Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word tiddley Bengali definition [টিড্‌লি] (noun) (কথ্য) (১) ছোট; খুদে; তুচ্ছ(২) ঈষৎ পানোন্মত্ত
  • English Word tiddley-winks Bengali definition [টিড্‌লিওয়িঙ্‌ক্‌স্‌] (noun) [uncountable noun] খেলাবিশেষ, যাতে খেলোয়াড়রা ছোট ছোট চাকতির প্রান্তে বড় একটি চাকতি দ্বারা চাপ দিয়ে একটি টেবিলের মাঝখানে রক্ষিত পেয়ালা বা বারকোশের মধ্যে ফেলার চেষ্টা করে
  • English Word tide Bengali definition [টাইড্] (noun) (১) [countable noun, uncountable noun] জোয়ারভাটা: high tide, জোয়ার; low/edd-tide, ভাটা; flood-tide, ভরা জোয়ার; spring tide, তেজ কটাল; reap tide মরা কটাল। tidemark (noun) জোয়ার জলের উচ্চতম সীমা। tideway (noun) নদী বা সাগরের যে প্রবাহে জোয়ারভাটা খেলে; রেত; ঐ রেতের জোয়ারভাটা। (২) [countable noun] (জনমত, জনগণের আবেগ ইত্যাদির) গতি বা প্রবণতা; জোয়ার(৩) (প্রাচীন প্রয়োগ) ঋতু (এখন কেবল যৌগশব্দে, যেমন Easter tide, eventide). □ (verb transitive) tide somebody over (something) কাটিয়ে ওঠা; কাঠিয়ে উঠতে সাহায্য করা; পার করা: to tide oneself over a difficult period.
  • English Word tidings Bengali definition [টাইডিঙ্‌জজ্‌] (noun) (plural) (পুরাতনী) সংবাদ; সন্দেশ: really a glad tidings.
  • English Word tidy Bengali definition [টাইডি] (adjective) (tidier, tidiest) (১) পরিপাটি; পরিচ্ছন্ন; ছিমছাম; ফিটফাট; সবকিছু যথাস্থানে রাখতে অভ্যস্ত: a tidy room; a tidy bay. (২) (কথ্য) প্রচুর; মেলা; অনেক: a tidy sum of money. □(noun) (plural tidies) টুকিটাকি বর্জ্য দ্রব্য রাখার পাত্র; বর্জ্যাধার: a hair-tidy, বুরুশে জড়ানো চুল ইত্যাদির জন্য পাত্র; a sink-tidy, রান্নাঘরের টুকিটাকি আবর্জনা ফেলার পাত্র। □(verb transitive), (verb intransitive) tidy (up) পরিপাটি করা; গোছগাছ করা; সাজানো গোছানো। titdily [টাইডিলি] (adverb) পরিপাটি করে ইত্যাদি। tidiness (noun) পরিপাট্য; পরিষ্কার-পরিচ্ছন্নতা।
  • English Word tie 1 Bengali definition [টাই] (noun) [countable noun] (১) বাঁধন; বন্ধন; কোনো কাঠামোর অংশবিশেষকে একসঙ্গে বাঁধার রড বা কড়িকাঠ; বাঁধুনি; (America(n))= (railway) sleeper, sleep 2 ভুক্তিতে sleeper (২) দ্রষ্টব্য; (লাক্ষণিক) বন্ধন; the ties of friendship. (২) স্বাধীনতার জন্য ব্যাঘাতজনক কোনোকিছু; বন্ধন: She found her baby a tie. (৩) (খেলা, ভোট ইত্যাদিতে) সমান সংখ্যক পয়েন্ট/ভোট লাভ; সমতা: The match ended in a tie, 1 - 1. (৪) (সংগীত) একই ওজোনের দুটি সুরের একটি সুর হিসেবে গেয় বা বাদ্য হলে স্বরলিপিতে সুর দুটির শীর্ষদেশে যে বক্ররেখা স্থাপিত হয়; যোজক(৫)= necktie.
  • English Word tie 2 Bengali definition [টাই] (verb transitive), (verb intransitive) (present participle tying, past tense, past participle tied) (১) বাঁধা; বন্ধন করাtie somebody down কারো স্বাধীনতা খর্ব করা; বন্ধনস্বরূপ হওয়া: to get tied down, বাঁধা পড়া। tie somebody down to something (চুক্তির শর্ত ইত্যাদি দিয়ে) বাঁধা; গণ্ডিবদ্ধ করা। tie oneself down to something নিজের কর্মের স্বাধীনতার ক্ষেত্রে সীমাবদ্ধতা মেনে নেওয়া। tie (something) in with something সংযুক্ত/সম্পর্কিত হওয়া বা করা: His statement ties in with our observation. tie something up (ক) (পুঁজি) এমনভাবে বিনিয়োগ করা যাতে তা সহজলভ্য না-হয় (যেমন আইনগত সীমাবদ্ধতা আরোপের দরুন)। (খ) কেবল কতকগুলি (সাধারণত আইনঘটিত) শর্তসাপেক্ষে (জমি, ভবন ইত্যাদি) বিক্রি বা ব্যবহারের নিশ্চয়তাবিধান করা। be/get tied up (with something/somebody) (ক) এমনভাবে জড়িয়ে পড়া যে অন্য কিছুর জন্য সময় দেওয়া সম্ভব নয়: He’s tied with the marriage of his sister. (খ) সম্পৃক্ত/সম্বন্ধযুক্ত হওয়া: The company was tied up with Vincent Johnston. সুতরাং, tie-up (noun) সংযোগ; সম্বন্ধ; অংশীদারিত্ব; একীভবন। tied house (British/Britain) কোনো বিশেষ ভাটিখানার দ্বারা নিয়ন্ত্রিত পানশালা। দ্রষ্টব্য free 1 (৩) ভুক্তিতে free house. (২) tie something (on) (দড়ি, রশি ইত্যাদি দিয়ে) বাঁধা: tie an apron (on). সুতরাং, tie-on (attributive(ly)) (adjective): a tie-on label. (৩) (ফিতা ইত্যাদি) গিট বাঁধা; ফসকা গেরো বাঁধা: tie one’s shoe laces . (৪) বাঁধা: tie a knot in a piece of string. (৫) বাঁধা হওয়া: this belt ties at the back. (৬) tie (with) (for) সমসংখ্যক পয়েন্ট, নম্বর ইত্যাদি পাওয়া; গেরো বাঁধা: tie for the first place.
  • English Word tier Bengali definition [টিআ(র্)] (noun) (বিশেষত আসনের) সারি, তাক ইত্যাদি; বিশেষত রঙ্গালয়, স্টেডিয়াম প্রভৃতি স্থানে সমান্তরালভাবে একটির পরে একটি ক্রমশ উঁচু করে পাতা অনেকগুলি পঙ্‌ক্তির একটি: a first/second tier box (রঙ্গালয়ে)।
  • English Word tiff Bengali definition [টিফ্] (noun) (বন্ধু বা পরিচিতজনদের মধ্যে) সামান্য কলহ; রাগারাগি
  • English Word tiffin Bengali definition [টিফিন্‌] (noun) ছাত্রছাত্রী বা অফিসের কর্মচারীদের গৃহীত হালকা খাবার: a tiffin box, ধাতব বা প্লাস্টিকের পাত্র, যাতে ঐ জাতীয় হালকা খাবার বহন করা হয়। tiffin-carrier (noun) একটার উপর আর একটা বাটি সাজিয়ে রেখে একত্র করা যায় এমন ধাতব পাত্রবিশেষ; টিফিনক্যারিয়ার। tiffin-man (অপিচ dabbawala) (noun) অফিস-আদালত ও কলকারখানায় যারা টিফিনক্যারিয়ারে করে রান্না করা খাবার পরিবেশন করে, টিফিনম্যান; ডাব্বাওয়ালা।
  • English Word tiger Bengali definition [টাইগা(র্‌)] (noun) বাঘ; ব্যাঘ্র; শার্দূলtiger-lily (noun) কালো বা নীললোহিত ফুটকিওয়ালা কমলা রঙের পুষ্পবিশিষ্ট উদ্যান পদ্ম। tigerish [টাইগারিশ্‌] (adjective) ব্যাঘ্রবৎ (হিংস্র); শার্দূলস্বভাব। tigress [টাইগ্রিস্] (noun) বাঘিনী; ব্যাঘ্রী।
  • English Word tight Bengali definition [টাইট্] (adjective) (tighter, tightest) (১) কষা; আঁটা; কড়া; শক্ত; দৃঢ়tight-lipped (adjective) দুই ঠোঁট দৃঢ়ভাবে বদ্ধ করে রেখেছে এমন; সাঁটা-ঠোঁট; খুব কম কথা বলে কিংবা কিছুই বলে না এমন; (লাক্ষণিক) করালদর্শন; ভীষণ। (২) দৃঢ়বদ্ধ; ঠাসা: a tight joint; (বিশেষত যৌগশব্দে) এমনভাবে তৈরি যাতে পদার্থবিশেষ ঢুকতে বা বের হতে পারে না: water tight, জলরোধী; air tight, বায়ুরোধী। (৩) ঠাসা: The suitcases are packed tight. (৪) (কথ্য) অত্যধিক সুরাজাতীয় পানীয় পান করেছে এমন: বোঝাই; টইটম্বুর: get tight every Friday. (৫) পুরাপুরি টানটান করা: a tight rope. tight-rope (noun) যে টানা দড়ির উপর দড়িবাজরা কসরত দেখায়; টানা-দড়ি। (৬) চাপপ্রসূত; অসুবিধাজনকin a tight corner/spot (সাধারণত লাক্ষণিক) কঠিন বা বিপজ্জনক পরিস্থিতিতে। tight schedule যে সময়সূচি মেনে চলা কঠিন; ঠাসা সময়সূচি। tight squeeze ঠাসাঠাসি। (৭) (অর্থ) সহজলভ্য নয় এমন, যেমন ব্যাংকঋণ; অপ্রতুল(৮) tight-fisted (adjective) কৃপণ; হাতটান; ব্যয়কুণ্ঠtight-laced (adjective) = strait-laced, দ্রষ্টব্য strait 1. tight-wad [টাইট্ওয়াড্] (noun) (অপশব্দ) কৃপণ। (adverb)= tightly: squeeze/hold something tight. sit tight, দ্রষ্টব্য sit (১). (উল্লেখ্য যে plural- এর tight adverb ব্যবহৃত হয় না; এখানে অবশ্যই tightly ব্যবহার করতে হবে)। tightly (adverb) কষে; ঠাসাঠাসি করে; ঠেসে ইত্যাদি: tightly packed together; hold something tightly. tightness (noun) কষাকষি; ঠাসাঠাসি; টানাটানি; আঁটসাঁট; আঁটুনি। tighten (noun) [টাইট্‌ন্] (verb transitive), (verb intransitive) কষানো; টানটান হওয়া; কষা করা বা হওয়া; আঁটা; টেনে কষানো। tighten one’s belt (খাদ্যাভাবের সময়) উপবাস করা; পেটে পাথর বাঁধা; হিসাবি হওয়া।
  • English Word tights Bengali definition [টাইট্‌স] (noun) (plural) (১) মেয়েদের নিতম্ব; উরু ও পা ঢাকা আঁটসাঁট পোশাকবিশেষ(২) শারীরিক কসরত প্রদর্শনীকারী, নর্তকনর্তকী প্রভৃতির পা ও শরীর-ঢাকা চামড়ার সঙ্গে সাঁটা পোশাকবিশেষ
  • English Word tike Bengali definition [টাইক্] (noun) = tyke.
  • English Word tiki taka Bengali definition [তিকি-তাকা] (noun) [uncountable noun] বিকল্প বানান tiki-taka. ছোট ছোট পাসে খেলা স্প্যানিশ ফুটবল ঘরানার নাম তিকিতাকা। এটা মূলত মাঠের মধ্যে ছোট ছোট পাসের মাধ্যমে তৈরি করা ফুটবলে এক নতুন মাত্রা; তিকি তাকা; It’s call tiki taka football, which more or less means touch-touch.
  • English Word tilde Bengali definition [টিল্‌ডা] (noun) (১) স্পেনীয় ভাষায় ‘n’ -এর উচ্চারণ ‘নিই' হলে (যেমন canon) ‘n’ এর উপর যে চিহ্ন (~) দেওয়া হয়(২) [টিল্‌ডা] (noun) (১) কোনো ভুক্তিতে শীর্ষশব্দের ব্যবহার নির্দেশ করার জন্য এই অভিধানে ব্যবহৃত (~) চিহ্ন।
  • English Word tile Bengali definition [টাইল্] (noun) টালিbe (out) on the tile (অপশব্দ) আমোদফুর্তি করা। have a tile(screw অধিকতর প্রচলিত) loose tile স্ক্রু ঢিলা হওয়া। □(verb transitive) (ছাদ ইত্যাদি) টালি দিয়ে ছাওয়া।
  • English Word till 1 Bengali definition [টিল্] (অপিচ until [আন্‌টিল]) (until অধিকতর আনুষ্ঠানিক) (conjunction) যে পর্যন্ত না; যতক্ষণে না; না… পর্যন্ত। □(preposition(al)) পর্যন্ত; অবধি।
  • English Word till 2 Bengali definition [টিল্‌] (noun) টাকাপয়সা রাখার দেরাজ; টাকার দেরাজ (যেমন ক্যাশ-রেজিস্টারে থাকে)।
  • English Word till 3 Bengali definition [টিল্] (verb transitive) (ভূমি) কর্ষণ/চাষ করাtillage [টিলিজ্‌] (noun) [uncountable noun] ভূমিকর্ষণ; চাষ; কর্ষিত ভূমি। tiller (noun) কৃষক; চাষি।
  • English Word tiller Bengali definition [টিলা(র্‌)] (noun) নৌকায় হাল ঘোরানোর হাতল
  • English Word tilt Bengali definition [টিল্‌ট্] (verb transitive), (verb intransitive) (১) কাত করা বা হওয়া (যেমন টেবিলের একদিক উঁচিয়ে)। (২) tilt at (ইতিহাস, অশ্বারোহী) বর্শা হাতে (অন্যের অভিমুখে) ধাবিত হওয়া; (লাক্ষণিক) কথা বা লেখায় খোঁচা দেওয়া/আক্রমণ করাtilt at windmills (ডন কিহোতের কাহিনী) কাল্পনিক শত্রুর সঙ্গে লড়াই করা। □(noun) [countable noun] (১) কাত; ঝোঁক(২) অশ্বারোহণে বর্শা হাতে আক্রমণ: have a tilt at somebody, (লাক্ষণিক) বিতর্ক ইত্যাদিতে (বন্ধুভাবে) খোঁচা দেওয়া/আক্রমণ কর। (at) full tilt পূর্ণ বেগে; প্রচণ্ড শক্তিতে। tilt-yard (noun) পূর্বকালে যে স্থানে বর্শা হাতে অশ্বধাবনের অনুশীলন করা হতো।
  • English Word timber Bengali definition [টিম্‌বা(র্‌)] (noun) (১) [uncountable noun] কাঠ; কাষ্ঠ; দারু; বাহাদুরি কাঠ: dressed timber, ব্যবহারের জন্য করাত দিয়ে ফাড়া, আকৃতিপ্রাপ্ত, ঘষামাজা কাঠ। (২) [uncountable noun] নির্মাণ, আসবাবপত্র ইত্যাদির উপযোগী কাঠের উৎসরূপে বিবেচিত বাড়ন্ত বৃক্ষ; বাহাদুরি কাঠ: five hundred acres of timber. (৩) [countable noun] (জাহাজ, ভবন ইত্যাদির) কাঠের কড়িবরগা(৪) [uncountable noun] (শৃগাল শিকারে) কাঠের বেড়া ও ফটকtimbered [টিম্‌বাড্] (adjective) (বাড়ি) কাঠের; কাষ্ঠনির্মিত; দারুময়।
  • English Word timbre Bengali definition [ট্যাম্‌ব্রা America(n) টিম্‌বার্‌] (noun) বিশেষ কণ্ঠ বা যন্ত্র থেকে উৎপন্ন ধ্বনির বৈশিষ্ট্যজ্ঞাপক গুণ; ধ্বনিমুদ্রা
  • English Word time 1 Bengali definition [টাইম] (noun) (১) [uncountable noun] অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব দিন; কাল(২) সব দিন, মাস ও বছরের বহমানতা; সময়; Time and tide wait for none (প্রবাদ)। (৩) [uncountable noun] (অপিচ a + adjective + time) সময়ের অংশ বা পরিমাপ; সময়; কাল; a long time away; be pressed for time. behind time (ক) বিলম্বিত: You are half an hour behind time. (খ) পিছিয়ে (আছে এমন): be behind time with one’s payments. for the time being, দ্রষ্টব্য be 3 (৪)। on time যথাসময়ে; দেরিতে নয়। in no time খুব শীঘ্র; অচিরে। (from/since) time immemorial; (from/since) time out of mind স্মরণাতীত কাল থেকে। gain time অজুহাত দেখিয়ে, দীর্ঘসূত্রতা করে বাড়তি সময় নেওয়া; কালক্ষেপণ করা। all the time (ক) উল্লেখিত সবটা সময় ধরে, সারাক্ষণ: He could not find the book, but it was on the table all the time. (খ) সর্বদা; প্রথম থেকে শেষ পর্যন্ত: She’s a teacher all the time, তার অন্য কোনো আগ্রহ নেই। half the (ক) অর্ধেক সময়: He said he will do the job in two hours, can you do it in half the time? (খ) দীর্ঘ সময় ধরে; (শিথিল অর্থে) প্রায়ই; প্রায় সর্বদা। (৪) [uncountable noun] ঘণ্টা মিনিটের হিসেবে নির্দিষ্ট সময়; What time is it? (৫) [uncountable noun] বছর, মাস,ঘণ্টা প্রভৃতি এককে ভাগ করে মাপা সময়: What is the winner’s time? বিজয়ী কত সময়ে দৌড় ইত্যাদি শেষ করেছে? keep good/bad time (ঘড়ি) সঠিক সময় নির্দেশ করা বা না করা। the time of day ঘড়ির সময়। pass the of day (with...) (‘সুপ্রভাত’ প্রভৃতি) সম্ভাষণ বিনিময় করা। (৬) [uncountable noun] কোনো অনুষ্ঠান, উদ্দেশ্য ইত্যাদির সঙ্গে অনুষঙ্গযুক্ত কিংবা এসবের জন্য উপযোগী সময়: by the time he left the University; every time I met her, যতবার তার সঙ্গে দেখা হয়েছে। Now is your time তোমার সুযোগ। (work, etc) against time (সময় সীমিত বলে) সর্বোচ্চ গতিতে। at the same time (ক) একসঙ্গে; একাধারে: work and sing at the same time. (খ) তা সত্ত্বেও; তবু; তবে: He is always polite; at the same time, he can be very firm with his subordinates. at times; from time to time সময়ে সময়ে; মাঝে মাঝে। at all times সর্বদা; সব সময়ে। at Your/his, etc. time of life তোমার/তার...বয়সে। in time (ক) সময়মতো; বেশ আগে: be in time for the train. (খ) আগে বা পরে; এক সময়; You will come to know him in time. in the nick of time, দ্রষ্টব্য nick 1 (২). near her time (স্ত্রীলোক) প্রসব সময়ের সন্নিকট। do time (ক) কিছুকাল জেল খাটা। serve one’s time (ক) নির্দিষ্ট সময়ের জন্য শিক্ষানবিস হিসেবে কাজ করা। (খ)= do time, উপরে দ্রষ্টব্য My/His etc time is drawing near আমি/সে ইত্যাদি কোনো সংকট, গুরুত্বপূর্ণ ঘটনা ইত্যাদির নিকটবর্তী। time and motion (noun), (adjective) শিল্পোৎপাদন বা কাজের পদ্ধতির কার্যকরতার পরিমাপ সম্বন্ধীয় (বিশ্লেষণ)। (৭) [countable noun] (তুলনীয় twice) বার; সময়: this/that/next time; a dozen times, বারবার; হাজার বার। at one time (অতীতে) এক সময়ে; একদা: At one time he used to write poems. at other times অন্য সময়। time and again; times without number বারবার; অসংখ্য বার। many a time; many times প্রায়ই; অনেকবার। one/two etc at a time একটি/দুটি করে। (৮) (plural) গুণ; পূরণ (উল্লেখ্য যে two times এর স্থলে twice ব্যবহৃত হয়): Four times six it twenty four. (৯) [countable noun] (প্রায়ই plural) আমল; যুগ: in ‘Mughal time’. (১০) [countable noun] (প্রায়ই plural) দিনকাল; সময়: go through terrible times. ahead of one’s time; born before one’s time নিজ সময়ের তুলনায় অতিমাত্রায় অগ্রসর চিন্তার অধিকারী। (even) at the best of times অবস্থা খুব ভালো হলেও : He is a clumsy workman even at the best of time. behind the times সেকেলে; সেকেলে ধ্যানধারণার অধিকারী। have a good time আনন্দ করা। have the time of one’s life (কথ্য) নিজের শ্রেষ্ঠ (অসাধারণ সুখের) সময়ের অভিজ্ঞতা লাভ করা। (১১) [uncountable noun] Greenwich/local/summer/standard time উক্ত শব্দগুলি দ্রষ্টব্য(১২) [uncountable noun] (সংগীত) তালin/out of time তালে/বেতালে। in double-quick time অতিদ্রুত; বিদ্যুদ্বেগে। beat time হাত বা ছড়ি দিয়ে তাল দেওয়া/ঠোকা। keep time তালে তালে গাওয়া বা বাজানো; তাল বজায় রাখা। (১৩) (যৌগশব্দ) time-ball (noun) (মানমন্দিরে একটি স্থির সময়, সাধারণত দ্বিপ্রহর বা বেলা ১টা নির্দেশ করার জন্য) যে বল একটি দণ্ড যেয়ে নেমে আসে; সময়-গোলকtime-bomb (noun) নিক্ষিপ্ত বা স্থাপিত হওয়ার পর কিছু সময়ের ব্যবধানে বিস্ফোরিত হওয়ার উপযোগী করে তৈরি বোমা; কালবোমা। time-card/-sheet (noun) যে কার্ডে বা পৃষ্ঠায় শ্রমিকের দৈনিক খাটুনির ঘণ্টা লিপিবদ্ধ করা হয়। time-expired (adjective) (সৈনিক, নাবিক) চাকরির মেয়াদ উত্তীর্ণ। timeexposure (noun) ফিল্মে আধসেকেন্ডের বেশি সূর্যালোকসম্পাত। time-fuse (noun) (বোমা ইত্যাদি বিস্ফোরণের জন্য) একটি নির্দিষ্ট সময় ধরে জ্বলার উপযোগী করে তৈরি দাহ্য পদার্থপূর্ণ সলিতা। time-honoured (America(n)= time-honored) (adjective) প্রাচীনতার কারণে সম্মানিত/শ্রদ্ধেয়। timekeeper (noun) (ক) যে ব্যক্তি বা বস্তু শ্রমিকদের কাজের সময়ের হিসাব রাখে; কালরক্ষক। (খ) (ঘড়ি ইত্যাদি) যা ভালো/মন্দ ইত্যাদি সময় দেয়: a good/bad time keeper. time-lag (noun) দুটি পরস্পরসম্পর্কিত প্রপঞ্চ বা ঘটনার মধ্যে (যেমন বিদ্যুচ্চমক ও বজ্রপাতের মধ্যে) সময়ের ব্যবধান। time-limit (noun) সময়সীমা: set a time-limit for receiving applications. time-piece (noun) ঘড়ি। time-saving (adjective) সময় সাশ্রয়কর। time-server (noun) যে ব্যক্তি নীতির প্রতি আনুগত্য নয়, কেবল ব্যক্তিস্বার্থে কাজ করে, বিশেষত যে সব সময়ে ক্ষমতাবানদের মনোরঞ্জনে লিপ্ত; সময়সেবক। time-serving (adjective) সময়সেবী: time-serving politicians. time-signal (noun) সময়সূচক সংকেত (যেমন কয়েকবার ‘পিপ পিপ’ ধ্বনি)। timeslip (noun)= time warp. time-switch (noun) নির্দিষ্ট সময়ে সক্রিয় হয়ে ওঠে এমনভাবে নিয়ন্ত্রিত সুইচ (যেমন বাড়ির তাপনিয়ন্ত্রণ ব্যবস্থাকে চালু ও বন্ধ রাখতে)। time-table (noun) সময়সূচি। timewarp (noun) (বৈজ্ঞানিক কল্পকাহিনিতে) অতীত বা ভবিষ্যৎকালকে বর্তমানকালে রূপান্তরকরণ। time-work (noun) [uncountable noun] যে কাজের (বিশেষত কায়িক শ্রমনির্ভর) পারিশ্রমিক ঘণ্টা বা দিনের হিসাবে দেওয়া হয় (piece-work- এর সঙ্গে বৈপরীত্যক্রমে); ঘণ্টা-মাপা কাজ।
  • English Word time 2 Bengali definition [টাইম্] (verb transitive) (১) সময় বা মুহূর্ত নির্বাচন করা; সময় নির্ধারণ/ধার্য/ঠিক করা(২) (প্রতিযোগিতা, ঘটনা ইত্যাদিতে অতিবাহিত) সময় পরিমাপ করা(৩) নিয়ন্ত্রণ করা; (সময়) মেলানো: time one’s steps (নাচে) to the music. timing (noun) [uncountable noun] (উদ্দিষ্ট ফললাভে) সময় নির্ধারণ; সময় নির্বাচন; timing device; (মঞ্চ) সংলাপ ইত্যাদির গতি। timeless (adjective) (সাহিত্যিক) চিরন্তন; অনন্ত; কালাতীত।
  • English Word timely Bengali definition [টাইম্‌লি] (adjective) (timelier timeliest) সময়োচিত; যথাকালীনtimeliness (noun) [uncountable noun] যথাকালীনতা।
  • English Word timid Bengali definition [টিমিড্] (adjective) ভীরু; লাজুক; মুখচোরাtimidly (adverb) চকিতে; ভয়ে ভয়ে; সলজ্জভাবে। timidity [টিমিডাটি], timidness (noun(s)) [uncountable noun] ভীরুতা; লজ্জা।
  • English Word timorous Bengali definition [টিমারাস্‌] (adjective) (সাহিত্যিক) ভীরুtimorously (adverb) সভয়ে; ভয়ে ভয়ে।
  • English Word timothy Bengali definition [টিমাথি] (noun) [uncountable noun] timothy (grass) এক জাতের ঘাস, যা গবাদি পশুর বিচালি হিসেবে চাষ করা হয়