• Bengali Word turf English definition [টাফ্‌] (noun) ১ [uncountable noun] শিকড়সহ ঘাসের চাপড়ায় আচ্ছাদিত (ঘাসের বীজ বোনা নয়) মৃত্তিকাতল; শষ্পতল; ঘাসের চাপড়া: strip the turf off the turf ঘোড়দৌড়ের মাঠ; ঘোড়দৌড়ের পেশা।
    turf accountant, turf commission agent= book-maker, দ্রষ্টব্য book 1 (৮). (২) (plural turfs বা turves [টাভ্‌জ্‌]) ঘাসের চাপড়া (কর্তিত খণ্ড); (আয়ারল্যান্ডে)= peat. □(verb transitive) (১) (জমির খণ্ড) ঘাসের চাপড়ায় আচ্ছাদিত বা রোপিত করা। (২) turf out (British/Britain অপশব্দ) ছুড়ে ফেলা।