T পৃষ্ঠা ১৩
- English Word thine Bengali definition [দাইন্] দ্রষ্টব্য thy.
- English Word thing Bengali definition [থিঙ্] (noun) (১) বস্তু; জিনিস; দ্রব্য; সামগ্রী; পদার্থ। (২) (plural) (কারো) জিনিসপত্র; মালামাল; মালপত্র; জিনিসগুলো: one’s swimming things, সাঁতারের জিনিসপত্র। (৩) বিষয়, জিনিস। (৪) নির্বস্তুক জিনিস; বিষয়; ব্যাপার: things of the mind. be seeing things অমূল প্রত্যক্ষ করা; ভূত দেখা। (৫) পরিস্থিতি; ঘটনা কর্মধারা: make things worse; take things too seriously. Well, of all things! (বিস্ময়, ক্ষোভ ইত্যাদি প্রকাশে) কী আশ্চর্য! for one thing (কারণ উল্লেখের জন্য) একদিকে: For one thing, I am ill; for another...Taking one thing with another বিভিন্ন পরিস্থিতি বিবেচনা করে। (৬) (ব্যক্তি বা প্রাণী নিয়ে আবেগ প্রকাশ করতে গিয়ে): Poor thing, বেচারা; a sweet little thing, ছোট্ট সোনামণি। (৭) the thing পরিস্থিতির জন্য সর্বোত্তম; সবচেয়ে ভালো জিনিস/কাজ: say the ought/wrong thing. quite the thing ফ্যাশনসম্মত। (৮) (বাক্যাংশ) the thing is কথা/প্রশ্ন হচ্ছে; সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে। first thing (সবকিছুর আগে) প্রথম কাজ। first things first, দ্রষ্টব্য first 2 (১). the general/common/usual thing রেওয়াজ; প্রচলিত রীতি। a near thing অল্পের জন্য অব্যাহতি। an understood thing (কথ্য) যা সবাই মানেন বা যা মেনে নেওয়া হয়েছে। do one’s (own) thing (কথ্য) যে কাজে কেউ পারদর্শী বা যে কাজটি করতে কেউ তাগিদ বোধ করেন, সেই কাজটি করা; নিঃসংকোচ করা। have a thing about (কথ্য) আবিষ্ট হওয়া। (৯) (পরে (adjective) –সহ past participle) যা কিছু এভাবে বর্ণনা করা যায়: thing American, আমেরিকান রীতিনীতি, শিল্পকলা ইত্যাদি। (১০) (আইন সম্বন্ধীয়): things personal/real, স্থাবর/অস্থাবর সম্পত্তি।
- English Word thingummy Bengali definition [থিঙামি] thing(u)mabob [থিঙ্(আ)মাবব্] thing(u)majig [থিঙ্(আ)মাজিগ্] (noun(s)) (কথ্য) যে বস্তু বা ব্যক্তির নাম মনে পড়ছে না বা জানা নেই; কী- যেন- নাম।
- English Word think 1 Bengali definition [থিঙ্ক্] (verb intransitive), (verb transitive) (past tense, past participle thought [থোট্]) (adverbial particle ও' preps-সহ প্রয়োগের জন্য নিচে ৮ দ্রষ্টব্য) (১) চিন্তা করা; ভাবা। think aloud চিন্তা করতে করতেই তা শ্রুতিগোচরভাবে উচ্চারণ করা; সরবে চিন্তা করা। think-tank (noun) গ্রুপ বা প্রতিষ্ঠান, যা পরামর্শ, সমস্যার সমাধান, নতুন ভাবনা ইত্যাদি সরবরাহ করে; চিন্তাশালা। (২) বিবেচনা/মনে করা; মনে হওয়া; বিশ্বাস করা: Do you think it will be too late? Yes, I think so, think fit, দ্রষ্টব্য fit 1 (২). (৩) (can/could- এর সঙ্গে negative(ly)) কল্পনা করা; ধারণা করা; ভাবা: I can’t think he could be so foolish. (৪) মনে মনে ইচ্ছা থাকা; ভাবা: I think I will have a drink, ভাবছি...। (৫) মনে মনে ভাবা; অনুচিন্তন করার I was thinking how beautiful the play was. (৬) আশা/প্রত্যাশা করা; ভাবতে পারা: He never thought that he’ll see his son again. I thought as much আমি ঠিক এটাই ভেবেছিলাম কিংবা আশা/সন্দেহ করেছিলাম। (৭) চিন্তা করতে করতে একটি মানসিক অবস্থায় নিয়ে আসা; think oneself sick, ভাবতে ভাবতে অসুস্থ হয়ে পড়া। (৮) (adverbial particle ও preps- সহ বিশেষ প্রয়োগ): think about something (ক) বিবেচনা করা; পরীক্ষা করা; ভেবে দেখা: We will think about the proposal. (খ) স্মরণ/অনুস্মরণ করা; তারা: I was thinking about my days in the army. think of something (ক) বিবেচনা করা; ভাবা: Think of everything before you take a decision. (খ) (সিদ্ধান্তহীনভাবে) বিবেচনা করা; ভাবা: He’s thinking of joining a bank. (গ) কল্পনা করা; ভাবা: Can you think of the cost involved? (ঘ) ধারণা/চিন্তা মনে ঠাঁই দেওয়া; ভাবতে পারা: How can you think of accepting such a proposal? (ঙ) স্মরণ/মনে করা: Can you think of his name? (চ) প্রস্তাব করা; মনে করতে পারা: Can you think of a place where I could park my car? think highly/well/not much/little etc of somebody/something (ঘটমানকালে ব্যবহার নেই) উচ্চ/ভালো ধারণা পোষণ করা: He thinks the world of her. তার চোখে সে (মেয়েটি) অনন্য। think nothing of something/doing something তুচ্ছ জ্ঞান করা: He thinks nothing of working 16 hours a day. think nothing of it (আনুষ্ঠানিক সৌজন্যসূচক) ও কিছু না; দ্রষ্টব্য mention. think better of somebody আরো ভালো ধারণা থাকা: I thought better of you than... think better of something পুনর্বিবেচনা করে বাদ দেওয়া/বর্জন করা: think something out ভেবেচিন্তে পরিকল্পনা করা: a well-thought out scheme. think something over (সিদ্ধান্ত নেওয়ার আগে) আরো ভেবে দেখা। think something up (পরিকল্পনা, চাল ইত্যাদি) উদ্ভাবন করা; ফন্দি আঁটা: I wonder what you’ll think up next.
- English Word think 2 Bengali definition [থিঙ্ক্] (noun) (কথ্য) চিন্তার প্রয়োজনীয়তা/উপলক্ষ্য: You have got another think coming, তোমাকে আবারো ভাবতে হবে।
- English Word thinkable Bengali definition [থিঙ্কাব্ল্] (adjective) চিন্তনীয়।
- English Word thinker Bengali definition [থিঙ্কা(র্)] (noun) (সাধারণত adjective- সহ) চিন্তাশীল ব্যক্তি; চিন্তাবিদ; ভাবুক: a great/something shallow thinker.
- English Word thinking Bengali definition [থিঙ্কিঙ্] (adjective) চিন্তাশীল; মেধাবী; বুদ্ধিমান। □(noun) [uncountable noun] চিন্তা; ভাবনা; বিচারবিতর্ক: do some hard thinking, গভীরভাবে চিন্তা করা: to my (way of) thinking, আমার মতে। put one’s thinking-cap on (কথ্য) সমস্যা নিয়ে চিন্তা করা।
- English Word third Bengali definition [থাড্] (adjective), (noun) (সংক্ষেপ 3rd) তৃতীয়; তেসরা: on the third floor, চার তলায়। third degree (স্বীকারোক্তি বা তথ্য উদ্ধারের জন্য কোনো কোনো দেশে পুলিশ কর্তৃক) দীর্ঘ বা কড়া জিজ্ঞাসাবাদ, নির্যাতন। a/the third party তৃতীয়পক্ষ। third-party insurance যে বিমা বিমাকারী ব্যক্তি ভিন্ন অন্য কোনো ব্যক্তির ঝুঁকি গ্রহণ করে (যেমন গাড়িচাপা-পড়া ব্যক্তির ঝুঁকি); তৃতীয়পক্ষ বিমা। third rail (রেললাইনে বিদ্যুৎ পরিবাহী) তৃতীয় রেল। third-rate (adjective) নিম্নমানের; বাজে। third-rater (noun) নিম্নমানের লোক; বাজে লোক। the Third World বৃহৎ শক্তিগুলোর জোটবহির্ভূত উন্নয়নশীল দেশসমূহ; তৃতীয় বিশ্ব। thirdly (adverb) তৃতীয়ত।
- English Word third gender Bengali definition [থা:ড্ জেন্ডা(র্)] (noun) [countable noun, uncountable noun] তৃতীয় লিঙ্গ; হিজড়া। উল্লেখ্য, third gender শব্দবন্ধটির third শব্দটি সাধারণত ‘অন্য' বা ‘অপর’ নির্দেশ করে। Bangladesh’s third gender has finally achieved full legal recognition, আইনি স্বীকৃতি পেয়েছে।
- English Word third generation Bengali definition [থা:ড্ জেনারেইশ্ন্] (adjective) (অপিচ third-generation) থার্ড জেনারেশন বা থ্রিজি হলো মোবাইল যোগাযোগ সিস্টেমের পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে ব্যবহৃত একটি টার্ম। এতে ভিডিও কল করা যায়, দেখা যায় লাইভ টিভি: Bangladesh approved third generation mobile in 20 1 2.
- English Word thirst Bengali definition [থাস্ট্] (noun) [uncountable noun এবং indefinite article-সহ] (১) তৃষ্ণা; পিপাসা। (২) (লাক্ষণিক) তীব্র/আকুল আকাঙ্ক্ষা; তৃষ্ণা; পিপাসা: a thirst for knowledge. □(verb intransitive) (for) তৃষ্ণার্ত/পিপাসার্ত/পিপাসু হওয়া: thirst for revenge. thirsty (adjective) (thirstier, thirstiest) তৃষ্ণার্ত; পিপাসার্ত: be/feel thirsty. thirstily [থাস্টিলি] (adverb) তৃষ্ণার্তভাবে/হয়ে।
- English Word thirteen Bengali definition [থাটীন্] (adjective), (noun) তেরো; ত্রয়োদশ। দ্রষ্টব্য পরি. ৪। thirteenth [থাটীন্থ্] (adjective), (noun) ত্রয়োদশ; তেরো ভাগের এক ভাগ।
- English Word thirty Bengali definition [থাটি] (adjective), (noun) ত্রিশ। দ্রষ্টব্য পরি ৪। the thirties thirty ৩০-৩৯; ত্রিশের দশক। thirtieth [থাটিআথ্] (adjective), (noun) ত্রিংশ; ত্রিংশত্তম; ত্রিশ ভাগের এক ভাগ।
- English Word this Bengali definition [দিস্] (plural these [দীজ্]) (adjective), (pronoun) (১) এই; এটা। (২) (This এবং সম্বন্ধবাচক শব্দ একত্র ব্যবহার করা যায় না): This house of yours, তোমার এই বাড়িটি। (৩) (কাহিনিকথনে) একটা; সেই: At that moment this fairy entered the room. □(adverb) (কথ্য) এতটা; এতখানি; এতটুকু: It’s about this long.
- English Word thistle Bengali definition [থিস্ল্] (noun) [countable noun] (বিভিন্ন ধরনের) কাঁটাযুক্ত পাতা এবং হলুদ, সাদা বা নীললোহিত পুষ্পবিশিষ্ট বুনো উদ্ভিদবিশেষ; গোক্ষুর।
- English Word thither Bengali definition [দিদা(র্) America(n) থিদা(র্)] (adverb) (প্রাচীন প্রয়োগ) সেই দিকে। hither and thither হেথাহোথা; ইতস্তত; যত্রতত্র।
- English Word tho' Bengali definition [দো] (adverb), (conjunction) though- এর অনানুষ্ঠানিক বানান।
- English Word thole Bengali definition [থোল্] (noun) (অপিচ thole-pin) নৌকার পার্শ্বদেশে দাঁড় যথাস্থানে আটকে রাখার গোঁজবিশেষ।
- English Word thong Bengali definition [থঙ্ America(n) থোঙ্] (noun) চামড়ার সরু ফালি (যেমন চাবুকের অগ্রভাগে কিংবা বন্ধনরজ্জু হিসেবে); চামড়ার ফিতা।
- English Word thorax Bengali definition [থোর্যাকা্স্] (noun) (১) (প্রাণীর) বক্ষ; বুক। (২) কীটশরীরের প্রধান তিন অংশের যেটি মাঝখানে থাকে; বুক।
- English Word thorium Bengali definition [থোরিআম্] (noun) [uncountable noun] (রসায়ন) পারমাণবিক শক্তির উৎসরূপে ব্যবহৃত নরম, তেজস্ক্রিয়, ধাতব মৌলবিশেষ (প্রতীক Th); থোরিয়াম।
- English Word thorn Bengali definition [থোন্] (noun) (১) [countable noun] কাঁটা; কণ্টক। a thorn in one’s flesh/side নিরন্তর জ্বালাতনের উৎস; সার্বক্ষণিক যন্ত্রণা। (২) [countable noun, uncountable noun] (সাধারণত যৌগশব্দে) কণ্টকময় গুল্ম বা গাছ: haw thorn; black thorn, thorny (adjective) (thornier, thorniest) (১) সকণ্টক; কণ্টকিত; কণ্টকময়। (২) (লাক্ষণিক) দুরূহ ও যন্ত্রণাদায়ক; কণ্টকাকীর্ণ; a thorny problem/subject.
- English Word thorough Bengali definition [থারা America(n) থারো] (adjective) সর্বতোভাবে; সম্পূর্ণ; আনুপুঙ্খিক; কিছুই উপেক্ষা করে না বা বিস্মৃত হয় না এমন; পুঙ্খানুপুঙ্খ; পুরোদস্তুর; ডাহা; আদ্যন্ত: a thorough worker; a thorough cleaning. thorough-going (adjective) সম্পূর্ণ; আপসহীন; আদ্যোপান্ত; আমূল: thorough-going revision. thoroughly (adverb) সম্পূর্ণরূপে, পুঙ্খানুপুঙ্খভাবে ইত্যাদি। thoroughness (noun) পুঙ্খানুপুঙ্খতা; সম্পূর্ণতা।
- English Word thoroughbred Bengali definition [থারাব্রেড্] (noun), (adjective) (জন্তু, বিশেষত ঘোড়া সম্বন্ধে, অপিচ লাক্ষ, মানুষ সম্বন্ধে) অবিমিশ্র; অসংকর; (ঘোড়া) বিশুদ্ধ কুলীন; শুদ্ধ-শোণিত; তেজস্বী; উত্তম শিক্ষাদীক্ষাপ্রাপ্ত।
- English Word thoroughfare Bengali definition [থারাফেআ(র্)] (noun) [countable noun] রাস্তা বা সড়ক, বিশেষত দুই মুখ খোলা এবং যানবাহনবহুল রাস্তা; সংসরণ: No thoroughfare, (সংকেত হিসেবে) জনসাধারণের জন্য উন্মুক্ত নয়।
- English Word those Bengali definition [দোজ্] that- এর plural
- English Word thou Bengali definition [দো] (pronoun) (সেকেলে) তুমি।
- English Word though Bengali definition [দো] (conjunction) (১) (অপিচ although [ওল্দো]) যদিও; যদ্যপি। (২) (অপিচ although এবং even though) এমনকি যদি: surprising though it may sound. শুনতে অদ্ভুত লাগলেও। (৩) what though (সাহিত্যিক) তাতে কী এসে যায় যদি: What though he be a miser... (৪) as though, দ্রষ্টব্য as 2 (১১) ভুক্তিতে as though/as if. (৫) (অপিচ although) (একটির স্বতন্ত্র উক্তির সূচকরূপে) অথচ; তবে; যদিও: She’s vain and foolish, though people like her. □(adverb) (উপরের ৫- এর অর্থে অনন্যসাপেক্ষভাবে ব্যবহৃত হয়): He said he would wait for me; he didn’t though.
- English Word thought 1 Bengali definition [থোট্] think –এর past tense, past participle