Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word terrier Bengali definition [টেরিআ(র্‌)] (noun) ছোট আকারের কর্মঠ শিকারি কুকুরবিশেষ
  • English Word terrific Bengali definition [টারিফিক্] (adjective) (১) ভয়াবহ; ভীষণ; আতঙ্কজনক(২) (কথ্য) চরমterrifically (adverb)
  • English Word terrify Bengali definition [টেরিফাই] (verb transitive) আতঙ্কিত করা; ভয় পাইয়ে দেওয়া
  • English Word territorial Bengali definition [টেরিটোরিআল্] (adjective) এলাকা বা ভূখণ্ডসম্পর্কিত: have territorial claims against a state. territorial waters রাষ্ট্রীয় জলসীমা বা দেশের অধিকারাধীন সমুদ্র এলাকা।
  • English Word territory Bengali definition [টেরাট্‌রি] America(n) [টেরাটোরি] (noun) (১) [countable noun, uncountable noun] এক শাসক বা সরকারের অধীন ভূখণ্ড বা এলাকা(২) অঞ্চল; কর্মক্ষেত্র
  • English Word terror Bengali definition [টেরা(র্‌)] (noun) (১) [uncountable noun] অত্যধিক ভীতি; আতঙ্ক; সন্ত্রাসstrike terror into somebody কাউকে ভয় পাইয়ে দেওয়া। (২) কোনো বিষয়জনিত ভীতি; The girl has terror of fire. (৩) ত্রাস সৃষ্টিকারী ব্যক্তি: He is a terror of the area. terrorism (noun) সন্ত্রাসবাদ। terrorist (noun) সন্ত্রাসবাদী। terrorize, terrorise (verb transitive) হুমকি বা সন্ত্রাসমূলক কাজের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা।
  • English Word terse Bengali definition [টাস্‌] (adjective) (বাগভঙ্গি ও বক্তৃতাসম্পর্কিত) বাহুল্যবর্জিত, সংক্ষিপ্ত এবং লাগসইtersely (adverb) terseness (noun)
  • English Word tertian Bengali definition [টাশ্‌ন্‌] (adjective) একদিন পরপর আসে এমন (যথা পালাজ্বর)।
  • English Word tertiary Bengali definition [টাশারি] (adjective) তৃতীয় পর্যায়ভুক্ত: Tertiary education, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা।
  • English Word terylene Bengali definition [টেরালীন্] (noun) এক ধরনের কৃত্রিম তন্তু
  • English Word test Bengali definition [টেস্‌ট্] (noun) [countable noun] যেকোনো সমালোচনামূলক পরীক্ষা, মূল্যমান, গুণ, গঠন ইত্যাদি জানার পরীক্ষাপ্রক্রিয়া; রোগনির্ণয়ে কৃত পরীক্ষা: blood/urine test; অভীক্ষা; আন্তর্জাতিক প্রতিযোগিতা: Crickel test, a test case (আইন সম্বন্ধীয়) যে মামলা ভবিষ্যতে নজির হিসেবে টিকে থাকবে, ব্যবহৃত হবে। test-drive (গাড়ি ইত্যাদি) পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা। driving test গাড়ি চালনার দক্ষতা নিরূপণের পরীক্ষা। test match ক্রিকেট বা রাগবির আন্তর্জাতিক প্রতিযোগিতা। test-tube (noun) পরীক্ষাগারে ব্যবহৃত কাচের নল। test-tube baby যে শিশুর জন্মের প্রাথমিক পর্যায় কৃত্রিমভাবে গবেষণাগারে সম্পন্ন হয়েছে।
  • English Word testament Bengali definition [টেস্‌টামান্‌ট্‌] (noun) (১) শেষ ইচ্ছাপত্র বা উইল, যেখানে উইলকারীর বিধিসম্মত ঘোষণা থাকে(২) Old Testament, New Testament বাইবেলের দুটি বিভাগ
  • English Word testicle Bengali definition [টেস্‌টিক্‌ল্‌] (noun) অণ্ডকোষ
  • English Word testify Bengali definition [টেস্‌টিফাই] (verb transitive), (verb intransitive) সাক্ষ্য দেওয়া; প্রমাণের কাজ করা: His smile testified his joy.
  • English Word testimonial Bengali definition [টেস্‌টিমোনিআল্] (noun) (১) প্রশংসাপত্র; কারো চরিত্র, দক্ষতা সম্পর্কে সাক্ষ্যপত্র
  • English Word testimony Bengali definition [টেস্‌টিমানি America(n) টেস্‌টিমোনি] (noun) [uncountable noun] (১) প্রামাণিক সাক্ষ্য (আদালতে) কোনো কিছুর সত্যতা সম্পর্কে সাক্ষ্য প্রদান(২) বিবৃতি: According to the testimony of the medical profession, the health of the nation is improving.
  • English Word testis Bengali definition [টেস্‌টিস্] (noun) (plural testistes)= testicle.
  • English Word testy Bengali definition [টেস্‌টি] (adjective) রগচটা; খিটখিটে মেজাজের; ধৈর্যহীনtestily (adverb) testiness (noun)
  • English Word tetanus Bengali definition [টেটানাস্] (noun) [uncountable noun] ধনুষ্টংকার রোগ
  • English Word tetchy Bengali definition [টেচি] (adjective) খিটখিটে; রগচটাtetchily (adverb) tetchiness (noun)
  • English Word tête-à-tête Bengali definition [টেইট আ: টেইট্] (noun) দুই ব্যক্তির মধ্যে নিভৃত আলোচনা; গোপন বৈঠক
  • English Word tether Bengali definition [টেদা(র্‌)] (noun) পশুকে বেঁধে রাখার দড়ি (ঘাস খাওয়ার সময়)। at the end of one’s tether (লাক্ষণিক) কারো সাধ্য বা ক্ষমতার, ধৈর্যের শেষ প্রান্তে (পৌঁছা)। □(verb transitive) দড়ি দিয়ে পশুকে বেঁধে রাখা
  • English Word Teuton Bengali definition [ট্যিউটান্‌ America(n) টূটন্‌] (noun) জার্মান জাতিগোষ্ঠীর যেকোনো একটি জাতির লোকTeutonic (adjective) জার্মান জাতিগোষ্ঠীর লোকজন (যথা অ্যাংলো-স্যাক্সন, ডাচ, জার্মান, স্ক্যান্ডিনেভীয়) সম্পর্কিত।
  • English Word text 1 Bengali definition [টেক্‌স্‌ট] (noun) (১) [uncountable noun] গ্রন্থ অথবা মুদ্রিত পাঠ্যবস্তুর মূল অংশ; (টীকাটিপ্পনী বাদে) প্রকৃত পাঠাংশ(২) গ্রন্থের মূল বা আদি পাঠ, যা আসল লেখক কর্তৃক রচিত (পরবর্তী ভ্রমাত্মক পাঠ নয়)। a corrupt text বিকৃত পাঠ (যাতে মূলের পাঠ থেকে সরে আনা হয়েছে)। (৩) ধর্মগ্রন্থ, যথা বাইবেল থেকে উদ্ধৃত অংশ; বক্তৃতা বা আলোচনার বিষয়বস্তু(৪) textbook (noun) পাঠ্যপুস্তকtextual (adjective) মূল পাঠ সংক্রান্ত।
  • English Word text 2 Bengali definition [টেকস্‌ট্] (noun) [countable noun] (মোবাইল) টেক্সট মেসেজিংয়ের সংক্ষেপই টেক্সট। অন্য নাম এসএমএস। বিশ্বব্যাপী লিখিত যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এসএমএস। ইন্টারনেট সংযোগের প্রয়োজন নেই। যা লিখতে চান, সেটা টাইপ করে লিখে ‘সেন্ড’ বাটন টিপে দিলেই হলো: She sent the text then tucked the phone in her pocket. □(verb) এসএমএস করা; টেক্সট পাঠানো: I sent her a text in reply. □ (noun) texter: যিনি টেক্সট পাঠান।
  • English Word text neck Bengali definition [টেকস্‌ট্ নেক্] (noun) মোবাইল ফোনের দিকে বেশি সময় ধরে ঝুঁকে বার্তা লেখার অভ্যাসের কারণে ঘাড়ে ব্যথা হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যাই টেক্সট নেক। ট্যাবলেট, কম্পিউটার ব্যবহারেও টেক্সট নেক সমস্যা হতে পারে: To say that there’s this epidemic of text neck is totally unfounded.
  • English Word text-walking Bengali definition [টেকস্‌ট্‌ ওয়োকিঙ্] (noun) [uncountable noun] (অপিচ' text-walking বা' text walking) হাঁটতে হাঁটতে মোবাইল থেকে এসএমএস লেখা বা পাঠানো, বিশেষত পরিবেশজ্ঞান তুলে এই কাজ করা: Police are worried about pedestrian’s text-walking. text-walker (noun) text-walk (verb transitive)
  • English Word textile Bengali definition [টেক্‌স্‌টাইল্‌] (attributive(ly)) (adjective) বস্ত্রবয়নসংক্রান্ত: textile industry, বস্ত্রশিল্প; বোনা হয়েছে এমন। □(noun) যা দিয়ে কাপড় বোনা যায়: textile fabrics/materials.
  • English Word textspeak Bengali definition [টেক্‌স্‌টস্পীক্] (noun) (বিকল্প বানান 'text-speak', এটা 'textese' নামেও পরিচিত, অনানুষ্ঠানিক) ('text message' আর 'speak' মিলে তৈরি) (তথ্যপ্রযুক্তি) টেক্সট মেসেজ ও বিভিন্ন ডিজিটাল যোগাযোগে লিখিত ভাষায় শব্দসংক্ষেপ আর ব্যাকরণহীন কায়দায় বানান ও রীতি অনুসরণ: wut hpns win u write lyk dis.
  • English Word textual harassment Bengali definition [টেকসচুয়াল হ্যারাসমানট্] (noun) (text stalking নামেও পরিচিত) [uncountable noun] মোবাইল ফোন, বা কম্পিউটার থেকে কারো কাছে উত্ত্যক্তকর ও বিরক্তিকর মেসেজ পাঠানো; (এটা যৌনাত্মকও হতে পাবে): It is all part of what is increasingly called textual harassment.