• Bengali Word rat English definition [র‌্যাট্] (noun) ১ ধেড়ে ইঁদুর; দলের আশু ব্যর্থতা আঁচ করে যে ব্যক্তি দল ত্যাগ করে।
    smell a rat অন্যায়ের বা অপকর্মের গন্ধ পাওয়া। (look) like a drowned rat কাকের মতো অসহায়ভাবে ভেজা। the rat race চাকরির উন্নতি, সামাজিক মর্যাদা ইত্যাদির জন্য নির্লজ্জ, নিরন্তর প্রতিযোগিতা; ইঁদুরদৌড়। (২) (লাক্ষণিক) হীনচেতা বিশ্বাসঘাতক; বেইমান; ধর্মঘট পণ্ডকারী কর্মী। Rats! (প্রা.অপশব্দ) শালা! □ (verb intransitive) (ratted, ratting, rats) (১) ইঁদুর ধরা। (২) rat (on somebody) কথার খেলাপ করা; উদ্যোগ থেকে কেটে পড়া। ratter (noun) ইঁদুর শিকারি (মানুষ বা বিড়াল)। ratty (adjective) (rattier, rattiest) (কথ্য) খিটখিটে।