s পৃষ্ঠা ৩৪
- English Word slew 1 Bengali definition [স্লূ] slay- এর past tense
- English Word slew 2 Bengali definition (America(n)= sleu). [স্লূ] (verb intransitive), (verb transitive) slew (something) round নতুন দিকে ঘোরা বা ঘুরানো: The crane slewed round.
- English Word slice Bengali definition [স্লাইস্] (noun) [countable noun] (১) চওড়া ফালি: a slice of bread. (২) অংশ; ভাগ: a slice of good luck. (৩) রান্না করা মাছ, মাংস, ডিম প্রভৃতি কেটে তোলা বা পরিবেশন করার জন্য ব্যবহৃত এক ধরনের কাটাচামচ। (৪) (গল্ফ জাতীয় খেলায়) বাজে মার, অর্থাৎ, যেভাবে মারলে বল ঘুরতে ঘুরতে ঈপ্সিত লক্ষ্য থেকে ভিন্ন দিকে চলে যায়। □ (verb transitive), (verb intransitive) (১) ফালি ফালি করা: slice (up) a loaf. (২) (গল্ফ খেলায়) বাজেভাবে মারা: slice the ball.
- English Word slick Bengali definition [স্লিক্] (adjective) (কথ্য) (১) মসৃণ; পিচ্ছিল: roads slick with wet mud. (২) দক্ষ ও মসৃণভাবে এবং (সম্ভবত) কৌশলপ্রয়োগে সম্পন্ন: a slick business deal; (ব্যক্তি) সুদক্ষ; পটু: a slick middleman. □ (noun) [countable noun] oil slick সমুদ্রবক্ষে (তেলবাহী জাহাজ থেকে নিঃসৃত) তেলের আস্তরণ। □ (adverb) সোজাসুজি; সরাসরি; পুরোপুরি: hit someone slick on the jaw.slicker (noun) (America(n) কথ্য) (১) লম্বা, ঢিলা, পানিনিরোধক কোট। (২) অত্যন্ত পটু বা সেয়ানা লোক: city slickers.
- English Word slide 1 Bengali definition [স্লাইড্] (noun) (১) পিছলানো; জমাট বরফের মসৃণ বিস্তার যার উপর দিয়ে পিছলে যাওয়া যায়। (২) ব্যক্তি বা বস্তু পিছলে যেতে পারে এমন মসৃণ ঢাল। (৩) ছবি, নকশা ইত্যাদি সংবলিত আলোকচিত্র-ফিল্ম; (আগেকার দিনে) প্রজেক্টারের সাহায্যে পরদায় দেখানোর জন্য ব্যবহৃত এরকম ছবি সংবলিত কাচখণ্ড; স্লাইড। (৪) অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষার জন্য যে কাচখণ্ডের উপর কোনোকিছু স্থাপন করা হয়। (৫) যন্ত্রাদির যে অংশ পিছলে যায়। (৬) (land) slick দ্রষ্টব্য land 1 (৬), (hair)- slick, দ্রষ্টব্য hair (২).
- English Word slide 2 Bengali definition [স্লাইড্] (verb intransitive), (verb transitive) (past tense, past participle slid) (১) কোনো মসৃণ পৃষ্ঠদেশের উপর দিয়ে (বা পৃষ্ঠদেশ যেয়ে) পিছলে যাওয়া বা অবাধে চলা: slide on the ice. The paper slid off her knee. slide over something (কোনো স্পর্শকাতর বিষয়) দ্রুত পেরিয়ে যাওয়া; কোনো মতে ছুঁয়ে যাওয়া। let thing slide মাথা না ঘামানো; অবহেলা করা। (২) slide into (কোনো অবস্থা, পরিণাম ইত্যাদিতে) (ক্রমেক্রমে) প্রায় অজান্তে গড়িয়ে যাওয়া বা পতিত হওয়া: slide into alcoholism. (৩) সটকে পড়া, যাতে কেউ দেখতে না-পায় এমন চট করে কোনোকিছু করা: The thief slid into a side alley. She slid a note into my hand. slide-rule (noun) লগারিদম স্কেলসংবলিত দুটি রুলার দিয়ে তৈরি দ্রুত হিসেবের যন্ত্র বা কৌশলবিশেষ। sliding door (noun) (কবজার উপর ঘোরে না এমন) যে দরজা টেনে বা ঠেলা দিয়ে শোনা যায়; স্লাইডিং দরজা। sliding scale (noun) যে স্কেলের সাহায্যে কোনোকিছুতে, যেমন জীবনযাত্রার ব্যয়ে পরিবর্তন সাপেক্ষে কোনোকিছুর, যেমন মজুরির হ্রাসবৃদ্ধি বা মান নির্ণয় করা যায়; সহচারী মান। sliding seat (noun) বাজির ঘোড়ার পিঠে, বিশেষত বাইচের নৌকায় দাঁড়ির জন্য, সংযোজিত আসন- বাইচের ক্ষেত্রে এ আসন দাঁড়ের টান প্রলম্বিত করতে সাহায্য করে।
- English Word slight 1 Bengali definition [স্লাইট্] (adjective) (১) হালকাপাতলা; পলকা; ক্ষীণদর্শন: a slight figure. (২) ক্ষুদ্র; তুচ্ছ; সামান্য: a slight error; a slight fever. not in the slightest আদৌ না; মোটেই না: You didn’t offened me in the slightest.slightly (adverb) (১) পলকাভাবে: a slightly built grill. (২) কিয়ৎপরিমাণে; কিছুটা: I feel slightly better today. slightness (noun)
- English Word slight 2 Bengali definition [স্লাইট্] (verb transitive) তুচ্ছতাচ্ছিল্য করা; অবজ্ঞা বা উপেক্ষা করা: He felt slighted because there was no one to receive him at the station. □ (noun) [Countable noun] সম্মান বা সৌজন্য প্রদর্শনে চাক্ষুস ব্যর্থতা; অবমাননা: She suffered slights in her husband’s family. slightingly (adverb)
- English Word slim Bengali definition [স্লিম্] (noun) (১) হালকাপাতলা; সরু: slim waisted ক্ষীণকটি। (২) (কথ্য) ক্ষুদ্র; সামান্য; ক্ষীণ; অপর্যাপ্ত: slim waisted; slim chances of success, সাফল্যের ক্ষীণ সম্ভাবনা। □ (verb intransitive) শরীরের ওজন কমিয়ে হালকাপাতলা হওয়ার জন্য কম খাওয়া, ব্যায়াম করা ইত্যাদি: slimming diet. slimly (adverb) slimness (noun)
- English Word slime Bengali definition [স্লাইম্] (noun) [uncountable noun] (১) নরম, নোংরা, আঠালো কাদা। (২) শামুকের দেহ নিঃসৃত আঠালো পদার্থ। slimy [স্লাইমি] কাদাটে; কর্দমাক্ত; পিচ্ছিল; (লাক্ষণিক) বিরক্তি বা ঘৃণার উদ্রেক করে এমন অসাধু, খোশামুদে, বিনয়ী, ইত্যাদি: a slimy character.
- English Word sling 1 Bengali definition [স্লিঙ্] (noun) [countable noun] (১) কোনো বস্তু ঝুলিয়ে রাখা বা টেনে তোলার জন্য শিকলি বা শিকলির মতো বাঁধা পটি। (২) পাথর ছুড়ে দেওয়ার জন্য গুলতিবিশেষ। (৩) নিক্ষেপণ; ছোড়া। □ (verb transitive) (১) সজোরে নিক্ষেপ করা: boys slinging stones at lampposts. sling one’s hook (অপশব্দ) বিদায় হওয়া: I asked him to sling his hook. sling mud at somebody (লাক্ষণিক) কাউকে অপবাদ দেওয়া। sling somebody out কাউকে বের করে দেওয়া; কাউকে বলপ্রয়োগে বহিষ্কার করা। (২) ঝুলিয়ে বাঁধা; ঝোলানো: sling (up) a barrel. slinger [স্লিঙ্গা(র্)] (noun) পাথর ছোড়ার জন্য গুলতিধারী ব্যক্তি।
- English Word sling 2 Bengali definition [স্লিঙ্] (noun) ফলের, বিশেষত লেবুর রস মিশিয়ে তৈরি এক প্রকার মদ।
- English Word slink Bengali definition [স্লিঙ্ক্] (verb intransitive) চোরের মতো সটকে পড়া, ঢুকে পড়া ইত্যাদি।
- English Word slip 1 Bengali definition [স্লিপ্] (noun) [Countable noun] (১) পিছলানো; পদস্খলন; অমনোযোগ বা অসাবধানতার ফলে সৃষ্ট ক্ষুদ্র ত্রুটিবিচ্যুতি: make a slip. a slip of the tongue/pen বলার/লেখার ভুল। give somebody the slip; give the slip to somebody কারো হাত থেকে পালিয়ে আসা। There’s many a slip ’twixt (the) cup and (the) lip (প্রবাদ) কোনো কাজ পুরাপুরি সম্পন্ন হওয়ার আগে যেকোনো ত্রুটিবিচ্যুতি সহজেই ঘটতে পারে। (২) (pillow-slip) বালিশের ওয়াড় বা ওসার। ঢিলে হাতাকাটা অন্তর্বাসবিশেষ; (gym-slip) মেয়েদের ব্যায়ামের পোশাক। (৩) কাগজের (সরু লম্বা) টুকরা; এ রকম টুকরা কাগজে ছাপা মুদ্রণের প্রুফ। (৪) নতুন গাছ ইত্যাদি জন্মানোর জন্য অন্য গাছের কাণ্ড থেকে কেটে নেওয়া ক্ষুদ্র অংশ; গাছের কলম। (৫) নবীন হালকা ব্যক্তি: a mere slip of a boy. (৬) (সাধারণত plural; ক্ষেত্রান্তরে slipway) পানি পর্যন্ত নেমে যাওয়া পাথর বা কাঠ দিয়ে তৈরি ঢালু পথ, এই পথের উপর জাহাজ নির্মিত হয় এবং এই পথ দিয়েই মেরামতের জন্য জাহাজ টেনে তোলা হয়: The ship is still on the slips. (৭) (plural) রঙ্গমঞ্চের যে অংশ থেকে দৃশ্যবদল করা হয় এবং মঞ্চে প্রবেশের আগে অভিনেতা অভিনেত্রীরা যেখানে এসে দাঁড়ায় (অধিক প্রচলিত শব্দ wings): watch a performance from the slips. (৮) (ক্রিকেট) অফসাইডে উইকেটরক্ষকের কাছে দাঁড়ানো ফিল্ডার: first/second/third slip; (plural) ফিল্ডারদের এই অবস্থান। (৯) [uncountable noun] মৃৎপাত্রে আস্তরণ দেওয়ার জন্য বা নকশা আঁকার জন্য অর্ধতরল কাদামাটি।
- English Word slip 2 Bengali definition [স্লিপ্] (verb intransitive), (verb transitive) দেহের ভারসাম্য হারিয়ে ফেলা; পা পিছলে পড়া; পদস্খলিত হওয়া: I slipped on the muddy road and broke my leg. (২) দ্রুত, নীরবে বা অলক্ষ্যে চলে যাওয়া: He slipped out without being seen. (৩) শক্ত করে না ধরার বা ধরতে না পারার কারণে ফসকে বা পিছলে যাওয়া: The eel slipped out of his hand.let something slip (ক) কোনোকিছু হাতছাড়া হতে দেওয়া: He let opportunity slip.(খ) হঠাৎ (কোনো রহস্য বা গোপন কথা) ফাঁস করে দেওয়া: let slip a secret. slip through one’s fingers (আক্ষরিক অর্থ বা লাক্ষণিক) ধরতে বা ধরে রাখতে না- পারা; আঙুলের ফাঁক গলে বেরিয়ে যাওয়া; বুঝতে বা ধারণ করতে না-পারা। slip one’s mind (ব্যস্ততা, তাড়াহুড়া ইত্যাদির কারণে নাম, ঠিকানা, বার্তা ইত্যাদি) মনে রাখতে না- পারা। (৪) দ্রুত কিন্তু সহজ গতিতে পরিধান করা বা খুলে ফেলা; গলে বা ঢুকে যাওয়া; গলিয়ে বা ঢুকিয়ে দেওয়া: slip into a dress. (৫) অসাবধানতাবশত ছোটখাটো ভুল হতে দেওয়া: remove errors that slipped into the text; ছোটখাটো ভুল করা। slip up (কথ্য) ভুল করা। এর থেকে, slip-up (noun) [countable noun] ভুল। (৬) স্বচ্ছন্দগতিতে চলা: The boat slipped through the water. (৭) মুক্ত হওয়া; বন্ধন খুলে দেওয়া: slip anchor, জাহাজের নোঙর খুলে দেওয়া; (গাভী) সময় পূর্ণ হওয়ার আগেই বাচ্চা দেওয়া: slip her calf. (৮) (যৌগশব্দ) slip-carriage/-coach রেলগাড়ির শেষে জুড়ে দেওয়া যে বগি গাড়ি না-থামিয়েও বিচ্ছিন্ন করা যায়। slip-cover (noun) আসবাবের ঢাকনা। slip-knot (noun) (ক) দড়ির ফসকা গেরো। (খ) দড়ির বিষ গেরো। slip-road (noun) মোটরপথের সংযোগকারী রাস্তা (America(n)= access-road); স্থানীয় উপপথ। slip-stream (noun) বিমানের জেট ইনজিন বা প্রপেলার থেকে নির্গত বায়ুস্রোত। slipon/over (noun) যে জুতা বা জামা কোনো কিছুর উপরে বা উপর দিয়ে সহজে পরা যায়।
- English Word slipper Bengali definition [স্লিপা(র্)] (noun) (প্রায়ই pair of slippers) ঘরে পরার চটিজুতা; চপ্পল। slippered (adjective) চপ্পল পরিহিত।
- English Word slippery Bengali definition [স্লিপারি] (adjective) (১) (কোনো কিছুর উপরিভাগ) পিচ্ছিল: slippery roads; (লাক্ষণিক) (কোনো বিষয়) সতর্ক থাকতে হয় এমন অবস্থায়: We are on slippery ground when talking about benevolent dictatorship. be on a slippery slope (লাক্ষণিক) ব্যর্থতা বা অপযশ আনতে পারে এমন কর্মপদ্ধতি গ্রহণ করা; বিপজ্জনক পথে পা দেওয়া। (২) (লাক্ষণিক ব্যক্তি) নির্ভরযোগ্য নয় এমন; নীতিবর্জিত: He is as slippery as an eel, বাইন বা বাইম মাছের মতো পিছল। slipperiness (noun)
- English Word slippy Bengali definition [স্লিপি] (adjective) (কথ্য) (১) পিছল। (২) (প্রাচীন প্রয়োগ) চটপটে: Be slippy about it.
- English Word slipshod Bengali definition [স্লিপ্শড্] (adjective) নোংরা ও অপরিপাটি; যত্নহীন; আলুথালু; বিশৃঙ্খল: a slipshod style.
- English Word slit Bengali definition [স্লিট্] (noun) [Countable noun] সংকীর্ণ ফাঁক বা ফাটল: The slit of a letter-box. □ (verb transitive), (verb intransitive) (১) চিরে ফেলা; চিরে খোলা: slit a man’s throat; slit an envelope open. (২) লম্বালম্বিভাবে কেটে বা ছিঁড়ে যাওয়া: The shirt has slit down the back.
- English Word slither Bengali definition [স্লিদা(র্)] (verb intransitive) টলতে টলতে গড়িয়ে বা পিছলে যাওয়া: slither down a mud-covered slope. slithery (adjective) পিছল।
- English Word sliver Bengali definition [স্লিভা(র্)] (noun) [Countable noun] কাঠের ছোট, পাতলা ফালি বা ছিলকা; কাঠ, কাচ, ধাতু ইত্যাদির সুচালো, ধারালো টুকরা; কোনো বড় টুকরা থেকে ছিলে আনা পাতলা টুকরা: a sliver of cheese. □ (verb transitive), (verb intransitive) সরুসরু ফালি করে কাটা, ছিলকা কেটে নেওয়া; টুকরা টুকরা হয়ে ভাঙা।
- English Word slob Bengali definition [স্লব্] (noun) (অপশব্দ) অত্যন্ত নোংরা বা অমার্জিত লোক।
- English Word slobber Bengali definition [স্লবা(র্)] (verb intransitive), (verb transitive) (১) (শিশুদের মতো) মুখ দিয়ে লালা বের করা। slobber over somebody কারো জন্য মাত্রাতিরিক্ত ও আবেগাপ্লুত প্রেম বা অনুরাগ প্রদর্শন করা। (২) লালাসিক্ত করা: The baby has slobbered its bib. □ (noun) [uncountable noun] মুখনিঃসৃত লালা; ভাবাবেগতাড়িত কথন ইত্যাদি।
- English Word sloe Bengali definition [স্লো] (noun) [countable noun] ছোট, নীলচে-কালো, অত্যন্ত টক বুনো ফল; বৈঁচি ফুল; বৈঁচির ঝোপ। sloe-gin (noun) এই ফল থেকে জিনসহযোগে তৈরি মদবিশেষ।
- English Word slog Bengali definition [স্লগ্] (verb intransitive), (verb transitive) slog (at) (বিশেষত মুষ্টিযুদ্ধ ও ক্রিকেট খেলায়) সজোরে আঘাত করা; অবিচলিতভাবে হাটা বা কাজ করা: slog (at) the ball; slog away at one’s work; slogging along the road. slogger (noun) যে ব্যক্তি (বলে) সজোরে আঘাত করে (যেমন ক্রিকেট খেলায়); কঠোর পরিশ্রমী।
- English Word slogan Bengali definition [স্লোগান্] (noun) [Countable noun] দল বা গোষ্ঠীগত জিগির, স্লোগান; নীতিবাণী; বিজ্ঞাপনে ব্যবহৃত কথা; বিজ্ঞাপনী: political slogans, natty slogans to catch the buyer.
- English Word sloop Bengali definition [স্লূপ্] (noun) এক মাস্তুলের ছোট পালতোলা জাহাজ।
- English Word slop 1 Bengali definition [স্লপ্] (verb intransitive), (verb transitive) (১) (তরল পদার্থ) উপচে পড়া: The tea slopped (over) into the saucer. (২) slop over somebody= slobber over somebody. (৩) ছলকে পড়া বা ছলকে ফেলা: slop milk over the table-cloth, ছিটানো। (৪) নোংরা পানি বা তরল আবর্জনা খালি করা। (৫) জগাখিচুড়ি বা লেজে-গোবরে করা: slop paint all over the floor. (৬) ছিটানো: Some children love slop ping about in puddles. □ (noun) slops ১ রান্নাঘর বা শোয়ার ঘরের নোংরা পানি; (কারাপ্রকোষ্ঠের মতো বালতিতে জমা করা) মল বা মূত্র। slop-basin (noun) খাবার টেবিলে চায়ের কাপের তলানি ধারণ করার জন্য গামলা। slop-pail (noun) শোয়ার ঘরের তরল আবর্জনা সরাবার বালতি। (২) বিশেষত অসুস্থ ব্যক্তিদের জন্য তরল খাবার, যেমন দুধ, স্যুপ, ঝোল ইত্যাদি পরিত্যক্ত তরল খাবার (যা সাধারণত শূকরের খাদ্য)।
- English Word slop 2 Bengali definition [স্লপ্] (noun) (বিশেষত নৌবাহিনীতে নাবিকদের জন্য সরবরাহকৃত) (সাধারণত plural) সস্তা, রেডিমেড পোশাক; বিছানাপত্র। slop-shop (noun) যে দোকানে এ রকম পোশাক বা বিছানাপত্র বিক্রি হয়।