T পৃষ্ঠা ১৫
- English Word thrush 2 Bengali definition [থ্রাশ্] (noun) অভ্যন্তর প্রদাহঘটিত রোগবিশেষ।
- English Word thrust Bengali definition [থ্রাস্ট্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle thrust) আচমকা বা প্রবলভাবে ঠেলা দেওয়া; ধাক্কা মারা; ঢুকিয়ে দেওয়া; তরবারি দিয়ে সম্মুখদিকে আঘাত করা: thrust one’s way through the crowd; thrust oneself into a well-paid position, নির্মম, নির্দয় প্রণালিতে মোটা মাইনের চাকরি বাগানো। Some people have greatness thrust upon them, কিছু কিছু লোক বিনা প্রযত্নে খ্যাতি অর্জন করে। □(noun) (১) [countable noun] ঠেলা; ধাক্কা; বেগে তাড়ন; অভিঘাত; (যুদ্ধে) শত্রুপক্ষের অবস্থানের ভিতরে প্রবেশের প্রবল প্রয়াস; (বিতর্ক ইত্যাদি) কথার আক্রমণ; কাউকে লক্ষ করে বিরূপ মন্তব্য। (২) [uncountable noun] কোনো কাঠামো সংলগ্ন অংশের উপর পতিত চাপ (যেমন খিলানে); জেট-ইনজিনে পশ্চাদ্দিকে নির্গত গ্যাসের প্রতিক্রিয়ায় সম্মুখ অভিমুখী গতিবেগ। thruster (noun) (কোনো সুবিধা ইত্যাদি লাভ করতে) যে ব্যক্তি ঠেলাঠেলি করে সামনে অগ্রসর হয়।
- English Word thud Bengali definition [থাড্] (noun) ধপ বা ধূপ (শব্দ): fall with a thud on the bed. □(verb intransitive) (thudded, thudding, thuds) ধপ/ধুপ করে পড়া বা আঘাত করা।
- English Word thug Bengali definition [থাগ্](noun) ঠগ; খুনি; গুণ্ডা; হিংস্র অপরাধী। thuggery (noun) [uncountable noun] ঠগবাজি।
- English Word thulium Bengali definition [থূলিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) নরম ধাতব মৌলবিশেষ (প্রতীক Tm); থুলিয়ম।
- English Word thumb Bengali definition [থাম্] (noun) অঙ্গুষ্ঠ; বুড়া আঙ্গুল; বৃদ্ধাঙ্গুলি। (one’s fingers) be all thumbs; have ten thumbs অত্যন্ত অপটু হওয়া। rule of thumb অভিজ্ঞতা ও অনুশীলনের পর প্রতিষ্ঠিত পদ্ধতি বা প্রক্রিয়া! under somebody’s thumb কারো প্রভাবে নিয়ন্ত্রণাধীন; কারো ক্রীড়নক। thumbs up/down (সাফল্য/ব্যর্থতাসূচক বাক্যাংশ)। thumbnaii sketch ক্ষুদ্রাকৃতি প্রতিকৃতি; ত্বরিত শব্দচিত্র। thumb-screw (noun) (ক) (অপিচ thumb-nut) যে ধরনের স্ক্রু অঙ্গুষ্ঠ ও বুড়া আঙুলের সাহায্যে অনায়াসে ঘোরানো যায়। (খ) বুড়া আঙুলে চাপ দিয়ে নির্যাতন করার প্রাচীন যন্ত্রবিশেষ। thumb-stall (noun) আহত বুড়া আঙুল ঢেকে রাখার আবরণ বা খাপ। thumb-tack (noun) (America(n)) অঙ্কন-পিন। □(verb transitive) (পৃষ্ঠা ইত্যাদি) উলটানো; ঐভাবে উলটিয়ে নোংরা করা: a well - thumbed book. (২) thumb a lift (চালককে সংকেত দিয়ে) মোটরযানে নিখরচা চড়তে চাওয়া (এবং চড়া) দ্রষ্টব্য hitch-hike. thumb one’s nose at somebody বুড়া আঙুল নাকে লাগিয়ে অন্য আঙুলগুলি উদ্দিষ্ট ব্যক্তির দিকে ছড়িয়ে দিয়ে তার প্রতি তীব্র অবজ্ঞা দেখানো।
- English Word thump Bengali definition [থাম্প্] (verb transitive), (verb intransitive) বিশেষত মুষ্টি দিয়ে সজোরে আঘাত করা; দুম করে আঘাত করা; জোরে থাবড়া মারা; দুমদুম করে মারা। □(noun) [countable noun] চাপড়; থাবড়া; দুম শব্দ: a friendly thump on the back. thumping (adjective) (কথ্য) বিপুলাকার; প্রকাণ্ড; elected with a thumping majority. □(adverb) (কথ্য) দারুনভাবে: a thumping great lie.
- English Word thunder Bengali definition [থান্ডা(র্)] (noun) (১) বজ্র; বজ্রনির্ঘোষ; অশনি। thunderbolt (noun) বজ্রপাত; (লাক্ষণিক) অপ্রত্যাশিত ভয়ানক ঘটনা। thunderclap (noun) অশনিসম্পাত; বজ্রপাত; বজ্রতুল্য কোনোকিছু; আকস্মিক ভয়ানক ঘটনা, দুঃসংবাদ ইত্যাদি। thunderstorm (noun) বজ্রবিদ্যুৎপূর্ণ ঝড়বৃষ্টি। thunderstruck (adjective) (predicative(ly) লাক্ষণিক) বজ্রাহত; বিস্ময়োপহত। (২) [uncountable noun, countable noun] বজ্রতুল্য উচ্চনাদ; বজ্রনির্ঘোষ: thunders of applause. steal somebody’s thunder আগেই আন্দাজ করে কারো তাক লাগানোর চেষ্টাকে নস্যাৎ করা। □(verb intransitive), (verb transitive) (১) (নৈর্ব্যক্তিক) বাজ পড়া; বজ্রপাত হওয়া। (২) বজ্রতুল্য শব্দ করা: Who is thundering at the door? (৩) বজ্রকন্ঠে গর্জন করা; উচ্চকণ্ঠে কথা বলা; (বাক্যের দ্বারা) প্রচণ্ডভাবে আক্রমণ করা। thunder against/out (হুমকি ইত্যাদি) প্রচণ্ড শব্দে উচ্চারণ করা: The general thundered out his orders. thunderer (noun) (বিশেষত): the Thunderer, জুপিটারের অন্যতম নাম; বজ্রদেব। thundering (adjective), (adverb): Thumping. thunderous [থান্ডারাস্] (adjective) বজ্রকন্ঠে; বজ্রতুল্য; বজ্রগম্ভীর: thunderous applause. thundery [থান্ডারি] (adjective) (আবহাওয়া) বজ্রপাতের লক্ষণপূর্ণ।
- English Word Thursday Bengali definition [থাস্ডি] (noun) বৃহস্পতিবার।
- English Word thus Bengali definition [দাস্] (adverb) এইভাবে; সুতরাং: thus far, এই পর্যন্ত।
- English Word thwart 1 Bengali definition [থোওট্] (noun) বাইচের নৌকায় দাঁড়ির বসার জন্য আড়াআড়িভাবে পাতা আসন।
- English Word thwart 2 Bengali definition [থোওট্] (verb transitive) ব্যর্থ করে দেওয়া; প্রতিহত/ব্যাহত করা; বাধা দেওয়া: be thwarted in one’s ambitions.
- English Word thy Bengali definition [দাই] (possessive pronoun) তোমার; তোর; আপনার। thine [দাইন] (pronoun) (তোমার/তোর/আপনার) অধিকারভুক্ত। thee [দী] (pronoun) তোমাকে; তোকে। thou [দ্যাও] (pronoun) তুমি; তুই। thyself [দাইসেল্ফ্] refl (pronoun) তুই/তুমি স্বয়ং।
- English Word thyme Bengali definition [টাইম্] (noun) [uncountable noun] রান্নায় ব্যবহৃত বুনো বা আবাদি সুগন্ধ পাতার গুল্ম।
- English Word thyroid Bengali definition [থাইরয়ড্] (noun) thyroid (gland) গলায় অবস্থিত গ্রন্থিবিশেষ, এই গ্রন্থিতে উৎপন্ন একটি রস শারীরিক বৃদ্ধি কর্মতৎপরতাকে প্রভাবিত করে; গলগ্রন্থি।
- English Word ti Bengali definition [টী] (noun) স্বরগ্রামের সপ্তম সুর।
- English Word tiara Bengali definition [টিআ:রা] (noun) (১) মহিলাদের মাথার (অলংকার) মুকুট; টায়রা; কিরীট; তাজ। (২) পোপের মাথার ত্রিতল মুকুট।
- English Word tibia Bengali definition [টিবিআ] (noun) (plural tibiae [টিবিঈ] (ব্যবচ্ছেদবিদ্যা) হাঁটু ও পায়ের মধ্যে দুটি অস্থির যেটি বেশি মোটা এবং ভিতরের দিকে অবস্থিত; জঙ্ঘাস্থি।
- English Word tic Bengali definition [টিক্] (noun) (বিশেষত মুখমণ্ডলের) পেশির আক্ষেপ বা খিঁচুনি।
- English Word tick 1 Bengali definition [টিক্] (noun) [countable noun] (১) (বিশেষত ঘড়ির) টিক (আওয়াজ)। tick-tock (noun) (ঘড়ি ইত্যাদির) টিকটিক। (২) (কথ্য) মুহূর্ত; পলক:৩ ক্ষুদ্র চিহ্নবিশেষ (√); টিক-চিহ্ন। (৪) tick-tack (noun) ঘোড়দৌড়ের মাঠে বাজি ধরার ব্যবসায়ে নিয়োজিত ব্যক্তিদের সহকারীদের মধ্যে প্রচলিত এক ধরনের (হাতের ইশারানির্ভর) সংকেতপদ্ধতি। □(verb intransitive), (verb transitive) (১) (ঘড়ি ইত্যাদি) টিক টিক করা। what makes somebody/something tick (কথ্য) তাকে দিয়ে কী বা কে এমনভাবে কাজ করাচ্ছে? (২) tick away (ঘড়ি): tick away the minutes, টিক টিক করে মিনিট অতিক্রম করা। (৩) tick over (অন্তর্দাহ ইনজিন) গিয়ার বিযুক্ত অবস্থায় (এবং যানবাহন দাঁড়ানো অবস্থায়) ধীরে ধীরে চলা; টিকিস টিকিস করে চলা। (৪) tick something (off) টিক চিহ্ন দেওয়া: tick off a name of a list. tick somebody off (কথ্য) তিরস্কার করা: give somebody a good ticking-off.
- English Word tick 2 Bengali definition [টিক্] (noun) পরজীবী কীটবিশেষ।
- English Word tick 3 Bengali definition [টিক্] (noun) (১) গদি, জাজিম, বালিশ ইত্যাদির খোল। (২) [uncountable noun] (অপিচ ticking) (noun) খোলের কাপড়।
- English Word tick 4 Bengali definition [টিক্] (noun) [uncountable noun] (কথ্য) ধার: buy goods on tick, বাকিতে কেনা।
- English Word ticker Bengali definition [টিকা(র্)] (noun) [countable noun] (১) টেলিগ্রাফযন্ত্র যে বিশেষ কাগজের ফিতায় (ticker-tape নামে পরিচিত) স্বয়ংক্রিয়ভাবে বার্তা (বিশেষত স্টক এক্সচেঞ্জের মূল্যের) মুদ্রিত করে: a ticker-tape reception, বিখ্যাত ব্যক্তিদের অভ্যর্থনা জানানোর ধরনবিশেষ, এতে তাঁকে রাজপথে শোভাযাত্রাসহকারে নেওয়ার সময়ে অফিসসমূহের জানালা থেকে রংবেরঙ কাগজের লম্বা কালি ছুড়ে মারা হয়। (২) (কথ্য) ঘড়ি। (৩) (অপশব্দ) হৃদযন্ত্র: a dicky ticker, দুর্বল হৃদযন্ত্র।
- English Word ticket Bengali definition [টিকিট্] (noun) [countable noun] (১) (রেলগাড়ি, বাস, জাহাজ, প্রেক্ষালয় ইত্যাদির) টিকিট। ticket-collector (noun) (বিশেষত রেলগাড়ির) টিকিটসংগ্রাহক। (২) কোনো বস্তুর সঙ্গে আঁটা তথ্যসংবলিত কার্ড বা চিরকুট; টিকিট। (৩) (America(n)) নির্বাচনে একটি রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত প্রার্থীদের তালিকা; টিকিট: vote the straight ticket, দলগত আনুগত্য বজায় রেখে ভোট দেওয়া। (৪) যানবাহন চলাচলের নিয়মকানুনবিরোধী অপরাধের মুদ্রিত বিজ্ঞপ্তি: get a ticket. (৫) the ticket (সেকেলে অপশব্দ) যথাকর্তব্য; ঠিক কাজটি। (৬) ticket of leave (পুরাতনী)= parole; প্রতিশ্রুতিসাপেক্ষ মুক্তি ইত্যাদি। (৭) বৈমানিক, জাহাজের কর্মকর্তা প্রভৃতির যোগ্যতার তালিকাসংবলিত সনদপত্র। □(verb transitive) টিকিট লাগানো; চিরকুটসংবলিত করা।
- English Word ticking Bengali definition [টিকিঙ্] (noun) দ্রষ্টব্য tick 3.
- English Word tickle Bengali definition [টিক্ল্] (verb transitive), (verb intransitive) (১) কাতুকুতু দেওয়া। (২) (হাস্যরসবোধকে) পরিতৃপ্ত করা; সুড়সুড়ি দেওয়া: to be tickled to death. (৩) সুড়সুড়ি দেওয়া বা লাগা; সুড়সুড় করা: My ear tickles. tickler [টিক্লা(র্)] (noun) (কথ্য) ধাঁধা। ticklish [টিক্লিশ্] (adjective) (১) (ব্যক্তি) সহজেই কাতুকুতু লাগে এমন। (২) (সমস্যা, কাজ ইত্যাদি) অতি সযত্নে বা মনোযোগের সঙ্গে সাধ্য; কূটকচালে; a ticklish situation.
- English Word tidal Bengali definition [টাইড্ল্] (adjective) জোয়ারভাটা সম্বন্ধীয়: a tidal river, যে নদীতে জোয়ারভাটা চলে। tidalwave (noun) সামুদ্রিক জলোচ্ছ্বাস; বেলোর্মি; (লাক্ষণিক) জনসাধারণের প্রচণ্ড আবেগোচ্ছ্বাস।
- English Word tidbit Bengali definition [টিড্বিট্] (noun) (America(n))= tibit.
- English Word tiddler Bengali definition [টিড্লা(র্)] (noun) (কথ্য) (১) অতিক্ষুদ্র মৎস্য। (২) খুদে শিশু; পিচ্চি।