• Bengali Word fit 1 English definition [ফিট্] (adjective) (fiter, fitest) ১ fit (for) যোগ্য; উপযুক্ত; যোগ্যতাসম্পন্ন: It is not fit for human consumption.
    (২) উচিত; সঙ্গত: It is not fit that you should abuse that innocent boy. think/see fit (to do something) উপযুক্ত মনে করা; মনস্থির করা: I don’t see fit to comply with your request. (৩) প্রস্তুত; ভালো অবস্থায়; (অপিচ, কথ্য adverb রূপে): We kept on marching till we were fit to sink to the ground. (৪) খেলাধুলা করার উপযুক্ত; সুস্থসবল; শারীরিকভাবে উপযুক্ত: fit for work; keep fit. fitly (adverb) উপযুক্ত রকম; উচিতভাবে ইত্যাদি। fitness (noun) [uncountable noun] ১ উপযোগিতা; ঔচিত্য: the fitness of things, যা ন্যায়সঙ্গত ও যথোপযোগী। (২) শারীরিক যোগ্যতা; স্বাস্থ্য-সবলতা।