• Bengali Word I 1, I English definition [আই] (plural I’s, i’s [আইজ্‌], ইংরেজি বর্ণমালার নবম বর্ণ; রোমক ১ সংখ্যার প্রতীক।
      দ্রষ্টব্য পরি. ৪।
    • Bengali Word I 2 English definition [আই] (Personal pronoun) আমি।
      তুলনীয় me, we, us.
    • Bengali Word iambus English definition [আইঅ্যাম্‌বাস্‌] (noun) (কবিতার ছন্দে) দ্বিমাত্রিক পর্ববিশেষ, যার প্রথম অক্ষর হ্রস্ব এবং দ্বিতীয় অক্ষর ঝোঁকপূর্ণ হয়।
      iambic (adjective) দ্বিমাত্রিক। □ (noun) দ্বিমাত্রিক পর্ব; ব্যঙ্গছন্দ।
    • Bengali Word ibex English definition [আইবেক্‌স্] (noun) আল্‌প্‌স ও পিরেনিজ অঞ্চলের দীর্ঘ বাঁকানো শিংওয়ালা বুনোছাগল; আইবেক্স।
    • Bengali Word ibis English definition [আইবিস্‌] (noun) গ্রীষ্মপ্রধান অঞ্চলের হ্রদ ও জলাভূমিতে পরিদৃষ্ট বক বা সারসসদৃশ বৃহৎ পাখিবিশেষ; আইবিস।