Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word ton Bengali definition [টন্‌] (noun) (১) টন (British/Britain= ২২৪০ পাউন্ড, America(n)= ২০০০ পাউন্ড)। metric ton মেট্রিক টন (১০০০ কিলোগ্রাম)। (২) টনের হিসেবে জাহাজের বহনক্ষমতা(৩) (কথ্য) যথেষ্ট ভারী; ভূরিভূরি: tons of money. (৪) the ton (অপশব্দ) ঘণ্টায় এক শ মাইল গতিবেগ। □(verb intransitive) ton up সর্বোচ্চগতিতে মোটরসাইকেল চালানো।
  • English Word tonal Bengali definition [টোউন্‌ল্] (adjective) স্বর, স্বন বা সুরসংক্রান্তtonality [টোউন্যালাটি] (plural tonalties) (সংগীতে) সুরবৈশিষ্ট্য; সুরেলা ভাব।
  • English Word tone 1 Bengali definition [টোউন্‌] (noun) (১) [countable noun] মিড়, লয় ইত্যাদি বৈশিষ্ট্যসূচক স্বর; ধ্বনিবৈশিষ্ট্য ও ধ্বনিগুণ; সুরেলা আওয়াজ বা কণ্ঠস্বরtone-deaf (adjective) সুর-বধির অর্থাৎ সুর-পার্থক্য বুঝতে অসমর্থ (তুলনীয় তালকানা)। tone-poem (noun) কবিতা বা লোককাহিনীর ভাবভিত্তিক সংগীত। (২) [countable noun] স্বরভঙ্গি; অক্ষরের উচ্চারণে প্রস্বর ও প্রস্বরহীনতা(৩) (কেবল singular) গোষ্ঠীবৈশিষ্ট্য(৪) [countable noun] রঙের আভা; আলোর মাত্রা(৫) (সংগীতে) নির্দিষ্ট গ্রামে বাঁধা ধ্বনি(৬) [uncountable noun] অঙ্গপ্রত্যঙ্গের স্বাভাবিক অবস্থানtoned (adjective) নির্দিষ্ট স্বরসংবলিত। toneless (adjective) নীরস, প্রাণহীন কণ্ঠস্বর। tonelessly (adverb)
  • English Word tone 2 Bengali definition [টোউন্‌] (verb transitive), (verb intransitive) (১) বিশেষ সুরে বাঁধা বা বিশেষ রঙের মাত্রা দেওয়া(২) tone (something) down গাঢ়তা কমানো; (উত্তেজনা) হ্রাস হওয়া; হালকা করা; লঘু করাtone (something) up উজ্জ্বলতর, গাঢ়তর বা প্রবলতর করা বা হওয়া। (৩) tone in (with) (বিশেষ করে রঙের ক্ষেত্রে) সামঞ্জস্য রক্ষা করা
  • English Word tongs Bengali definition [টংজ্‌] (noun) (plural) (pair of) tongs সাঁড়াশি; আংটা: coal tongs be/go at it hammer and tongs, দ্রষ্টব্য hammer (১).
  • English Word tongue Bengali definition [টাং] (noun) (১) [countable noun] জিহ্বাhave something on the tip of one’s tongue দ্রষ্টব্য tip 1 (১). find one’s tongue (লজ্জা বা জড়তা কাটিয়ে) কথা বলতে সক্ষম হওয়া। have/say something/speak with one’s tongue in one’s cheek হালকাভাবে অথবা কথার কথা বলা। tongue-in-cheek (adjective), (adverb) (কথাবার্তা, মন্তব্য ইত্যাদি) হালকা; চটুল। have lost one’s tongue লজ্জায় কথা বলতে না-পারা। have a ready tongue বাকপটু হওয়া। hold one’s tongue কথা বন্ধ করে চুপ করা। keep a civil tongue in one’s head ভদ্রতা বজায় রাখা; রূঢ় না-হওয়া। tongue-tied (adjective) নীরব লজ্জায় অথবা তার বাকশক্তিরহিত। tongue-twister (noun) দাঁতভাঙা শব্দ। (২) [countable noun] ভাষা: mother tongue. (৩) [countable noun, uncountable noun] খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহৃত পশু-জিহ্বা(৪) জিহ্বাসদৃশ বস্তুtongued (adjective) (যৌগশব্দে) জিহ্বাবিশিষ্ট: Nobody likes a sharp tongued woman.
  • English Word tonic Bengali definition [টনিক্] (noun), (adjective) (১) শক্তিদায়ক বলবর্ধক ওষুধ; টনিক: The physician prescribed a tonic. His advice acted as a tonic. tonic (water) কুইনিন মিশ্রিত পানি। (২) (সংগীতে) প্রধান সুরtonic sofa [টনিকসল্‌ফা: America(n) টনিকসোলফা] (noun) স্বরগ্রাম, যেমন সোল্ ফা, দোউ (তুলনীয় সা, রে, গা, মা) দ্রষ্টব্য do 5.
  • English Word tonight Bengali definition [টানাইট্] (adverb), (noun) [uncountable noun] আজ রাতে; আজ রাত: He will come tonight. tonight’s TV news.
  • English Word tonnage Bengali definition [টনিজ্‌] (noun) (১) টনের হিসেবে জাহাজের বহন ক্ষমতা(২) প্রতি টনের বহন খরচ
  • English Word tonne Bengali definition [টন্‌] (noun) মেট্রিক টন: ১০০০ কিলোগ্রাম
  • English Word tonsil Bengali definition [টন্‌স্‌ল্] (noun) টনসিলtonsilitis [টন্‌সিলাইটিস্‌] (noun) [uncountable noun] টনসিলের ব্যথা।
  • English Word tonsure Bengali definition [টন্‌শা(র্‌)] (noun) ভিক্ষু অথবা পুরোহিত হওয়ার উদ্দেশ্যে মাথা মুড়ানো; মাথার মুড়ানো অংশ। □(verb transitive) চুল ফেলে দেওয়া।
  • English Word tontine Bengali definition [টন্‌টীন্] (noun) ঋণসংক্রান্ত বার্ষিক হিসাববিশেষ, কোনো ক্রেতার মৃত্যুতে এখানে অংশীদারিত্ব বাড়ে এবং সর্বশেষ গ্রহীতা সব অংশ পেয়ে যায়
  • English Word too Bengali definition [টূ] (adverb) (১) ও; তাছাড়া: He is a novelist and a poet, too. (২) উপরন্তু(৩) (adverb of degree, modifying adjective(s) and adverb(s) অত্যন্ত বেশি পরিমাণে; প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে: He is too weak to walk. He talks too much. (৪) (phrases) carry something/go too far, দ্রষ্টব্য far 2 (২). all too soon/quickly, etc প্রত্যাশার চেয়ে দ্রুত। none too soon, etc মোটেও নয়। one too many, দ্রষ্টব্য many (১). have one too many একজনে যতটুকু মদ পান করতে পারে তার চেয়ে বেশি পান করা এবং শান্ত থাকা। be too much for, দ্রষ্টব্য much 1 only too (+adjective) দ্রষ্টব্য only 2 (২).
  • English Word took Bengali definition [টুক্] take - এর past tense
  • English Word tool Bengali definition [টূল্] (noun) (১) হাতিয়ার; যন্ত্রপাতিmachine tool (noun) দ্রষ্টব্য machine. (২) অসদুদ্দেশ্যে ব্যবহৃত ব্যক্তি; হাতিয়ার। □(verb transitive) (১) হাতিয়ার দিয়ে কোনোকিছু (যেমন বইয়ের প্রচ্ছদ) অলংকৃত করা(২) tool up কোনো কারখানা যন্ত্রপাতি সজ্জিত করা
  • English Word toot Bengali definition [টূট্] (noun) [countable noun] শিঙা, বাঁশি অথবা তূর্যের মাধ্যমে সতর্কীকরণ আওয়াজ। □(verb intransitive), (verb transitive) সতর্কধ্বনি করা বা হওয়া।
  • English Word tooth Bengali definition [টূথ] (noun) (plural teeth [টীথ]) (১) দাঁতarmed to the teeth পুরোপুরি অস্ত্রসজ্জিত। cast something in a person’s teeth কোনোকিছু নিয়ে ভর্ৎসনা করা। escape by the skin of one’s teeth কোনো রকমে পালাতে পারা। fight tooth and nail দাঁতমুখ খিঁচে চেষ্টা করা; যথাসাধ্য প্রবলভাবে। get one’s teeth into something প্রবলভাবে (কোনো কাজকে) আক্রমণ করা। have a sweet tooth মিষ্টি খাবারের প্রতি আকৃষ্ট হওয়া। lie in one’s teeth/throat নির্লজ্জের মতো শুয়ে থাকা। long in the tooth (মূলত ঘোড়ার ক্ষেত্রে ব্যবহৃত) বেশি বয়সের। show one’s teeth দাঁতভাঙা জবাবদানের মনোভাব গ্রহণ করা। in the teeth of প্রবল শক্তির বিরুদ্ধে, কারো বিরোধিতা। (a/the) tooth ache (noun) দাঁতের ব্যথা; দন্তশূল। toothbrush (noun) দাঁতের ব্রাশ। tooth paste/ powder (noun) [uncountable noun] টুথপেস্ট; টুথ-পাউডার। toothpick (noun) খিলাল। (২) দাঁতসদৃশ বস্তু, যেমন চিরুনির দাঁত, করাতের দাঁতfine- tooth comb সরু কাঁটার চিরুনি। go over/shrough something with a fine tooth comb সুচারুরূপে পরীক্ষা-নিরীক্ষা করা। (৩) (plural, কথ্য) কার্যকর শক্তিtoothed [টুথ্‌ট্‌] (attributive(ly)) দাঁতবিশিষ্ট। tooth less (adjective) দাঁতবিহীন। tooth some [টূথসাম্] (adjective) সুস্বাদু; মুখরোচক।
  • English Word tootle Bengali definition [টূট্‌ল্] (verb intransitive), (noun) মৃদু সুরে বাজতে থাকা; কোমল সুরের বাজনা
  • English Word top 1 Bengali definition [টপ্] (noun) (সাধারণত the top (of)) শীর্ষবিন্দু; শিরোভাগ: He placed the flag at the top of the Everest. on top উপরে। on (the) top of (ক) উপরে: He put the blue one on (the) top of the others. (খ) উপরন্তু, তা ছাড়াও: He helped me with his car, on top of that he gave me some takas. from top to bottom আগাগোড়া; পুরাপুরি। from top to toe পা থেকে মাথা পর্যন্ত। blow one’s top (কথ্য) রাগে ফেটে পড়া। off the top of one’s head ১ (বক্তব্য) সুচিন্তিত নয় এমন(২) উপরিভাগgo over the top (সামরিক) শত্রুকে আক্রমণের উদ্দেশ্যে ট্রেঞ্চের সামনে দিয়ে চলে যাওয়া; (লাক্ষণিক) কিছুটা সন্দেহ অথবা দ্বিধার পর ত্বরিত কিছু করা। on top of the world (কথ্য) পরম সুখী। (৩) সর্বোচ্চ পদ অথবা স্থান: He is at the top of the list of the successful candidates. come to the top (লাক্ষণিক) খ্যাতি অথবা সাফল্য অর্জন করা। reach/be at the top of the ladder/tree কোনো পেশার সর্বোচ্চ অবস্থানে পৌঁছা। (৪) সর্বোচ্চ পদ অথবা সবচেয়ে বেশি পরিমাণshout at the top of one’s voice. দ্রষ্টব্য voice (noun)(৩). to the top of one’s bent, দ্রষ্টব্য bent 1. (৫) (গাড়ি চালনা) in top সর্বোচ্চ গিয়ারে: He drives in top. (৬) (প্রায়ই plural) পাতাবিশেষ(৭) the big top বড় আকারের সার্কাস-তাঁবু(৮) (attributive(ly), যৌগশব্দে) অবস্থান অথবা পরিমাণের দিক থেকে সর্বোচ্চtopboot (noun) হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখে এমন জুতা। top-coat (noun) ওভারকোট। top dog (অপশব্দ) বিজয়ী প্রভু, দ্রষ্টব্য underdog. top drawer (noun) সর্বোচ্চ সামাজিকশ্রেণী। top-dress (verb transitive) জমি চাষ না-করে জমির উপরিভাগে সার ইত্যাদি ছিটিয়ে দেওয়া। top-dressing (noun) ছিটানো: He gave the field a top-dressing of fertiliser. top-flight/notch (attributive(ly), (adjective(s)) (কথ্য) প্রথম শ্রেণীর। top-gallant (adjective), (noun) ‘টপমাস্ট’ ও ‘টপসেইল’ এর ঠিক উপরের মাস্তুল ও পাল। top-hat (noun) রেশমি টুপিবিশেষ। top-heavy (adjective) উপরিভাগের অতিরিক্ত ওজনের কারণে পড়ার সম্ভাবনাপূর্ণ। top-knot (noun) মাথার উপরে গোঁজা পালক অথবা চুলের গ্রন্থি। top mast (noun) (প্রধান মাস্তুলসংলগ্ন) কিছুটা উপরের মাস্তুল। topmost [টপ্‌মোস্‌ট্‌] (adjective) সর্বোচ্চ। top people পেশায় সর্বোচ্চ অবস্থানের অধিকারী ব্যক্তিবর্গ। top-ranking (adjective) সর্বোচ্চ পদস্থ; সর্বোচ্চ শ্রেণীর। topsail (noun) সর্বনিম্ন পালের উপরের বর্গাকার পাল। top secret অত্যন্ত গোপনীয়। topless (adjective) (মেয়েদের পোশাক) টপলেস; বুকখোলা।
  • English Word top 2 Bengali definition [টপ্‌] (verb transitive) (topped, topping, tops) (১) শীর্ষ সংযোজিত করা; শীর্ষে পরিণত হওয়া: a mosque topped by a dome. (২) শীর্ষ অবস্থানে পৌঁছা; তালিকার শীর্ষে থাকা: He topped the list. (৩) top (something) up (শূন্যপাত্র) পূর্ণ করা: top up with water. top (something) out ভবন শীর্ষে সর্বশেষ ইট/পাথর স্থাপন। (৪) ছাড়িয়ে যাওয়াto top it all ভালো বা মন্দ অবস্থার চূড়ান্ত হওয়া। (৫) আগা ছেঁটে দেওয়া
  • English Word top 3 Bengali definition [টপ্‌] (noun) লাটিমsleep like a top গভীরভাবে ঘুমানো।
  • English Word topaz Bengali definition [টোপ্যাজ্‌] (noun) [uncountable noun] হলুদ রঙের স্বচ্ছ খনিজপদার্থ বিশেষ; পোখরাজ
  • English Word topi Bengali definition [টোপি America(n) টোপী] (noun) টুপি
  • English Word topiary Bengali definition [টোপিআরি America(n) টোপিইএরি] (noun) [uncountable noun] (adjective) (পশু, পাখি অথবা অন্য কোনো আকার দিতে) লতাগুল্ম ছাঁটাই; লতাগুল্ম ছাঁটাইসংক্রান্ত
  • English Word topic Bengali definition [টপিক্] (noun) টপিক; আলোচ্য বিষয়topical [টপিক্‌ল্] (adjective) সাময়িক উৎসাহের; সাময়িক প্রসঙ্গ সমন্বিত। topically [টপিক্‌লি] (adverb) সাময়িকভাবে।
  • English Word topography Bengali definition [টাপগরাফি] (noun) [uncountable noun] প্রাকৃতিক বৈশিষ্ট্য (ও বিবরণ)। topographical [টপাগ্র্যাফিক্‌ল্‌] (adjective) প্রাকৃতিক বিবরণসংক্রান্ত; দৈশিকtopographically [টাপক্‌লি] (adverb)
  • English Word topper Bengali definition [টপা(র্‌)] (noun) (কথ্য) উঁচু টুপি
  • English Word topping Bengali definition [টপিং] (adjective) (কথ্য) চমৎকারtoppingly (adverb)
  • English Word topple Bengali definition [টপ্‌ল্] (verb intransitive), (verb transitive) নড়বড়ে হওয়া এবং পড়ে যাওয়া; অপসারিত হওয়া