Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word smolder Bengali definition [স্মোলডা(র্‌)] দ্রষ্টব্য smoulder.
  • English Word smooth Bengali definition [স্মূদ্] (adjective) (১) কাচের মতো সমতল বিশিষ্ট; মসৃণ বা (লাক্ষণিক) নির্ঝঞ্ঝাট: smooth skin; a smooth sea, নিস্তরঙ্গ সমুদ্র; He made things smooth for me, আমার জন্য সহজ, নির্ঝঞ্ঝাট করে দিয়েছে। take the rough with the smooth জীবনে ভালোমন্দ যাই আসুক তাকে গ্রহণ করা। smooth-bore (adjective) (বন্দুক) খাঁজ কাটা নয় এমন নলযুক্ত। smooth-faced (adjective) (লাক্ষণিক) বন্ধুভাবাপন্ন কিন্তু কপট। (২) (গতি) কম্পন, ঝাঁকুনি ইত্যাদি নেই এমন; স্বচ্ছন্দ, মসৃণ (গতি): a smooth ride; a smooth flight. (৩) (তরল মিশ্র) দলা বা ঢেলা নেই এমন; ভালোভাবে গুড়ানো বা মেশানো হয়েছে এমন: a smooth paste. (৪) পেলব; কোমল; মিহি; স্বচ্ছন্দে প্রবাহিত: smooth verse; a smooth voice; smooth drink. (৫) (ব্যক্তি, তার ব্যবহার) মিষ্টভাষী; ভদ্র, শান্ত; সৌহার্দ্যপূর্ণ: smooth manners; a smooth face, প্রায়ই কপটতা বোঝাতে ব্যবহৃত হয়। এর থেকে, smooth spoken/-tongued (adjective(s)) (প্রতিটিতেই কপটতার ইঙ্গিত আছে)। smoothly (adverb) মসৃণভাবে; মসৃণগতিতে; নির্ঝঞ্ঝাটে: The car is running smoothly. Things are not going very smoothly, নির্ঝঞ্ঝাট; নিষ্কণ্টক নয়। smoothness (noun)
  • English Word smooth 2 Bengali definition [স্মূদ্] (verb transitive), (verb intransitive) (১) smooth something (down/out/away/over) মসৃণ করা; সমান করা: smooth down one’s dress; smooth away obstacles, বাধামুক্ত হওয়া। smooth somebody’s path (লাক্ষণিক) কারো উন্নতি অগ্রযাত্রা সহজতর করা। (২) শান্ত বা নিস্তরঙ্গ হওয়া: The sea has smoothed down. (৩) ( যৌগশব্দ) smoothing-iron (noun) (প্রচলিত শব্দ iron) ইস্তিরিsmoothing-plane (noun) র‍্যাদা। □(noun) মসৃণ বা সমানকরণ: give one’s hair a smooth.
  • English Word smote Bengali definition [স্মোউট্] smite- এর past tense
  • English Word smother Bengali definition ['স্মাদ্‌(র্‌)] (verb transitive) (১) শ্বাসরোধ করে হত্যা করা(২) (আগুন) নিভিয়ে ফেলা; (যাতে ধীরে ধীরে জ্বলে তার জন্য) ছাই, বালি ইত্যাদি দিয়ে ঢেকে (আগুন) কমিয়ে ফেলা(৩) smother something/somebody with something ছেয়ে ফেলা; ঢেকে ফেলা; আপ্লুত করা: smother one’s wife with kisses; be smothered with dust. (৪) দমন করা; চাপা দেওয়া: smother one’s anger; smother up a scandal. □ (noun) (সাধারণত a smother) ধূলিমেঘ, ধূম্রমেঘ, বাষ্পমেঘ ইত্যাদি।
  • English Word smoulder Bengali definition [America(n)= smolder) [স্মোলডা(র্‌)] (verb intransitive) ধিকিধিকি জ্বলা; (লাক্ষণিক অনুভূতি ইত্যাদি সম্বন্ধে) অলক্ষ্যে, অবদমিত অবস্থায়, ক্রিয়াশীল বা বিদ্যমান থাকা: smouldering discontent, ধূমায়িত অসন্তোষ। □ (noun) [uncountable noun] ধিকিধিকি জ্বলা: The smoulder became a blaze.
  • English Word SMS Bengali definition [এসএমএস] (noun) [countable noun] (plural SMs) শর্ট মেসেজ সার্ভিস বা এসএমএস। এতে মোবাইলের কি-প্যাডের মাধ্যমে শব্দ বা বাক্য লিখে মোবাইল অপারেটরের মাধ্যমে অন্য কোনো মোবাইলে আন্তঃঅপারেটর বা আন্তঃদেশীয় বার্তা পাঠানো হয়। আর ভয়েস এসএমএসে কথাকে রেকর্ড করে তারপর তা এসএমএস সার্ভিসের মাধ্যমে অন্য মোবাইলে পাঠানো হয়: The Bangladeshis send millions of 1 60- character SMS a day. □ (verb) এসএমএস পাঠানো বা গ্রহণ করা: SMS me or send me an email.
  • English Word smudge Bengali definition [স্মাজ্‌] (noun) [Countable noun] (১) নোংরা দাগ; ঝাপসা দাগ: She got a smudge on her cheek. (২) (প্রধানত America(n)-তে) কীটপতঙ্গ দূরে রাখার জন্য মাঠে জ্বালানো ঘন ধোঁয়া সৃষ্টিকারী আগুন। □ (verb transitive), (verb intransitive) (১) নোংরা দাগ করা; নোংরা দাগ লাগানো; (লিখতে গিয়ে) দাগ ভরানো(২) (রং, কালি ইত্যাদি) ল্যাপটে যাওয়া: Ink smudges easily.
  • English Word smug Bengali definition [স্মাগ্‌] (adjective) আত্মতৃপ্ত; উচ্চাকাঙ্ক্ষাহীন কল্পনাশক্তিহীন; a smug smile; smug rich men. smugly (adverb) smugness (noun)
  • English Word smuggle Bengali definition [স্মাগ্‌ল্] (verb transitive) (১) চোরাচালান করা; smuggle electronic goods into India. (২) গোপনে ও অবৈধভাবে (কাউকে বা কোনোকিছুকে) নিয়ে যাওয়া; smuggle arms into a prison. smuggler [স্মাগ্‌লা(র্‌)] (noun) চোরাকারবারি।
  • English Word smut Bengali definition [স্মাট্] (noun) (১) [countable noun] ঝুলকালি; ঝুলকালির দাগ(২) [uncountable noun] শস্যের রোগ- এতে ধান, গম ইত্যাদির শিষ কালো হয়ে যার(৩) (কথ্য) অশ্লীল কথা বা কেচ্ছা: stop talking smut. □ (verb transitive) কালিঝুলি মাখানো; নোংরা দাগ লাগানো। smutty (adjective) (১) কালিঝুলি মাখা। (২) অশ্লীল: smutty stories. smutty [স্মাট্ইলি] (adverb) smuttiness (noun)
  • English Word snack Bengali definition [স্ন্যাক্] (noun) চট করে খাওয়া যায় এমন হালকা খাবার; জলখাবারsnackbar/-counter (noun(s) যে ঘরে/টেবিলে জলখাবার পরিবেশিত হয়।
  • English Word snaffle 1 Bengali definition [স্ল্যাফ্‌ল্] (noun) snaffle (snaffle bit) ঘোড়ার বল্‌গাবিশেষ।
  • English Word snaffle 2 Bengali definition [স্ন্যাফ্‌ল্] (verb transitive) (British/Britain অপশব্দ) না বলে নেওয়া; চুরি করা
  • English Word snag Bengali definition [স্ন্যাগ্] (noun) [countable noun] (১) বিপদের কারণ হতে পারে এমন এবড়োথেবড়ো বা ধারালো বস্তু; গাছের গুঁড়ি বা শিকড়; গুপ্তপাথর(২) (কথ্য) অজানা বা অপ্রত্যাশিত বাধা বা বিপত্তি: come upon a snag.
  • English Word snail Bengali definition [স্নেইল্] (noun) শামুকat a snail’s pace অত্যন্ত ধীরে, শম্বুকগতিতে।
  • English Word snailmail Bengali definition [স্নেইল্‌মেইল্‌] (noun) [অপিচ 'snail mail' বা 'smail' বা 'snailmail' ('snail' আর 'mail' মিলে তৈরি)] (অনানুষ্ঠানিক) (ডেলিভারি হস্তান্তরে শম্বুকগতির কারণে অথবা ইনভেলাপে ‘স্নেইলট্রেইল’ নামের গ্লু ব্যবহৃত হওয়া থেকে, বিশেষত ই-মেইলের তুলনায়) ডাকবিভাগ: Got two rejections today, one via snailmail and the other via email. এটা paper mail, postal mail, land mail, অথবা শুধু mail বা শুধু post নামেও পরিচিত। তবে airmail- এর বিকাশের যুগে এটার আরেক নাম হয়ে যায় surface mail. □ (verb transitive) ডাকযোগে কিছু পাঠানো।
  • English Word snake Bengali definition [স্নেইক্] (noun) সাপ; (লাক্ষণিক) (প্রায়ই snake in the grass এই বাগ্‌ধারায় ব্যবহৃত) বন্ধুবেশী প্রতারক। see snakes যত্রতত্র সাপ দেখা; দৃষ্টিবিভ্রম ঘটা; (অকারণে) চতুর্দিকে বিপদের ছায়া দেখা। snake-charmer (noun) সাপুড়ে। □ (verb intransitive) এঁকেবেঁকে অগ্রসর হওয়া: This road snakes through the mountains. snaky (adjective) সর্পবিষয়ক; সাপের মতো; (লাক্ষণিক) বিদ্বেষপূর্ণ; অকৃতজ্ঞ; প্রতারণাময়।
  • English Word snap Bengali definition [স্ন্যাপ্] (verb transitive), (verb intransitive) (১) snap (at) (something) হঠাৎ দাঁত দিয়ে কট করে কামড়ে ধরা বা কামড়ে ধরার চেষ্টা করা; খাবল দিয়ে ধরা: The fish snapped at the bait; (লাক্ষণিক) লুফে নেওয়া: He snapped at the offer. snap something up সাগ্রহে কেনা; The cheap but attractive saris were soon snapped up. (২) পট করে ছিঁড়ে যাওয়া বা ছিঁড়ে ফেলা; মট করে ভেঙে যাওয়া বা ভেঙে ফেলা; ফট করে খোলা বা বন্ধ করা; হঠাৎ তীক্ষ্ণ শব্দ করা; তীক্ষ্ণকণ্ঠে কিছু বলা: The rope snapped. She snapped down the lid of the box. The coachman snapped his whip. The captain snapped out his orders. snap at somebody কাউকে চড়া গলায় কিছু বলা: She snapped at her husband. snap one’s finger at somebody/in somebody’s face (অবজ্ঞাস্বরূপ) কারো মুখের উপর আঙুল নাচানো; কারো মুখের উপর তুড়ি মারা। snap somebody’s nose/head off রাগের স্বরে কাউকে কিছু বলা; রূঢ় বা অসহিষ্ণুভাবে কথার মধ্যে বাধা দেওয়া। (৩) চট করে ফটো তুলে নেওয়া(৪) (অপশব্দ) snap to it জলদি গা তোলা; চটপট রওনা করাsnap out of it কোনো বিশেষ মানসিক অবস্থা (যেমন রাগ বা বিষণ্ণতা), অভ্যাস ইত্যাদি থেকে বেরিয়ে আসা। □ (noun) (১) [countable noun] হঠাৎ কট করে কামড়ে ধরা; এ রকম কামড়ে ধরার শব্দ; পট করে ছেঁড়া বা মট করে ভাঙা; এ রকম ছেঁড়া বা ভাঙার শব্দ; ফট করে খোলা বা বন্ধ করা; এ রকম খোলা বা বন্ধ করার শব্দ: make a snap at the bait. The lid shut with a snap. (২) [countable noun] cold snap আকস্মিক স্বল্পস্থায়ী ঠাণ্ডা আবহাওয়া(৩) (কথা) শক্তি; উদ্যম; প্রাণচাঞ্চল্য: Put some snap into it. (৪) ছোট মচমচে পিঠাবিশেষ (সাধারণত যৌগশব্দে ব্যবহৃত): ginger-snaps. (৫) [countable noun] (সাধারণত যৌগশব্দে ব্যবহৃত) আংটা; ক্লিপsnap-fasteners পোশাক, দস্তানা ইত্যাদিতে লাগানোর ক্লিপবিশেষ। (৬) (attributive(ly)) প্রায় বিনা নোটিশে এবং তড়িঘড়ি করে করা হয়েছে এমন: a snap election. (৭) snap-dragon (noun) [countable noun] (=antirrhinum) দেখতে থলের মতো এবং চাপ দিলে ঠোঁটের মতো খুলে যায় এরকম ফুলবিশিষ্ট উদ্ভিদsnapshot (noun) (সাধারণত শৌখিন ফটোগ্রাফারের হাতে) হাত-ক্যামেরার সাহায্যে চট করে তোলা ফটো। snapy (adjective) উজ্জ্বল; প্রাণবন্ত: Make it snapy! look snapy! (অপশব্দ) জলদি করো! snapish [স্ন্যাপ্ইশ্‌] বদমেজাজি, খিটখিটে; কথার মধ্যে বাধা দেয় বা গলা চড়িয়ে কথা বলে এমন। snapishly (adverb) snapishness (noun)
  • English Word snare Bengali definition [স্নেআ(র্)] (noun) [countable noun] (১) ফাঁদ(২) (লাক্ষণিক. ) প্রলোভন: His promises are a snare. (৩) ছোট দুই মাথা ড্রাম বা সাইড-ড্রামে ব্যবহৃত অস্ত্র দ্বারা তৈরি তার বা রশিsnare-drum (noun) এ রকম তার সংযোজিত ছোট ড্রাম। □ (verb transitive) ফাঁদ পেতে ধরা: snare a bird/a rabbit.
  • English Word snarl 1 Bengali definition [স্না:ল্] (verb intransitive), (verb transitive) snarl (at) (কুকুর) দাঁত বের করে ক্রুদ্ধ গর্জন করা; (ব্যক্তি) কর্কশ কণ্ঠে কথা বলা। □ (noun) ক্রুদ্ধ গর্জন বা ক্রুদ্ধ গর্জনধ্বনি।
  • English Word snarl 2 Bengali definition [স্না:ল্] (noun) জট; বিপাক; জটপাকানো অবস্থা: The traffic snarls in a big city. □ (verb transitive), (verb intransitive) snarl (up) জট পাকানো; জট পাকিয়ে যাওয়া: The traffic (was) snarled up. এর থেকে, snarl-up (noun) যানজট।
  • English Word snatch Bengali definition [স্ন্যাচ্] (verb transitive), (verb intransitive) (১) হাত বাড়িয়ে কেড়ে নেওয়া: He snatched the book from me, হাত দিয়ে এক ঝটকায় তুলে নেওয়া: He snatched up his gun and fired. (২) ঝটপট বা সুযোগ পাওয়ামাত্র (কোনোকিছু) গ্রহণ করা: snatch a meal; snatch a kiss. □ (noun) [countable noun] (১) কেড়ে নেওয়া; অকস্মাৎ হাত বাড়িয়ে কেড়ে নেওয়ার চেষ্টা: make a snatch at something (attributive(ly)) a snatch decision, দ্রুত গৃহীত বা সুযোগ বুঝে নেওয়া সিদ্ধান্ত। (২) ক্ষণকালের ব্যাপ্তি; ক্ষণিকের উৎসরণ; অংশ; খণ্ড; টুকরা: short snatches of music; overhear snatches of conversation; work in snatches. থেমে থেমে কাজ করা। snatcher (noun)
  • English Word snazzy Bengali definition [স্ন্যাজি্] (adjective) (অপশব্দ) চটপটে; কেতাদুরস্ত; মার্জিত; চমৎকার
  • English Word sneak Bengali definition [স্নীক্] (verb intransitive), (verb transitive) (১) নিঃশব্দে চোরের মতো চলা, আসা, যাওয়া ইত্যাদি(২) (স্কুলে প্রচলিত অপশব্দ) sneak (on somebody) শিক্ষকের কাছে গিয়ে অন্য ছাত্রের দোষ, দুষ্টামি, অপকর্ম ইত্যাদির কথা বলা(৩) (অপশব্দ) চুরি করা। □ (noun) (অপশব্দ) (১) ভীরু প্রতারক ব্যক্তিsneak-thief (noun) ছিঁচকে চোর; যে ব্যক্তি দরজা ও জানালা খোলা পেয়ে চুরি করে। (২) (স্কুলে প্রচলিত অপশব্দ) যে ছাত্র বা ছাত্রী শিক্ষকের কাছে অন্যের বদনাম করেsneaking (adjective) গোপন; অলক্ষিত; চোরা: have a sneaking respect for somebody, গোপন শ্রদ্ধা থাকা; a sneaking suspicion, চোরা সন্দেহ। sneakingly (adverb) sneaky (adjective) = sneaking. sneakers (noun) (plural) (প্রধানত America(n)) (অপিচ a pair of sneakers) রাবারের তলিওয়ালা কাপড়ের জুতা।
  • English Word sneer Bengali definition [স্নিআ(র্‌)] (verb intransitive) sneer (at) বিদ্রূপের হাসি দিয়ে অবজ্ঞা প্রদর্শন করা; বিদ্রূপ করা: sneer at Marxism. □ (noun) অবজ্ঞাসূচক চাহনি, হাসি বা কথা: I chose to ignore their sneers at my efforts. sneeringly (adverb)
  • English Word sneeze Bengali definition [স্নীজ্] (noun) [Countable noun] হাঁচি: Coughs and sneezes spread diseases. □ (verb intransitive) হাঁচি দেওয়া: He sneezed violently. not to be sneezed at (কথ্য) অবজ্ঞা করার মতো নয়; চলনসই: A prize money Tk 500 is not to be sneezed at.
  • English Word snick Bengali definition [স্নিক্] (verb transitive), (verb intransitive), (noun) (১) ছোট করে কাটার আঘাত বা কাটার দাগ (তৈরি করা)। (২) (ক্রিকেট) ব্যাট দিয়ে বলের গতিপথ ঈষৎ ঘুরিয়ে দেওয়া; এভাবে বলের ঈষৎ ঘুরে-যাওয়া: snick a ball through the slips.
  • English Word snicker Bengali definition [স্নিকা(র্)] (verb intransitive), (noun) হ্রেষাধ্বনি (করা); চাপা হাসি (হাসা)।
  • English Word snide Bengali definition [স্নাইড্‌] (adjective) অবজ্ঞাসূচক; বিদ্রূপাত্মক; কটাক্ষপূর্ণ