• Bengali Word silver English definition [সিল্‌ভা(র্‌)] (noun) [uncountable noun] ১ রূপা; (রাসায়নিক প্রতীক' Ag): table silver, কাঁটাচামচ ইত্যাদি।
    silver plate রূপার প্রলেপযুক্ত ধাতবসামগ্রী। be born with a silver spoon in one’s mouth বিত্তবান পরিবারে জন্মগ্রহণ করা। (২) রৌপ্যমুদ্রা: Taka 5 in silver. I have no silver on me. (৩) রৌপ্যনির্মিত পাত্র, বাসনকোসন, ধূপাধার ইত্যাকার সামগ্রী: sell one’s silver to pay one’s debts. (৪) (attributive(ly)) রুপার রং: The silver moon; (ধ্বনি) মৃদু ও স্পষ্ট: He has a silver tongue, সে সুবক্তা। silver grey উজ্জ্বল ধূসর। the silver screen সিনেমা; সিনেমার পরদা। (৫) (শিল্পে ও সাহিত্যে) দ্বিতীয় শ্রেষ্ঠ: The silver age. দ্রষ্টব্য golden (২),৬ (যৌগশব্দ) silver birch (noun) রুপালি বাকলবিশিষ্ট সাদা বার্চ গাছ। silver-fish (noun) ছোট পাখনাহীন পতঙ্গ, এরা বই-এর বাঁধাই, কাপড়চোপড় ইত্যাদি নষ্ট করে। silverpaper (কথ্য) রাংতা। silverside (noun) গোমাংস খণ্ডের সবচেয়ে ভালো দিক। silversmith (noun) রৌপ্যসামগ্রী নির্মাতা; রৌপ্যকার; রৌপ্যসামগ্রীর ব্যবসায়ী। silverwedding (noun) পঁচিশতম বিবাহবার্ষিকী: My parents celebrate their silver wedding (anniversary) this year. □ (verb transitive), (verb intransitive) (১) রুপার অথবা রুপালি প্রলেপ দেওয়া; রূপার মতো উজ্জ্বল করা। (২) সাদা বা রুপালি রং ধারণ করা: His hair has silvered. silvery (adjective) রুপার মতো; রুপালি।