Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word snuggery Bengali definition [স্নাগারি] (noun) নিরালা আরামপ্রদ জায়গা, বিশেষত আরামের জন্য বিশেষভাবে নির্মিত ও সজ্জিত নিজের একান্ত কক্ষ
  • English Word snuggle Bengali definition [স্নাগ্‌ল্] (verb intransitive), (verb transitive) (১) snuggle (up) (to somebody) আরাম, উষ্ণতা বা স্নেহ পাওয়ার জন্য (কারো শরীর ঘেঁষে) শোয়া বা বসা বা দাঁড়ানো: The child snuggled up to its mother. He snuggled down in bed, আরাম করে শুয়ে পড়ল/বসল। (২) snuggle somebody to somebody কাছে টেনে আনা: The mother snuggled the child close to her.
  • English Word so 1 Bengali definition [সো] adverb of degree এই বা ঐ পরিমাণে অথবা মাত্রায়; এতটা; অতটা(১) (not+so+adjective/adverb+as–এই ছকে): It is not so easy as I thought it would be. (২) (so+adjective+as+ to + infinitive)- এই ছকে): I am not so stupid as to do that. (৩) (so+ adjective/adverb + that): She was so shocked that she couldn’t speak. (৪) (যদি adjective- টি কোনো singular noun-কে বিশেষিত করে তাহলে adjective এবং noun- এর মাঝখানে indefinite article বসাতে হয়। এমন ক্ষেত্রে such ব্যবহার করা অনেক সময় শ্রেয় হতে পারে): I am not so big a name (= not such a big name) as you are. (৫) (কথ্যরীতিতে সবিস্ময়ে অত্যন্ত বোঝাতে ব্যবহৃত হয়Ever so (কথ্য): I’m so glad (= very glad) to see you! There is so much (= very much) to do! This is ever so much better!৬ (phrase- সমূহে) so far এ পর্যন্ত: Everything is in order so far, এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। so far as যতদূর, যতটা (তাতে): so far as I know, আমি যতদূর জানি। so far, so good এ পর্যন্ত সবই ভালো। so far from পরিবর্তে; উলটা: So far from being a help, she was a hindrance, সাহায্য করবে কী, উলটা বাধা হয়ে দাঁড়িয়েছিল, বা সাহায্য করার পরিবর্তে বাধা হয়ে দাঁড়িয়েছিল। so long as এই শর্তে যে; যদি না: You may come with me so long as you keep your dirty mouth shut. so much/many (অনির্দিষ্ট পরিমাণ/সংখ্যক) এতখানি, এতগুলো: so much milk; so many mangoes. not so much as এটুকু পর্যন্ত না: She didn’t so much as (= didn’t even) look at me, সে আমার দিকে তাকাল না পর্যন্ত; He didn’t so much as ask me to sit down, সে আমাকে বসতে পর্যন্ত বলল না। so much (nonsense, ইত্যাদি); একেবারে; একদম: What you are saying is so much nonsense, তুমি যা বলছ তা একেবারে বাজে কথা। so much for এর এখানেই শেষ; আর নয়: so much for the background of our new colleague, আমাদের নতুন সহকর্মীর অতীত বৃত্তান্তের এখানেই শেষ; so much so that, এমনি; এতোখানি; এতোদূর যে: He is rich so much so that he does not know how to spend his money.
  • English Word so 2 Bengali definition [সো] adverb of manner এইভাবে; ঐভাবে; এমনি করো; অমনি করে: Stand just so, ঠিক এইভাবে দাঁড়াও: So it was I became an actor, এইভাবে আমি অভিনেতা হলাম। (২) (phrase-সমূহে) so-called তথাকথিত: My so-called friends didn’t help me in my troubles. so that (ক) যাতে; যাতে করে: I walked slowly, so that he could catch up with me. (খ) ফলে, এর/তার ফলে: All the doors and windows were shut, so that I thought there was nobody inside the house. so ...that (ক) এমনভাবে যে; এই উদ্দেশ্যে যে: I have so arranged things that you can come here and sign the contract and get back home the same day. (খ) এমন হলো যে, এমনটা ঘটল যে: It so happened that I couldn’t attend the wedding. so as to do something যাতে (করে) ; এমনভাবে যাতে: I got up very early so as to catch the 70’ clock train. He hurried so as not to miss the next bus. (৩) (শব্দ, শব্দসমষ্টি বা অবস্থার বিকল্প হিসেবে ব্যবহৃত): I told you so, এ রকমই/তাই বলেছিলাম; so believe, এ রকমই/তাই বিশ্বাস করি(৪) (so+ pronoun + auxiliary verb - এই ছকে মতৈক্য প্রকাশের জন্য ব্যবহৃত): Rahim: ‘We have done our best’ Karim: ‘So we have.’৫ (‘ও’ also অর্থে so + auxiliary verb + (pronoun) noun ছকে ব্যবহৃত) : You speak Bangla and so do I, আমিও বাংলা বলি। (৬) (বিভিন্ন ব্যবহার) or so কাছাকাছি; প্রায়: He must be fifty or so, পঞ্চাশ বা তার কাছাকাছি, প্রায় পঞ্চাশ: He will be back in another week or so, সপ্তাহখানেকের মধ্যে ফিরবে। and so on (and so forth) ইত্যাকার, অন্যান্য বস্তু ইত্যাদি। just so (ক) মতৈক্য প্রকাশের জন্য ব্যবহৃত হয়। (খ) ফিটফাট: She likes everything to be just so. so to say/ speak বলতে কী; অনুমতি করেন তো বলি। so-and-so [সোউ আন্‌ সোউ] (কথ্য) নাম বলার দরকার নেই এমন ব্যক্তি বা বস্তু: I don’t have to be told what old so-and-so does with his money.(খ) (তুচ্ছ) অপ্রীতিকর ব্যক্তি।
  • English Word so 3 Bengali definition [সো] (conjunction) (১) সুতরাং; অতএব; সে-কারণে; সেই জন্য: Nobody answered my knock, so I went away. You asked me to come, so I came. (২) (বিস্ময়সূচক): So you are back again!
  • English Word so 4, soh Bengali definition [সো] sol [সল্] (noun) স্বর-সপ্তকের পঞ্চম স্বর
  • English Word so-so Bengali definition [সোউ সোউ] (predicatively adjective), (adverb) (কথ্য) খুব একটা ভালো নয়; মোটামুটি এক রকম: ‘ How was the trip?’ ‘Oh, so-so.
  • English Word soak Bengali definition [সোক্] (verb transitive), (verb intransitive) (১) ভিজে যাওয়া; সিক্ত হওয়া; clothes soaking in soapy water. (২) soak something (in something) (কোনো কিছুতে) কোনোকিছু ভিজানো: soak bread in milk. (৩) soak something up কোনোকিছু শুষে নেওয়া: Blotting-paper soaks up ink. soak oneself in something (লাক্ষণিক) কোনোকিছুতে নিজেকে সিক্ত করা; আত্মভূত করা: soak oneself in the atmosphere of a place. (৪) (বৃষ্টি ইত্যাদি) soak somebody (through) কাউকে একেবারে ভিজিয়ে দেওয়া: I got soaked (through). be soaked to the skin চামড়া পর্যন্ত ভিজে যাওয়া; ভিজে সপসপে হওয়া। (৫) soak through something ভেদ করে যাওয়া; কোনো কিছুর ভিতর দিয়ে গলে যাওয়া: The rain soaked through the roof. (৬) (অপশব্দ) চড়া দাম নিয়ে বা অত্যধিক কর বসিয়ে অর্থশোষণ করা: He is in favour of soaking the rich. (৭) (কথ্য) অত্যধিক মদ্য পান করা। □ (noun) (১) সিক্তকরণ; ভেজানো: He gave the shirt a good soak. in soak সিক্ত অবস্থায়: The shirt is in soak ২ (অপশব্দ সাধারণত old soak) মদ্যপsoaker (noun) (১) (কথ্য) ভারী বৃষ্টি। ২ মাতাল
  • English Word soap Bengali definition [সোপ্] (noun) [uncountable noun] সাবান: soap-powder; use plenty of soap and water. soft soap, দ্রষ্টব্য soft (১৫). soap-box (noun) (রাস্তা, পার্ক ইত্যাদি জায়গায়) তাৎক্ষণিকভাবে তৈরি-করা বক্তৃতামঞ্চ: soap-box oratory, লোকখ্যাপানো সস্তা বক্তৃতা। soap-bubble (noun) সাবানের বুদ্বুদ। soap-opera (noun) (America(n)) পারিবারিক সমস্যা নিয়ে রচিত রেডিও বা টিভির সস্তা আবেগসর্বস্ব ধারাবাহিক নাটক। soap-suds (noun) (plural) সাবানের ফেনা। □ (verb transitive) (১) সাবান লাগানো; সাবান দেওয়া: soap oneself. (২) (কথ্য) স্তাবকতা করা; তোষামোদ করাsoapy (adjective) সাবানবিষয়ক; সাবানের মতো: a soapy taste. (২) (লাক্ষণিক) তোষামুদে: He has a soapy manner.
  • English Word soar Bengali definition [সো(র্‌)] (verb intransitive) আকাশে অনেক উঁচুতে ওড়া; পাখা না-নাড়িয়ে আকাশে ভেসে থাকা, উপরে ওঠা: soar like an eagle, a soaring flight; The price of crude oil soared at the outbreak of the Gulf War.
  • English Word sob Bengali definition [সব্‌] (verb intransitive) (verb transitive) (১) দুঃখে বা যন্ত্রণায় ফোঁপানো, বিশেষত ফুঁপিয়ে কাঁদা: She sobbed bitterly. She sobbed herself to sleep, ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। (২) sob something out ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলা: She sobbed out the story of her husband’s death in the liberation war. □ (noun) [countable noun] ফোঁপানি বা ফোঁপানোর শব্দ: Her sobs gradually died down, ধীরে ধীরে থেমে গেল। sob-stuff (noun) [uncountable noun] (কথ্য) করুণরসে সিক্ত রচনা, সিনেমা ইত্যাদি; কাঁদুনে লেখা, কাঁদুনে ছবি ইত্যাদি। sobbingly (adverb)
  • English Word sober Bengali definition [সোবা(র্‌)] (adjective) (১) আত্মনিয়ন্ত্রিত; সংযমী; মিত্যাচারী; ঐকান্তিক; ধীর স্থির; শান্ত; পরিমিত: a sober estimate of what is possible; exercise a sober judgement; be sober-minded, ঐকান্তিক; sober colours, উগ্র নয় এমন রং। sober-sides (adjective) (সেকেলে কথ্য) গুরুগম্ভীর ও শান্ত স্বভাবের মানুষ। (২) মাতাল নয়; অপ্রমত্ত: He never comes home sober in the evening. □ (verb transitive), (verb intransitive) (১) sober (somebody) down শান্ত বা গম্ভীর করা; শান্ত বা গম্ভীর হওয়া: The bad news sobered all of them. The children soon sobered down. (২) sober- (somebody) up নেশা কেটে যাওয়া বা নেশা কাটানো: Put him to bed until he sobers up. An hour’s sleep was enough to sober me up. soberly (adverb)
  • English Word sobriety Bengali definition [সাব্রাইআটি] (noun) [uncountable noun] আত্মনিয়ন্ত্রণ; সংযম; মিতাচার; ঐকান্তিকতা; পরিমিতি; অপ্রমত্ততা; অনুন্মত্ততা
  • English Word soccer Bengali definition [সকা(র্‌)] (noun) [uncountable noun] (কথ্য) ফুটবল খেলা
  • English Word sociable Bengali definition [সোশাব্‌ল্] (adjective) সঙ্গপ্রিয়; মিশুক; বন্ধুভাবাপন্ন; বন্ধুসুলভsociably [সোশআব্‌লি] (adverb) sociability [সোশাবিলাটি] (noun) [uncountable noun]
  • English Word social Bengali definition [সোশ্‌ল্] (adjective) (১) (জীবজন্তু) দলবদ্ধভাবে বাস করে এমন: social ants. Man is a social animal. (২) সমাজবদ্ধ মানুষবিষয়ক; ব্যক্তি ও সমাজের সম্পর্ক বিষয়ক: social customs, social reforms. Social Democrat (রাজনীতিতে) যে ব্যক্তি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সমাজতন্ত্রে উত্তরণ চায়। social security বেকার, অসুস্থ, পঙ্গু নাগরিকদের জন্য সরকারি অনুদান: He is on social security. social services (noun) (plural) (স্বাস্থ্য, বাসস্থান, নিরাপত্তা ইত্যাদি) নাগরিকদের সহায়তাদানের জন্য সংগঠিত সেবামূলক সরকারি কার্যক্রম, এই কার্যক্রমের অন্তর্গত প্রতিষ্ঠানসমূহ। social-work (noun) [uncountable noun] সমাজসেবা। socialworker (noun) সমাজসেবী বা সমাজকর্মী। (৩) সামাজিক: social advancement, নিজের সামাজিক অবস্থানের উন্নয়ন; a social climber, নিজের সামাজিক অবস্থানের উন্নয়নে ব্যস্ত ব্যক্তি। (৪) সঙ্গদান বা সঙ্গলাভসংক্রান্ত; মেলামেশার জন্য: a social club; a social evening, বন্ধুজনের সান্নিধ্যে কাটানো সন্ধ্যা। (৫)= sociable. □ (noun) কোনো ক্লাব বা সংঘ দ্বারা আয়োজিত সামাজিক অনুষ্ঠান বা পার্টি। socially [সোশালি] (adverb)
  • English Word social business Bengali definition [সোশল বিজনিস] (noun) [uncountable noun] সামাজিক ব্যবসা। এ ব্যবসার মূল উদ্যোক্তা বাংলাদেশের নোবেলজয়ী ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস। তার মতে, নতুন স্বপ্ন, নতুন বিশ্ব- এটাই সামাজিক ব্যবসার মূল চেতনা।
  • English Word social cleansing Bengali definition [সোশল্ ক্লেনজিঙ] (noun) কোনো বিশেষ এলাকা থেকে অবাঞ্ছিত সম্প্রদায়কে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় কর্তৃক সাধারণত বলপ্রয়োগ বা প্রাণনাশের মাধ্যমে উৎখাত; রাজনৈতিক উচ্ছেদ: Unlike gentrification, social cleansing is always government-initiated. See = ethnic cleansing.
  • English Word socialism Bengali definition [সোশালিজাম্‌] (noun) [uncountable noun] ভূমি, পরিবহন, প্রধান শিল্পসমূহ ও প্রাকৃতিক সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন ও পরিচালনাধীন থাকবে এবং সমস্ত সম্পদ সব নাগরিকের মধ্যে সমানভাবে বন্টিত হবে- এই আর্থ-রাজনীতিক ও দার্শনিক মতবাদ; সমাজতন্ত্রsocialist (noun) সমাজতন্ত্রী। □ (adjective) সমাজতান্ত্রিক: a Socialist Party. socialize, socialise [সোশালিজাম্‌আইজ্‌] (verb transitive) সমাজবদ্ধ বা সমাজতান্ত্রিক করা; সমাজতান্ত্রিক নীতি অনুসারে পরিচালিত করা। socialized medicine (America(n)) বিনামূল্যে প্রদত্ত সরকারি চিকিৎসা। socialization, socialisation [সোইশালাইজেইশ্‌ন America(n) সোইশালিজ্‌ইশ্‌ন] (noun)
  • English Word socialite Bengali definition [সোশালাইট্] (noun) (কথ্য) শৌখিন সমাজে বিশিষ্ট ব্যক্তি
  • English Word society Bengali definition [সাসাইআটি্] (noun) (১) [uncountable noun] সমাজবদ্ধ জীবনযাত্রা; সমাজবদ্ধতা; সভ্য মানবগোষ্ঠীর রীতিনীতি; যে প্রথায় মানুষ একত্রে গোষ্ঠীবদ্ধ হয়ে বাস করে; সমাজ: a danger to society. (২) [countable noun] সামাজিক society - গোষ্ঠী: modern industrial societies; বিশেষ কোনো সম্প্রদায়; যথা; মুসলিম সম্প্রদায়; হিন্দু সম্প্রদায়। (৩) সঙ্গ; সংসর্গ; সান্নিধ্য: It’s a pleasure to spend an evening in the society of one’s friends. (৪) কোনো জায়গা, অঞ্চল, দেশ ইত্যাদির শৌখিন বা বিশিষ্ট ব্যক্তিবর্গ; সমাজের উপরতলা: Leaders of society; high (অর্থাৎ, সবচেয়ে বিত্তবান, প্রভাবশালী ইত্যাদি) society; a society woman; society news. (৫) [countable noun] কোনো উদ্দেশ্য সামনে রেখে প্রতিষ্ঠিত সংগঠন; সংঘ; ক্লাব; সমিতি; অ্যাসোসিয়েশন: a debating society; a cooperative society; the Diabetic Society of Bangladesh.
  • English Word socio- Bengali definition [সোসিওউ-] society বা sociology-এর (prefix)
  • English Word sociology Bengali definition [সোসিঅলাজি] (noun) [uncountable noun] সমাজবিজ্ঞান; সমাজবিদ্যাsociologist [সোসিঅলাজিস্‌ট্] (noun) সমাজবিজ্ঞানী। sociological [সোসিআলজিক্‌ল্‌] (adjective) সমাজবিদ্যাবিষয়ক। sociologically [সোসিঅলাজিক্লি] (adverb)
  • English Word sock 1 Bengali definition [সক্] (noun) (১) (প্রায়ই pair of socks) ছোট সোজা; হাফ সোজাpull one’s socks up (কথ্য) নিজেকে; নিজের কাজকে উন্নত করা। put a sock in it (অপশব্দ) চুপ করা। (২) জুতার সুকতলি
  • English Word sock 2 Bengali definition [সক্] (noun) (অপশব্দ) ঘুষি (বা কোনোকিছু ছুড়ে মারা আঘাত) : Give him a sock on the jaw! জোরে মারো! □ (verb transitive) ঘুষি মারা: Sock him on the jaw; কোনোকিছু ছুড়ে মারা: Sock! a brick at him. □ (adverb) (অপশব্দ) সোজাসুজি; জুতসইভাবে: (hit somebody) sock in the eye.
  • English Word socket Bengali definition [সকিট্‌] (noun) যে স্বাভাবিক বা কৃত্রিম গর্তের মধ্যে কোনোকিছু বসে বা ঘোরে; কোটর: the sockets, চোখের কোটর; a socket for an electric light bulb.
  • English Word sod 1 Bengali definition [সড্] (noun) [uncountable noun] ঘাস ও তার শিকড়যুক্ত মাটিসহ তৃণক্ষেত্রের উপরের স্তর; [countable noun] চারকোনা ঘাসের চাপড়া।
  • English Word sod 2 Bengali definition [সড্] (noun) (হঠাৎ রাগে বা বিরক্তিতে ব্যবহৃত অশ্লীল গাল): You sod! শালা জঞ্জাল! □ (verb intransitive) sod (it) নিকুচি করি! sod off ভাগ (শালা)! sodding (attributively adjective) (জোর দিতে ব্যবহৃত শব্দ): What a sodding mess!
  • English Word soda Bengali definition [সোডা] (noun) [uncountable noun] সাবান, কাচ ইত্যাদি তৈরিতে ব্যবহৃত সাধারণ রাসায়নিক পদার্থ; সোডা: washing soda, কাপড় কাচার সোডা; baking-soda, রান্নার সোডা। soda-biscuit/cracker রান্নার সোডা ও টক দুধসহযোগে তৈরি বিস্কুট। soda-fountain (noun) পানীয় সোডার জল, বরফ ইত্যাদির দোকান। soda pop (America(n) কথ্য) আইসক্রিমসহযোগে প্রস্তুত পানীয় সোডার জল। soda-water (noun) পানীয় সোডার জল; সোডাওয়াটার।
  • English Word sodden Bengali definition [সড্‌ন্‌] (adjective) (১) সিক্ত, ভেজা: clothes sodden with rain. (২) (রুটি ইত্যাদি) ভালো সেকা না-হওয়ার ফলে ভারী ও কাঁচা কাঁচা; চটচটে ভেজা ভেজা; আধ-সেকা(৩) (প্রায়ই drink-sodden) অতিরিক্ত মদ্যপানের ফলে বুদ্ধিভ্রষ্ট বা বিহ্বল