিত তুষারের মতো সাদা বা নতুন; তুষারশুভ্র: a snowy tablecloth.
- English Word snub 2 Bengali definition [স্নাব্] (verb transitive) (অপেক্ষাকৃত তরুণ বা কম অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে) শীতল বা অবজ্ঞাপূর্ণ আচরণ করা; এ রকম আচরণ দ্বারা (কোনো প্রস্তাব) প্রত্যাখ্যান করা: be/get snubbed by one’s superior. □ (noun) [countable noun] শীতল, অবজ্ঞাপূর্ণ কথা বা আচরণ: I suffered a snub from my superior.
- English Word snub 3 Bengali definition [স্নাব্] (adjective) (কেবল) a snub nose চ্যাপটা, মোটা, ডগা উপরের দিকে কিছুটা ওলটানো নাক; snub-nosed (adjective)
- English Word snuff 1 Bengali definition [স্নাফ্] (noun) [uncountable noun] নস্য; নস্যি: a pinch of snuff. up to snuff (কথ্য) (ক) বিচক্ষণ, চতুর; শিশুর মতো অজ্ঞ যা অবোধ নয়। (খ) স্বাভাবিক স্বাস্থ্যের অধিকারী। snuff-box (noun) নস্যির ডিবা। snuff-colour(ed) (adjective), (noun) গাঢ় হলদে-বাদামি (রং), নস্যি-রং, নস্যি রঙের।
- English Word snuff 2 Bengali definition [স্নাফ্] (verb transitive), (verb intransitive), (noun) = sniff.
- English Word snuff 3 Bengali definition [স্নাফ্] (verb transitive), (verb intransitive) (১) সলতের পুড়ে যাওয়া কালো অংশ চিমটি দিয়ে কেটে ফেলা বা ছেঁটে ফেলা। snuff something out (আক্ষরিক অর্থ বা লাক্ষণিক) নিভিয়ে দেওয়া; নির্বাপিত করা: All my hopes were snuffed out. (২) snuff out (অপশব্দ) মরা। snuffers (noun) (plural) মোমবাতি নিভে গেলে পুড়ে যাওয়া সলতে ধরার জন্য ব্যবহৃত এক ধরনের কাঁচি।
- English Word snuffle Bengali definition [স্নাফ্ল্] (verb intransitive) (সর্দিতে নাক আংশিক বন্ধ হয়ে গেলে যেমন তেমনি) জোরে জোরে বা সশব্দে শ্বাস নেওয়া বা শ্বাস ফেলা। □ (noun) এভাবে শ্বাস নেওয়া বা ছাড়া; এভাবে শ্বাসগ্রহণ বা ত্যাগের শব্দ: speak in a snuffle, নাক দিয়ে কথা বলা।
- English Word snug Bengali definition [স্নাগ্] (adjective) (১) ঝড়-বৃষ্টি শীত থেকে আবৃত, উষ্ণ ও আরামদায়ক: snug in bed; a snug woollen shawl. (২) ছিমছাম; সুবিন্যস্ত। (৩) সাধারণ প্রয়োজন মেটানোর জন্য মোটামুটি যথেষ্ট: a snug little income. (৪) আঁটসাঁট: a snug jacket. □ (noun)= snuggery. snugly (adverb) snugness (noun)