• Bengali Word as 2 English definition [আজ; জোরালো রূপ: অ্যাজ] (conjunction) ১ যখন; যতই: As I was leaving the room, the telephone rang. As he reached manhood, he realized his full potential.
    As he reached manhood, he realized his full potential. (২) যেহেতু; বলে: As I did not know your address, I could not write to you. (৩) (তুলনায় সমত্ব বোঝাতে as+ adjective/adverb +as; not as/so+ adjective/adverb as– এইসব ছকে)– এর চেয়ে; যত ... তত; মতো: It is not as/so difficult as you think it is. He gave me a sheet twice as large as this. (অসংখ্য প্রবচনীয় বাক্যে ব্যবহৃত হয়) as tough as leather; as crafty as a fox. (নিম্নোক্ত উদাহরণগুলোতে সর্বনামের ব্যবহার লক্ষণীয়): He likes you as much as I, অর্থাৎ আমি যতটা পছন্দ করি; He likes you as much as me, সে আমাকে যতটা পছন্দ করে। (দ্ব্যর্থকতার সম্ভাবনা না থাকলে কথ্যভাষায় সর্বনামের কর্মকারকের রূপ ব্যবহৃত হয়): My younger sister cannot swim as/so well as me (= as I do). (৪) (অব্যাহতিমূলক অনুবাক্যের শুরুতে; যার বদলে সাধারণত ‍although-যুক্ত অনুবাক্যও ব্যবহার করা যায়): (ক) adjective বা adverb–সহ: সত্ত্বেও; যদিও .....: He loves his wife and children dearly, wicked as he is, দুষ্ট প্রকৃতির হলেও; Much as he flatters you (যতই স্তুতিবাদ করুক), he will not vote for you. (খ) (বিশেষত may, might, will, would প্রভৃতি verb(s) এর সঙ্গে), সত্ত্বেও, যদিও ....: Run as I would (প্রাণপণে দৌড়ালেও, দৌড়ানো সত্ত্বেও), I could not catch the bus. (৫) (রীতিসূচক ক্রিয়াবিশেষণীয় অনুবাক্যের শুরুতে) যেমন....তেমন, যেভাবে ...সেভাবে: He did as I said. Bring it as it is. (৬) (রীতিসূচক সম্পূরকের শুরুতে) মতো: He posed as an expert in economics. (৭) (বিধেয়ের পুনরাবৃত্তি বর্জনের জন্য ব্যবহৃত) যেমন: She is remarkably talented, as are her sisters. (৮) হিসেবে; রূপে: Both as an orator and a statesman, he outshined his contemporaries. (৯) (বিধেয়–বিশেষণ বা বিশেষ্যের শুরুতে regard, view, represent, treat, acknowledge এবং অনুরূপ অর্থবোধক verb(s)–এর পরে ব্যবহৃত হয়, কিন্তু consider–এর পরে ব্যবহৃত হয় না) বলে, রূপে: Don’t treat him as child. I acknowledge him as my equal. (১০) (দৃষ্টান্ত উল্লেখকালে সাধারণত such–এর পরে) যেমন, উদাহরণস্বরূপ: Great writers, such as Shakespeare, Tolstoy, Rabindranath...... (১১) as if; as though (রীতিসূচক অনুবাক্যের শুরুতে; অনুবাক্যটিতে একটি পট থাকে) যেমন: You smile as if nothing had happened. It isn’t as though she were comfortable off. পরে (to– infinitive–সহ): He raised his hands as if to console the wretched woman. (১২) as for প্রসঙ্গে (কখনো কখনো ঔদাসীন্য বা অবজ্ঞাসূচক): As for me, I am not attending the lecture. as to সম্বন্ধে; বিষয়ে: As to Mr Hill, I will not let him go unpunished; (gerund–সহ) As to admitting your point, .... (১৩) (প্রধানত same ও such–এর পরে, সাপেক্ষ অনুবাক্যের সূচক conjunction হিসেবে): Such persons as saw him (= Those persons who saw him) thought was strikingly handsome. I gave him the same instructions as I gave you. (১৪) (অনির্দেশক সাপেক্ষ অনুবাক্যের শুরুতে): The Ganges, as you know, has its source in the Himalayas. To deal with children harshly, as some people do, is reprehensible. (১৫) so as to (ক) (উদ্দেশ্যসূচক infinitive–এর আগে): যাতে (করে): He started early so as not to miss the train. (খ) (রীতিসূচক infinitive–এর আগে): The youths at the street corner screamed and yelled so as to horrify the passers–by. (১৬) as good as যত ...তত; প্রায়: He is as good as his words, তার কথার নড়চড় হয় না; It is as good as lost. (১৭) as/so long as (ক) যদি; এই শর্তে: You can do whatever you like as long as you do not neglect you studies. (খ) যতদিন: I shall not tolerate indiscipline so long as I am in this office. (১৮) as much তাই; ততখানি: I like him as much. (১৯) as far as দ্রষ্টব্য far 1 (২). as such; such as, দ্রষ্টব্য such (pronoun). (২০) (just) as soon; as soon as (not), দ্রষ্টব্য soon (৩, ৫). as well (as), দ্রষ্টব্য well 2 (৮).