Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word slope Bengali definition [স্লোপ্] (noun) (১) [countable noun, uncountable noun] তির্যক রেখা; ভূপৃষ্ঠ বা অন্য কোনো সমতলপৃষ্ঠ বরাবর ৯০০ ডিগ্রি অপেক্ষা কম কৌণিক অবস্থান বা দিক; ঢাল: The slop of a roof; a steep slop. (২) চড়াই বা উৎরাইসংবলিত স্থান: mountain slops. (৩) (সৈনিকের) কাঁধে রাইফেলের অবস্থান: with his rifle at the slop. □ (verb intransitive), (verb transitive) (১) ঢালবিশিষ্ট হওয়া; ঢালু হয়ে যাওয়া: The ground here slops (down) to the river. (২) ঢালু করাslop arms (সামরিক) বাম কাঁধে তির্যক রেখার রাইফেল স্থাপন করা। (৩) (কথ্য) slop off কেটে পড়া; চম্পট দেওয়াslopingly adverb.
  • English Word sloppy Bengali definition [স্লপি] (adjective) (১) বৃষ্টির পানি ইত্যাদিতে ভেজা বা কর্দমাক্ত; নোংরা পানি জমা ছোটখাটো গর্তে ভরা: The rain has made the roads sloppy. (২) (খাদ্য) তরল খাদ্যবিশেষ, চায়ের তলানি ইত্যাদি লেগে ভিজে নোংরা হয়ে গেছে এমন(৩) (কথ্য) শৃঙ্খলাহীন; এলোমেলো; যত্ন নিয়ে করা হয়নি এমন: a sloppy piece of work;৪ (কথ্য) অতিমাত্রায় ভাবপ্রবণ; ছিঁদকাঁদুনে: sloppy sentiment; sloppy talk about first loves. sloppily [স্লপিইলি] (adverb) এলোমেলো বা যত্নহীনভাবে: sloppy dressed. sloppiness (noun)
  • English Word slosh Bengali definition [স্লশ্] (verb transitive), (verb intransitive) (১) (অপশব্দ) আঘাত করা: slosh somebody on the jaw. (২) slosh about গলন্ত বরফ বা কাদার ভিতর থেকে উঠে আসার আপ্রাণ চেষ্টায় হাত-পা ছোড়া; গলন্ত বরফ বা কাদার ভিতর নাকানিচুবানি খাওয়া(২) slosh something about পানি বা কাদা ছিটানোsloshed (adjective) (অপশব্দ) মাতাল।
  • English Word slot Bengali definition [স্লট্] (noun) [countable noun] (১) কোনোকিছু ঢোকানোর জন্য সংকীর্ণ ফাঁক; স্বয়ংক্রিয়ভাবে টিকিট, সিগারেট, মিষ্টির প্যাকেট ইত্যাদি প্রদান করে এমন মেশিনে (slot-machine/vending-machine) পয়সা ঢোকানোর ফাঁক(২) খাঁজ(৩) (কথ্য) (বেতার অনুষ্ঠান, কর্মপরিকল্পনা ইত্যাদিতে) কোনোকিছুর জন্য সঠিক বা উপযুক্ত স্থান: find a slot for a talk on environment pollution.□ (verb transitive) ফাঁক বা খাঁজ কাটা; উপযুক্ত স্থান খুঁজে দেওয়া: slot a song recital into a radio programme; slot 10,000 graduates into jobs every year, প্রতি বছর ১০,০০০ স্নাতকের কর্মসংস্থান করা
  • English Word sloth Bengali definition [স্লোথ্‌] (noun) (১) [uncountable noun] আলস্য; কুঁড়েমি; ঢিলেমি(২) [countable noun] বৃক্ষশাখায় বাসকারী দক্ষিণ আমেরিকার স্তন্যপায়ী এবং অত্যন্ত শ্লথগতি প্রাণীslothful [স্লোথ্‌ফ্‌ল্] (adjective) নিষ্ক্রিয়; অলস।
  • English Word slouch Bengali definition [স্লাউচ্] (verb intransitive) শ্রান্ত অলস ভঙ্গিতে দাঁড়ানো, বসা বা চলা: There are louts who slouch about in the Ramna park all day. □ (noun) শ্রান্ত অলস ভঙ্গি বা শ্রান্ত অলস ভঙ্গিতে হাঁটা: walk with a slouch. slouch-hat (noun) প্রান্ত নিচের দিকে নামানো নরম টুপি। slouchingly (adverb)
  • English Word slough 1 Bengali definition [স্লাউ; America(n) স্থান বিবরণে: স্লূ] (noun) [countable noun] জলাভূমি; বিলাঞ্চল
  • English Word slough 2 Bengali definition [স্লাফ্‌] (noun) [countable noun] সাপের পরিত্যক্ত খোলস; নির্দিষ্ট সময় অন্তর পরিত্যক্ত প্রাণিদেহের যেকোনো মৃত অংশ। □ (verb transitive), (verb intransitive) slouch (off) খোলস ওঠা; খোলস ছাড়া; পরিত্যাগ করা: slough (off) bad habits. Snakes slough their skins at regular periods.
  • English Word sloven Bengali definition [স্লাভ্‌ন্‌] (noun) চেহারা, বেশভূষা, আচার-অভ্যাস ইত্যাদিতে অগোছালো, নোংরা, যত্নহীন লোকslovenly (adjective) অগোছালো; নোংরা; যত্নহীন: a slovenly appearance: slovenliness (noun)
  • English Word slow 1 Bengali definition [স্লো] (adjective) (১) ধীর; মন্থর: a slow train . (২) স্বাভাবিক মাত্রা বা গতি অপেক্ষা কমa slow march সামরিক শেষকৃত্যানুষ্ঠানে আচরিত ধীরগতি মার্চ বা কুচকাওয়াজ। in slow motion (চলচ্চিত্রে) সেকেন্ড প্রতি গৃহীত ছবির সংখ্যা বিপুলভাবে বাড়ানো (ফলে যখন স্বাভাবিক গতিতে এ রকম ছবি দেখানো হয় তখন প্রদর্শিত ঘটনাকে অত্যন্ত মন্থরগতি মনে হয়)। এর থেকে, a slow-motion film. (৩) জড়বুদ্ধি, গোবরে-মাথা: a slow child; তাৎক্ষণিকভাবে কাজ করে না কিংবা নির্দিষ্ট সময় পরে ক্রিয়াশীল হয় এমন: slow posion. He is always slow to make up his mind. slowcoach (noun) কাজকর্মে শ্লথগতি বা নির্বোধ বা সেকেলে ধ্যানধারণা পোষণকারী অনগ্রসর লোক। (৪) (সাধারণত predicative(ly); ঘড়ি) সঠিক সময় থেকে পিছিয়ে আছে এমন; স্লো: My watch is three minutes slow. (৫) যথেষ্ট চিত্তাকর্ষক বা প্রাণবন্ত নয়: I think the play was rather slow. (৬) (উপরিভাগ) বিশেষত বলের গতি মন্থর হয়ে যায় এমন: a slow cricket pitch; a slow running track. slowly (adverb) ধীরে, মন্থরগতিতে বা মন্থরভাবে: He slowly opened the door; walk slowly slowness (noun)
  • English Word slow 2 Bengali definition [স্লো] (adverb) (১) ধীরগতিতে; ধীরে: She asked the driver to go slower. go slow (ক) (শ্রমিক) প্রতিবাদস্বরূপ কিংবা দাবিদাওয়ার প্রতি দৃষ্টি আকর্ষণে মন্থরগতিতে কাজ করা। এর থেকে, go slow (noun) (খ) অপেক্ষাকৃত কম কাজ করা; পূর্ণমাত্রায় সক্রিয় না-হওয়া: He decided to go slow until he felt really well again. (২) (যৌগশব্দ) slow-going/ slow-moving/ slow-spoken ধীরে যাওয়া/ধীরে চলা/ধীরবক্তা
  • English Word slow 3 Bengali definition [স্লো] (verb intransitive), (verb transitive) slow (something) up/down মন্থর করা; মন্থর হওয়া: He slowed up/down as he approached the crossroads. She should slow up a bit (= কঠোর পরিশ্রম কমাতে হবে) if she wants to avoid a breakdown. slow-down (noun) (বিশেষত) শ্রমিক বা মালিকপক্ষ দ্বারা ইচ্ছাকৃতভাবে শিল্প-উৎপাদন হ্রাস।
  • English Word slow-worm Bengali definition [স্লোওয়াম্] (noun) ক্ষুদ্র, প্রত্যঙ্গহীন, বিষহীন সরীসৃপ
  • English Word sludge Bengali definition [স্লাজ্‌] (noun) [uncountable noun] (১) ঘন, তৈলাক্ত কাদা; গলন্ত বরফ; গলিত বরফসৃষ্ট কাদা(২) নর্দমার আবর্জনা; ড্রেনের ময়লা(৩) নোংরা ঘন তেল বা চর্বি
  • English Word slue Bengali definition [স্লূ] দ্রষ্টব্য slew 2
  • English Word slug 1 Bengali definition [স্লাগ্‌] (noun) শামুকের মতো কিন্তু খোলাহীন মন্থরগতি প্রাণী; চারাগাছ বিনষ্টকারী উদ্যানকীট
  • English Word slug 2 Bengali definition [স্লাগ্‌] (noun) (১) অসম আকৃতির গুলি বা বুলেট(২) ছাপার মেশিনে ঢালাই-করা পুরা পঙক্তি; স্লাগ
  • English Word slug 3 Bengali definition [স্লাগ্‌] (verb transitive), (verb intransitive) (America(n)= slog.
  • English Word sluggard Bengali definition [স্লাগাড্‌] (noun) অলস; মন্থরগতি লোক
  • English Word sluggish Bengali definition [স্লাগিশ্] (adjective) নিষ্ক্রিয়; মন্থরগতি: a sluggish pulse. sluggishly (adverb) sluggishness (noun)
  • English Word sluice Bengali definition [স্লূস্] (noun) [countable noun] (১) sluice (sluice-gate/ sluice-valve) (খাল, হ্রদ ইত্যাদিতে) পানিপ্রবাহ নিয়ন্ত্রণ করে পানির উচ্চতা নিয়ন্ত্রণ করার যান্ত্রিক কৌশল; জলকপাট: open/close the sluice-gates of a canal. (২) sluice (-way) কৃত্রিম খাল, বালি ও নাংরা থেকে সোনা ধুয়ে ছেকে তোলার জন্য স্বর্ণখনির শ্রমিকেরা এ রকম খাল খনন করে থাকে(৩) জলকপাটের উপর, ভিতর বা নিচ দিয়ে পানির প্রবাহ। □ (verb transitive), (verb intransitive) (১) কোনো কিছুর উপর দিয়ে জলস্রোত প্রবাহিত করা; জলস্রোতের সাহায্যে ধোয়া: sluice ore, বালুকণা, কাঁকর প্রভৃতি থেকে আলাদা করার জন্য ধোয়া। (২) sluice (out) জলকপাটের পানি দিয়ে ধোয়া বা প্লাবিত করা(৩) sluice (out) (পানি) জলকপাট খোলা স্রোতের মতো সবেগে ছুটে যাওয়া বা প্রবাহিত হওয়া
  • English Word slum Bengali definition [স্লাম্] (noun) (১) অত্যন্ত ঘিঞ্জি নোংরা পল্লি; বস্তি; live in a slum. (২) the slums শহরের বস্তি এলাকাslum clearance বস্তি তুলে দিয়ে বস্তিবাসীদের উন্নত পুনর্বাসনের ব্যবস্থা; বস্তি উন্নয়ন। □ (verb intransitive) (১) বস্তিবাসীদের সাহায্যদানের জন্য বস্তি এলাকায় যাওয়া(২) (কথ্য) অত্যন্ত অল্পখরচে জীবনযাপন করাslummy (adjective) বস্তিবিষয়ক; বস্তিসদৃশ: a slummy part of the city.
  • English Word slumber Bengali definition [স্লাম্‌বা(র্‌)] (verb intransitive), (verb transitive) (সাহিত্যিক আলংকারিক অর্থ) (১) বিশেষত সুখে বা আরামে নিদ্রা যাওয়া(২) সুখনিদ্রায় (সময়) অতিবাহিত করা: slumber away an entire afternoon. □ (noun) (প্রায়ই plural) নিদ্রা, ঘুম: fall into a peaceful slumber. slumber (noun) যে ব্যক্তি নিদ্রা যায়। slumberous [স্লাম্‌বা(র্‌)আস্‌] (adjective) নিদ্রালু।
  • English Word slumdog Bengali definition [স্লামডগ্] (noun) (plural slumdogs) [countable noun, অনানুষ্ঠানিক] ('slum' আর 'dog' মিলে তৈরি, প্রথম দেখা যায় ২০০৮ সালে নির্মিত ব্রিটিশ রোমান্টিক কমেডি ফিল্ম 'Slumdog Millionaire-এ) বস্তিবাসী; দারিদ্র্যের কারণে যিনি বা যে শিশু বেওয়ারিশ কুকুরের মতো নোংরা পরিবেশে বাস করে: How can this slumdog succed in life?
  • English Word slump Bengali definition [স্লাম্‌প্‌] (verb intransitive) (১) ধপ করে পড়ে যাওয়া বা বসে পড়া: He slumped into a chair. (২) (ব্যবসাবাণিজ্য, মূল্য) অত্যধিক বা আকস্মিকভাবে হ্রাস পাওয়া। □ (noun) [countable noun] মূল্য; বাণিজ্যিক কাজকর্ম ইত্যাদির সামগ্রিক মন্দাভাব; ব্যবসাসংক্রান্ত মন্দা।
  • English Word slung Bengali definition [স্লাঙ্] sling- এর past tense, past participle
  • English Word slunk Bengali definition [সাঙ্‌ক্‌] slink-এর past tense, past participle
  • English Word slur Bengali definition [স্লা(র্‌)] (verb transitive), (verb intransitive) (১) (ধ্বনি, অক্ষর, শব্দ) এমনভাবে জোড়া লাগানো যাতে সেগুলো অস্পষ্ট হয়ে পড়ে; (সংগীত) বিরতিহীনভাবে গাওয়া বা বাজানো(২) slur over something আড়াল করার চেষ্টায় (ত্রুটিবিচ্যুতির কথা) চটপট নামমাত্র উল্লেখ করা: He slurred over his guru’s faults and dwelt upon his virtues. □ (noun) (১) [uncountable noun, countable noun] তিরস্কার; দোষারোপ; কলঙ্ক; অপবাদ: cast a slur on somebody’s reputation. (২) [countable noun] ধ্বনির অস্পষ্ট উচ্চারণ(৩) (সংগীত) দুই বা ততোধিক স্বর একবারে অর্থাৎ একমাত্রা হিসেবে গাইতে বা বাজাতে হবে- এই নির্দেশসূচক ∩ অথবা ∪ চিহ্ন
  • English Word slurry Bengali definition [স্লারি] (noun) [uncountable noun] সিমেন্ট, মাটি, কাদা ইত্যাদির পাতলা অর্ধতরল মিশ্রণ
  • English Word slush Bengali definition [স্লাশ্‌] (noun) [uncountable noun] নরম, গলন্ত তুষার; নরম কাদা; (লাক্ষণিক) অর্থহীন ভাবপ্রবণতা। slurfund (noun) (বাণিজ্য) সরকারি কর্মকর্তাদের ঘুষ প্রদানের জন্য ব্যবসাপ্রতিষ্ঠান কর্তৃক ব্যবহৃত তহবিল। slushy (adjective)