Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word timpani Bengali definition [টিম্‌পানি] (noun), (plural) নহবত বা নাকাড়ার জোড়া (যেমন কোনো অর্কেস্ট্রায়)। timpanist [টিম্‌পানিস্‌ট্] (noun) নহবতবাদ
  • English Word tin Bengali definition [টিন্‌] (noun) (১) [uncountable noun] (রসায়ন) টিন ধাতু; রাং; ত্রপু; রস (প্রতীক Sn)। tinfoil (noun) [uncountable noun] টিনের তবক; রাংতা। (little) tin god যে বস্তু বা ব্যক্তিকে মানুষ ভুলে অসীম শ্রদ্ধার আসনে বসিয়েছে। tinhat (অপশব্দ) (একালের সৈনিকদের মাথার) ইস্পাতের শিরস্ত্রাণ। tin-plate (noun) [uncountable noun] টিনের প্রলেপ দেওয়া লোহার পাত, যা খাদ্য কৌটাজাত করতে ব্যবহৃত হয়; টিনের পাত। tinsmith (noun) টিনের প্রলেপ দেওয়া লোহার পাত নিয়ে যারা কাজ করে; টিনমিস্ত্রি। tintack (noun) টিনের প্রলেপ দেওয়া লোহার খাটো পেরেকবিশেষ। (২) [countable noun] টিনের প্রলেপ দেওয়া লোহার পাতে নির্মিত আধার (America(n)= can): টিনtin-opener (noun) টিন খোলার যন্ত্র। □(verb transitive) (tinned, tinning, tins) (১) টিনের প্রলেপ দেওয়া। (২) (খাদ্য ইত্যাদি) টিনজাত করা (America(n)= can): tinned beef. tinny (adjective) টিন সম্বন্ধীয় বা টিনের মতো; (ধ্বনি) ঝনঝনে।
  • English Word tin pan alley Bengali definition [টিন্‌ প্যান্‌ অ্যালি] (noun) (গোষ্ঠী হিসেবে) লোকরঞ্জক সংগীতের রচয়িতা, বাদক ও প্রকাশকগণ
  • English Word tincture Bengali definition [টিঙ্‌ক্‌চা(র)] (noun) (১) কোহলে দ্রবীভূত ভেষজদ্রব্য; আরক: tincture of iodine/quinine. (২) a tincture (of) আমেজ; আভা; সামান্য স্বাদ। □(verb transitive) ঈষৎ আমেজ বা স্বাদ দেওয়া।
  • English Word tinder Bengali definition [টিন্‌ডা(র্‌)] (noun) [uncountable noun] স্ফুলিঙ্গের সংস্পর্শে সহজে জ্বলে ওঠে এমন বস্তু (যেমন শুষ্ক, ঈষৎ দগ্ধ নেকড়া); ইন্ধনtincture-box (noun) (আগেকার দিনে আগুন জ্বালাতে) ইন্ধন, চকমকি পাথর ও ইস্পাত রাখার বাক্স; চকমকির বাক্স।
  • English Word tine Bengali definition [টাইন্‌] (noun) (ভোজনের কাঁটা, বিদা ইত্যাদির) সুচালো অগ্রভাগ; দাড়া; হরিণ শিঙের শাখাtined [টাইন্‌ড্] (suffix) (যৌগশব্দে) (উল্লেখিত সংখ্যক) শাখা বা কাঁটাবিশিষ্ট: a three-tined hayfork, তিন কাঁটাওয়ালা।
  • English Word ting Bengali definition [টিঙ্] (verb intransitive), (verb transitive) (noun) টুং বা টিং (শব্দ করা বা শব্দে বাজা)।
  • English Word tinge Bengali definition [টিন্‌জ্‌] (verb transitive) tinge something (with) (১) (লাল ইত্যাদি রঙে) ঈষৎ রঞ্জিত করা(২) (বিশেষত past participle- এ) ঈষৎ মিশ্রিত করা: admiration tinged with envy. □(noun) ঈষৎ মিশ্রণ; আমেজ; আভাস।
  • English Word tingle Bengali definition [টিঙ্‌গ্‌ল্‌] (verb intransitive) শির শির/টন টন করা; (লাক্ষণিক) উদ্দীপ্ত হওয়া: tingle excitement. □(noun) টনটনানি; শির শির: have a tingle in one’s finger-tips.
  • English Word tinker Bengali definition [টিঙ্‌কা(র্‌)] (noun) (১) ভ্রাম্যমাণ ঝালাইকার বা ঝালাইমিস্ত্রি (যে হাঁড়িপাতিল, কেতলি ইত্যাদি মেরামত করে)। not care/give a tinker’s cuss/damn লেশমাত্র পরোয়া/গ্রাহ্য না-করা(২) মেরামত করার চেষ্টা: have an hour’s tinker at time-piece. □(verb intransitive) tinker (at/with) আনাড়ির মতো বা শখের বশে কিছু করা; খুটখাট করা: tinker (away) at a broken machine.
  • English Word tinkle Bengali definition [টিঙ্‌ক্‌ল্‌] (verb intransitive), (verb transitive), টুং টাং বা ঝন ঝন করে বাজা বা বাজানো। □(noun) (singular) টুং টাং: the tinkle of a bell/of falling glass.
  • English Word tinny Bengali definition [টিনি] (adjective) দ্রষ্টব্য tin.
  • English Word tinsel Bengali definition [টিন্‌স্‌ল্‌] (noun) [uncountable noun] (১) অলংকাররূপে ব্যবহারের জন্য চকচকে পদার্থের পাত, ফালি ও সুতা: trim a Christmas tree/dress with tinsel. (২) সস্তা চাকচিক্য; চটক; জেল্লাtinselly [টিন্‌সালি] (adjective) চটকদার; সস্তা রংচঙে। (verb transitive) (tinselled, tinselling, tinsels, America(n) অপিচ tinseled, tinseling, tinsels) রাংতা ইত্যাদি দিয়ে সাজানো।
  • English Word tint Bengali definition [টিন্‌ট্‌] (noun) রঙের (বিশেষত পাণ্ডু বা সূক্ষ্ম) আভা বা রূপভেদ, ছোপ; tints of red in the sky at dawn. □(verb transitive) ছোপ দেওয়া; ঈষৎ রঞ্জিত করা।
  • English Word tiny Bengali definition [টাইনি] (adjective) (tinier, tiniest) অতি ক্ষুদ্র; পুঁচকে
  • English Word tip Bengali definition [টিপ্] (noun) [countable noun] (১) কোনোকিছুর সুচালো বা সরু প্রান্ত, ডগা, আগা: finger-tips. (have something) on the tip of one’s tongue বলতে উদ্যত হওয়া; জিভের ডগায় এসে যাওয়া। tiptop (adjective), (adverb) (সেকেলে, কথ্য) অত্যুৎকৃষ্ট; খাসা: a tip-top hotel/dinner. (২) কোনোকিছুর প্রান্তে সংযুক্ত ক্ষুদ্র টুকরা; ডগা; filter-tips. □(verb transitive) (tipped, tipping, tips) উক্তরূপ ডগা সংযুক্ত করা: filter-tipped cigarettes.
  • English Word tip 2 Bengali definition [টিপ্‌] (verb transitive), (verb intransitive) (tipped, tipping, tips) (১) tip (something) (up) একপাশে বা প্রান্তে উঠানো বা উঠে যাওয়া/কাত হওয়া বা করা: The bench tipped up. tip something (over) উলটে দেওয়া বা যাওয়া। tip the scale (at) (ক) (তৌলযন্ত্রের) একটি পাল্লা অন্যটির চেয়ে নিচু করার জন্য যথেষ্ট হওয়া; পাল্লা ঝোঁকানো; (লাক্ষণিক) (পক্ষে বা বিপক্ষে) মীমাংসাকারক নিয়ামকস্বরূপ হওয়া। (খ) ওজন হওয়া: tip the scale at 60 kg, ৬০ কেজি ওজন হওয়াtip-up seat (প্রেক্ষাগৃহ প্রভৃতি স্থানে) কবজা-লাগানো আসন (যাতে লোকজনের চলাচলে ব্যাঘাত সৃষ্টি না হয়)। (২) tip something (out); tip something (out of something) (into something) (কাজ করে) ঢালা; গড়ানো; অধঃক্ষেপণ করা: tip the rubbish into a ditch. □(noun) (America(n) অপ্রচলিত) আঁস্তাকুড়; (কথ্য) অপরিচ্ছন্ন স্থান: live in a tip.
  • English Word tip 3 Bengali definition [টিপ্‌] (verb transitive) (tipped, tipping, tips) (১) আলতোভাবে ছোঁয়া বা আঘাত করাtip-and-run (adjective) (ডাকাত প্রভৃতির হামলা) হামলা করেই দ্রুত পলায়ন করা হয় এমন। (২) বকশিশ দেওয়া; (ঘোড়দৌড় ইত্যাদিতে সম্ভাব্য বিজেতা) আভাস বা পরামর্শ দেওয়া (নিচে ২ দ্রষ্টব্য)। tip somebody off (কথ্য) হুঁশিয়ারি বা ইঙ্গিত দেওয়া। সুতরাং, tip-off (noun) ইঙ্গিত বা হুঁশিয়ারি; আভাস; ইশারা: give the police a tip-off. tip somebody the wink (কথ্য) বিশেষ তথ্য সরবরাহ করা; গোপনে সতর্ক করে দেওয়া। tip the winner (সাধারণত ঘোড়দৌড়) বিজেতা সম্বন্ধে আভাস দেওয়া। □(noun) [countable noun] (১) বকশিশ। (২) কিছু করার জন্য পরামর্শ, বিশেষত ঘোড়দৌড়ে সম্ভাব্য বিজেতা সম্বন্ধে কিংবা শেয়ারের ভবিষ্যৎ মূল্য সম্বন্ধে তথ্য; সন্দেশ; ইঙ্গিত; আভাস; পরামর্শ; a tip for the Derby. (৩) হালকা আঘাত; টোকা
  • English Word tippet Bengali definition [টিপিট্‌] (noun) (পুরাতনী) মহিলাদের গ্রীবা ও স্কন্ধদেশ বেষ্টন করে আজানুলম্বিত উত্তরীয় বা লোমশ চামড়া নির্মিত পরিধেয়বিশেষ; খ্রিষ্টান যাজকদের অনুরূপ লেবাস; দোপাট্টা; কণ্ঠবস্ত্র
  • English Word tipple Bengali definition [টিপ্‌ল্‌] (verb intransitive), (verb transitive) (১) সুরাপানে অভ্যস্ত হওয়া; মদ টানা(২) (সুরাজাতীয় পানীয়) পান করা। □(noun) [uncountable noun] সুরাজাতীয় পানীয়; মদ; (হাস্যরসাত্মক) যেকোনো পানীয়। tippler (noun) মদ্যপায়ী।
  • English Word tipstaff Bengali definition [টিপ্‌স্‌টা:ফ্‌ America(n) টিপ্‌স্‌ট্যাফ্‌] (noun) কাউন্টির আইন বিভাগীয় প্রধান কর্মকর্তার (শেরিফ) অধীনস্থ কর্মকর্তাবিশেষ
  • English Word tipster Bengali definition [টিপ্‌স্‌টা(র্‌)] (noun) ঘোড়দৌড়ে বিজেতা সম্বন্ধে যে আভাস দেয়। দ্রষ্টব্য tip 3 (২).
  • English Word tipsy Bengali definition [টিপ্‌সি] (adjective) (কথ্য) ঈষৎ মাতাল, টলমলে, আধমাতাল
  • English Word tiptoe Bengali definition [টিপটোউ] (adverb) on tiptoe পায়ের আঙুলের ডগায় ভর দিয়ে: be/wait on tiptoe with excitement. □(verb intransitive) পা টিপে টিপে হাঁটা।
  • English Word tirade Bengali definition [টিইরেইড্] (noun) দীর্ঘ, ক্রোধোদ্দীপ্ত বা তিরস্কারপূর্ণ বক্তৃতা
  • English Word tire 1 Bengali definition [টাইআ(র্‌)] (noun) (America(n))= tyre.
  • English Word tire 2 Bengali definition [টাইআ(র্‌)] (verb transitive), (verb intransitive) tire (somebody) (out); tire of ক্লান্ত/শ্রান্ত করা বা হওয়া; আগ্রহহীন করাbe tired of কোনোকিছু সম্বন্ধে ত্যক্তবিরক্ত হওয়া। tired [টাইআড্] (adjective) শ্রান্ত; ক্লান্ত; অবসন্ন। tired out সম্পূর্ণ অবসর। tiredness (noun) ক্লান্তি; অবসন্নতা। tireless (adjective) (১) ক্লান্তিহীন; শ্রান্তিহীন: a tireless worker. (২) অক্লান্ত; অদম্য; অফুরন্ত: tireless energy. tirelessly (adverb) ক্লান্তিহীনভাবে। tiresome [টাইআ(র্‌)সাম্] (adjective) ক্লান্তিকর; বিরক্তিকর; একঘেয়ে। tiring (adjective) ক্লান্তিকর।
  • English Word tiro, tyre Bengali definition [টাইআরো] (noun) (plural tiros [টাইরোজ্‌]) প্রাথমিক শিক্ষার্থী; অনভিজ্ঞ ব্যক্তি; অর্বাচীন
  • English Word tissue Bengali definition [টিশূ] (noun) (১) [countable noun, uncountable noun] যেকোনো ধরনের বোনা কাপড়(২) [countable noun, uncountable noun] জীবশরীরে কোষসমষ্টি; কলা(৩) tissue paper নরম পাতলা কাগজবিশেষ(৪) [countable noun] (লাক্ষণিক) জাল; পরম্পরা; উর্ণাজাল: a tissue of lies.
  • English Word tit 1 Bengali definition [টিট্] (noun) বিভিন্ন ধরনের ছোট পাখিবিশেষ: titmouse; titlark; tomtit; long-tailed tit, etc.