• Bengali Word bring English definition [ব্রিঙ্‌] (verb transitive) (past tense, past participle brought [ব্রট্‌]) ১ আনা; আনয়ন করা।
    (২) হাজির করা। (৩) উৎপন্ন করা। (৪) বহন করা। (৫) প্রবর্তন করা। (৬) উত্থাপন করা। (৭) দায়ের করা। (৮) (phrases) bring somebody to book কাউকে তার কৃতকর্মের জন্য কৈফিয়ত দিতে বাধ্য করা বা দোষের জন্য শাস্তি দেওয়া। bring something to an end কোনো কিছুর সমাপ্তি ঘটানো। bring something home to somebody হৃদয়ঙ্গম করানো। bring low অবনমিত করা। bring something to light প্রকাশ করা। bring something to mind স্মরণ করা বা করানো। bring something to pass ঘটানো। bring oneself to do something কাউকে যুক্তি বা পরামর্শ দিয়ে কোনো কিছু করতে রাজি করানো। bring somebody to bay কাউকে কোণঠাসা করা বা এমন অবস্থায় ফেলা যেখান থেকে পালানো অসম্ভব। bring somebody to his senses হুঁশ ফিরানো; কাউকে নির্বুদ্ধিতা পরিত্যাগ করিয়ে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা। (৯) (বিশেষ ব্যবহার) bring about (ক) ঘটানো: bring about a war/somebody’s ruin. (খ) (নৌচালনবিদ্যা) পালতোলা জাহাজকে দিক পরিবর্তন করানো। (গ) স্মরণ করা বা করানো। bring something back to পূর্বাবস্থায় ফিরিয়ে আনা। bring somebody/something down (ক) নামানো; নামিয়ে আনা; (খ) হত বা আহত করা; (গ) উচ্চ অবস্থা থেকে অন্যের সমতুল্য অবস্থায় নিয়ে আসা। bring the house down/bring down the house on (প্রেক্ষাগৃহ) করতালিমুখর করা; (লাক্ষণিক) জনসাধারণ চায় এমন কাজ করে তাদের প্রশংসা পাওয়া। bring forth উৎপন্ন করা; প্রসব করা। bring forward (ক) উপস্থাপন করা: Can you bring forward any proof of your story? (খ) এগিয়ে আনা: The meeting was brought forward from 30th June to 3rd June. (গ) b/f (সংক্ষেপ হিসাবরক্ষণ) জের টানা; এক পৃষ্ঠার হিসাবের অঙ্ক পর পৃষ্ঠায় স্থানান্তরিত করা। bring in (ক) উৎপন্ন করা; মুনাফা করা। (খ) উপস্থাপন করা: A new bill was brought in by members of Parliament. (গ) (সাহায্যকারী হিসেবে) আনয়ন করা: An expert was brought in to help with the project. (ঘ) (আইন প্রয়োগকারী সংস্থা সম্বন্ধে) গ্রেফতার করা: He was brought into the police station for questioning. (ঙ) (আদালত) রায় দেওয়া: The jury brought in a verdict of guilty. bring off (ক) উদ্ধার করা। (খ) কোনো কাজে সাফল্য পাওয়া: to bring off a big business deal. bring on (ক) কারণ হওয়া। (খ) আগাম ফলতে বা বাড়তে সাহায্য করা: The good weather will bring on the crops. (গ) (শিক্ষার্থী) উন্নতি বিধান করা; উৎকর্ষ সাধন করা: This course will bring on your English. bring on/upon (বিশেষত নিজের উপর) (সাধারণত অপ্রীতিকর) কোনো কিছু ঘটানো: I have brought this on/upon myself. bring out (ক) বের করা; উৎপাদন করা। (খ) প্রকাশ করা। (গ) লজ্জা বা চাপা স্বভাব দূর করতে সাহায্য করা: I tried to bring her out at the party. bring round (ক) মূর্ছা যাওয়ার পর জ্ঞান ফেরানো: We tried to bring her round when she fainted. (খ) (নৌচালনবিদ্যা) নৌকা বা জাহাজের গতি উলটোদিকে ফেরানো। (গ) কারো মত পরিবর্তন করানো। bring through অসুস্থ কোনো ব্যক্তিকে সুস্থ করা: She is so ill that doctors cannot bring her through. bring to (ক) মূর্ছা ভাঙানো; চৈতন্য ফিরিয়ে আনা। (খ) (নৌচালনবিদ্যা) নৌকা বা জাহাজ থামানো। bring under (ক) বাধ্য করা; বশে আনা; দমন করা। (খ) কোনো শ্রেণির অন্তর্ভূক্ত করা। bring up (ক) লালনপালন করা: to bring up children. (খ) বমন বা উদ্গিরণ করা। (গ) উত্থাপন করা: The matter was brought up in the meeting. (ঘ) (সামরিক) যুদ্ধে নিয়োজিত করা: An infantry division was brought up in the battle. (ঙ) বিচারের জন্য সোপর্দ করা: He was brought up in the court for trail. (চ) পৌঁছার কারণ হওয়া: This brings us up to the end of the programme.