• Bengali Word coat English definition [কৌট্] (noun) ১ জামার উপরে পরার লম্বা হাতাওয়ালা এবং বুকখোলা পোশাক; কোট।
    turn one’s coat পক্ষ বা মত পরিবর্তন করা। coat of arms বংশমর্যাদাসূচক বা শহর বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়বাহী নকশা বা চিত্র; ঐরূপ চিত্রাঙ্কিত ঢাল। coat of mail ধাতব বলয় বা পাত নির্মিত বক্ষাবরণ। (২) জ্যাকেট। (৩) পোশাকতুল্য যেকোনো আবরণ। (৪) প্রলেপ; পোঁচ।  (verb transitive) পোশাকে আবৃত করা; আস্তরণ পড়া: coated with dust, লেপন করা। coating (noun) (১) পাতলা স্তর বা আবরণ। (২) [uncountable noun] কোটের কাপড় বা আস্তরণের কাপড়।