Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word toddle Bengali definition [টড্‌ল্‌] (verb intransitive) শিশুর মতো টলতে টলতে হাঁটা; (কথ্য) হাঁটা: toddle off/round to see a friend. toddler [টড্‌লা(র্)] (noun) যে শিশু একপা দুইপা হাঁটতে শিখেছে।
  • English Word toddy Bengali definition [টডি] (noun) (plural toddies) (১) [countable noun, uncountable noun] গরম পানিসহযোগে উগ্র সুরাজাতীয় পানীয় (বিশেষত হুইস্কি)। (২) [uncountable noun] তাল বা খেজুরের রস, তাড়ি
  • English Word toe Bengali definition [টো] (noun) (১) পদাঙ্গুলি; পায়ের আঙুলtread/step on somebody’s toes (লাক্ষণিক) অনুভূতি বা সংস্কারে আঘাত করা। from top to toe আপাদমস্তক; সম্পূর্ণরূপে। on one’s toes (লাক্ষণিক) সতর্ক; কাজে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। toe-cap (noun) জুতার যে অংশে আঙুল ঢাকা পড়ে, তার উপর চামড়ার বহিরাচ্ছাদন। toe-hold (noun) (খাড়া পাহাড় ইত্যাদিতে ওঠার সময়ে) পায়ের আঙুলে ভর দেওয়ার মতো বিপজ্জনক, সংকীর্ণ স্থান। toe-nail (noun) পায়ের নখ। (২) সোজা, জুতা ইত্যাদির আঙুলের দিক। □(verb transitive) পায়ের নখ দিয়ে ছোঁয়া। toe the line (ক) দৌড়ের প্রতিযোগিতায় পায়ের একটি নখ সূচনারেখার উপর রেখে দাঁড়ানো। (খ) (লাক্ষণিক) দলের হুকুম তামিল করা।
  • English Word toffee Bengali definition [টফি America(n) টোফি] (noun) (plural toffees) (America(n)= taffy [ট্যাফি]) [countable noun, uncountable noun] চিনি, মাখন ইত্যাদি জ্বাল দিয়ে বানানো শক্ত, আঠালো মিঠাইবিশেষ; টফি
  • English Word tog Bengali definition [টগ্‌] (verb transitive) (togged, togging, togs) tog oneself up/out (in) (কথ্য) কেতাদুরস্ত কাপড়চোপড় পরাtogs (noun) (plural) (কথ্য) কাপড়চোপড়: put on one’s best togs.
  • English Word together Bengali definition [টাগেদা(র্)] (adverb) (১) একত্রে; একসঙ্গে: work together. together with অধিকন্তু; এবং সেইসঙ্গে: His parents, together with his well-wishers... (২) একই স্থানে একত্রে, একসঙ্গে: Call the boys together. be together; get something/it together (অপশব্দ) সংগঠিত/নিয়ন্ত্রণ হওয়া বা করা। put your/our, etc heads together সবাই মিলে শলাপরামর্শ করা। (৩) একই সময়ে, একসঙ্গে: The telegram and the letter reached him together. (৪) নিরবচ্ছিন্নভাবে: for hours together, ঘণ্টার পর ঘণ্টা। togetherness (noun) [uncountable noun] ঐক্যবোধ; একত্ববোধ।
  • English Word toggle Bengali definition [টিগ্‌ল্] (noun) (গোঁজসদৃশ) কাঠি, যা একটি ফাঁসের মধ্যে ঢুকিয়ে দুটি জিনিসকে একত্র বাঁধা হয় (যেমন কোটে বোতামের পরিবর্তে); খোঁটা
  • English Word togs Bengali definition [টগ্‌জ্‌] (noun), (past participle) দ্রষ্টব্য tog.
  • English Word toil Bengali definition [টয়ল্] (verb intransitive) toil (at) (কর্তব্য সম্পন্ন করতে) কঠোর পরিশ্রম করা: toil at /one’s studies; অতিকষ্ঠে অগ্রসর হওয়া: toil up a steep hill. □(noun) [uncountable noun, countable noun] কঠোর পরিশ্রম; মেহনত; খাটুনি। toiler (noun) কঠোর পরিশ্রমী ব্যক্তি। toilsome [টয়ল্‌সাম্] (adjective) কঠোর শ্রমসাধ্য।
  • English Word toilet Bengali definition [টয়লিট্] (noun) (১) প্রসাধন; অঙ্গরাগ: spend a few minutes on one’s toilet. (২) (attributive(ly)) প্রসাধন: a toilet set; toilet articles. toilet-powder (noun) [uncountable noun]= talc. toilet-table (noun) (আয়নাসহ) প্রসাধন-টেবিল। (৩) শৌচাগার toilet-paper (noun) শৌচাগারে ব্যবহারের জন্য কাগজtoilet-roll (noun) টয়লেট কাগজের প্যাঁচানো গুলি।
  • English Word toils Bengali definition [টয়ল্‌জ্‌] (noun) (plural) জাল; ফাঁদ: (সাধারণত লাক্ষণিক): caught in the toils of the law.
  • English Word token Bengali definition [টোকান্] (noun) [countable noun] (১) চিহ্ন; প্রমাণ; নির্দশন; নিশ্চয়তাin token of নিদর্শনস্বরূপ। book/record/gift token (সাধারণত আকর্ষণীয় কার্ডে মুদ্রিত) অর্থপ্রাপ্তির স্বীকারপত্র, যার বিনিময়ে উল্লেখিত মূল্যের বই/রেকর্ড ইত্যাদি পাওয়া যায়। (২) (attributive(ly)) প্রাথমিক বা ক্ষুদ্রাকার বিকল্প, প্রতীক: a token strike. token money যে মুদ্রার নিজস্ব মূল্য (অর্থাৎ ধাতু হিসেবে) সামান্য হলেও উচ্চতর মূল্যে বিনিময় করা যায়; নির্দশনমুদ্রা। token payment দেনা স্বীকারের নিদর্শনস্বরূপ দেনার সামান্য অংশ পরিশোধ। token strike (হুঁশিয়ারি হিসেবে) কয়েক ঘণ্টার ধর্মঘট; প্রতীক ধর্মঘট। token vote সরকারি ব্যয়নির্বাহে অর্থ বরাদ্দের জন্য সংসদে ভোটগ্রহণ; এইভাবে অর্থ বরাদ্দের পরে আরো বড় অঙ্কের অর্থ আর কোনো আলোচনা বা ভোটগ্রহণ ছাড়াই ব্যয় করা যায়; প্রতীকভোট।
  • English Word told Bengali definition [টোল্‌ড্‌] tell- এর, past participle
  • English Word tolerate Bengali definition [টলারেইট্] (verb transitive) (১) বিনা প্রতিবাদে মেনে নেওয়া বা সহ্য করা; বরদাস্ত করা(২) সঙ্গ সহ্য করা; বরদাস্ত করা: I can’t tolerate that tiresome story-teller. tolerable [টলারাব্‌ল্] (adjective) সহনীয়; চলনসই; মোটামুটি ভালো: tolerate food. tolerably [টলারাব্‌লি] (adverb) সহনীয়ভাবে; মোটামুটি: feel tolerate certain about something. tolerance [টলারান্‌স্‌] (noun) [uncountable noun] অন্যের মত, বিশ্বাস ইত্যাদি সহ্য করার গুণ; সহনশীলতা; সহিষ্ণু: religious/facial tolerate. tolerant [টলারান্‌ট্‌] (adjective) সহনশীল; সহিষ্ণু: tolerate of criticism. tolerantly (adverb) সহনশীলতার সঙ্গে। toleration [টলারেইশ্‌ন্‌] (noun) [Uncountable noun]= tolerance.
  • English Word toll 1 Bengali definition [টোল্] (noun) [countable noun] (১) রাস্তা, সেতু, পোতাশ্রয় ইত্যাদি ব্যবহারের জন্য এদের অর্থ; মাসুল; পথশুল্ক; উপশুল্কtoll-bar/-gate (noun) (রাস্তার উপর) শুল্ক-ফটক। toll-house (শুল্ক আদায়কারীর জন্য) শুল্কঘর। (২) (লাক্ষণিক) যা হারিয়ে গেছে বা যে ক্ষতি স্বীকার করতে হয়েছে; মাসুল: the toll of the roads, সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও জখম। (৩) toll call (noun) (টেলিফোন) যে কলের হার স্থানীয় কলের চেয়ে বেশি
  • English Word toll 2 Bengali definition [টোল্] (verb transitive), (verb intransitive) (ঘণ্টা) ধীরে ধীরে, তালে তালে বাজা বা বাজানো। □(noun) (শুধু singular) ঘণ্টাধ্বনি; ঘণ্টানিনাদ।
  • English Word tom-tit Bengali definition [টম টিট্] (noun) দোয়েলজাতীয় ছোট পাখি
  • English Word tomahawk Bengali definition [টমাহোক্] (noun) উত্তর আমেরিকার ইন্ডিয়ানদের হালকা কুঠার; পরশু; টাঙ্গি। □(verb transitive) কুঠারাঘাত করা।
  • English Word tomato Bengali definition [টামা:টো America(n) টামেইটো] (noun) (plural tomatoes [টামেইটোজ্‌]) [countable noun] টমেটো; বিলাতি বেগুন। (attributive(ly)) tomato juice টমেটোর রস।
  • English Word tomb Bengali definition [টূম্] (noun) (বিশেষত স্মৃতিসৌধযুক্ত) কবর; সমাধিtomb stone (noun) সমাধিফলক; সমাধিশিলা।
  • English Word tombola Bengali definition [টম্‌বোলা] (noun) [countable noun] (plural tombolas) (এখন সাধারণত bingo নামে পরিচিত) এক ধরনের লটারি, যাতে টাকা বা টুকিটাকি শৌখিন সামগ্রী পুরস্কার হিসেবে দেওয়া হয়।
  • English Word tomboy Bengali definition [টম্‌বয়্] (noun) যে মেয়ে হৈচৈপূর্ণ অমার্জিত খেলাধুলা পছন্দ করে; গেছো/ধিঙ্গি মেয়ে
  • English Word tombstoning Bengali definition [টূম্‌স্টোনিঙ্] (noun) [uncountable noun] (১) (British/Britain) পাহাড়ের চুড়ো, হোটেলের বেলকনি, ব্রিজ, দেওয়াল, ছাদ ইত্যাদি উঁচু জায়গা থেকে খাড়াভাবে পানিতে ঝাঁপিয়ে পড়া(২) (ইলেকট্রনিকসে) অনাকাঙ্ক্ষিত প্রভাবের কারণে ইলেকট্রনিক সার্কিট বোর্ডে লাগানো উপাদানগুলো অনুভূমিক থাকার পরিবর্তে খাড়া হয়ে থাকা(৩) (সাংবাদিকতায়) পেজ লেআউটে (পৃষ্ঠাশয্যায়) নিবন্ধ বা সংবাদগুলো পাশাপাশি বসানো যাতে শিরোনামগুলো পাশাপাশি অবস্থান করে। এটা bumping heads নামেও পরিচিত। (৪) (যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে) অপর্যাপ্ত গতি নিয়ে মহাসড়কে একটি সেমি ট্রেইলার ট্রাক ওভারটেক করতে গিয়ে যে যানজট তৈরি করে(৫) (ডিজিটাল লাইব্রেরিতে) ডিজিটাল রেকর্ড মুছে দিয়ে সেখানে একটি চিহ্ন রেখে দেওয়া যাতে এটা বোঝা যে সেখানে একটি ডিজিটাল রেকর্ড ছিলtombstone (verb transitive), উঁচু জায়গা থেকে পানিতে খাড়াভাবে ঝাঁপিয়ে পড়া। tombstoner (noun) [countable noun] যিনি উক্ত কাজ করেন।
  • English Word tomcat Bengali definition [টম্‌ক্যাট্] (noun) হলো (বিড়াল)।
  • English Word tome Bengali definition [টোম্] (noun) বৃহৎ; ভারী গ্রন্থ
  • English Word tomfool Bengali definition [টম্‌ফূল্] (noun) অকাটমূর্খ; গণ্ডমূর্খ (attributive(ly)) নির্বোধ; মূর্খতাপূর্ণ: a tomfool speech. tomfoolery [টম্‌ফূলারি] (noun) [uncountable noun] নির্বোধ/উদ্ভট আচরণ; [countable noun] (plural tomfooleries) নির্বোধ রসিকতা; স্থূল ভাঁড়ামি।
  • English Word tommy-gun Bengali definition [টমি গান্] (noun) একজনের পক্ষে বহনযোগ্য হালকা মেশিনগান
  • English Word tommy-rot Bengali definition [টমিরট্] (noun) (কথ্য) চরম নির্বুদ্ধিতা; ডাহা মূর্খতা; নিছক প্রলাপ; যা-তা: He’s talking tommy-rot.
  • English Word tomorrow Bengali definition [টামরো] (adverb), (noun) [uncountable noun] আগামীকাল; নিকট ভবিষ্যৎ: He will meet you tomorrow morning. They are the men and women of tomorrow (= of the next few years). tomorrow week আজ থেকে আট দিন।
  • English Word tomtom Bengali definition [টম্‌টম্‌] (noun) মাদল বা ঢোল