• Bengali Word sail 2 English definition [সেইল্‌] (Verb intransitive), (verb transitive) ১ পাল খাটিয়ে বা ইনজিনের সাহায্যে সাগরে বা হ্রদে এগিয়ে চলা; (ক্রীড়া হিসেবে) পালের সাহায্যে বরফ বা বালুময় সৈকতের উপর দিয়ে ধাবিত হওয়া: sail up/along the coast.
    sail close/near to the wind (ক) (নৌচালনবিদ্যা) বায়ুর দিক বরাবর (অনুকূলে) জাহাজ চালনা করা। (খ) (লাক্ষণিক) পুরোপরি না হলেও অংশত কোনো আইন ভঙ্গ করা কিংবা নৈতিকতাবিরোধী কাজ করা। sailing-sailboat/ sailing-ship/ sailing-vessel (noun) পালের নৌকা/জাহাজ। (২) sail (for/from/to) (জাহাজ বা জাহাজের আরোহী) যাত্রারম্ভ করা; পাল বা ইনজিনের সাহায্যে জলপথে ভ্রমণ করা: a list of sailings, যেসব জাহাজ যাত্রা করবে তারিখসহ তাদের তালিকা। (৩) পাড়ি দেওয়া: sail the sea/the Atlantic. (৪) (জাহাজ) চালানো বা চালাতে জানা: Who sails the yacht? sailing-master (noun) প্রমোদতরি চালনার দায়িত্বে নিযুক্ত কর্মকর্তা। (৫) পালের জাহাজের মতো সাবলীল গতিতে ভেসে চলা: clouds sailing across the sky. (৬) sail in শক্তি ও আত্মবিশ্বাসের সঙ্গে কিছু শুরু করা। sail into somebody ভর্ৎসনা করা; আক্রমণ করা।