• Bengali Word weak English definition [উঈক্] (adjective) ১ (strong এর বিপরীতে) দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম: a weak team; a weak defence; a chair with weak legs; He is too weak to walk.
    weak-kneed (adjective) (লাক্ষণিক) দৃঢ়তাহীন; দুর্বলচরিত্র। (২) (ইন্দ্রিয় ইত্যাদি) স্বাভাবিক ক্ষমতাসম্পন্ন নয় এমন; ক্ষীণ: weak sight, ক্ষীণদৃষ্টি (অধিক প্রচলিত শব্দ poor); a weak heart. এর থেকে, weak-eyed, ক্ষীণদৃষ্টি; weak-headed, দুর্বলমস্তিষ্ক; weak-minded, দুর্বলমনা বা দুর্বলচিত্ত। (৩) (মিশ্রিত তরল পদার্থ বা দ্রবণ) পানির ভাগ বেশি এমন; হালকা; পাতলা: weak tea; a weak solution. (৪) ভালো নয় এমন; দক্ষ নয় এমন: weak in arithmetic. (৫) (ব্যাকরণ)weak verb weakd, weaked প্রভৃতি শব্দাংশ যোগ করে যে ক্রিয়াপদের কালান্তর দেখানো হয়, যেমন- walk, walked. weak form (কতিপয় সাধারণ শব্দের উচ্চারণ) শ্বাসাঘাতহীন অবস্থানে (শব্দের) উচ্চারিত রূপ: সাধারণত কোনো স্বরধ্বনির ব্যবহার দ্বারা অথবা কোনো স্বর বা ব্যঞ্জন ধ্বনির অনুপস্থিতি দ্বারা এই রূপ সৃষ্ট হয় (যথা and শব্দের উচ্চারণের ক্ষেত্রে ‘অ্যান্‌ড্’ – এর স্থলে ‘আন’ বা ‘ন’: bread and butter [ব্রেড্‌ ন বাটা(র্‌) weaken [উঈকান্‌] (verb transitive), (verb intransitive) দুর্বল(তর) করা বা দুর্বল(তর) হওয়া। weakling (noun) দুর্বল মানুষ বা দুর্বল প্রাণী। weakly (adverb) দুর্বলভাবে। □ (adjective) স্বাস্থ্যহীন; নিস্তেজ: a weakly child. weakness (noun) (১) [uncountable noun] দুর্বলতা: The weakness of old age; the weakness of a country’s defences. (২) [countable noun] We all have our little weaknesses, আমাদের সবারই দুর্বলতা আছে। (৩) have a weakness for (কোনোকিছুর জন্য) বিশেষ অযৌক্তিক আকর্ষণ বোধ করা: She has a weakness for chutney/fish and chips/fast cars .