T পৃষ্ঠা ১২
- English Word therapy Bengali definition [থেরাপি] (noun) [uncountable noun] চিকিৎসা। radio-therapy (noun) এক্স-রের মাধ্যমে চিকিৎসা। psycho therapy (noun) মনোবিশ্লেষণের মাধ্যমে চিকিৎসা। occupational therapy মাংসপেশির ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা।
- English Word there 1 Bengali definition [দেআ(র্)] (adverb) (১) (বস্তু ও দিকনির্দেশক) সেখানে: Put the book there, on the table. He will be. there by next week. (২) বিস্ময়সূচক অব্যয় হিসেবে: There goes the last bus! there comes she! (৩) উৎসাহ দিতে যেমন খেলার সময়: There’s a good shot!. দৃষ্টি আকর্ষণে: There’s fine T-Shirt for you! (৪) কোনো আলোচনা বা যুক্তির একটি পর্যায় বা স্থান: You are wrong there! there comes the problem. here and there, দ্রষ্টব্য here(৫). there and back কোনো স্থান পর্যন্ত (যাওয়া) এবং সেখান থেকে (ফিরে আসা): Can I go there and back in three hours? then and there; there and then তখন; তৎক্ষণাৎ। over there ‘there’ বলতে যেমন বোঝায় তার চেয়ে দূরবর্তী স্থান।
- English Word there 2 Bengali definition [দেআ(র্)] (adverb) (১) (Introductory ‘there’) বাক্য শুরু করার জন্য ব্যবহৃত, যখন verb (বিশেষত ‘be’ verb) subject- এর আগে থাকে: There is a tree in front of the house. (২) (seem, appear এইসব verb- এর সঙ্গে): There seem; (to be) no doubt about it.
- English Word there 3 Bengali definition [দেআ(র্)] (interjection) (১) (প্রধানত বাচ্চাদের শান্ত করার জন্য): There! there! you’ll soon feel better. Don’t cry. (২) (বক্তা যখন এরকম বলে ‘কী? আগেই বলেছিলাম না!’) There! Didn’t I tell you that he would fail in the exam?
- English Word thereabout Bengali definition [দেআরাবাউট্(স্)](America(n) thereabout) (adverb) (সাধারণত পূর্বে বা থাকে) কাছাকাছি।
- English Word thereafter Bengali definition [দেআর্আ:ফ্টা(র্) America(n) দেঅ্যাফ্টা(র্)] (adverb) (আনুষ্ঠানিক) তারপর; তদনন্তর।
- English Word thereby Bengali definition [দেআবাই] (adverb) (আনুষ্ঠানিক) ঐ উপায়ে; তদনুযায়ী।
- English Word therefore Bengali definition [দেআফো(র্)] (adverb) সেই কারণে; সুতরাং।
- English Word therein Bengali definition [দেআর্ইন্] (adverb) (আনুষ্ঠানিক) তাতে; সেদিক থেকে।
- English Word thereinafter Bengali definition [দেআরিন্আ:ফ্টা(র্) America(n) দেঅ্যারিন্অ্যাফ্টা(র্)] (adverb) (প্রধানত আইন সম্বন্ধীয়) পরবর্তী অংশে।
- English Word thereof Bengali definition [দেআর্অফ্] (adverb) (আনুষ্ঠানিক) ওর; তার; তার থেকে।
- English Word thereto Bengali definition [দেআটূ] (adverb) (আনুষ্ঠানিক) তৎপ্রতি; তৎসঙ্গে; অধিকন্তু।
- English Word thereunder Bengali definition [দেআরআন্ডা(র্)] (adverb) (আনুষ্ঠানিক) তার নিচে বা অধীনে।
- English Word thereupon Bengali definition [দেআরাপন্] (adverb) (আনুষ্ঠানিক) অতঃপর; তার ফলে।
- English Word therm Bengali definition [থাম্] (noun) [countable noun] গ্যাস-ব্যবহারের পরিমাণসূচক তাপের একক (১,০০,০০০ ব্রিটিশ তাপ-একক); থার্ম।
- English Word thermal Bengali definition [থাম্ল্] (adjective) তাপ সম্বন্ধীয়; তাপঘটিত; thermal springs, উষ্ণপ্রস্রবণ; the thermal barrier, (উড্ডয়নের সময়ে) বিমানের বহির্দেশে বায়ুর বর্ধিত ঘর্ষণের ফলে উচ্চগতি ব্যবহারের পক্ষে অন্তরায়; তাপপ্রতিবন্ধক; a thermal power station, তাপবিদ্যুৎকেন্দ্র (যা কয়লা, তেল বা গ্যাসের তাপ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে)। thermal capacity (পদার্থবিদ্যা) কোনো নির্দিষ্ট বস্তুর তাপমাত্রা এক ডিগ্রি বাড়াতে যত একক তাপ দরকার হয়, তাপধারকত্ব। thermal unit (পদার্থবিদ্যা) তাপ পরিমাপের একক; তাপ-একক। British thermal unit (সংক্ষেপে BTU) এক পাউন্ড পানির তাপ ১ ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন; ব্রিটিশ তাপ-একক। □(noun) নিচ থেকে উপরের দিকে উষ্ণ বায়ুপ্রবাহ (যা গ্লাইডারের উঁচুতে ওঠার জন্য প্রয়োজন হয়)।
- English Word thermionic Bengali definition [থামিঅনিক্] (adjective) পদার্থবিজ্ঞানের যে শাখা উচ্চ তাপমাত্রায় ইলেকট্রনের বিকিরণ নিয়ে কাজ করে; তদ্বিষয়ক। thermionic valve (America(n)= thermionic tube) কাচ বা ধাতুর বায়ুশূন্য একটি আবরণের মধ্যে বিন্যস্ত কতকগুলো তড়িৎবার (ইলেকট্রোড) সমন্বিত একটি সংশ্রয় (সিসটেম)।
- English Word thermo- Bengali definition [থামো] (যৌগশব্দে) তাপ সম্বন্ধীয়। thermo-dynamics (noun) (plural) [uncountable noun] (সাধারণত singular verb-সহ) তাপ যান্ত্রিক কার্যের মধ্যে সম্বন্ধবিষয়ক বিজ্ঞান; তাপগতিবিদ্যা। thermo-nuclear (adjective) (যুদ্ধাস্ত্র) পরমাণুকেন্দ্রের দ্বিভাজনজনিত উচ্চ তাপসম্পর্কিত কিংবা ঐ তাপ ব্যবহার করে এমন: The thermo-nuclear bomb, হাইড্রোজেন বোমা। thermo-plastic (noun), (adjective) তাপ প্রয়োগে যেকোনো সময়ে প্লাস্টিকে পরিণত করা যায় এমন (পদার্থ); থার্মোপ্লাস্টিক। thermo-setting (adjective) (প্লাস্টিক সম্বন্ধে) গরম করে আকার দেওয়ার পর স্থায়ীভাবে কাঠিন্যপ্রাপ্ত হয় এমন; তাপ-সংহত। thermostat [থামাস্ট্যাট্] (noun) [countable noun] (কেন্দ্রীয়ভাবে গৃহ গরম রাখার ব্যবস্থা, হিমায়নযন্ত্র, শীতাতপনিয়ন্ত্রণ প্রভৃতিতে) তাপের সরবরাহ বিচ্ছিন্ন ও পুনঃস্থাপিত করার মাধ্যমে তাপমাত্রা স্বয়ংচালিতরূপে নিয়ন্ত্রণ করার কৌশল; তাপনিয়ামক। thermostatic [থামাস্ট্যাটিক্] (adjective) তাপনিয়ামকঘটিত: thermostatic control.
- English Word thermometer Bengali definition [থামমিটা(র্)] (noun) তাপমানযন্ত্র; তাপমাপক যন্ত্র। দ্রষ্টব্য পরি ৫।
- English Word thermos Bengali definition [থামাস্] (noun) (অপিচ thermosflask) (proprietary name) বায়ুশূন্য ফ্লাস্ক (দ্রষ্টব্য vacuum); থার্মস।
- English Word thesaurus Bengali definition [থিসোরাস্] (noun) (plural thesauruses [থিসোরাসিজ্]) অর্থের সাদৃশ্য অনুযায়ী বর্গীকৃত শব্দ ও বাক্যাংশের অভিধান; ভাব-অভিধান।
- English Word these Bengali definition [দীজ্] দ্রষ্টব্য this.
- English Word thesis Bengali definition [থীসিস্] (noun) (plural theses [থীসীজ্]) যুক্তির দ্বারা সমর্থিত বা সমর্থনীয় বিবৃতি বা তত্ত্ব; প্রতিপাদ্য; (বিশ্ববিদ্যালয়ের উপাধিলাভের জন্য পেশকৃত) অভিসন্দর্ভ।
- English Word they Bengali definition [দেই] (personal pronoun) তারা; তাঁরা; ওরা; ওঁরা; লোক: They say that the war must come to an end them [দাম্; জোরালো রূপ: দেম্] (personal pronoun) তাদেরকে; তাঁদেরকে; তাদের; তাঁদের; ওদের; ওঁদের; ওগুলো: He gave they to us. It was a very kind of they, তারা খুব দয়ার্দ্র।
- English Word they're Bengali definition [দেআ(র্)] = they are.
- English Word thick Bengali definition [থিক্] (adjective) (thicker, thickest) (১) পুরু; মোটা: a thick line. thick-skinned (adjective) (লাক্ষণিক) নিন্দা বা অপমানে অসংবেদনশীল; চামড়া-মোটা। (২) ঘন; নিবিড়: thick hair; a thick forest. thick-set (adjective) (ক) গাট্টাগোট্টা; মজবুতদেহী। (খ) (লতাগুল্মের বেড়া) ঘননিবদ্ধ। (৩) thick with ভরা; পরিপূর্ণ: air thick with dust. (৪) (তরল পদার্থ) ঘন: thick soup. (৫) (কণ্ঠ) রুদ্ধপ্রায় (যেমন সর্দিকাশিতে)। (৬) (কথ্য) মূঢ়; নির্বোধ। thick-headed (adjective) জড়ধী; মাথামোটা। (৭) (কথ্য) ঘনিষ্ঠ; অন্তরঙ্গ: Don’t try to be so thick with that girl. as thick as thieves হরিহরাত্মা; মানিকজোড়। (৮) (বিভিন্ন কথ্য প্রয়োগ) a bit thick, rather thick যুক্তিসহতা বা সহ্যের সীমার বাইরে; বাড়াবাড়ি। give somebody a thick ear ঘুষি মেরে কান ফুলিয়ে দেওয়া। lay it on thick (অপশব্দ) বিশেষ প্রশংসার আতিশয্যে কান ঝালাপালা করা। □(noun) [uncountable noun] (১) নিবিড়তম অংশ; সবচেয়ে ব্যস্ত কর্মবহুল অংশ: be in the thick of it, কাজের ব্যস্ততম পর্যায়ে থাকা। through thick and thin সকল পরিস্থিতিতে; সুখেদুঃখে। (২) মোটা দিক: the thick of the thumb. □(adverb) ঘন/পুরু করে বা হয়ে: thick and fast, (চড়-চাপড়) মুহুর্মুহু। thicken [থিকান্] (verb transitive), (verb intransitive) ঘন করা বা হওয়া; ঘনীভূত/জটিলতর হওয়া: As the plot thickened... thickening [থিকানিঙ্] (noun) [uncountable noun] কোনো কিছু ঘন করতে ব্যবহৃত পদার্থ; ঘনীভবন; ঘনীকরণ। thickness (noun) (১) [uncountable noun] ঘনত্ব: two centimetres in thickness. (২) [countable noun] স্তর; পরত।
- English Word thicket Bengali definition [থিকিট্] (noun) [countable noun] ঝোপঝাড়; ঘন জঙ্গল।
- English Word thigh Bengali definition [থাই] (noun) [countable noun] (১) (মানুষের) ঊরু। thigh-bone (noun) ঊর্বস্থি। (২) (অন্য জন্তুর) পিছনের রান।
- English Word thimble Bengali definition [থিম্ব্ল্] (noun) (সেলাই করার সময় আঙুলে সুচের খোঁচা এড়ানোর জন্য পরিধেয়) অঙ্গুলিত্র; অঙ্গুলিত্রাণ; অঙ্গুষ্ঠানা; অঙ্গুস্তানা; চামাটি।
- English Word thin Bengali definition [থিন্] (adjective) (thinner, thinnest) (১) পাতলা; সরু: a thin piece of paper; a thin piece of string. thin-skinned (adjective) (লাক্ষণিক) সমালোচনাকাতর; সহজে আহত হয় এমন; অভিমানী। (২) অঘন; ঘনত্বহীন; পাতলা; হালকা: a thin mist. thin air অদৃশ্যতা; শূন্যতা: vanish into thin air, হাওয়ায় মিলিয়ে যাওয়া। (৩) কৃশ; রোগা; তনু: a thin face. (৪) অনিবিড়; বিরল; ফাঁকা: a thin audience. His hair in getting thin. (৫) (তরল) পাতলা; পানসে। (৬) গুরুত্বপূর্ণ কোনো উপাদানের অভাব আছে এমন; দুর্বল; পানসে; ঠুনকো: thin humour; a thin story; a thin excuse. (৭) (কথ্য) have a thin time অস্বস্তিকর; অপ্রীতিকর সময়। □(adverb) পাতলা করে, হালকাভাবে ইত্যাদি। □(verb transitive), (verb intransitive) (thinned, thinning, thins) পাতলা, রোগা ইত্যাদি হওয়া বা করা। thin down (তরল) পাতলা করা। thin (out) ঘনত্ব বা সংখ্যা হ্রাস করা; ফাঁকা হওয়া বা করা: A disastrous famine thinned (out) the population. thinness [থিন্নিস্] (noun) বিরলতা; কৃশতা; সূক্ষ্মতা; অঘনত্ব ইত্যাদি।