T পৃষ্ঠা ১৪
- English Word thought 2 Bengali definition [থোট্] (noun) (১) [uncountable noun] চিন্তা; চিন্তনপ্রক্রিয়া; চিন্তাশক্তি। [uncountable noun] (কোনো বিশেষ যুগ, শ্রেণি, জাতি ইত্যাদির বৈশিষ্ট্যসূচক) চিন্তনরীতি; চিন্তারীতি: Greek/middle class/scientific thought. (৩) [uncountable noun] thought (for) চিন্তাভাবনা; বিচারবিবেচনা: act without thought. take thought for কোনো বিষয়ে উদ্বিগ্ন হওয়া। (৪) [countable noun, uncountable noun] চিন্তার মাধ্যমে গঠিত ভাব; মতামত; অভিপ্রায়; চিন্তা; ভাবনা: an interesting thought. He has no thought (অভিপ্রায়) of insulting you. on second thoughts আরো চিন্তাভাবনার পর। thought-reader (noun) যে ব্যক্তি মানুষের চিন্তা সম্বন্ধে জ্ঞাত বলে দাবি করেন, চিন্তাপাঠক। thought transference ইন্দ্রিয়সমূহের স্বাভাবিক ব্যবহার ছাড়াই এক মন থেকে অন্য মনে চিন্তা বা ভাবের সঞ্চালন, চিন্তাপরিপ্রেরণ। (৫) a thought একটু: Be a thought more attentive to your duties. thoughtful [থোট্ফ্ল] (adjective) (১) চিন্তাশীল; চিন্তাকুল: thoughtful looks. (২) সুবিবেচক; অন্যের প্রয়োজনের পতি দৃষ্টি রাখে এমন: a thoughtful friend. thoughtfully [থোট্ফালি] (adverb) বিবেচনাপূর্বক। thoughtfulness (noun) চিন্তাশীলতা; সুবিবেচনা thoughtless (adjective) (১) চিন্তাশূন্য; বেপরোয়া; অসতর্ক। (২) স্বার্থপর; বিবেচনাহীন; অবিবেচনাপ্রসূত: a thoughtless action. thoughtlessly (adverb) চিন্তাশূন্যভাবে; হঠকারিতাপূর্বক; অবিবেচকের মতো। thoughtlessness (noun) চিন্তাহীনতা; অসতর্কতা; হঠকারিতা।
- English Word thousand Bengali definition [থাউজন্ড্] (adjective), (noun) হাজার; সহস্র। দ্রষ্টব্য পরি. ৪। (শিথিলভাবে, অতিরঞ্জনে) বিপুলসংখ্যক হাজার: A thousand thanks for your help a thousand to one (chance) ক্ষীণ (সম্ভাবনা)। one in a thousand বিরল ব্যতিক্রম; হাজারে একটি। thousandth [থাউজন্থ] (adjective), (noun) এক সহস্রাংশ; সহস্রতম। thousand fold [ফোল্ড্] (adjective), (adverb) সহস্রগুণ; হাজার গুণ।
- English Word thrash Bengali definition [থ্র্যাশ্] (verb transitive), (verb intransitive) (১) (লাঠি, চাবুক ইত্যাদি দিয়ে পিটানো)। (২) (কথ্য) প্রতিযোগিতায় (দল ইত্যাদিকে) হারিয়ে দেওয়া। (৩) thrash something out (কথ্য) (ক) (সমস্যাদি) আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তি করা। (খ) আলোচনার মধ্য দিয়ে (সত্য, সমাধান ইত্যাদিতে) উপনীত হওয়া। (৪) তোলপাড় করা; আছড়ানো; ছিটানো; বেগে ধাবিত হওয়া: The dolphin thrashed about in pool. (৫)= thrush. thrashing (noun) [countable noun] বিশেষত পিটুনি; (খেলাধুলায়) পরাজয়।
- English Word thread Bengali definition [থ্রেড্] (noun) (১) সূত্র; সুতা। hang by a thread (লাক্ষণিক) বিপজ্জনক বা সঙ্গিন অবস্থায় থাকা; সুতায় ঝোলা। (২) সুতার কথা মনে করিয়ে দেয় এমন কিছু: a thread of light coming through the keyhole. (৩) (গল্প ইত্যাদির) সূত্র; যোগসূত্র: lose the thread of one’s argument. (৪) স্ক্রু বা বোলটুর প্যাঁচালো অংশ; গুণ। □(verb transitive) (১) (সুচে) সুতা পরানো; (মুক্তা, পুঁতি ইত্যাদি) সুতায় গাঁথা; মালা গাঁথা: thread a film, (প্রদর্শনের জন্য প্রক্ষেপকযন্ত্রে) ভরা। (২) thread one’s way through (ভিড়ের মধ্য দিয়ে, রাস্তা ইত্যাদিতে) পথ খুঁজে চলা। (৩) (চুল) রেখাঙ্কিত করা: black hair threaded with silver, রজত রেখাযুক্ত। threadbare [থ্রেড্বেআ(র্)] (adjective) (১) (কাপড়) জীর্ণ; সুতামাত্র-অবশিষ্ট; ঝাঁজরা। (২) (লাক্ষণিক) অতিব্যবহারের দরুন আকর্ষণহীন বা মূল্যহীন; গতানুগতিক; মামুলি: threadbare arguments/jokes. threadlike (adjective) সুতার মতো; সূত্রবৎ।
- English Word threat Bengali definition [থ্রেট্] (noun) [countable noun] (১) (বিশেষত বক্তার ইচ্ছানুরূপ কিছু না করলে) শাস্তি বা আঘাতদানের ভয় প্রদর্শন; হুমকি; শাসানি; তর্জন: carry out threat. (২) a/the threat (to somebody/something) (of something) আসন্ন বিপদ, ঝঞ্ঝাট ইত্যাদির সংকেত বা হুঁশিয়ারি; হুমকি, আশঙ্কা: a threat of rain in the dark sky.
- English Word threaten Bengali definition [থ্রেট্ন্] (verb transitive), (verb intransitive) (১) threaten something; threaten somebody (with something); threaten to do something. হুমকি দেওয়া; হুমকিস্বরূপ হওয়া; শাসানো; ভীতিপ্রদর্শন করা: threaten to murder somebody; threatened with extinction. (২) সংকেত দেওয়া; আলামতস্বরূপ হওয়া: The dry weather threatens drought. (৩) আসন্ন হওয়া: As war threatened, the government strengthend the armed forces. threateningly (adverb) আশঙ্কাজনকভাবে; চোখ রাঙিয়ে।
- English Word three Bengali definition [থ্রী] (adjective), (noun) তিন। দ্রষ্টব্য পরি. ৪। three-cornered (adjective) ত্রিকোণ; ত্রিভুজ: a three-cornered contest. three-D, three-dimensional- এর সংক্ষেপ (নিচে দ্রষ্টব্য)। three-decker (noun) (ক) সেকেলে তিনতলা জাহাজ। (খ) তিনস্তর পাউরুটির মাঝখানে দুইস্তর পুর দেওয়া স্যান্ডউইচবিশেষ। (গ) (১৮ ও ১৯ শতকে বহুল প্রচলিত) তিন খণ্ডে সমাপ্ত উপন্যাস। three-dimensional (adjective) (সংক্ষেপ 3-D) ত্রিমাত্রিক (দৈর্ঘ্য, প্রস্থ ও বেধবিশিষ্ট)। three-figure (adjective) (সংখ্যা) তিন অঙ্কের (১০ থেকে ৯৯৯)। three-pence [থ্রীপেন্স্] (noun) তিন পেনির সমষ্টি। three-penny [থ্রীপেনি] (adjective) তিন পেনি দামের: a three penny stamp. three-lane (adjective) (সড়ক) যানবাহন চলাচলের জন্য চিহ্নিত তিনটি সারিবিশিষ্ট; তিন গলিওয়ালা। three-legged [থ্রীলেগিড্] (adjective) (ক) তিনপেয়ে। (খ) (দৌড়প্রতিযোগিতা) প্রতিযোগীরা জোড়া বেঁধে দৌড়ায় এবং একজনের ডান পা অন্যের বাঁ পায়ের সঙ্গে বাঁধা থাকে এমন; তিনপেয়ে। three-piece (adjective) তিনটি খণ্ড বা প্রস্থবিশিষ্ট: (a three-piece suit পুরুষের জন্য কোট, ওয়েস্টকোট ও প্যান্ট; মহিলাদের জন্য কোট, স্কার্ট/প্যান্ট ও ব্লাউজ); a three-piece suite, তিন খণ্ডের আসবাব (সাধারণত একটি সোফা ও দুটি আরাম কেদারা)। three-ply (adjective) (ক) (পশম, সুতা ইত্যাদি) তিনটি আঁশযুক্ত, তে-আঁশলা। (খ) (কাঠ) (আঠা দিয়ে উপর্যুপরি জোড়া লাগানো) তিনটি পরতযুক্ত। three-quarter (noun) (রাগবি ফুটবল) হাফ-ব্যাক ও ফুল-ব্যাকের মধ্যবর্তী খেলোয়াড়। □(adjective) (প্রতিকৃতি) নিতম্ব অবধি; আশ্রোণি। three-score (adjective), (noun) ষাট। three-some [থ্রীসাম্] (noun) তিনজনের দল বা খেলা। three-storey(ed) (adjective) (বাড়ি) ত্রিতল; তিনতলা। three-wheeled ১ (adjective) তিন চাকাওয়ালা।
- English Word thresh Bengali definition [থ্রেশ্] (verb transitive), (verb intransitive) (শস্য) মাড়ানো; আছড়ানো; মাড়াই করা। threshing-floor (noun) (১) মাড়াইখানা; threshing-machine (noun) মাড়াই কল। thresher (noun) মাড়াই কল; যে ব্যক্তি মাড়াই করে। (২) দীর্ঘ পুচ্ছবিশিষ্ট বৃহৎকায় হাঙ্গরবিশেষ।
- English Word threshold Bengali definition [থ্রেশ্হোল্ড্] (noun) [countable noun] (১) বহির্দ্বারের নিম্নস্থ পাথর বা তক্তা; প্রবেশপথের যে অংশ অবশ্যই ডিঙাতে হবে; গোবরাট: cross the threshold, প্রবেশ করা। (২) (লাক্ষণিক) প্রবেশদ্বার; শুরু; প্রারম্ভ; দ্বারপ্রান্ত: on the threshold of one’s career. (৩) (শারীরবিদ্যা, মনোবিজ্ঞান) সীমা: a pain threshold, যে বিন্দুতে একটি সংবেদন ব্যথা বলে অনুভূত হয়: adove/below the threshold of consciousness. দ্রষ্টব্য subliminal.
- English Word threw Bengali definition [থ্রু] throw- এর past tense, past participle
- English Word thrice Bengali definition [থ্রাইস্] (adverb) তিনবার; তিনগুণ।
- English Word thrift Bengali definition [থ্রিফ্ট্] (noun) [uncountable noun] মিতব্যয়িতা; ব্যয়সংকোচ। thrifty (adjective) (thriftier, thriftiest) (১) মিতব্যয়ী। (২) (America(n)) সমৃদ্ধশালী; উন্নতিশীল। thriftily [থ্রিফ্টিলি] (adverb) মিতব্যয়িতার সঙ্গে। thriftless (adjective) অমিতব্যয়ী; অপব্যয়ী। thriftlessly (adverb) অপব্যয় করে। thriftlessness (noun) অমিতব্যয়িতা; অপব্যয়।
- English Word thrill Bengali definition [থ্রিল্] (noun) শিহরণ; রোমাঞ্চ। □(verb transitive), (verb intransitive) (১) শিহরিত/রোমাঞ্চিত করা। (২) শিহরিত/রোমাঞ্চিত হওয়া: thrill with pleasure. thriller (noun) যেসব উপন্যাস, নাটক বা চলচ্চিত্রে উত্তেজনা ও আবেগ অপরিহার্য উপাদান; রোমাঞ্চকর উপন্যাস, নাটক ইত্যাদি।
- English Word thrive Bengali definition [থ্রাইভ্] (verb intransitive) (past tense thrived কিংবা (পুরাতনী) throve [থোউভ], past participle thrived কিংবা (পুরাতনী) thriven [থ্রিভন্]) thrive (on something) সমৃদ্ধি লাভ করা; সমৃদ্ধশালী হওয়া; উন্নতি লাভ/সাফল্য অর্জন করা; বলিষ্ঠ ও স্বাস্থ্যবান হওয়া: A business thrives on good management.
- English Word thró Bengali definition [থ্রু] through- এর অনানুষ্ঠানিক বানান।
- English Word throat Bengali definition [থ্রোট্] (noun) (১) গলা; টুটি; কণ্ঠ: cut one’s throat. cut-throat (attributively adjective) (ক) (ক্ষুর) হাতলে সংবদ্ধ সঞ্চালনযোগ্য দীর্ঘ ফলকবিশিষ্ট। (খ) (প্রতিযোগিতা ইত্যাদি) তীব্র ও নির্মম, গলাকাটা। (২) গলনালি; কণ্ঠনালি; গলা। force/thurst something down somebody’s throat (লাক্ষণিক) কিছু গেলানোর চেষ্টা করা, অর্থাৎ নিজের মতামত, বিশ্বাস ইত্যাদি গ্রহণ করানোর প্রয়াস পাওয়া। stick in one’s throat (লাক্ষণিক) গলায় আটকে যাওয়া, অর্থাৎ সহজে গ্রহণযোগ্য না-হওয়া। throated (যৌগশব্দে, যেমন) a red-throated bird, লাল গলাওয়ালা পাখি। throaty (adjective) (throatier, throatiest) গলার গভীরে উচ্চারিত: a throaty voice, ঘড়ঘড়ে গলা।
- English Word throb Bengali definition [থ্রব্] (verb intransitive) (throbbed, throbbing, throbs) (হৃৎপিণ্ড, নাড়ি ইত্যাদি) ধপধপ/ঢিপঢিপ/ধড়ধড়/ধড়াস ধড়াস করা; ধড়ধড়ানো। □ (noun) [countable noun] ধবধবানি; ধড়ধড়ানি; দুমদুম: the throb of distant firing. throbbing (adjective) স্পন্দময়; ঢিপঢিপে: throbbing machinery.
- English Word throe Bengali definition [থ্রো] (noun) throes (বিশেষত প্রসবের) তীব্র যন্ত্রণা। in the throes of something/of doing something (কথ্য) কিছু করার বা কোনো দায়িত্ব পালনের যন্ত্রণার মধ্যে: in the throes of a examination.
- English Word thrombosis Bengali definition [থ্রমবোসিস্] (noun) [uncountable noun] রক্তনালি বা হৃদযন্ত্রে জমাট রক্ত।
- English Word throne Bengali definition [থ্রোন্] (noun) [countable noun] (১) সিংহাসন। (২) the throne রাজকীয় কর্তৃত্ব; রাজশক্তি।
- English Word throng Bengali definition [থ্রঙ্ America(n) থ্রোঙ্] (noun) ভিড়; জনসম্পর্ক; লোকারণ্য; জনতা; জনসংঘ।
- English Word throttle Bengali definition [থ্রট্ল্] (verb transitive), (verb intransitive) (১) টুটি টিপে ধরা; শ্বাসরোধ করা: throttle freedom of speech. (২) throttle (back/down) ইনজিনে বাষ্প, পেট্রলের ধোঁয়া ইত্যাদি নিয়ন্ত্রণ করা; উক্তরূপে (ইনজিনের গতি) হ্রাস করা। □ (noun) throttle (valve) ইনজিনে বাষ্প, পেট্রলের ধোঁয়া ইত্যাদি নিয়ন্ত্রণে কপাটক; রোধনী।
- English Word through Bengali definition [থ্রু] (adverb) (ক্রিয়াসহযোগে প্রয়োগ যথাস্থানে দ্রষ্টব্য) (১) একপ্রান্ত থেকে অন্য প্রান্ত; শুরু থেকে শেষ; এক পাশ থেকে অন্য পাশ: The gatekeeper would not let her through, দরজার ভিতরে যেতে দেবে না; get through, যেমন পরীক্ষা সমাপ্ত বা পাস করা; Your shirt is through at the elbows, ছিঁড়েছে বা ফুটা হয়েছে। all through সারাক্ষণ; আগাগোড়া: He knew all through that his wife. was trying to deceive him. (২) একেবারে শেষ পর্যন্ত। be through with (ক) শেষ করা: Are you through with your meal? (খ) (কথ্য) ত্যক্তবিরক্ত হওয়া; আগ্রহ হারিয়ে ফেলা: He’s through with that job; he’s looking for something more exciting. go through with something শেষ না-হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাওয়া। see something through কতকগুলি ঘটনা পরম্পরায় শেষ অবধি উপস্থিত থাকা, সাহায্য করা। through and through সর্বতোভাবে; সম্পূর্ণভাবে She’s wet through/through and through. (৩) বরাবর; সোজা: I’ve booked my luggage through to London. (৪) (টেলিফোনকরণে) (ক) (British/Britain) সংযোগ দেওয়া হয়েছে এমন: Please put me through to the secretary, সচিবের সঙ্গে সংযোগ দিন। (খ) (America(n)) সমাপ্ত; কথা শেষ হয়েছে। (৫) (উপরে ৩- এর অর্থে noun(s)- কে বিশেষিত করার জন্য ব্যবহৃত): a through train to Glasgow; through traffic, সড়কপথে অন্য কোনো স্থানের ভিতর দিয়ে চলাচল (স্থানীয় যান চলাচলের সঙ্গে বৈপরীত্যক্রমে)। throughput [থ্রুপুট্] (noun) [uncountable noun, countable noun]= output; উৎপাদন; কোনো প্রক্রিয়ার মধ্যে ন্যস্ত বস্তুর পরিমাণ। throughway (noun) (দ্রুত যানচলাচলের) মহাসড়ক। দ্রষ্টব্য express 1 (২) ভুক্তিতে express way.
- English Word through 2 Bengali definition (America(n) অনানুষ্ঠানিক বানানে অপিচ thru) [থ্রু] (preposition(al)) (১) ভিতর/মধ্য দিয়ে; ভেদ করে: pass through a forest; look through a telescope. (২) (লাক্ষণিক প্রভৃতি; যথাস্থানে; verb ভুক্তিসমূহ দ্রষ্টব্য): go through many hardships, অনেক দুঃখকষ্ট অতিক্রম করা; See through a trick, চালাকি ধরতে পারা: go through the accounts, পরীক্ষা করা; get/go through one’s fortune, নিঃশেষ করে ফেলা; go through an examination, উত্তীর্ণ হওয়া। (৩) (সময়) প্রথম থেকে শেষ পর্যন্ত: The patient won’t live through the night, ভোর হওয়ার আগেই মারা যাবে। (৪) (America(n)) পর্যন্ত: I’ll be on tour from Friday through Tuesday. (৫) মাধ্যমে; জন্য; কারণে; দরুন: It was through them that we missed the train. (৬) না থেমে: the car passed through the red light.
- English Word throughout Bengali definition [থ্রুআউট্] (adverb) আগাগোড়া; আদ্যোপান্ত; সর্বাংশে; পুরোপুরি: The house painted yellow throughout. □(preposition(al)) আদ্যোপান্ত: throughout the country, সারাদেশে; throughout, the length and breadth of the land, দেশের সর্বত্র।
- English Word throve Bengali definition [থ্রোভ] দ্রষ্টব্য thrive.
- English Word throw 1 Bengali definition [থ্রো] (verb transitive), (verb intransitive) (past tense threw [থ্রু], past participle thrown [থ্রোন্]) (adverbial particle ও' preps- সহ প্রয়োগের জন্য নিচে ১২ দ্রষ্টব্য) (১) ছোড়া; ছুড়ে মারা; নিক্ষেপ/ক্ষেপণ করা। (২) (পোশাক-পরিচ্ছদ) দ্রুত বা এলোপাতাড়ি পরা বা খুলে ফেলা (on, off, over, etc): throw a shawl over one’s shoulders; throw off one’s clothes. (৩) (হাত, পা ইত্যাদি) ছোড়া (out, up, down, about): throw up one’s arms; throw one’s head back. (৪) (ক) (কুস্তিগির) (প্রতিপক্ষকে) ভূমিতে ফেলে দেওয়া। (খ) (ঘোড়া) আরোহীকে মাটিতে নিক্ষেপ করা। (গ) (সাপ) (খোলস) ছাড়া। (ঘ) (জীবজন্তু) বাচ্চা প্রসব করা। (৫) (পাশা) ছোড়া; মারা: throw three sixes, তিন ছক্কা মারা। (৬) (রেশম দিয়ে) সুতা পাকানো। (৭) (কুমারের চাকে) ঘট, কলসি ইত্যাদি গড়া। (৮) (কথ্য) পীড়া দেওয়া; বিচলিত করা; অন্যমনস্ক করা; The sudden death of the child really threw her. (৯) (অপশব্দ) throw party পার্টি দেওয়া। throw a fit ভিরমি খাওয়া। দ্রষ্টব্য fit 3 (২). (১০) throw something open (to) (ক) (প্রতিযোগিতা ইত্যাদি) সবার জন্য অবারিত/উন্মুক্ত করা। (খ) (সাধারণত বদ্ধ উদ্যান প্রভৃতি) সর্বসাধারণের জন্য খুলে দেওয়া। (১১) (noun(s)- এর সঙ্গে): throw cold water on something দ্রষ্টব্য water 1 (১). throw doubt upon, দ্রষ্টব্য doubt (১). throw dust in somebody’s eyes, দ্রষ্টব্য dust 1 (১). throw down the gauntlet, দ্রষ্টব্য gauntlet. throw light on, দ্রষ্টব্য light 1 (৬). throw a sop to Cerberus, দ্রষ্টব্য sop. throw one’s weight about, দ্রষ্টব্য weight. (১২) (adverbial particle ও preposition সহ বিশেষ প্রয়োগে): throw something about ছড়ানো ছিটানো; ইতস্তত বিক্ষিপ্ত করা: throw one’s money about, (লাক্ষণিক) টাকা ওড়ানো। throw oneself at (ক) ঝাঁপিয়ে পড়া। (খ) জোর করে মনোযোগ নিবন্ধ করা; প্রণয়ভাজন হতে বেপরোয়া আচরণ করা; ঝাঁপিয়ে পড়া। throw something away (ক) বোকামি বা অবহেলা করে হারানো: Your advice was thrown away upon her, উপদেশটা বাজে খরচ হলো। (খ) (অভিনেতা, সম্প্রচারক প্রভৃতি কর্তৃক উচ্চারিত শব্দাবলি) সচেতনভাবে কম গুরুত্ব দিয়ে, অযত্নসহকারে উচ্চারণ করা; ছুড়ে মারা। সুতরাং, throw-away (noun) ফেলে দেওয়ার মতো বস্তু (মুদ্রিত ইশতেহার ইত্যাদি); ফেলনা জিনিস: (attributive(ly)) a throw-away ballpen, ব্যবহারের পরে পরিত্যাজ্য: a throw-away line, কথার কথা। throw back বহু দূরের কোনো পূর্বপুরুষের বৈশিষ্ট্যসূচিত করা বা ফিরে পাওয়া। অতএব, throw-back (noun) পূর্বপুরুষের বৈশিষ্ট্যে প্রত্যাবর্তন; পূর্বানুবৃত্তি। throw somebody back on/upon something (প্রায়ই passive) (উপায়ান্তর না-থাকায়) কোনোকিছু পুনরায় অবলম্বন করতে বাধ্য করা: Since nobody came to his aid, he was thrown back upon his own resources. throw oneself down সটান/নম্র হয়ে শুয়ে পড়া। throw something in (ক) অতিরিক্ত মূল্য ছাড়া বাড়তি কিছু সরবরাহ করা: I bought this table for $ 40, with the chair thrown in. (খ) (মন্তব্য ইত্যাদি) কথাচ্ছলে যোগ করা। (গ) (ফুটবল) বল মাঠের বাইরে যাওয়ার পর ভিতরে নিক্ষেপ করা। সুতরাং throw-in (noun) নিক্ষেপ। throw in one’s hand নিরস্ত্র হওয়া; হাত গুটানো; কিছু করার অসামর্থ্য স্বীকার করা। throw in one’s lot with somebody অন্যের ভাগ্যের সঙ্গে ভাগ্য জড়ানো। throw in the towel/sponge (কথ্য) (মুষ্টিযুদ্ধ থেকে) পরাজয় স্বীকার করা; হার মানা। throw oneself into something পূর্ণোদ্যমে কাজ শুরু করা। throw somebody/something off ঝেড়ে ফেলা; কোনোক্রমে হাত থেকে অব্যাহতি/রেহাই পাওয়া: throw off a cold/one’s pursuers. throw something off খুব সহজে কিছু বানানো বা রচনা করা: throw off a few lines of verse. throw oneself on/upon somebody/something ভরসা/নির্ভর করা; নিজেকে কোনোকিছুর উপর সোপর্দ করা I throw something out (ক) (বিশেষত কথাচ্ছলে হালকাভাবে) কিছু উচ্চারণ করা: throw out a hint; throw out a challenge.(খ) (সংসদে বিল ইত্যাদি) প্রত্যাখ্যান করা। (গ) সম্প্রসারিত অংশ হিসেবে নির্মাণ করা: throw out a wing. throw somebody out (ক) (ক্রিকেটে ফিল্ডার) বল উইকেটে মেরে (ব্যাটসম্যানকে) আউট করা। (খ) কোনোকিছুতে (একান্ত নিবিষ্ট কোনো ব্যক্তির) মনকে বিক্ষিপ্ত করে কাজের বিঘ্ন ঘটানো: The noise in the street throw me out in my calculations. throw somebody over পরিত্যাগ করা: throw over an old friend. throw something together তাড়াহুড়া করে/জোড়াতালি দিয়ে দাঁড় করানো; সাততাড়াতাড়ি ও অযত্নে সংকলন করা: I have the impression that the book has been thrown together. throw people together একত্র করা। throw something up (ক) বমি করা। (খ) (চাকরি থেকে) পদত্যাগ করা; ছেড়ে দেওয়া: throw up one’s job. throw something up গোচরে আনা। throw up one’s hands (in horror) (বিভীষিকায়, আতঙ্কে) দুহাত উপরে তোলা।
- English Word throw 2 Bengali definition [থ্রো] (noun) [countable noun] নিক্ষেপ; কোনো নিক্ষিপ্ত বস্তু যতটা দূরত্ব অতিক্রম করেছে বা করতে পারে: a well-aimed throw লক্ষ্যভেদী নিক্ষেপ। within a stone’s throw (of) নিতান্ত কাছে।
- English Word thru Bengali definition [থ্রু]= through (-এর America(n) অনানুষ্ঠানিক বানান)।
- English Word thrush 1 Bengali definition [থ্র্রাশ্] (noun) [countable noun] গায়ক পাখি বিশেষত song-thrush বা throstle নামে পরিচিত পাখি।