Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word tops Bengali definition [টপ্‌স্‌] (noun), (plural) (সাধারণত the tops) (কথ্য) অতিশ্রেষ্ঠ
  • English Word topsy-turvy Bengali definition [টপসিটা:ভি] (adjective), (adverb) (কথ্য) বিশৃঙ্খলায়; উলটপালটtopsy-turvydom [টপডাম] (noun) উলটপালট অবস্থা।
  • English Word torch Bengali definition [টোচ্] (noun) (১) মশাল; (আলংকারিক অর্থ) আলোকবার্তিকাcarry a torch for somebody (প্রতিদান না- পেয়েও) ভালোবেসে যাওয়া। torchlight (noun) [uncountable noun] টর্চলাইট; টিপবাতি। torchrace (noun) (প্রাচীন গ্রিসে) রিলেরেসে দৌড়বিদদের হাতে অন্যদের মশাল প্রদান। torch singer (noun) আবেগপ্রবণ প্রেমসংগীত গায়িকা। (২) (British/Britain) electric hand-light (America(n)= flashlight); (ওয়েল্ডিংয়ে ব্যবহৃত) বাতিবিশেষ
  • English Word tore Bengali definition [টো(র্)] tear 2 -এর past tense
  • English Word toreador Bengali definition [টরিআডো(র্‌) America(n) টরিআডোর্] (noun) (স্পেনীয়) (অশ্বারোহী) ষাঁড়-লড়াইকারী
  • English Word torment Bengali definition [টোমেন্ট] (noun) [countable noun, uncountable noun] নিদারুণ যন্ত্রণা। □(verb transitive) [টোমেন্ট্‌] নিদারুণ যন্ত্রণা দেওয়া; বিরক্ত করা। tormentor [টোমেন্‌টা(র্‌)] (noun) যন্ত্রণাদানকারী।
  • English Word torn Bengali definition [টোন্] tear 2 -এর past participle
  • English Word tornado Bengali definition [টোনেইডো] (noun) (plural tornadoes [টোনেইডোজ্‌]) টর্নেডো; ধ্বংস; ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়
  • English Word torpedo Bengali definition [টোপীডোউ] (noun) (plural torpedoes [ডোজ্]) টর্পেডোtorpedo-boat (noun) টর্পেডো নিক্ষেপে ব্যবহৃত ক্ষুদ্র কিন্তু তীব্রগতির যুদ্ধজাহাজ। torpedo-tube (noun) যে নল থেকে টর্পেডো নিক্ষিপ্ত হয়। □(verb transitive) টর্পেডো দিয়ে আক্রমণ অথবা ধ্বংস করা; (লাক্ষণিক) কোনো নীতি অথবা প্রতিষ্ঠানকে আক্রমণ করা এবং নিষ্ক্রিয় করে দেওয়া।
  • English Word torpid Bengali definition [টোপিড্‌] (adjective) (১) অকর্মা(২) (প্রাণী) চলাফেরায় অনিচ্ছুক; অসাড়torpidly (adverb) torpidness, torpidity [টোপিডাটি] (noun(s)) [uncountable noun] অকর্মণ্যতা; অসাড়তা।
  • English Word torpor Bengali definition [টোপা(র্‌)] (noun) [uncountable noun, countable noun] অসাড় অবস্থা
  • English Word torque Bengali definition [টোক্] (noun) [uncountable noun] ঘূর্ণন অথবা পাক সৃষ্টিতে সক্ষম শক্তিবিশেষ
  • English Word torrent Bengali definition [টরান্‌ট্ America(n) টোরন্‌ট্] (noun) [countable noun] (১) প্রবল জলধারা; মুষলধারা: rain falling in torrents. (২) (লাক্ষণিক) প্রবল গালাগালtorrential [টারেন্‌শ্‌ল্] (adjective) প্রবলধারাপূর্ণ; মুষলধারে: torrential rain.
  • English Word torrid Bengali definition [টরিড্ America(n) টরিড্] (adjective) (আবহাওয়া, দেশ) গ্রীষ্মমণ্ডলীয়: the torrid zone. torridity (noun) [uncountable noun] উষ্ণতা।
  • English Word torsion Bengali definition [টোশ্‌ন্‌] (noun) [uncountable noun] (সুতা, দড়ি) পাকানো অথবা পাকানোর প্রক্রিয়া
  • English Word torso Bengali definition [টোসো] (noun) (plural torsos) কবন্ধ; হাত-পা-মাথাবিহীন মানবশরীর (ও মূর্তি)।
  • English Word tort Bengali definition [টোট্] (noun) (আইন সম্বন্ধীয়) চুক্তিভঙ্গ ছাড়া অন্য যেকোনো অন্যায় যার প্রতিকার খেসারত দিলে হয়
  • English Word tortilla Bengali definition [টোটীইয়া] (noun) মেক্সিকোতে প্রচলিত অমলেট
  • English Word tortoise Bengali definition [টোটাস্‌] (noun) কচ্ছপtortoise-shell (noun) [uncountable noun] কচ্ছপের খোলা।
  • English Word tortuous Bengali definition [টোচুআস্‌] (adjective) আঁকাবাঁকা: a tortuous path; (লাক্ষণিক) জটিল, প্যাঁচানো: a tortuous man. tortuously (adverb)
  • English Word torture Bengali definition [টোচা(র্‌)] (verb transitive) অত্যাচার করা; পীড়ন করা। □(noun) (১) [uncountable noun] অত্যাচার(২) যন্ত্রণা; নিপীড়ন পদ্ধতিtorturer (noun) অত্যাচারী।
  • English Word Tory Bengali definition [টোরি] (noun) (plural Tories)= conservatives.
  • English Word toss Bengali definition [টস্‌ America(n) টোস্‌] (verb transitive), (verb intransitive) (১) উপরের দিকে ছুঁড়ে মারাtoss (up) a coin; toss (somebody) for something; toss up মুদ্রার সাহায্যে টস করা। toss-up (noun) টস। (২) হেলতে দুলতে থাকা: The daffodils were tossing their heads. (৩) toss something off (ক) দ্রুত গিলে ফেলা। (খ) অল্প চিন্তায় কিছু রচনা করা। □(noun) [countable noun] (১) দোলা; নাড়ানো(২) win/lose the toss টসে জেতা/হারা
  • English Word tot 1 Bengali definition [টট্] (noun) (১) (প্রায়ই tiny tot) অত্যন্ত ছোট শিশু(২) (কথ্য) ছোট গ্লাসভরতি মদ
  • English Word tot 2 Bengali definition [টট্‌] (verb transitive), (verb intransitive) (totted, totting, tots) tot (something) up (কথ্য) যোগ করা
  • English Word total Bengali definition [টোট্‌ল্‌] (adjective) সর্বমোট সম্পূর্ণtotal war সার্বিক যুদ্ধ; যে যুদ্ধে দেশের সর্বশক্তি নিয়োজিত হয়। □(noun) [countable noun] অর্থের মোট পরিমাণ। □(verb transitive), (verb intransitive), (totalled, totalling, totals, America(n) অপিচ totaled, totaling, totals) মোট যোগফল পাওয়া; সর্বমোট পরিমাণ হওয়া। totally [টোটালি] (adverb) পুরাপুরি। totality [টোট্যালাটি] (noun) সার্বিক দিক; সমগ্রতা।
  • English Word totalitarian Bengali definition [টোট্যালিটেআরিআন্‌] (adjective) সমগ্রতাবাদী; যে রাজনৈতিক দল একটি দল ভিন্ন অন্য কোনো প্রতিদ্বন্দ্বী দলকে মানতে রাজি নয়totalitarianism [টোট্যালিটেআরইজাম্] (noun) একদল মতবাদ; সমগ্রতাবাদ।
  • English Word totalizator Bengali definition [টোটালাইজেইটা(র্‌) America(n) টোটালিজটা(র্‌)] (noun) (ঘোড়দৌড়ে) যারা রাজি ধরে তাদের নাম তালিকাভুক্ত করার যন্ত্রবিশেষ
  • English Word tote 1 Bengali definition [টোট্] (noun) (কথ্য ও সংক্ষিপ্ত) totalizator.
  • English Word tote 2 Bengali definition [টোট্‌] (verb transitive) (অপশব্দ) (বন্দুক) বহন করা