• Bengali Word rack 1 English definition [র‌্যাক্] (noun) ১ কাঠের বা ধাতুনির্মিত তাক (বিশেষত আস্তাবলে পশুর খাবার রাখার জন্য ব্যবহৃত)।
      (২) গৃহস্থালির জিনিস ঝুলিয়ে রাখার তাক, ফ্রেম ইত্যাদি। (৩) বিমান, বাস ইত্যাদিতে হালকা মালামাল রাখার ডাক, শেল্‌ফ। (৪) দাঁতওয়ালা রড শিক বা রেল যার সঙ্গে চাকার খাঁজ যুক্ত হয়ে রড বা শিককে ঘোরায়।
    • Bengali Word rack 2 English definition [র‌্যাক্] (noun) (সাধারণত the rack) শাস্তিদানের যন্ত্র।
      on the rack কঠোর শারীরিক/মানসিক কষ্টের ভিতর দিয়ে যাওয়া। □(verb transitive) (১) শাস্তিদানের যন্ত্রে আটকিয়ে যন্ত্রণা দেওয়া; কষ্ট দেওয়া: I have a racking headache. (২) rack one’s brains (for) কোনো কিছু স্মরণ করা বা উদ্ভাবন করার জন্য ভীষণভাবে মাথা খাটানো। (৩) অত্যধিক ভাড়ার চাপে ভাড়াটেকে অতিষ্ঠ করা। rack-rent (noun) অতি উচ্চহারের ভাড়া।
    • Bengali Word rack 3 English definition [র‌্যাক্] (noun) go to rack and ruin ধ্বংস হয়ে যাওয়া; বিনষ্ট হওয়ার পথে এগিয়ে যাওয়া।
    • Bengali Word racket 1 English definition [র‌্যাকিট্] (noun) ১ হৈচৈ; কোলাহল।
      (২) [Uncountable noun] সামাজিক কর্মব্যস্ততা; ছোটাছুটি এবং হৈচৈ: A politician’s life is full of racket. (৩) [Countable noun] (কথ্য) অন্যকে ঠকিয়ে, ভয় দেখিয়ে বা অসদুপায়ে অর্থ উপার্জনের পন্থা। (৪) [Countable noun] কঠিন বা কষ্টকর অভিজ্ঞতা। stand the racket (ক) কঠিন সংকট পেরিয়ে আসা;(খ) কোনো ঘটনার দোষ নিজে স্বীকার করে নেওয়া; ক্ষতিপূরণ দেওয়া। □(verb intransitive) racket (about) হৈচৈ করা; অবৈধ উপায়ে অর্থ উপার্জন করা। racketeer (noun) হাসিখুশি ব্যক্তি; অবৈধ উপায়ে অর্থ উপার্জনকারী ব্যক্তি। racketeering (noun) [Uncountable noun] উপরোক্তভাবে অর্থ উপার্জনের ফন্দি; ব্যবসা।
    • Bengali Word racket 2, racquet English definition [র‌্যাকিট্] (noun) ১ টেনিস, ব্যাডমিন্টন ইত্যাদি খেলার ব্যাট।
      (২) দুই বা চারজনের এমন একটি খেলা যা চার দেয়াল ঘেরা কক্ষে খেলা যায়।