Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word slander Bengali definition [স্লা:ন্‌ডা(র্) America(n) স্ল্যান্‌ডা(র্)] (noun) [countable noun, uncountable noun] মিথ্যাকলঙ্ক; অপবাদ: a slander on Bengali women; bring a slander action against somebody, অপবাদ দেওয়ার জন্য কারো বিরুদ্ধে আদালতে মামলা করা।  (verb transitive) (আউকে) অপবাদ দেওয়া। slander (noun) অপবাদদানকারী ব্যক্তি। slanderous [স্লা:ন্‌ডার্আস্‌] (adjective) মিথ্যাকলঙ্ক আরোপকারী বা মিথ্যা কলঙ্কপূর্ণ।
  • English Word slang Bengali definition [স্ল্যাঙ্] (noun) [uncountable noun] যেসব শব্দ, শব্দার্থ, বিশিষ্টার্থক প্রয়োগ ইত্যাদি বন্ধু বা সহকর্মীদের মধ্যে আলাপকালে, বিশেষত কোনো শ্রেণি বা পেশায় মাত্র ব্যবহৃত হয়, কিন্তু শোভন বা আনুষ্ঠানিক রচনায় ব্যবহৃত হয় না; অপশব্দ (এই অভিধানে ব্যবহৃত সংক্ষেপ: অপ.): army slang; slang words and expressions. দ্রষ্টব্য colloquial. □ (verb transitive) কারো প্রতি অশালীন ভাষা ব্যবহার করা; পাল দেওয়া: He never tires of slanging the socialists. a slanging match দীর্ঘ পারস্পরিক গালিগালাজ। slangy (adjective) অপশব্দ মিশ্রিত; অপভাষী। slangily [স্ল্যাঙ্ইলি] (adverb) slanginess (noun)
  • English Word slant Bengali definition [স্লা:ন্‌ট্ America(n) স্ল্যান্‌ট্] (verb intransitive), (verb transitive) (১) ঢালু হয়ে মামা; তির্যক হয়ে পড়া বা তির্যকভাবে যাওয়া; বেঁকে যাওয়া: Her handwriting slants from right to left. (২) slant the news এমনভাবে সংবাদ পরিবেশন করা যাতে কোনো বিশেষ মত সমর্থিত হয়। □ (noun) (১) [countable noun] ঢালon a/the slant ঢালু অবস্থায়। (২) (কথ্য) কোনোকিছু বিবেচনাকালে গৃহীত (ক্ষেত্রবিশেষে পক্ষপাতগ্রস্ত) দৃষ্টিভঙ্গিslantingly, slantwise [স্লা:ন্ট্ওআইজ্‌] (adverb(s)) তির্যকভাবে বা তির্যক/পথে।
  • English Word slap Bengali definition [স্ল্যাপ্] (verb transitive) (১) চড় বা থাপ্পড় মারা; চপেটাঘাত করা: He slapped the man on the face. (২) slap something down চপেটাঘাতের মতো শব্দ করে কোনো কিছু রেখে দেওয়া: He slapped the file down on the table. □ (noun) [countable noun] চড়; থাপ্পড়; চপেটাঘাত। get/give somebody a slap in the face (লাক্ষণিক) ধমক খাওয়া/দেওয়া; প্রত্যাখ্যাত হওয়া/প্রত্যাখ্যান করা। □ (adjective) সোজাসুজি; সরাসরি; পুরাপুরি: The lorry ran slap into the wall. slap-bang (adverb) প্রচণ্ডভাবে; মুখোমুখি। slapdash (adjective), (adverb) অসতর্ক(ভাবে); বেপরোয়া(ভাবে): a slapdash way of doing something; do something slapdash/in a slapdash manner. slap-happy (adjective) (কথ্য) বেপরোয়া; নিশ্চিন্ত; ভাবনাহীন। slapstick (noun) [Uncountable noun] অত্যন্ত নিম্নমানের স্থূল রসাত্মক প্রহসন; হিংস্রতা সৃষ্ট বা হিংস্রতালব্ধ মজা; বীভৎস রস: (attributive(ly)) slapstick comedy. slap-up (adjective) (অপশব্দ) প্রথম শ্রেণির; উৎকৃষ্ট: a slap-up dinner at a slap-up hotel.
  • English Word slash Bengali definition [স্ল্যাশ্‌] (verb transitive), (verb intransitive) (১) ফালাফালা করে কাটা; চিরে ফেলা; চাবকানো; কশাঘাত করা: His back was slashed with a razor-blade. He slashed the horse in a frenzy of despair. (২) অত্যন্ত স্পষ্ট ও জোরালোভাবে নিন্দা করা: slash the government’s education policy. (৩) (কথ্য) প্রচণ্ডভাবে হ্রাস করা: slash salaries. (৪) (সাধারণত passive) (অলংকরণের জন্য) লম্বা, চিকন খাঁজ কাটা: slashed sleeves. □ (noun) (১) ফালাফালা করে কর্তন; কশাঘাত; লম্বা চিকন ক্ষত; লম্বা চিকন কাটাচিহ্ন(২) (অশিষ্ট, অপশব্দ) মূত্রত্যাগ
  • English Word slat Bengali definition [স্ল্যাট্] (noun) কাঠ, ধাতু বা প্লাস্টিকের লম্বা, সরু পাত ভিনিশীয় জানালার খড়খড়িতে এ রকম পাত ব্যবহার করা হয়slated (adjective) এ রকম পাতে তৈরি বা এ রকম পাতবিশিষ্ট।
  • English Word slate Bengali definition [স্লেইট্] (noun) (১) [uncountable noun] স্লেটপাথর; [countable noun] ছাদ আচ্ছাদনের জন্য ব্যবহৃত স্লেটপাথরের বর্গাকার বা আয়তকার ফলক: a slate quarry. স্লেটপাথরের খনি; a slate covered roof. (২) [countable noun] (স্কুলের ছেলেমেয়েদের লেখার জন্য ব্যবহৃত) কাঠের ফ্রেমে বাঁধানো স্লেটপাথরের ফালি; স্লেটa clean slate (ক) (লাক্ষণিক) নিষ্কলঙ্ক অতীত ইতিহাস: He started with a clean slate.(খ) (লাক্ষণিক) ভুলভ্রান্তি, ঝগড়াবিবাদ ইত্যাদি ভুলে গিয়ে নতুন করে শুরু করা। slate-club (noun) (British/Britain) যে সমিতি বা ক্লাব সারা বছর চাঁদা তুলে ক্রিসমাসের সময়ে সংগৃহীত সমুদয় অর্থ সমিতির সদস্যদের মধ্যে বিতরণ করে দেয়। slate-pencil (noun) স্লেটে লেখার জন্য স্লেটপাথরে তৈরি সরু পেনসিল। □ (verb transitive) (১) স্লেটফলক দিয়ে (ছাদ ইত্যাদি) আচ্ছাদিত করা(২) (America(n) কথ্য) কোনো পদ, কাজ ইত্যাদির জন্য কাউকে প্রস্তাব করা: (সংবাদ শিরোনাম) He slated for the Presidency. (৩) (কথ্য) (বিশেষত বই, নাটক ইত্যাদি বিষয়ক সংবাদ-সমীক্ষায়) তীব্র সমালোচনা করাslaty (adjective) স্লেটপাথরের তৈরি; স্লেটপাথরতুল্য: slaty coal. slating (noun) বিরূপ সমালোচনা: I gave him a sound slating.
  • English Word slattern Bengali definition [স্ল্যাটান্‌] (noun) নোংরা অসংবৃত স্ত্রীলোকslatternly (adjective) (নারী) নোংরা ও অসংবৃত।
  • English Word slaughter Bengali definition [স্লোটা(র্‌)] (noun) [uncountable noun] (১) (বিশেষত খাদ্যের জন্য) পশুবধslaughterhouse (noun) কসাইখানা। (২) ব্যাপক নরহত্যা। □ (verb transitive) (১) বিশেষত ব্যাপক সংখ্যায় (মানুষ বা পশু) হত্যা করা(২) (লাক্ষণিক কথ্য) (বিশেষত খেলায়) গো-হারা হারিয়ে দেওয়া: We slaughtered them at football. slaughterer (noun) কসাই।
  • English Word Slav Bengali definition [স্লা:ভ] (noun) রুশ, চেক, পোলিশ, বুলগেরিয়ান প্রভৃতি পূর্ব-ইউরোপীয় জাতির লোক; স্লাভ। □ (adjective) স্লাভজাতীয়।
  • English Word slave Bengali definition [স্লেইভ্‌] (noun) (১) ক্রীতদাস; কেনা গোলামslave-driver (noun) ক্রীতদাসদের কাজ তদারককারী ব্যক্তি; যে ব্যক্তি তার অধীনস্থ লোকদের নির্মমভাবে খাটায়। slaveship (noun) দাস ব্যবসায়ে ব্যবহৃত জাহাজ। slave States (noun) (plural) গৃহযুদ্ধের পূর্বে উত্তর আমেরিকার দক্ষিণাঞ্চলীয় যে সমস্ত রাজ্যে দাসপ্রথা চালু ছিল। slave-trade/ slave-traffic (noun) দাসব্যবসা। (২) যে ব্যক্তি অন্যের জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য হয়: She made a slave of her own step daughter. (৩) অভ্যাস, প্রবৃত্তি ইত্যাদির দাস: He is a slave of fashion. □ (verb intransitive) slave (away) (at something) খেটে মরা: She has been slaving away in the kitchen for the whole day! সারাদিন রান্নাঘরে খেটে মরছে। slaver (noun) দাস ব্যবসায়ী; দাসব্যবসায় ব্যবহৃত জাহাজ। slavey [ স্লেইভারি] (noun) [uncountable noun] (১) (ক্রীত) দাসত্ব: These men were all born into slavery. (২) (ক্রীত) দাসপ্রথা: He is one of those men who fought for the abolition of slave. (৩) অত্যন্ত শ্রমসাধ্য বা কম বেতনের কাজslavish [স্লেইভিশ্‌] (adjective) স্বাধীনতা বা স্বাতন্ত্র্যহীন; হীনমন্য: slave outlook; a slave behaviour slavely (adverb)
  • English Word slaver Bengali definition [স্ল্যভা(র্‌)] (verb intransitive) slaver (over) (ক্ষুধায়) মুখ দিয়ে লালা ঝরা: slaver over a plate of biriani; (লাক্ষণিক) লালায়িত হওয়া; অতি আগ্রহে হুমড়ি খেয়ে পড়া: slaver over a film magazine. □ (noun) [uncountable noun] থুতু; লালা।
  • English Word Slavonic Bengali definition [স্লাভনিক্] (adjective) স্ল্যাভ জাতি বা তাদের ভাষা সম্বন্ধীয়
  • English Word slaw Bengali definition [স্লো] (noun) [uncountable noun] (প্রায়ই coleslaw) কুচি কুচি করে কাটা, মসলা মাখানো, কাঁচা বা রান্না করা বাঁধাকপি
  • English Word slay Bengali definition [স্লেই] (verb transitive) (সাহিত্যিক বা আলংকারিক অর্থ) খুন করা; হত্যা করাslayer (noun) (সাংবাদিকতা) খুনি।
  • English Word sleazy Bengali definition [স্লীজি] (adjective) (কথ্য) যত্নহীন, অবহেলিত, নোংরা, অপরিচ্ছন্ন বা অগোছালো: a sleazy room; a sleazy look.
  • English Word Sled Bengali definition [স্লেড্‌] (noun) = sledge.
  • English Word sledge 1 Bengali definition [স্লেজ্‌] (noun) বরফের উপর দিয়ে চলাচলের জন্য ব্যবহৃত চাকাহীন গাড়িবিশেষ; স্লেজগাড়ি। □ (verb intransitive), (verb transitive) স্লেজগাড়িতে করে চলা বা বহন করা।
  • English Word sledge 2 Bengali definition [স্লেজ্‌] (noun) sledge (-hammer) মাটিতে খুঁটি পোঁতার জন্য ব্যবহৃত লম্বা হাতলওয়ালা ভারী হাতুড়ি; কামারের ভারী হাতুড়ি
  • English Word sleek Bengali definition [স্লীক্] (adjective) (মাথার চুল, পশুর লোম ইত্যাদি) নরম মসৃণ ও চকচকে; (ব্যক্তি) নরম মসৃণ ও চকচকে চুলবিশিষ্ট। as sleek as a cat (লাক্ষণিক) (কাউকে খুশি করতে) অতি সুমধুর বা বিনয়ে বিগলিত আচরণসম্পন্ন। □ (verb transitive) নরম মসৃণ ও চকচকে করা। sleekly (adverb) sleekness (noun)
  • English Word sleep 1 Bengali definition [স্লীপ্] (noun) (১) [uncountable noun] ঘুম; নিদ্রা: didn’t get much sleep. He talks in his sleep. get to sleep ঘুমাতে পারা: He said he couldn’t get to sleep last night. go to sleep নিদ্রিত হওয়া; ঘুমিয়ে পড়া। have one’s out আপনা থেকে জেগে না ওঠা পর্যন্ত ঘুমাতে থাকা: Let him have his sleep out. put somebody to sleep কাউকে ঘুম পাড়ানো। put (a pet animal) to sleep (সুভাষণরীতি) (অসুস্থতা ইত্যাদির কারণে) ইচ্ছাকৃতভাবে মেরে ফেলা। (২) a sleep নিদ্রায় অতিবাহিত সময়ে; নিদ্রার কালে: Have a Short sleep. sleep-walker (noun) যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় উঠে হেঁটে বেড়ায়; নিদ্রাচর। sleepless (adjective) নিদ্রাহীন; বিনিদ্র: Pass a sleepless night. sleeplessly (adverb) sleeplessness (noun)
  • English Word sleep 2 Bengali definition [স্লীপ্] (verb intransitive), (verb transitive) (১) ঘুমানো; নিদ্রিত হওয়া; ঘুমিয়ে পড়া: We sleep during the night. She sleeps well. sleep like a top/log অঘোরে ঘুমানো। sleep round the clock; sleep the clock round এক নাগাড়ে বারো ঘণ্টা ঘুমানো। (২) শয্যার ব্যবস্থা করা; শোয়ার জায়গা দেওয়া: This hotel sleeps 200 giests. sleeping (noun) (যৌগশব্দে)। sleeping-bag (noun) যে উষ্ণ ও পানি নিরোধক ঝোলার মধ্যে খোলা জায়গায় বা তাঁবুতে রাত্রিযাপনকালে ঘুমানো যায়। sleeping-car (noun) ঘুমানোর ব্যবস্থা সংবলিত রেলগাড়ির কামরা। sleeping-draught/-pill (noun) নিদ্রাকর্ষক পানীয়/ঘুমের বড়ি। sleeping partner (noun) (America(n)= silent partner) যে অংশীদার ব্যবসার মূলধনের অংশ জোগায় কিন্তু ব্যবসা পরিচালনায় অংশ নেয় না। sleeping-sickness (noun) আফ্রিকার রক্তপায়ী একজাতীয় মাছির দংশনে সৃষ্ট ব্যাধি, এতে মানসিক বৈকল্য দেখা দেয় এবং পরিণামে (সাধারণত) মৃত্যু ঘটে। sleeper (noun) (১) যে ব্যক্তি নিদ্রা যায়: (adjective(s)- সহ) a heavy/light sleeper, যার ঘুম গাঢ়/হালকা; a good/bad sleeper, যার ঘুম ভাল হয়/ হয় না। (২) (America(n)= tie) রেললাইনের নিচে পাতা কাঠের ভারী তক্তা বা অনুরূপ কোনো বস্তু(৩) শোওয়ার ব্যবস্থাসংবলিত রেলকামরা, এই কামরায়, সংযোজিত শয্যা(৪) (adverbial particle ও preps-সহযোগে ব্যবহার): sleep around (কথ্য) কারো শয্যাসঙ্গী/শয্যাসঙ্গিনী হওয়াsleep in/out কর্মস্থলে/কর্মস্থলের বাইরে ঘুমানো: The housekeeper sleeps in/out. sleep something off ঘুমিয়ে কোনোকিছু থেকে সেরে ওঠা: sleep off a headache. sleep on ঘুমাতে থাকা: He slept on for another hour or so. sleep on something (প্রায়ই sleep on it) কোনো প্রশ্নের উত্তর, সমস্যার সমাধান ইত্যাদি পরের দিনের জন্য তুলে রাখা। sleep through something (শব্দ, গোলমাল ইত্যাদির দ্বারা) নিদ্রাভঙ্গ না হওয়া। sleep with somebody কারো সঙ্গে যৌনসংগমে মিলিত হওয়া; কারো শয্যাসঙ্গী/সঙ্গিনী হওয়া।
  • English Word sleepy Bengali definition [স্লীপি] (adjective) (১) নিদ্রালু; নিদ্রাতুর: I feel sleepy. sleepyhead (noun) (বিশেষত) নিদ্রালু বা অমনোযোগী ব্যক্তিকে সম্বোধনকালে ব্যবহৃত: You sleepy-head. (২) (স্থান ইত্যাদি) নীরব, নিশ্চুপ; নিষ্ক্রিয়: a sleepy little village. (৩) (কোনো কোনো ফল) অতি পাকা: sleepy mangoes. sleepily [স্লীপিইলি] (adverb) sleepiness (noun)
  • English Word sleet Bengali definition [স্লীট্] (noun) [Uncountable noun] বৃষ্টিসহ তুষারপাত: squalls of sleet. □ (verb intransitive) বৃষ্টিসহ তুষারপাত হওয়া: It is sleeting. sleety (adjective)
  • English Word sleeve Bengali definition [স্লীভ্‌] (noun) (১) জামার হাতা; আস্তিনhave something up one’s sleeve ভবিষ্যতে কাজে লাগানোর জন্য কোনো গোপন পরিকল্পনা, ফন্দি, মতলব ইত্যাদি থাকা। laugh up one’s sleeve মনে মনে হাসা। roll up one’s sleeves কাজে নামা বা মারপিট করতে প্রস্তুত হওয়া। wear one’s heart on one’s sleeve (কারো জন্য লালিত) প্রেমানুভূতিকে সবার কাছে বড় বেশি চাক্ষুস করে তোলা; যথার্থ সংযম প্রদর্শনে ব্যর্থ হওয়া। (২) গ্রামোফোন রেকর্ড রাখার জন্য শিল্পী, অভিনেতা ইত্যাদির সংক্ষিপ্ত পরিচয় বহনকারী শক্ত কভার বা মোড়ক(৩) বাতাসের গতি নির্দেশ করার জন্য জাহাজের মাস্তুলের উপর বা বিমানবন্দরে উড়িয়ে দেওয়া চটের নল বা বেলুনsleeved (suffix), short sleeved. খাটো হাতাওয়ালা। sleeveless (adjective) হাতাছাড়া; আস্তিনবিহীন।
  • English Word sleigh Bengali definition [স্লেই] (noun) ঘোড়ায় টানা স্লেজগাড়িsleigh-bell (noun) স্লেজগাড়ি কিংবা স্লেজগাড়ি টানা ঘোড়ার জিনে লাগানো টুংটাং শব্দ করা ছোট ঘণ্টি। □ (verb intransitive), (verb transitive) স্লেজগাড়িতে চড়ে ভ্রমণ বা যাতায়াত করা; স্লেজগাড়িতে করে (মালপত্র) বহন করা।
  • English Word sleight Bengali definition [স্লাইট্] (noun) (প্রচলিত ব্যবহার) sleight of hand হস্তকৌশল বা হাতের মারপ্যাচ; ভেলকিবাজি
  • English Word slender Bengali definition [স্লেন্‌ডা(র্‌)] (adjective) (১) সরু: a slender waist. (২) (ব্যক্তি) হালকা-পাতলা; মোটাসোটা নয়: a dancer with a slender figure. (৩) সামান্য; অতি অল্প; অপ্রতুল; অপর্যাপ্ত: a slender income. slenderly (adverb) slenderness (noun) slenderize, slenderise [স্লেন্‌ডা(র্‌)আইজ] (verb transitive), (verb intransitive) (America(n)) হালকা-পাতলা হওয়া; হালকা-পাতলা করা।
  • English Word slept Bengali definition [স্লেপ্‌ট্‌] sleep- এর past tense, past participle
  • English Word sleuth Bengali definition [স্লূথ্] (noun) (কথ্য) গোয়েন্দাsleuth-hound (noun) ব্লাডহাউন্ড কুকুর; গন্ধ অনুসরণকারী কুকুর।