Bengali Word past 1English definition [পা:স্ট্ America(n) প্যাস্ট্] (adjective) অতীতকালীন; গত; বিগত: for the past few days; in times past; the past tense.
past master.
কোনো কাজে বা কোনো বিষয়ে পূর্ণ দক্ষতাসম্পন্ন ব্যক্তি।
□ (noun) (১) the past অতীত; অতীতকাল: None can change the past.
(২) কারো অতীত জীবন বা অতীত অভিজ্ঞতা, বিশেষত যখন তা বড় একটা প্রশংসনীয় বা সুখকর নয়: You ought to learn from your past.
I knew nothing of his past.
Bengali Word past 2English definition [পা:স্ট্ America(n) প্যাস্ট্] (preposition(al)) ১ গত; পরে: half past three; a man past middle age; a woman past thirty.
(২) পেরিয়ে; ছাড়িয়ে: I walked past the post office.
He hurried past the site of the murder.
(৩) সীমা, ক্ষমতা বা আয়ত্তের বাইরে: a women past child-bearing, সন্তান ধারণের বয়স আর নেই; a patient past praying for, প্রার্থনার বাইরে চলে গেছে, অর্থাৎ সেরে ওঠার আশা নেই।
be/get past it (কথ্য) কর্মক্ষমতা হারিয়ে ফেলা: Our maid servant is over sixty and I’m afraid she’s getting past it.
wouldn’t put something past somebody কোনো ব্যক্তি নিন্দনীয়, অস্বাভাবিক ইত্যাকার কিছু করবেন না এমন মনে না-করা: Everybody says he loves his wife, but I wouldn’t put it past him to leave her and run off with another woman.
□ (adverb) ছাড়িয়ে; পেরিয়ে-এই অর্থে: walk/run/hurry.
Bengali Word pastaEnglish definition [প্যাস্টা America(n) পা:স্টা] (noun) [Uncountable noun] (ইতালীয়) ময়দা, ডিম ও পানি মিশিয়ে এবং শুকিয়ে তৈরি খাবারবিশেষ।
Bengali Word pasteEnglish definition [পেইস্ট্] (noun) ১ [Uncountable noun] পেস্ট্রি তৈরি জন্য ময়দা, তেল, পানি ইত্যাদির নরম, কাদাটে মিশ্রণ; মাখানো ময়দার তাল।
(২) ভর্তা খাবার: fish-paste মাছের ভর্তা।
(৩) পানিতে ময়দা গুলিয়ে তৈরি আঠা।
(৪) কৃত্রিম মণিমুক্তা তৈরিতে ব্যবহৃত (কাচসদৃশ) পদার্থ।
□ (verb transitive) (১) ময়দার আঠা দিয়ে জোড়া লাগানো।
paste something down আঠা দিয়ে জোড়া দেওয়া।
paste something up (ক) আঠা দিয়ে কোনো কিছুর উপর সেঁটে দেওয়া: paste up a notice.
(খ) আঠা দিয়ে ঢেকে বা বন্ধ করে দেওয়া: paste up cracks.
(গ) বই, পত্রিকা ইত্যাদির ডিজাইন তৈরি করার জন্য বড় কাগজের পাতার উপর অপেক্ষাকৃত ছোট কাগজের পাতা সেঁটে দেওয়া।
paste-up (noun) (২) (কথ্য) পিটিয়ে তুলাধুনা করা; আচ্ছামতো পেটানো।
pasting (noun) (১) (কথ্য) বেদম পিটুনি: get/give/somebody a pasting.
(২) পত্রিকায় সেলোফিনের উপর ট্রেসিং বা ফিল্ম জোড়া লাগানো; পেস্টিং।
Bengali Word pastelEnglish definition [প্যাস্ট্ল্ America(n) প্যাস্টেল্] (noun) ১ রঙিন খড়ি; (দ্বারা অঙ্কিত চিত্র)।
(২) (attributive(ly)): pastel shades, রঙের নানা হালকা, মৃদু, সূক্ষ্ম মাত্রা।