• Bengali Word gold English definition [গোউল্‌ড্‌] (noun) [uncountable noun] ১ স্বর্ণ; সোনা।
    worth one’s weight in gold অমূল্য; অপরিহার্য। (২) মোটা অঙ্কের টাকা; জনসম্পদ। (৩) (লাক্ষণিক) উজ্জ্বল বা অতিমূল্যবান বস্তু; অনন্য গুণ: a heart of gold. (8) সোনালি রং: the gold of the setting sun. (৫) (যৌগশব্দ) gold-beater (noun) যে ব্যক্তি সোনার পাত তৈরি করে। gold-digger (noun) যে ব্যক্তি সোনার সন্ধানে মাটি খোঁড়ে; স্বর্ণসন্ধানী (অপশব্দ) যে নারী পুরুষের কাছ থেকে টাকা আদায়ের জন্য তার রূপ-লাবণ্য ব্যবহার করে। gold-dust (noun) স্বর্ণরেণু। goldfield (noun) স্বর্ণখনি-অঞ্চল। goldfinch (noun) উজ্জ্বল রং ও সোনালি পাখার গায়ক পাখি। goldfish (noun) সোনালি মাছবিশেষ। gold-foil, gold-leaf (noun) [uncountable noun] সোনারপাত। goldmine (noun) সোনার খনি; (লাক্ষণিক) সম্পদের উৎস। gold-plate (noun) [uncountable noun] সোনার বাসনকোসন। gold-rush (noun) সদ্য আবিষ্কৃত সোনার খনির দিকে যৎপরোনাস্তি ছুটে-যাওয়া। goldsmith (noun) স্বর্ণাকার; স্যাকরা। goldstandard দ্রষ্টব্য standard.