• Bengali Word corner English definition [কোনা(র)] (Noun) ১ কোণ; পথের বাঁক বা মোড়: a street-corner shop.
    Just round the corner (কথ্য) খুব নিকটে, গুপ্ত বা নিভৃত স্থান; সংকট: cut off a corner কোনাকুনি পার হওয়া। drive somebody into a corner (লাক্ষণিক) কাউকে কোণঠাসা করা; বেকায়দায় ফেলা। turn the corner (লাক্ষণিক) অসুখের সংকটময় অবস্থা পার হয়ে আসা। be in tight corner বেকায়দা অবস্থায় পড়া। cornerstone (noun) (ক) অট্টালিকার দুই দেওয়ালের মধ্যে সংযোগস্থাপক প্রস্তরখণ্ড; ভিত্তিপ্রস্তর;(খ) মূলভিত্তি: Perseverance was corner stone of the boy’s success. (২) অঞ্চল; এলাকা : the four corners of the earth. (৩) (বাণিজ্য.) বাজার থেকে কোনো দ্রব্য যত বেশি সম্ভব কিনে রাখা যাতে ঐ দ্রব্য পরবর্তীকালে ইচ্ছামতো দামে এবং একচেটিয়াভাবে বিক্রি করা যায়। (৪) (ফুটবল খেলায়) cornerkick খেলার মাঠের কোনা থেকে বল চালিত করা। □ (verb transitive), (verb intransitive) (১) force into a corner কোণঠাসা করা; গ্রেফতার করা: The murderer was cornered at last. (২) (noun) make a corner in something গম ইত্যাদির ব্যবসায় একচেটিয়াত্ব অর্জন করা। (৩) রাস্তার কোনা ঘুরতে পারা (গাড়ি): His newly purchased car corner well. cornered (adjective) কোনাযুক্ত: a three cornered table.