• Bengali Word strong English definition [স্ট্রঙ্ America(n) স্ট্রোঙ্] (adjective) (stronger [স্ট্রঙ্‌গা(র)], strongest [স্ট্রঙ্‌গিস্‌ট্]) ১ (weak- এর বিপরীত) শক্ত; দৃঢ়; সুদৃঢ়; প্রবল; প্রচণ্ড; সরল; বলিষ্ঠ; শক্তিশালী; বলবান; বলীয়ান; বলী; মহাবল; মজবুত; কঠিন; কঠোর: a strong stick; a strong fort, দুর্ভেদ্য দুর্গ; a strong wind; a strong will/determination/imagination; have strong nerves; strong measures; strong indications; strong eyes.
    তীক্ষ্ণদৃষ্টি; feel quite strong again, রোগভোগের পর আবার সুস্থসবল বোধ করা; a strong army; an army 200,000 strong, দুই লাখ সৈন্যের বাহিনী; a strong candidate; strong support; strong beliefs/convictions, বদ্ধমূল/সুদৃঢ়/বিশ্বাস/প্রত্যয়। as strong as a horse মেষের/ষাঁড়ের মতো বলবান। one’s strong point বিশেষ দক্ষতা/পারদর্শিতার বিষয়। strong-arm (পদ্ধতি, কৌশল ইত্যাদি) উগ্র; strongbox (noun) (মূল্যবান জিনিসপত্র রাখতে) দুর্ভেদ্য তোরঙ্গ। stronghold [স্ট্রঙ হোল্ড্] (noun) (ক) দুর্গ; কুঠি। (খ) (লাক্ষণিক) যে স্থলে কোনো ভাব মতবাদের পক্ষে প্রবল সমর্থন রয়েছে; দুর্গ: a strong hold of protestantism. strong-minded [মাইন্‌ডিড্] (adjective) দৃঢ়মতি; দৃঢ়বুদ্ধি। strong-room (noun) মূল্যবান দ্রব্যসামগ্রী সংরক্ষণের জন্য মোটা দেওয়ান এবং (সাধারণত) ইস্পাতের ভারী দরজাযুক্ত প্রকোষ্ঠ; দুর্ভেদ্য প্রকোষ্ঠ। (২) কড়া: strong tea/coffee; a strong whisky (অতি সামান্য জলমিশ্রিত)। (৩) তীব্র; প্রখর; উগ্র; কটু; ঝাঁজালো: the strong light of the tropics; a strong smell of gas; strong bacon/butter/cheese/onions. strong breath দুর্গন্ধ/দুর্গন্ধযুক্ত নিঃশ্বাস। strong language (noun) কঠোর/রূঢ় ভাষা; কটূক্তি; পুরুষবচন; কড়া কথা। (৪) strong dink (জিন, রাম প্রভৃতি কোহলযুক্ত) উগ্র পানীয়। দ্রষ্টব্য soft (৯) ভুক্তিতে soft drink. (৫) (adverbial) going strong (কথ্য) (দৌড়, কাজকর্ম ইত্যাদি) পূর্ণোদ্যমে চালিয়ে যাওয়া; শক্তসমর্থ থাকা: aged ৪0 and still going strong. come/go it (rather/a bit) strong (কথ্য) মাত্রা ছাড়িয়ে যাওয়া; বাড়াবাড়ি/অতিরঞ্জন করা। (৬) strong verb যেমন ক্রিয়াপদের অতীতকালের রূপে strongd. stronged বা strongt যুক্ত হওয়ার বদলে স্বরধ্বনির পরিবর্তন ঘটে যেমন (sing, sang), অনিয়মিত ক্রিয়াপদ। (৭) (বাণিজ্য; মূল্য) ক্রমবর্ধমান। (৮) strong form (কিছু কিছু শব্দের উচ্চারণ) গুরুত্বসূচক (এবং সেই হেতু প্রস্বনযুক্ত) অবস্থানে ঘটিত রূপ; জোরালো রূপ: The strong form of ‘his’ is [hiz] দ্রষ্টব্য weak (৫). strongly (adverb) দৃঢ়ভাবে; দৃঢ়তার সঙ্গে; প্রবলভাবে: He strongly advised me to apply.