T পৃষ্ঠা ১৮
- English Word tit 2 Bengali definition [টিট্] (noun) (কেবল) tit for tat আঘাতের বদলে আঘাত; ইটের বদলে পাটকেল।
- English Word tit 3 Bengali definition [টিট্] (noun) (নিষেধ) চুচুক; স্তন; নারীবক্ষ।
- English Word titan Bengali definition [টাইট্ন্] (noun) (১) Titan (গ্রিকপুরাণ) একদা পৃথিবী শাসনকারী দানব পরিবারের একজন; টাইটন। (২) অতিমানবিক আকার, শক্তি, মেধা ইত্যাদির অধিকারী ব্যক্তি; দানব। titanic [টাইট্যানিক্] (adjective) বিশাল; দানবীয়; প্রকাণ্ড।
- English Word titanium Bengali definition [টিটেনিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) বিমানপোত-নির্মাণ এবং উচ্চমানের ইস্পাতে সংকর ধাতুরূপে বহুল ব্যবহৃত ধাতব মৌলবিশেষ (প্রতীক Ti); টিটেনিয়ম।
- English Word titbit Bengali definition [টিট্বিট্] (noun) (plural) [countable noun] (খাদ্য, খবর, জনশ্রুতি ইত্যাদির) রসালো ও আকর্ষণীয় টুকরা; মুখরোচক টুকরা; সুগ্রাস।
- English Word tith Bengali definition [টিল্থ্] (noun) কর্ষণের ফলে লাঙলের ফাল জমির যতটা গভীরে পৌঁছেছে; চাষ।
- English Word tithe Bengali definition [টাইদ্] (noun) [countable noun] (১) (ইতিহাস) (ইংল্যান্ডীয় গির্জায়) গ্রামীণ পাদরিদের ভরণপোষণের জন্য প্রদত্ত জমির উৎপন্ন দ্রব্যের এক-দশমাংশ। tithe-barn (noun) যে শস্যাগারে উপর্যুক্তরূপে সংগৃহীত শস্য সংরক্ষিত হত। (২) (আলংকারিক অর্থ) দশমাংশ।
- English Word titillate Bengali definition [টিটিলেইট্] (verb transitive) সুড়সুড়ি দেওয়া; সুখদায়করূপে উদ্দীপ্ত করা; ধীরে ধীরে উদ্দীপ্ত করা। titillation [টিটিলেইশ্ন্] (noun) সুড়সুড়ি।
- English Word titivate Bengali definition (অপিচ tiattivate) [টিটিভেইট্] (verb transitive), (verb intransitive) (কথ্য) সাজানো; পরিপাটি করা।
- English Word titlark Bengali definition [টিট্লা:ক্] (noun) দ্রষ্টব্য tit 1.
- English Word title Bengali definition [টাইট্ল্] (noun) (১) [countable noun] নাম; শিরোনামা। title-page (noun) বইয়ের প্রথমে যে পৃষ্ঠায় নাম, লেখকের নাম ইত্যাদি উল্লেখিত হয়; নামপত্র। title-role (noun) যে ভূমিকার নামে কোনো নাটকের নামকরণ করা হয়েছে; নামভূমিকা। (২) [countable noun] পদবি; খেতাব; উপাধি। (৩) [countable noun, uncountable noun] title to something/to do something (আইন সম্বন্ধীয়) স্বত্ব; আইনগত অধিকার: You’ve no title to the land. title-deed (noun) স্বত্বাধিকার সম্বন্ধীয় দলিল। (৪) credit titles (কিংবা credits) চলচ্চিত্র বা টেলিভিশনের অনুষ্ঠান প্রযোজনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের (লিপিলেখক, প্রযোজক, ক্যামেরাম্যান) নাম, যা চলচ্চিত্র ইত্যাদির প্রখমে বা শেষে দেখানো হয়। titled [টাইট্লড্] (adjective) আভিজাত্যসূচক খেতাববিশিষ্ট বা খেতাবধারী (ডিউক, ব্যারন, কাউন্ট)।
- English Word titmouse Bengali definition [টিট্মাউস্] (noun) (plural mice [টিট্মাইস্]) দ্রষ্টব্য tit 1.
- English Word titter Bengali definition [টিটা(র্)] (verb transitive), (noun) বোকার মতো ফিক করে হেসে ফেলা এবং ঐ ধরনের হাসি; মূর্খহাসি।
- English Word tittle Bengali definition [টিট্ল্] (noun) not one jot or tittle কণামাত্র নয়।
- English Word titular Bengali definition [টিট্যিউলা(র্) America(n) টিচুলা(র্)] (adjective) (১) স্বত্বাধিকারবলে অধিকৃত; স্বত্বাধিকারভিত্তিক: titular possessions. (২) নামে আছেন কিন্তু কর্তৃত্ব বা দায়িত্বকর্তব্য বিরহিত এমন; নামমাত্র; খেতাবি; the titular ruler.
- English Word tizzy Bengali definition [টিজি] (noun) be in a tizzy (কথ্য) উত্তেজিত হওয়া।
- English Word TNT Bengali definition [টীএন্টী] (noun) (= trinitrotoluene) শক্তিশালী বিস্ফোরকবিশেষ।
- English Word to 1 Bengali definition [ব্যঞ্জন ধ্বনির পূর্বে সাধারণত: ট; স্বরধ্বনির পূর্বে: টু বা টূ; জোরালো রূপ বা অন্তে: টূ] (preposition(al)) (১) দিকে, প্রতি, অভিমুখে (উল্লেখ্য যে বাংলায় অনেকক্ষেত্রে বিভক্তির সাহায্যে এই অর্থ প্রকাশ পায়): go to the museum: turn to the right. (২) (লাক্ষণিক প্রয়োগ) (কোনো অবস্থা, গুণ ইত্যাদির) অভিমুখে, দিকে: tendency to laziness, আলস্যপ্রবণতা; tear a shirt to pieces, ছিঁড়ে টুকরা টুকরা করা; bring/move/reduce somebody to tears, কাউকে কাঁদানো। (৩) (গৌণকর্মের সূচক হিসেবে) To whom do you want to offer it? (৪) অতো দূর পর্যন্ত: from first to last: count (up) to fifty; wet to the skin. (৫) পূর্বে; আগে: ten to five; a quarter to nine. দ্রষ্টব্য past. (৬) পর্যন্ত; অবধি: from Monday to Saturday; to the end of the show. (৭) (তুলনা, অনুপাত ও সম্বন্ধ-নির্দেশক): prefer walking to running; They won by three goals to nil. (৮) স্পর্শ করে: march shoulder to shoulder, কাঁধে কাঁধ লাগিয়ে। (৯) জন্য: the key to the door; the words to a tune. (১০) নিয়ে; -এ, -তে: 100 p to the pound. (১১) সম্মানে: drink (a health) to somebody. দ্রষ্টব্য health(৪). (১২) (দুটি পরিমাণের মধ্যে তুলনায়; হার উল্লেখে) প্রতি: fuel consumption of 3 5 miles to the gallon. দ্রষ্টব্য per; rate 1 (১). (১৩) উৎপাদনপূর্বক: To her surprise/delight etc he got through the examination, তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়াতে সে অবাক/আনন্দিত হয়েছে। (১৪) (seem, appear, feel, look, smell, sound প্রভৃতি সংবোধমূলক ক্রিয়াপদের সঙ্গে ব্যবহৃত) কাছে: It feels/sounds etc to me like glass/running water etc.
- English Word to 2 Bengali definition [ব্যঞ্জনধ্বনির পূর্বে সাধারণত: ট; স্বরধ্বনির পূর্বে এবং জোরালো রপ: টূ] particle infi- এর চিহ্ন যা y- এর অব্যবহিত আগে বসে। (১) (বহু verb(s)- এর পরে বলে, তার can, do, may, must, shall, will- এর পরে ব্যবহৃত হয় না): She wants to sing. (২) (উদ্দেশ্য, ফল ও পরিণাম বোঝাতে ক্রিয়াবিশেষণের কাজ করে): He left school to be sailor, নাবিক হওয়ার উদ্দেশ্যে। (৩) (adjective(s) ও adverb(s)-এর অর্থকে সীমিত করে); She is too young to have a baby. Are you ready to come? (৪) (পরবর্তী কোনো তথ্যের প্রতি নির্দেশ করে): He came out of the building to be run over by a truck. (৫) (adjective- এর মতো কাজ করে): He’s not a man to surrender. (৬) (noun হিসেবে infinitive- এর সঙ্গে ব্যবহৃত হয়): To, obey the laws is everyone’s duty. (৭) (infinitive- এর প্রতিকল্পন বা বিকল্প হিসেবে): I did not want to attend the function, but I had to.
- English Word to 3 Bengali definition [টূ (কোনো দুর্বল রূপ নেই)] (১) স্বাভাবিক বা আবশ্যিক অবস্থানে, বিশেষত বদ্ধ বা প্রায়বদ্ধ অবস্থানে: Leave the door to, প্রায়বদ্ধ; ভেজানো। (২) to and fro, দ্রষ্টব্য fro. (৩) bring to; come to; fall to, দ্রষ্টব্য bring (৬); দ্রষ্টব্য come (১৫); দ্রষ্টব্য fall 2 (১৪).
- English Word to-do Bengali definition [টডূ] (noun) হৈচৈ; কর্মচাঞ্চল্য; হৈ-হুল্লোড়।
- English Word toad Bengali definition [টোড্] (noun) অমসৃণ ত্বকবিশিষ্ট ব্যাঙজাতীয় প্রাণী, যারা প্রজননঋতু ছাড়া ডাঙায়ই বাস করে। toad-in-the-hole (noun) ময়দা, ডিম, দুধ ইত্যাদির মিশ্রণের মধ্যে ভাজা সসেজবিশেষ। toad stool (noun) ব্যাঙের ছাতা।
- English Word toady Bengali definition [টোডি] (noun) হীন মোসাহেব; চাটুকার। □(verb intransitive) toady to somebody সুবিধা পেতে মোসাহেবি বা চাটুকারিতা।
- English Word toast 1 Bengali definition [টোস্ট্] (noun) [uncountable noun] পাউরুটির ছেঁকা খণ্ড; টোস্ট। toast-rack (noun) টোস্ট রাখার তাক। □(verb transitive), (verb intransitive) (১) টোস্ট করা বা হওয়া ছেঁকা। toasting-fork (noun) রুটি ছেঁকে টোস্ট করার দীর্ঘ হাতলযুক্ত কাঁটাবিশেষ। (২) আগুনে (হাত পা ইত্যাদি) ছেঁকা। toaster (noun) রুটি ছেঁকার (সাধারণত বৈদ্যুতিক) যন্ত্র; ছেঁকযন্ত্র।
- English Word toast 2 Bengali definition [টোস্ট্] (verb transitive) পানীয়পূর্ণ পাত্র তুলে কারো সুখ, সাফল্য ইত্যাদি কামনা করা: toast the bride and bridegroom. □(noun) [countable noun] উক্তরূপ শুভকামনা; যে ব্যক্তির সুখ-সাফল্য কামনা করা হয়: reply to the toast. toast-master (noun) বিশিষ্ট অতিথিদের সম্মানে আয়োজিত ভোজসভায় যে ব্যক্তি পানপাত্র তুলে শুভ কামনা করেন।
- English Word tobacco Bengali definition [টাব্যাকো] (noun) [uncountable noun] তামাক গাছ বা পাতা। tobacconist [টাব্যাকানিস্ট্] (noun) তামাক বা তামাকজাত পণ্যের কারবারি।
- English Word toboggan Bengali definition [টাবগান্] (noun) বরফের উপর দিয়ে গড়িয়ে নামার জন্য সামনের দিক উলটানো দীর্ঘ স্লেজ গাড়িবিশেষ। □(verb intransitive) টবগানে চড়ে বরফের উপর দিয়ে নিচে নামা।
- English Word toccata Bengali definition [টাকা:টা] (noun) (সংগীত) অরগ্যান, পিয়ানো প্রভৃতি চাবিওয়ালা যন্ত্রে বাজানোর জন্য মুক্তশৈলীর সাংগীতিক রচনা, যার উদ্দেশ্যে পরিবেশনকারীর নৈপুণ্যপ্রদর্শন; টকাটা।
- English Word tocsin Bengali definition [টক্সিন্] (noun) [countable noun] হুশিয়ারি ঘণ্টা (এখন সাধারণত লাক্ষণিক)।
- English Word today Bengali definition [টাডেই] (adverb), (noun) [uncountable noun] (১) আজ; অদ্য; আজকে: He will return today week/a week today, এক সপ্তাহের মধ্যে। (২) এ যুগ; আজকের দিন; একাল: the artists of today.