• Bengali Word hour English definition [আউআ(র)] (noun) ১ দিনের চব্বিশ ভাগের একভাগ; ঘণ্টা; সময়: the happiest hours of her life.
    at the eleventh hour শেষ মুহূর্তে। the small hours রাত তিনটা বা চারটা; রাতের শেষ প্রহর। hourglass (noun) বালিঘড়ি। hour hand (noun) ঘণ্টার কাঁটা। (২) দিনাংশ; নির্দিষ্ট কালপরিমাণ; ঘণ্টা: to strike the hours; at an early hour, সকাল সকাল; at all hours of the day andnight; অবিরাম; অষ্টপ্রহর। (৩) (plural) (বিশেষত কাজের) নির্ধারিত সময়: school hours; office hours. after hours কাজের সময়ের পরে; অফিসের পরে। out of hours কাজের সময়ের বাইরে বা আগেপরে। leep good/ bad/early/late/ regular, etc hours যথাসময়ে/দেরিতে/সকাল সকাল ঘুম থেকে ওঠা/ঘুমানো; কাজ শুরু/শেষ করা; বেরোনো/ফেরা ইত্যাদি; সময়স্রোতের কোনো নির্দিষ্ট বিন্দু; বর্তমান সময়: questions of the hour, বর্তমানের/আজকের প্রশ্ন: in the hour of danger, বিপৎকালে; in a good/an evil hour, সুসময়/দুঃসময়ে।