• Bengali Word fire 1 English definition [ফাইআ(র্)] [noun] [uncountable noun] ১ অগ্নি; আগুন; জ্বলন্ত অবস্থা: Fire burns.
    There is no smoke without fire (প্রবাদ) যেকোনো গুজবের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। on fire আগুনের কবলে: The house was on fire. play with fire বোকামিপূর্ণ ঝুঁকি নেওয়া। set something on fire; set fire to something কোনো কিছুতে আগুন ধরিয়ে দেওয়া: The man set fire to his own house. Not (ever)/never set the Thames on fire, খুব উল্লেখযোগ্য কিছু না-করা: There are few boys who will ever fire the Thames on fire. take/catch fire পুড়তে শুরু করা: Paper catches fire easily. Strike fire from কোনো কিছুতে আঘাত করে বা ঘষে স্ফুলিঙ্গ বের করা: strike fire from flint. (২) [uncountable noun] ধ্বংসাত্মক অগ্নিকাণ্ড: You should insure your house against fire. fire and sword (যুদ্ধে) অগ্নিকাণ্ড ও হত্যা। firerisk(s) আগুনের সম্ভাব্য কারণসমূহ। (৩) [countable noun] ধ্বংসাত্মক অগ্নিকাণ্ডের উদাহরণ: a fire in a coal-mine. (৪) [countable noun] চুল্লি ইত্যাদির জ্বালানি (যা দিয়ে কক্ষ, দালান ইত্যাদি গরম করা যায় বা রান্না করা যায়): There is a fire in the next room. lay a fire আগুন জ্বালাতে কাঠ, কয়লা, কাগজ ইত্যাদি একত্রীকরণ বা সাজানো (আলংকারিক অর্থ উনুন সাজানো)। make a fire আগুন জ্বালানো। make up a fire আগুন কমে এলে শিখা বাড়ানোর জন্য আরো জ্বালানি প্রদান। electric fire এক রকম বৈদ্যুতিক চুল্লি। gas fire (noun) এক রকম গ্যাসচুল্লি। (৫) [uncountable noun] গুলি ছোড়া (বন্দুক ইত্যাদি থেকে)। between two fires উভয় দিক থেকে নিক্ষিপ্ত গোলাগুলির মধ্যে। running fire (ক) সৈন্যদল কর্তৃক অবিশ্রান্ত গুলি চালনা। (খ) (আলংকারিক অর্থ) অব্যাহতভাবে সমালোচনা বা আক্রমণাত্মক প্রশ্ন উত্থাপন। (৬) [uncountable noun] বলিষ্ঠ আবেগ; ক্রোধ বা উত্তেজনাপূর্ণ অনুভূতি: His speech always lacks fire. (৭) (যৌগশব্দে)fire-alarm (noun) অগ্নিসংকেত, আগুন লাগলে সবাইকে জানানোর বা সতর্ক করার জন্য যে ঘণ্টা বাজানো হয়। firearm (noun) (সাধারণত plural) রাইফেল, বন্দুক, পিস্তল বা রিভলবার; আগ্নেয়াস্ত্র। fireball (noun) বিস্ফোরিত আণবিক বোমার কেন্দ্রাতিগ অংশ। fire bird (noun) কমলা ও কালো রঙের পুচ্ছবিশিষ্ট পাখিবিশেষ (উত্তর আমেরিকায় পাওয়া যায়)। firebomb (noun) আগুনে বোমা; অগ্নিবোমা; যে বোমা বিস্ফোরিত হলে ধ্বংসকর আগুনের সৃষ্টি হয়। firebox (noun) বাষ্পচালিত ইনজিনের যেখানে জ্বালানি থাকে। firebrand (noun) এক টুকরো জ্বলন্ত কাঠ, (আলংকারিক অর্থ) যে ব্যক্তি সামাজিক বা রাজনৈতিক কলহের সৃষ্টি করে। firebreak (noun) (ক) দাবানল ইত্যাদির প্রসার রোধে অরণ্যের মধ্যে বৃক্ষশূন্য ফাঁকা জায়গা। (খ) অগ্নিকাণ্ড রোধে কোনো কারখানা বা গুদামে অদাহ্য বস্তু দিয়ে তৈরি দেওয়াল বা প্রতিবন্ধক। firebrick (noun) আগুনে ইট; এক ধরনের ইট যা চুল্লি, চিমনি ইত্যাদিতে ব্যবহৃত হয়। fire-brigade (noun) দমকলবাহিনী। fire-bug (noun) (অশিষ্ট) যে ব্যক্তি আগুন লাগায়। fire clay (noun) [uncountable noun] ইট তৈরিতে ব্যবহৃত মাটি (যা পুড়িয়ে ইট বানানো হয়)। fire control (noun) [uncountable noun] কামান, বন্দুক ইত্যাদির গোলাবর্ষণ নিয়ন্ত্রণের পদ্ধতি। fire-cracker (noun) পটকাবাজি। firedamp (noun) [uncountable noun] কয়লার খনিতে জাত গ্যাসবিশেষ (যা বাতাসের সংস্পর্শে এলেই বিস্ফোরিত হয়)। fire dog (noun) চুলার শিক বা উখা। fire-eater (noun) যে বাজিকর আগুন খাওয়ার খেলা দেখিয়ে রোজগার করে; যে ব্যক্তি সহজেই ঝগড়া লাগায়; কলহপ্রিয় ব্যক্তি। fire-engine (noun) দমকল (আগুন নেভাতে ব্যবহৃত)। fire-escape (noun) অগ্নিতারণ পথ; আগুন লাগলে যে পথ দিয়ে অট্টালিকা প্রভৃতি থেকে বের হয়ে আসা যায়। fire-extinguisher (noun) আগুন নেভাতে যে যন্ত্র থেকে রাসায়নিক পদার্থ ছিটানো হয়; অগ্নিনির্বাপক যন্ত্র। fire-fighter (noun) দমকলকর্মী; যে ব্যক্তি অগ্নিকাণ্ড নির্বাপিত করে। fire-fly (noun) (fire-flies) জোনাকি। fire grate (noun) আগুনের তাওয়া। fire-guard (noun) চুল্লি বা উনুন ইত্যাদির সামনে ধাতুনির্মিত যে আবরণ বা ঘের বা জাফরি থাকে। fire-hose (noun) আগুন নেভাতে ব্যবহৃত জলবাহী নল। fire-irons (noun) আগুন খোঁচানোর চিমটা ইত্যাদি। fire-light (noun) চুল্লি, উনুন ইত্যাদির আগুন থেকে যে আলো আসে। fire-lighter (noun) অগ্নিপ্রজ্বলক; যে কাঠ বা জ্বালানি দিয়ে আগুন ধরানো হয়। fireman [[ফাইআ(র্)মান্‌] (noun) (plural firemen) (ক) যে ব্যক্তি ফার্নেস বা বাষ্পীয় ইনজিনে জ্বালানি তত্ত্বাবধান করে। (খ) দমকলকর্মী। fire-place (noun) বাসগৃহের যে স্থানে আগুন জ্বালানো হয় (সাধারণত দেওয়ালে থাকে); উনুন। fire-policy (noun) অগ্নিবিমাপত্র। fire-power (noun) প্রতি মিনিটে কতবার কামান দাগানো যায়, তার পরিমাপ। fire-proof (adjective) আগুনে পোড়ে না; অদাহ্য। fire-raising (noun) অন্যের ঘরে আগুন লাগানো। fire Service (noun) দমকলবাহিনী। fireside (noun) the fire side উনুনের পাশের জায়গা; উনুনপার্শ্ব: sitting at the fireside ; (আলংকারিক অর্থ) গার্হস্থ্যজীবন:(attributive(ly)) a fireside chair; a homely fireside scene. fire station (noun) দমকলের আস্তানা। fire-stone (noun) অদাহ্য পাথর (যেমন উনুনে বা চুল্লিতে থাকে)। fire-walking (noun) অগ্নিতপ্ত প্রস্তর বা তপ্ত ছাইঢাকা পথের উপর দিয়ে নগ্নপদে হাঁটা। fire-walker, fire-watcher (noun) (দ্বিতীয় বিশ্বযুদ্ধে) বিমান থেকে বোমা পড়ার সঙ্গে সঙ্গে ঐ বোমায় সৃষ্ট আগুন নির্বাপণে নিয়োজিত সৈনিক। fire-watching [noun] [uncountable noun]. fire-water [noun] [uncountable noun] (কথ্য) হুইস্কি, জিন, রাম প্রভৃতি উগ্র সুরা। fire-wood (noun) জ্বালানি হিসেবে ব্যবহৃত কাঠ। fire-work [noun] [countable noun] (সংকেত বা আমোদ-প্রমোদের জন্য) আতশবাজি; (plural) (আলংকারিক অর্থ) বুদ্ধি, আবেগ, ক্রোধ ইত্যাদির প্রকাশ।