Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word tit 2 Bengali definition [টিট্] (noun) (কেবল) tit for tat আঘাতের বদলে আঘাত; ইটের বদলে পাটকেল
  • English Word tit 3 Bengali definition [টিট্] (noun) (নিষেধ) চুচুক; স্তন; নারীবক্ষ
  • English Word titan Bengali definition [টাইট্‌ন্‌] (noun) (১) Titan (গ্রিকপুরাণ) একদা পৃথিবী শাসনকারী দানব পরিবারের একজন; টাইটন(২) অতিমানবিক আকার, শক্তি, মেধা ইত্যাদির অধিকারী ব্যক্তি; দানবtitanic [টাইট্যানিক্] (adjective) বিশাল; দানবীয়; প্রকাণ্ড।
  • English Word titanium Bengali definition [টিটেনিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) বিমানপোত-নির্মাণ এবং উচ্চমানের ইস্পাতে সংকর ধাতুরূপে বহুল ব্যবহৃত ধাতব মৌলবিশেষ (প্রতীক Ti); টিটেনিয়ম
  • English Word titbit Bengali definition [টিট্‌বিট্] (noun) (plural) [countable noun] (খাদ্য, খবর, জনশ্রুতি ইত্যাদির) রসালো ও আকর্ষণীয় টুকরা; মুখরোচক টুকরা; সুগ্রাস
  • English Word tith Bengali definition [টিল্‌থ্] (noun) কর্ষণের ফলে লাঙলের ফাল জমির যতটা গভীরে পৌঁছেছে; চাষ
  • English Word tithe Bengali definition [টাইদ্] (noun) [countable noun] (১) (ইতিহাস) (ইংল্যান্ডীয় গির্জায়) গ্রামীণ পাদরিদের ভরণপোষণের জন্য প্রদত্ত জমির উৎপন্ন দ্রব্যের এক-দশমাংশtithe-barn (noun) যে শস্যাগারে উপর্যুক্তরূপে সংগৃহীত শস্য সংরক্ষিত হত। (২) (আলংকারিক অর্থ) দশমাংশ
  • English Word titillate Bengali definition [টিটিলেইট্] (verb transitive) সুড়সুড়ি দেওয়া; সুখদায়করূপে উদ্দীপ্ত করা; ধীরে ধীরে উদ্দীপ্ত করাtitillation [টিটিলেইশ্‌ন্‌] (noun) সুড়সুড়ি।
  • English Word titivate Bengali definition (অপিচ tiattivate) [টিটিভেইট্] (verb transitive), (verb intransitive) (কথ্য) সাজানো; পরিপাটি করা
  • English Word titlark Bengali definition [টিট্‌লা:ক্] (noun) দ্রষ্টব্য tit 1.
  • English Word title Bengali definition [টাইট্‌ল্‌] (noun) (১) [countable noun] নাম; শিরোনামাtitle-page (noun) বইয়ের প্রথমে যে পৃষ্ঠায় নাম, লেখকের নাম ইত্যাদি উল্লেখিত হয়; নামপত্র। title-role (noun) যে ভূমিকার নামে কোনো নাটকের নামকরণ করা হয়েছে; নামভূমিকা। (২) [countable noun] পদবি; খেতাব; উপাধি(৩) [countable noun, uncountable noun] title to something/to do something (আইন সম্বন্ধীয়) স্বত্ব; আইনগত অধিকার: You’ve no title to the land. title-deed (noun) স্বত্বাধিকার সম্বন্ধীয় দলিল। (৪) credit titles (কিংবা credits) চলচ্চিত্র বা টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের (লিপিলেখক, প্রযোজক, ক্যামেরাম্যান) নাম, যা চলচ্চিত্র ইত্যাদির প্রখমে বা শেষে দেখানো হয়titled [টাইট্‌লড্] (adjective) আভিজাত্যসূচক খেতাববিশিষ্ট বা খেতাবধারী (ডিউক, ব্যারন, কাউন্ট)।
  • English Word titmouse Bengali definition [টিট্‌মাউস্] (noun) (plural mice [টিট্‌মাইস্]) দ্রষ্টব্য tit 1.
  • English Word titter Bengali definition [টিটা(র্)] (verb transitive), (noun) বোকার মতো ফিক করে হেসে ফেলা এবং ঐ ধরনের হাসি; মূর্খহাসি
  • English Word tittle Bengali definition [টিট্‌ল্‌] (noun) not one jot or tittle কণামাত্র নয়
  • English Word titular Bengali definition [টিট্যিউলা(র্) America(n) টিচুলা(র্)] (adjective) (১) স্বত্বাধিকারবলে অধিকৃত; স্বত্বাধিকারভিত্তিক: titular possessions. (২) নামে আছেন কিন্তু কর্তৃত্ব বা দায়িত্বকর্তব্য বিরহিত এমন; নামমাত্র; খেতাবি; the titular ruler.
  • English Word tizzy Bengali definition [টিজি] (noun) be in a tizzy (কথ্য) উত্তেজিত হওয়া
  • English Word TNT Bengali definition [টীএন্‌টী] (noun) (= trinitrotoluene) শক্তিশালী বিস্ফোরকবিশেষ
  • English Word to 1 Bengali definition [ব্যঞ্জন ধ্বনির পূর্বে সাধারণত: ট; স্বরধ্বনির পূর্বে: টু বা টূ; জোরালো রূপ বা অন্তে: টূ] (preposition(al)) (১) দিকে, প্রতি, অভিমুখে (উল্লেখ্য যে বাংলায় অনেকক্ষেত্রে বিভক্তির সাহায্যে এই অর্থ প্রকাশ পায়): go to the museum: turn to the right. (২) (লাক্ষণিক প্রয়োগ) (কোনো অবস্থা, গুণ ইত্যাদির) অভিমুখে, দিকে: tendency to laziness, আলস্যপ্রবণতা; tear a shirt to pieces, ছিঁড়ে টুকরা টুকরা করা; bring/move/reduce somebody to tears, কাউকে কাঁদানো। (৩) (গৌণকর্মের সূচক হিসেবে) To whom do you want to offer it? (৪) অতো দূর পর্যন্ত: from first to last: count (up) to fifty; wet to the skin. (৫) পূর্বে; আগে: ten to five; a quarter to nine. দ্রষ্টব্য past. (৬) পর্যন্ত; অবধি: from Monday to Saturday; to the end of the show. (৭) (তুলনা, অনুপাত ও সম্বন্ধ-নির্দেশক): prefer walking to running; They won by three goals to nil. (৮) স্পর্শ করে: march shoulder to shoulder, কাঁধে কাঁধ লাগিয়ে। (৯) জন্য: the key to the door; the words to a tune. (১০) নিয়ে; -এ, -তে: 100 p to the pound. (১১) সম্মানে: drink (a health) to somebody. দ্রষ্টব্য health(৪). (১২) (দুটি পরিমাণের মধ্যে তুলনায়; হার উল্লেখে) প্রতি: fuel consumption of 3 5 miles to the gallon. দ্রষ্টব্য per; rate 1 (১). (১৩) উৎপাদনপূর্বক: To her surprise/delight etc he got through the examination, তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়াতে সে অবাক/আনন্দিত হয়েছে। (১৪) (seem, appear, feel, look, smell, sound প্রভৃতি সংবোধমূলক ক্রিয়াপদের সঙ্গে ব্যবহৃত) কাছে: It feels/sounds etc to me like glass/running water etc.
  • English Word to 2 Bengali definition [ব্যঞ্জনধ্বনির পূর্বে সাধারণত: ট; স্বরধ্বনির পূর্বে এবং জোরালো রপ: টূ] particle infi- এর চিহ্ন যা y- এর অব্যবহিত আগে বসে। (১) (বহু verb(s)- এর পরে বলে, তার can, do, may, must, shall, will- এর পরে ব্যবহৃত হয় না): She wants to sing. (২) (উদ্দেশ্য, ফল ও পরিণাম বোঝাতে ক্রিয়াবিশেষণের কাজ করে): He left school to be sailor, নাবিক হওয়ার উদ্দেশ্যে(৩) (adjective(s) ও adverb(s)-এর অর্থকে সীমিত করে); She is too young to have a baby. Are you ready to come? (৪) (পরবর্তী কোনো তথ্যের প্রতি নির্দেশ করে): He came out of the building to be run over by a truck. (৫) (adjective- এর মতো কাজ করে): He’s not a man to surrender. (৬) (noun হিসেবে infinitive- এর সঙ্গে ব্যবহৃত হয়): To, obey the laws is everyone’s duty. (৭) (infinitive- এর প্রতিকল্পন বা বিকল্প হিসেবে): I did not want to attend the function, but I had to.
  • English Word to 3 Bengali definition [টূ (কোনো দুর্বল রূপ নেই)] (১) স্বাভাবিক বা আবশ্যিক অবস্থানে, বিশেষত বদ্ধ বা প্রায়বদ্ধ অবস্থানে: Leave the door to, প্রায়বদ্ধ; ভেজানো। (২) to and fro, দ্রষ্টব্য fro. (৩) bring to; come to; fall to, দ্রষ্টব্য bring (৬); দ্রষ্টব্য come (১৫); দ্রষ্টব্য fall 2 (১৪).
  • English Word to-do Bengali definition [টডূ] (noun) হৈচৈ; কর্মচাঞ্চল্য; হৈ-হুল্লোড়
  • English Word toad Bengali definition [টোড্] (noun) অমসৃণ ত্বকবিশিষ্ট ব্যাঙজাতীয় প্রাণী, যারা প্রজননঋতু ছাড়া ডাঙায়ই বাস করেtoad-in-the-hole (noun) ময়দা, ডিম, দুধ ইত্যাদির মিশ্রণের মধ্যে ভাজা সসেজবিশেষ। toad stool (noun) ব্যাঙের ছাতা।
  • English Word toady Bengali definition [টোডি] (noun) হীন মোসাহেব; চাটুকার। □(verb intransitive) toady to somebody সুবিধা পেতে মোসাহেবি বা চাটুকারিতা।
  • English Word toast 1 Bengali definition [টোস্‌ট্] (noun) [uncountable noun] পাউরুটির ছেঁকা খণ্ড; টোস্টtoast-rack (noun) টোস্ট রাখার তাক। □(verb transitive), (verb intransitive) (১) টোস্ট করা বা হওয়া ছেঁকাtoasting-fork (noun) রুটি ছেঁকে টোস্ট করার দীর্ঘ হাতলযুক্ত কাঁটাবিশেষ। (২) আগুনে (হাত পা ইত্যাদি) ছেঁকা। toaster (noun) রুটি ছেঁকার (সাধারণত বৈদ্যুতিক) যন্ত্র; ছেঁকযন্ত্র।
  • English Word toast 2 Bengali definition [টোস্‌ট্] (verb transitive) পানীয়পূর্ণ পাত্র তুলে কারো সুখ, সাফল্য ইত্যাদি কামনা করা: toast the bride and bridegroom. □(noun) [countable noun] উক্তরূপ শুভকামনা; যে ব্যক্তির সুখ-সাফল্য কামনা করা হয়: reply to the toast. toast-master (noun) বিশিষ্ট অতিথিদের সম্মানে আয়োজিত ভোজসভায় যে ব্যক্তি পানপাত্র তুলে শুভ কামনা করেন।
  • English Word tobacco Bengali definition [টাব্যাকো] (noun) [uncountable noun] তামাক গাছ বা পাতাtobacconist [টাব্যাকানিস্‌ট্] (noun) তামাক বা তামাকজাত পণ্যের কারবারি।
  • English Word toboggan Bengali definition [টাবগান্] (noun) বরফের উপর দিয়ে গড়িয়ে নামার জন্য সামনের দিক উলটানো দীর্ঘ স্লেজ গাড়িবিশেষ। □(verb intransitive) টবগানে চড়ে বরফের উপর দিয়ে নিচে নামা।
  • English Word toccata Bengali definition [টাকা:টা] (noun) (সংগীত) অরগ্যান, পিয়ানো প্রভৃতি চাবিওয়ালা যন্ত্রে বাজানোর জন্য মুক্তশৈলীর সাংগীতিক রচনা, যার উদ্দেশ্যে পরিবেশনকারীর নৈপুণ্যপ্রদর্শন; টকাটা
  • English Word tocsin Bengali definition [টক্‌সিন্‌] (noun) [countable noun] হুশিয়ারি ঘণ্টা (এখন সাধারণত লাক্ষণিক)।
  • English Word today Bengali definition [টাডেই] (adverb), (noun) [uncountable noun] (১) আজ; অদ্য; আজকে: He will return today week/a week today, এক সপ্তাহের মধ্যে। (২) এ যুগ; আজকের দিন; একাল: the artists of today.